নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

-ও- (কবিতা)

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৯

ও, প্রতিরাত সায়ংকৃত্য সম্পূর্নে ঘুমিয়ে যেত-

স্বপ্ন উপনিবেশের ব্যাপ্তিকাল বাড়াবে বলে

ও, রাত্রিয় শেষ প্রহর ভেঙে জেগে উঠত-

প্রার্থনায় তোমার জীবন সৌন্দর্য কামনা করবে বলে ।



ও তোমায় আড়ালে দেখতে চাইত

কিন্তু কামরূপ মন বাঁধ সাধতো

যদি অবচেতনে কাম দৃষ্টি দেয় হানা

কারণ তোমায় অপবিত্রে চাইতে মানা ।



ও’র এক অদ্ভুত শক্তি ছিল,

ও অগোচরেও বুঝতো তুমি আছো আশেপাশে কোথাও ।



ও একদিন- তোমার বন্ধু হতে চাইলো

ও অবাক হলো, তুমি হাসিমুখে গ্রহন করেছো;

ও একদিন- তোমায় অগোছালো কিছু বললো

ও অবাক হলো, তুমি শুনে বেমালুম হেসেছো ।



ও বাঁধনহারা ঘুড্ডিতে হলো পাগল-

তোমার রঙে রাঙালো স্বপ্নযুগল,

দূরদৃষ্টিতে আঁকলো তোমার আলিঙ্গনে জীবন উপাক্ষান

তোমার আদলে হবে স্বপ্নপুরীতে দু’জনার স্নান ।



ও’র গল্পটা ঠিক এমনই ছিলো

জানা হলো না, ও কি পারলো ?

আগ্রাসী কৌতূহলে সেটা না হয় অজানাই থাকলো।



তবে ভালোবাসাটা এইখানেই রয়ে যাক চিরকাল-

থাকুক অনুভবের ক্ষণগুলো অমলিন হাস্যোজ্জল

'কেউ হারাবে না কাউকে, কেউ হারবে না কারো কাছে

নিমগ্ন হবে না আর কোন জীবন প্রভাত অগাধ নিশার আঁধারে'

শুধু ভালোবেসে যাবে অবলীলায়, পবিত্রতায়, স্বপ্নবুননের আয়নায় ।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: ভাল তো ...।
এভাবেই না হয় চলুক ও আর ওর গল্প :)

২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

কলমের কালি শেষ বলেছেন: :) :) এভাবেই চলুক ।

সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক মনিরা সুলতানা আপু ।

ভাল থাকার শুভ কামনা । :)

২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় প্য্যারা অসাধারণ লাগল।

কিন্তু /ও একদিন ফেইসবুকে বন্ধু হতে চাইলো/ লাইনটা বেমানান লাগল।

ধন্যবাদ কবি।

২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

কলমের কালি শেষ বলেছেন: এই যুগে ফেইসবুকে বন্ধু হতে চাওয়াটা তেমন একটা বেমানান নয় তাই ব্যবহার করেছি । :)

ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক রাজপুত্র ভাই । :)

৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৮

আরণ্যক রাখাল বলেছেন: এরকমই হয়

২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

কলমের কালি শেষ বলেছেন: এইরকম হয় কি জানি না । তবে হলে ভাল হতো ।

সুন্দর মন্তব্যে ভাল লাগলো আরণ্যক রাখাল ভাই । :)

৪| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১:১০

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতাটিতে আবেগ ও অনুভবের মাত্রাটা কম মনে হল। এই ধরণের কবিতায় শব্দ, উপমার ও পঙক্তির চমৎকার ব্যবহার আশা করেছিলাম কালি। :(

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯

কলমের কালি শেষ বলেছেন: জেনে ভাল লাগলো সুন্দর আলোচনা সমালোচনামূলক মন্তব্যে । চেষ্টা করবো আরও ভাল করার ।

ভাল থাকুন বিদ্রোহী বাঙালি ভাই । :)

৫| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০৩

জাফরুল মবীন বলেছেন: হৃদয় ছুঁয়েছে কবিতার মর্মকথা।

ধন্যবাদ কবি ভাই।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: হৃদয় ছুঁয়েছে কবিতার মর্মকথা.... মবীন ভাই দেখি কাব্যিক কথা বলে ফেললেন ।

সুন্দর মন্তব্যে বেশ ভাল লাগলো ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুগ্ধপাঠ!!

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮

কলমের কালি শেষ বলেছেন: মুগ্ধপাঠ হয়েছে জেনে ভাল লাগলো খুব বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৭| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ শেযার করার জন্য ধন্যবাদ। তবে আপনি এই কবিতাটির প্রতি আরও একটু যত্নশীল হলে কবিতাটি উৎরে যেত আমার মনে হচ্ছে।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪০

কলমের কালি শেষ বলেছেন: পরামর্শমূলক মন্তব্যে ভাল লাগলো অনেক সুফিয়া আপু । চেষ্টা করব যত্নশীল হতে ।

ভাল থাকুন সবসময় । :)


৮| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭

সুমন কর বলেছেন: মোটামুটি!!!

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১

কলমের কালি শেষ বলেছেন: মোটামুটি মন্তব্যে ভাল লেগেছে বেশ সুমন ভাই ।

শুভ কামনা রইল । :)

৯| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ও এই তাহলে কাহিনী... ;)

কবিতা ভালো লেগেছে... তবে শেষে এসে ফেসবুকের ব্যাপারটা কবিতার লেভেলের সাথে বেমানান হয়ে গেল। সব জায়গায় সব কিছু মানায় না যে ভাই। একটু ভেবে দেখতে পারেন। :)

শুভকামনা সতত, ভালো থাকুন প্রতিদিন।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ;) ;)

ভেবে দেখে আমুল পরিবর্তন চেষ্টা করেছি । এখন কেমন হয়েছে জানি না । :|

সুন্দর পরামর্শমূলক মন্তব্যে ভাললাগা অনেক বোমা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১০| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: আপনার কবিতার পাশাপাশি বোকা মানুষ বলতে চায় এর মন্তব্যেও লাইক দিলাম।

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

কলমের কালি শেষ বলেছেন: হুম, বোমা ভাই এবং শ্রদ্ধেয় সকল পাঠকদের প্রতিক্রিয়া বিশ্লেষন করে কবিতায় কিছুটা পরিমার্জন করার চেষ্টা করেছি । :)

তবে ;) এই ইমোর কথা বললে সেটা ভিন্ন ;) ;)

সাফোর্টিভ মন্তব্যে ভাল লাগলো অনেক হামা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২১

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা রইলো ভাই

এবং শুভকামনা

এবং ভালোবাসা

তবে ভালোবাসাটা এইখানেই রয়ে যাক চিরকাল-
থাকুক অনুভবের ক্ষণগুলো অমলিন হাস্যোজ্জল

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক দীপংকর চন্দ ভাই ।

ভাল থাকুন অনিঃশেষ । :)

১২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৬

***মহারাজ*** বলেছেন: দারুন চমৎকার হৃদয় ছুঁয়ে গেল ।

২২ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯

কলমের কালি শেষ বলেছেন: দারুণ চমৎকার মন্তব্যে ভাল লাগল অনেক ***মহারাজ*** ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

তুষার কাব্য বলেছেন: ও'র রহস্য টুকো আর একটু না হয় আলগা করে দিতেন আমাদের কাছে :)

ভালো থাকুক ও, তাকে সাথে নিয়ে :D

শুভকামনা ভাই ।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: :) :D ;)

ভাল থাকার মন্তব্যে ভাল লাগল অনেক তুষার কাব্য ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১৪| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: কেউ হারাবে না কাউকে, কেউ হারবে না কারো কাছে
নিমগ্ন হবে না আর কোন জীবন প্রভাত অগাধ নিশার আঁধারে'
শুধু ভালোবেসে যাবে অবলীলায়, পবিত্রতায়, স্বপ্নবুননের আয়নায় ।


সত্যিকারের ভালবাসা এমনই হয়

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১১

কলমের কালি শেষ বলেছেন: :) :)

সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক নেক্সাস ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৫| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১১

রোদেলা বলেছেন: কেউ হারাবে না কাউকে, কেউ হারবে না কারো কাছে
নিমগ্ন হবে না আর কোন জীবন প্রভাত অগাধ নিশার আঁধারে'
শুধু ভালোবেসে যাবে অবলীলায়, পবিত্রতায়, স্বপ্নবুননের আয়নায়
-----সুন্দর উপস্থাপনা

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে ভাল লাগলো রোদেলা ।

ভাল থাকুন সবসময় । :)

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বাহ্..বেশ মিষ্টি প্রণয়োপাখ্যান :)



থাকুক অনুভবের ক্ষণগুলো অমলিন হাস্যোজ্জল

শুভকামনা।।।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

কলমের কালি শেষ বলেছেন: :) :)

মিষ্টি মন্তব্যে বেশ ভাল লাগলো আফসানা যাহিন চৌধুরী ।

ভাল থাকবেন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.