নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

বাংলার হৃদয়ে একটি গভীর রাত আছে । (কবিতা)

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

বাংলার হৃদয়ে একটি গভীর রাত আছে

সেই রাতের ইতিবৃত্ত শ্রবণে-

এখনো শরীরের প্রবাহমান রক্ত টগবগিয়ে নাচে

চোখ কেঁপে ওঠে, লোম দাঁড়িয়ে যায় ভয়ার্ত শিহরণে ।



রাতের মতই কালো ছিল সেই রাত

রাতের মতই নীরব শীতল ছিল সেই রাত

কিন্তু,

অনাকাঙ্ক্ষিত কিছু কাপুরুষের দল-

ঘুমন্ত নিষ্পাপের বুকে দিয়েছিল হানা

সেই রাত আর কালো ছিল না, হয়েছিল হৃদপিণ্ডের ঝর্নাধারায় রক্তলাল ধ্রুপদী

সেই রাত আর নীরব শীতল ছিল না, হয়েছিল ধোঁয়া উঠা রক্তে তপ্ত ভারী ।



হয়তো সেই ভোরের সূর্যও ফুটতে ভয় পেয়েছিল

এই ভেবে,

তার বুকও যে এতো লাল তৈরি করে না

হয়তো সেই সূর্য আনন্দে আত্মহারাও হয়েছিল

এই ভেবে যে,

তার মতোই সেই গভীর রাত লাল তৈরি করেছিল-

বাংলার বুক স্বাধীনতার মনোরম আলোয় ভরিয়ে দিতে ।



আর,

সেই রাতের রক্ত মলাট এঁকে দিয়েছিল বাংলা স্বাধীনের সুনিশ্চিত ভবিষ্যদ্বাণী সনদ

যার প্রথম ফোঁটা ছিল অমৃত স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রথম অনড় ।



[২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি ]

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা| সম্মান আর শ্রদ্ধা সেই রক্তাক্ত রাতে শহীদ লাখো মানুষে প্রতি

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬

অর্বাচীন পথিক বলেছেন: ভাল লাগলো ২৬শে মার্চ কালো রাতে নিয়ে কবিতা।

আমি ও আপনার সাথে সেই সব নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি।

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন ।

ভাল থাকবেন ।

৩| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩০

জাফরুল মবীন বলেছেন: সময়োপযোগী সুন্দর কবিতা।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাই কলমের কালি শেষ।

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইল ভাই । :)

৪| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে কালি ভাই। ++

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩২

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং ভালোলাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকবেন । :)

৫| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

৩+।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং চমৎকার হওয়ার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০

জেন রসি বলেছেন: অনাকাঙ্ক্ষিত কিছু কাপুরুষের দল-
ঘুমন্ত নিষ্পাপের বুকে দিয়েছিল হানা
সেই রাত আর কালো ছিল না, হয়েছিল হৃদপিণ্ডের ঝর্নাধারায় রক্তলাল ধ্রুপদী
সেই রাত আর নীরব শীতল ছিল না, হয়েছিল ধোঁয়া উঠা রক্তে তপ্ত ভারী ।

চমৎকার লিখেছেন।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন । :)

৭| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২

আধখানা চাঁদ বলেছেন: "হয়তো সেই ভোরের সূর্যও ফুটতে ভয় পেয়েছিল
এই ভেবে,
তার বুকও যে এতো লাল তৈরি করে না"


৪র্থ ভাললাগা।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৮

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন সবসময় । :)

৮| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। কবিতায় কালো রাত। চতুর্থ প্লাচ।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৯

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভালো থাকবেন । :)

৯| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন কালি ভাই।
[২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি ]

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৬

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবংসুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো । :)

১০| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: সেদিন হারিয়ে যাওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করছি।

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৭

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন সবসময় । :)

১১| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতা। সেই ভয়াল রাতে নিহতদের জন্যে প্রার্থনা। হানাদার বাহিনীর সবাই নরকে পুড়ুক চিরদিন।

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

কলমের কালি শেষ বলেছেন: ওদের পাপের প্রায়শ্চিত্ত ওদের দেশ এখনো দিয়ে যাচ্ছে । পৃথিবীতে ওদের দেশ নরকেই আছে । প্রতিদিন ধ্বংস হচ্ছে, পুড়ছে । আর পরকাল সৃষ্টিকর্তা দেখবেন । আমরা শুধু আমাদের নিষ্পাপদের জন্যই প্রার্থনা করে যাব । তারা পরকালে ভাল থাকুক ।

ভাল থাকুন সবসময় । :)

১২| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

রোদেলা বলেছেন: চমৎকার শব্দ চয়ন ,ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন । :)

১৩| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: সেই রাতের রক্ত মলাট এঁকে দিয়েছিল বাংলা স্বাধীনের সুনিশ্চিত ভবিষ্যদ্বাণী সনদ
যার প্রথম ফোঁটা ছিল অমৃত স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রথম অনড় ।

নির্মম কষ্টের হলেও সত্যি বলেছেন কালি। স্বাধীনতার জন্য আমাদের আকাঙ্ক্ষা মনে হয় বেগবান হয় ঐ রাতের পরই।
কালো রাতের হাত ধরেই আমাদের স্বাধীনতা এসেছে। ঐ রাতে শহিদ হওয়া আমাদের মা ভাই বোনদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। কবিতা ভালো লাগলো কালি। নিরন্তর শুভ কামনা রইলো।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং বিস্তর সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় । :)

১৪| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেরীতে পড়লেও [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি] ... ভাল লেগেছে কবিতা!!

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

কলমের কালি শেষ বলেছেন: [২৬শে মার্চ রাতে হারিয়ে যাওয়া সকল নিষ্পাপ আত্মার মাগফেরাত কামনা করছি]

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ঈপ্সিতা চৌধুরী ।

ভাল থাকবেন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.