নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

এক প্লাবন বিনিদ্র । (কবিতা)

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

আমি কখনো কবিতা ভালবাসিনি
তোমায় ভাবনায় হয়েছিলাম কবি
আমি কখনো বৃষ্টিকে কাছে টানিনি
তোমায় জড়িয়ে হয়েছিলাম মেঘ সঞ্চারী ।

আমি কখনো জ্যোৎস্নায় জোনাক হইনি
তোমায় ঘিরে হয়েছিলাম চন্দ্র আঁধারি
আমি কখনো ছিলাম না অবচেতনে বিশ্বাসী
তোমায় আবেদনে হয়েছিলাম স্বপ্নচাষি ।

একদিন জমানো আবেগের এক টুকরো
পাঠিয়েছিলাম তোমার মন বারান্দায়
আর তুমি পাঠিয়েছিলে হাসি একমুঠো ।

একদিন জমানো অনুভুতির এক আকাশ
পাঠিয়েছিলাম তোমার বিবাগী হৃদয় আঙিনায়
আর তুমি পাঠিয়েছিলে এক ঘুড়ি অব্যক্ত সকাশ ।

একদিন জমানো ভালবাসার এক সমুদ্র
পাঠিয়েছিলাম তোমার সুপ্ত হৃদয় মোহনায়
আর তুমি পাঠিয়েছিলে এক প্লাবন বিনিদ্র......

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল ধন্যবাদ

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ প্রামািনক ভাই ।

ভাল থাকুন । :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:০৩

মনিরা সুলতানা বলেছেন: ওওওওওওওওওওওওওও


একদিন জমানো ভালবাসার এক সমুদ্র
পাঠিয়েছিলাম তোমার সুপ্ত হৃদয় মোহনায়
আর তুমি পাঠিয়েছিলে এক প্লাবন বিনিদ্র..
বড্ড হৃদয় হীনা

তবে এটা সত্যি আমরা কেউ কখনো


আমি কখনো কবিতা ভালবাসিনি
তোমায় ভাবনায় হয়েছিলাম কবি
আমি কখনো বৃষ্টিকে কাছে টানিনি
তোমায় জড়িয়ে হয়েছিলাম মেঘ সঞ্চারী ।



কবিতায় মুগ্ধতা ... :)





০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮

কলমের কালি শেষ বলেছেন: বড্ড হৃদয় হীনা :( :( :|

কবিতায় মুগ্ধতার প্রকাশের অনেক ভাল লেগেছে মনিরা সুলতানা আপু ।

শুভ কামনা সবসময় । :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৮

অর্বাচীন পথিক বলেছেন: মুগ্ধতায় পূর্ণ কবিতা :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪০

কলমের কালি শেষ বলেছেন: মুগ্ধতায় ঘেরা মন্তব্যে মুগ্ধ হলাম অর্বাচীন পথিক ।

ভাল থাকবেন সবসময় । :)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে দারুণ লাগলো রাজপুত্র ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: মোটামুটি।

১ম ভালো লাগা রেখে গেলাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

কলমের কালি শেষ বলেছেন: মোটামুটির ভাললাগা প্রকাশে ভাল লেগেছে অনেক সুমন ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৯

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে আমারও অনেক ভাল লাগলো হামা ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ++

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

কলমের কালি শেষ বলেছেন: প্লাসমূলক মন্তব্যে ভাল লাগলো অনেক শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকবেন । :)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন: একদিন জমানো অনুভুতির এক আকাশ
পাঠিয়েছিলাম তোমার বিবাগী হৃদয় আঙিনায়
আর তুমি পাঠিয়েছিলে এক ঘুড়ি অব্যক্ত সকাশ


অসাধারণ লাগলো আপনার ভাবনার ছবি। মুগ্ধ হলাম। ধন্যবাদ কবি।

০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ মন্তব্যে মুগ্ধতা রইলো অনেক ভ্রমরের ডানা ভাই ।

ভাল থাকবেন । :)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: প্লাসমুলক মন্তব্য?? হা হা। ভালো কইছেন কালি ভাই। :)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: :) :)

১০| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪০

জুন বলেছেন: একটি অর্থনীতিবিষয়ক কবিতা ;)
খালি লেন দেনের কথা বার্তা =p~
ভালোলাগলো
+

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

কলমের কালি শেষ বলেছেন: একটি অর্থনীতিবিষয়ক কবিতা B:-) :P

হাস্যরস বিষয়ক মন্তব্যে হাসি পেল অনেক জুন আপু । =p~

শুভ কামনা সবসময় । :)

১১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভালো লাগল, ভালো থাকুন কবি সাহেব :)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০২

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে জেনে ভাল লাগলো অনেক বোমা ভাই ।

আপনিও ভাল থাকুন । শুভ কামনা সবসময় । :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫

আমি তুমি আমরা বলেছেন: সকাশ মানে কি?

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: নিকট

পাঠে এবং জিজ্ঞাসিত মন্তব্যে ভাল লাগলো অনেক আমরা ভাই ।

ভাল থাকুন । :)

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একদিন জমানো ভালবাসার এক সমুদ্র
পাঠিয়েছিলাম তোমার সুপ্ত হৃদয় মোহনায়
আর তুমি পাঠিয়েছিলে এক প্লাবন বিনিদ্র......



ভালো লাগলো কবি।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৬

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো প্রিয় সোনাবীজ ভাই ।

শুভ কামনা সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.