নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অণুদের মিছিলে একদিন !

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১০

১।

একবার একাকী হয়েছিলাম

অতঃপর কিছুকাল কাটিয়ে ভাবনার নিবাস সায় দিল-

মন্দ নয়, তাই কেটে গেলো আরও কিছুকাল

একসময় অভ্যস্ততায় ধরা খেয়ে গেলে

ফিরে আসার ইচ্ছে নীরব হয়ে যায় ।




২।

বৃষ্টির কয়েকফোঁটা বুকপকেটে নিয়ে বাড়ি ফিরলাম

পরে আর পাইনি সেই ঝরনাধারা

হয়তো খোঁজ পেয়ে চলে গেছে লুকানো নদীটায় ।




৩।

মেঘদলের নির্দিষ্ট কোন আবাস নেই

কে বলেছে ?

আকাশতো একটাই !




৪।

অন্ধকার রাতেই শোভা পায়

তাই প্রকৃতি তাকে লুকিয়ে রাখে দিন ফোটায় ।




৫।

মাঝে মাঝে দ্বিধান্বিত হই

যা দেখছি তাই বাস্তব অথবা স্বপ্নে যা দেখি তাই সত্য !




৬।

আমি সবসময় ব্যর্থ প্রেমিকার রাগ ধরতে

কারণ সেই মুখ সুখপাখি হয়ে ডানা ঝাপটায় এই হৃদয়ে ।




৭।

তুমি বলো আমি অচেনা কেউ, তাই আমাকে জানতে চাও

তাহলে তোমায় নিয়ে ফেলে আসা ঊনিশ বসন্তের কি হবে ?




৮।

রাতে কুকুরের বিলাপ ভয়ার্ত বিস্বাদ হয়

পৃথিবীর সৌভাগ্য, শ্রেষ্ঠ জাতি নীরবে সারে।




৯।

এইভাবে আর কতকাল হারাবে নিজেকে অন্যের ভেবে

চেয়ে দেখো তার দিকে যে নিজেকে তোমার ভাবছে ।




১০।

সমুদ্রের বুক থেকে তৃষ্ণার্ত পাখির ঠোঁট যেভাবে তুলে নেয় একফোঁটা জল

ঠিক তেমনি তোমায় ভেবে আমি মেটাই সুখ পিয়াস

যেন তুমি সুখ সমুদ্র

আর তাই হয়তো তোমার মন অগোচরেই হারিয়ে দেয় আমায় ।


মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪

মিশু মিলন বলেছেন: বাহ্! চমৎকার পংক্তিগুচ্ছ! সবগুলো-ই ভীষণ ভাল লেগেছে।

ভাল থাকুন। শুভকামনা.............

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: আপনার চমতকারভাবে ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লেগেছে মিশু মিলন ভাই ।

শুভ কামনা সবসময় । :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: প্রতিটিই চমৎকার হয়েছে।

৩য় ভালো লাগা রেখে গেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লাগাতে পেরে অনেক ভাল লাগলো সুমন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: ১,২,৭,৮ অসাম হইছে।

বাকীগুলা সো সো।

৮ এ মহা পাপ আছে, বানান ভুল হইছে। :D

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: হুম ঠিক করেছি । অনেক ধন্যবাদ ।

অসাম মন্তব্যে অসাম লাগলো বেশ শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২২

আমি সৈকত বলছি বলেছেন: মন্ত্র মুগ্ধের মত শুধু পড়েই গেলাম।

উফফফ কি ভিষন লেখা।

এক বুক ভালো লাগা জানিয়ে গেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯

কলমের কালি শেষ বলেছেন: আপনার উচ্ছসিত মুগ্ধতায় আমারও ভীষণ ভাল লাগলো আমি সৈকত বলছি ভাই ।

শুভ কামনা রইলো । :)

৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! সুন্দর!

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং আনন্দিত মন্তব্যে ভাল লাগা অনেক রেজওয়ানা আলী তনিমা আপু ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: সব গুলিই ভাল লাগছে
দারুন লেখা :)

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৬

কলমের কালি শেষ বলেছেন: সবগুলো ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো মনিরা সুলতানা আপু ।

শুভ কামনা সবসময় । :)

৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৬

রিদওয়ান হাসান বলেছেন: অর্থবহ কবিতা। ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক রিদওয়ান হাসান ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৮| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩

সাইলেন্ট পেইন বলেছেন: খুব ভালো লেগেছে। সুন্দর বর্ণনা।

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬

কলমের কালি শেষ বলেছেন: আপনার খুব ভাল লাগার মন্তব্যে আমারও অনেক ভাল লেগেছে সাইলেন্ট ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১০

সুখেন্দু বিশ্বাস বলেছেন: ভালো লাগলো অনুকবিতা।

//মেঘদলের নির্দিষ্ট কোন আবাস নেই
কে বলেছে ?
আকাশতো একটাই ! // - এটা অসাধারন।

শুভেচ্ছা রইলো কবি।

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে খুব ভালো লাগল সুখেন্দু বিশ্বাস ভাই ।

শুভ কামনা রইলো । :)

১০| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

আধখানা চাঁদ বলেছেন: তুমি বলো আমি অচেনা কেউ, তাই আমাকে জানতে চাও
তাহলে তোমায় নিয়ে ফেলে আসা ঊনিশ বসন্তের কি হবে ?


এটি সবচেয়ে ভাল লেগেছে। অন্য সবগুলোও অনেক ভাল হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগছে আধখানা চাঁদ ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১১| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো সবগুলিই।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১২

কলমের কালি শেষ বলেছেন: সবগুলো ভাল লাগার মন্তব্যে অনেক ভাললাগা খুঁজে পাচ্ছি হামা ভাই ।

শুভ কামনা রইল । :)

১২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলোই তো চমৎকার, আলাদাভাবে দেখার কিছুই নেই -------

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

কলমের কালি শেষ বলেছেন: সবগুলো ভাললাগার সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো লাইলী আরজুমান খানম লায়লা ।

শুভ কামনা সবসময় । :)

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অর্বাচীন পথিক বলেছেন: সব গুলোই ভাল লাগলো তবে ২,৩,৪,৭ বেশি ভাল লাগলো


শুভেচ্ছা রইল

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৯

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লেগেছে অর্বাচীন পথিক ।

ভাল থাকবেন সবসময় । :)

১৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে কয়েকটা

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০

কলমের কালি শেষ বলেছেন: কয়েকটা ভাললাগার মন্তব্যে ভাল লাগলো বেশ আরণ্যক রাখাল ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৫| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুগ্ধপাঠ!!

মেঘদলের নির্দিষ্ট কোন আবাস নেই
কে বলেছে ?
আকাশতো একটাই ! +++

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগা অনেক বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

শুভ কামনা রইলো । :)

১৬| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৯

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে আমারও অনেক ভাল লাগলো প্রামািনক ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৭| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

বৃতি বলেছেন: ভালো লাগলো অণুপদ্যগুলো :)

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং আপনার ভালোলাগার মন্তব্যে ভাল লাগলো বেশ বৃতি ।

ভাল থাকবেন সবসময় । :)

১৮| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কাব্য।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং দারুণ মন্তব্যে অনেক ভাললাগা আমি ময়ূরাক্ষী ।

শুভ কামনা সবসময় । :)

১৯| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

জুন বলেছেন: এইভাবে আর কতকাল হারাবে নিজেকে অন্যের ভেবে
চেয়ে দেখো তার দিকে যে নিজেকে তোমার ভাবছে ।

আমি তাজ্জব হয়ে গেলাম ককাশে আপনি এত্ত সুন্দর ভাব সহ কবিতা লিখেন !
আমি কেন পারি না :(
অনেক অনেক ভালোলাগা সব কবিতায়
:) :)
+

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪

কলমের কালি শেষ বলেছেন: B:-) B:-) :| ভীষন ভয় পাইছি !

কে বলেছে আপনি পারেন না !! বিষয়টা হচ্ছে আপনি লেখেন না । :(

আপনার উচ্ছসিত ভাল লাগায় আমারও অনেক ভাল লাগছে । যেন বিহঙ্গ হয়ে আকাশে উড়ছি !

ভাল থাকুন সবসময় । :)

২০| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭

শামছুল ইসলাম বলেছেন: ১০-এ ১৫, কয়েকটা এতো এতো ভাল হয়েছে যে পূর্ণ মানের চেয়েও বেশী দিতে হলো। প্রিয়তে নিলাম।
লুকানো নদীটার খোঁজ পেলে, আমায় জানাবেন কলমের কালি শেষ..ভাই।
বৃষ্টির কয়েকফোঁটা বুকপকেটে নিয়ে বাড়ি ফিরলাম
পরে আর পাইনি সেই ঝরনাধারা
হয়তো খোঁজ পেয়ে চলে গেছে লুকানো নদীটায় ।

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা .. সবার ভেতরেই একটা লুকানো নদী আছে ।

আপন লেখনী কা্রো প্রিয়তে যাওয়া অনেক সৌভাগ্যের ।

আপনার অনেক ভাল লেগেছে এবং প্রিয়তে নেওয়ায় জেনে অনেক অনেক ভাল লাগলো শামছুল ইসলাম ভাই ।

শুভ কামনা সবসময় । :)

২১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




আমার জন্যে উপরের সহ ব্লগারেরা কিছু বাকী রাখেননি লেখার !

সুন্দর বলেছেন, "-----আকাশতো একটাই !"

অনুপদ্য কেন ? বড় লিখলে কলমের কালি শেষ হয়ে যেতে পারে , তাই ?

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । কালি শেষ হয়ে যেতে পারে সেই জন্যেই তো অল্পকথায় একটু বেশি বলার চেষ্টা ! :|

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা আহমেদ জী এস ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

২২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ৯ নম্বরটা বেশি ভাল লাগলো ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সেলিম আনোয়ার ভাই ।

শুভ কামনা রইলো । :)

২৩| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: ৩ নম্বরটা সবচেয়ে ভাল লেগেছে :)

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: নির্দিষ্টতার ভাললাগায় আমারও খুব ভাল লেগেছে আমি তুমি আমরা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

২৪| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৭

সায়েম মুন বলেছেন: এক কথায় মুগ্ধপাঠ!

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

কলমের কালি শেষ বলেছেন: মুগ্ধ করা মন্তব্যে ভাল লাগলো অনেক সায়েম মুন ভাই ।

শুভ কামনা রইলো । :)

২৫| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেঘদলের নির্দিষ্ট কোন আবাস নেই
কে বলেছে ?
আকাশতো একটাই !//

মুগ্ধতা। +

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

কলমের কালি শেষ বলেছেন: মুগ্ধতার মন্তব্যে মুগ্ধ হলাম রাজপুত্র ভাই ।

ভাল থাকুন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.