নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অণুদের আড্ডায় একদিন !

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১০

১।

জীবনের একটাই পথ

আর তাই মানুষ দ্বিধায় থেকেই পৃথিবী ত্যাগ করে ।



২।

হাজারো স্বপ্নের মালিক আমি ঠিকি

কিন্তু অপেক্ষা ভোগ করে সবকটি ।



৩।

রাত গভীরে একটা লোক এসেছিল আমার কাছে

চেহারা ছিল বিমর্ষ

ভোর সকালে সেই লোকটা আবার এসেছিল

চেহারা ছিল প্রাণবন্ত

শেষ বিকেলে লোকটাকে আমি আবার দেখি

তখন চেহারাটা ছিল উদাস

কিন্তু এই লোকটাকে নিয়মিতই দেখি আমি

বিভিন্ন রুপে, বিভিন্ন আঙ্গিকে ।



৪।

ভয়’টা দেখতে খুব ছোট

কিন্তু মনে তার রাজত্ব ।



৫।

যে নিজের মনকে সাধারণে ধারণ করে সে হয় অসাধারণ

আর যে সাধারণকে মুখের বুলিতে রাখে সে হয় অসাধারণ বেশী ।



৬।

কল্পনার রঙ যদি সাদা হয় নিশ্চয় মনের রঙ নীল ।



৭।

একদিন কবিতাদের আসরে আটকা পড়ি-

এইমাত্র যাকে চিনলাম আবার সে অচেনা হয়ে যাচ্ছে

সবকিছুই যেন রুপ পাল্টাচ্ছ, খুব দ্রুত

ধোঁয়াশার ধূম্রজালে জড়িয়ে অচেনাকে জিজ্ঞেস করলাম

সে বলল, সবই যদি বুঝতে চাও তবে কেন এসেছো তুমি কবিতাদের মজলিসে !



৮।

একদিন ভালোবাসাকে বললাম,

তোমার জন্য যুগে যুগে কতশত আত্মাহুতি দিচ্ছে

ভালোবাসা বলল, এর চেয়ে ঢের আমায় আঁকড়ে বেঁচে আছে ।



৯।

রাতে পাখির ডাক যেমন অদ্ভুত লাগে

তোমার জন্য আমার ভালোবাসাটাও ঠিক তেমন ।



১০।

এই মনে অনিশ্চয়তা সারাক্ষণ গান গেয়ে যায়

আর সুরকারের ভূমিকায় থাকে ভয় !

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৭

সুমন কর বলেছেন: ২, ৪, ৭, ৮ ভালো লাগল।

১ম ভালো লাগা।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭

কলমের কালি শেষ বলেছেন: সিলেক্টিভ ভাললাগার মন্তব্যে খুব ভাল লাগলো সুমন ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

আমি সৈকত বলছি বলেছেন: সব গুলোই অসাধারন।

খুব ভালো লাগলো।

ভালো থাকবেন
শুভ কামনা :)

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক আমি সৈকত বলছি ভাই ।

আপনিও ভাল থাকুন ।

শুভ কামনা সবসময় । :)

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ভাল লাগল ক‌বি :)

আর ৫ নাম্বারটা বেশী জোস!

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৮

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে যেনে আমারও খুব ভাল লাগলো আফসানা যাহিন চৌধুরী ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে আমারও বেশ ভাল লাগলো হামা ভাই ।

নতুন গল্প চাই । :#)

শুভ কামনা সবসময় । :)

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগার চমৎকার মন্তব্যে অনেক ভাল লাগলো রেজওয়ানা আলী তনিমা ।

ভালো থাকুন সবসময় । :)

৬| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৭

অর্বাচীন পথিক বলেছেন: সব গুলোই ভাল লাগলো আমার

তবে ৮ নম্বর টা বেশি ভাল লাগলো

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: সবগুলো ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক অর্বাচীন পথিক ।

ভাল থাকবেন সবসময় । :)

৭| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ৭,৮ এ ভালো লাগা।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা রাজপুত্র ভাই ।

শুভ কামনা রইলো । :)

৮| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮

জুন বলেছেন:
আজকাল বড় কাহিনী কেউ পড়তে চায় না :(
এখন অনুরই জয় জয়কার :||

যাই হোক ভালো পাইলাম অনু কাব্য /:)

সত্যি ভালোলাগলো ককাশে ।
+

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯

কলমের কালি শেষ বলেছেন: আমি পড়ি । ভাল লাগে । :#>

সত্যি ভাললাগার মন্তব্যে সত্যি ভাল লেগেছে অনেক জুন আপু ।

শুভ কামনা সবসময় । :)

৯| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫০

রোদেলা বলেছেন: রাত গভীরে একটা লোক এসেছিল আমার কাছে
চেহারা ছিল বিমর্ষ
ভোর সকালে সেই লোকটা আবার এসেছিল
চেহারা ছিল প্রাণবন্ত
শেষ বিকেলে লোকটাকে আমি আবার দেখি
তখন চেহারাটা ছিল উদাস
কিন্তু এই লোকটাকে নিয়মিতই দেখি আমি
বিভিন্ন রুপে, বিভিন্ন আঙ্গিকে ।-
---------------
সুস্পষ্ট বিশ্লেষণ ।ভালো লাগা জানিয়ে গেলাম।

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগা জানিয়ে যাওয়ার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ রোদেলা ।

ভাল থাকুন সবসময়। :)

১০| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:০৬

মহাকাল333 বলেছেন: ভাল লাগলো

০৮ ই মে, ২০১৫ রাত ৮:২৪

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগল মহাকাল333 ভাই ।

শুভ কামনা সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.