নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

দুর্জ্ঞেয় গণতন্ত্র একটি আকাশের খোঁজে । (কবিতা)

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

এতে কোন মুক্তি ছিল না

তেতাল্লিশ বছর ধরে লুকিয়ে থাকা যন্ত্রণা আজও কাতর ।



‘খোকা যাসনে ঘরের বাহিরে- এতো যুদ্ধ যুদ্ধ করে কী হবে ?

তোর রক্তের দাম এই মাটি দিলেও ওরা দিবে না, পেরিয়ে যাবে বছরের পর বছর’।



কিন্তু না, ঐ মা এতো দূরদর্শী ছিল না, ছিল না কোন বিজ্ঞানী;

ছিল শুধু একটি নিষ্পাপ মনের অধিকারীণী-

যেখানে গোপনে খেলা করতো একটি স্বাধীন বাংলা,

যেখানে নাড়ি ছেঁড়া ধনের বিসর্জন ছিল একটি সূর্যের বিনিময় ।



গণতন্ত্রের দুর্জ্ঞেয় ব্যবচ্ছেদ আজ বড্ড কাঁদায়

গণতন্ত্র কী স্বাধীনের পরিপূরক ?

তবে কেন সেই মা আঁচলে ধারণ করে দীর্ঘশ্বাসের উষ্ণতা

যার গর্ভ ধারণ করেছিল অবিসংবাদিত নেতা ?

তবে কেন শত বাবা লাঞ্চিত হয়, শত ভাই গুম হয় ?

তবে কেন শত বোন সম্ভ্রমহানির দায়ে পুরুষদের ধিক্কার দেয়

যে জাতি একসময় তা রক্ষার্তে দিয়েছিল রক্ত ঢেলে ?



আজও সেই অধরা স্বাধীনতা অজানা শঙ্কায় ডুকরে কেঁদে ওঠে

অমীমাংসিত গণতন্ত্রের দাবাগ্নিতে-

সেই নিঃশ্বাস পোড়া গন্ধ হয়ে বের হয়- নির্লিপ্ত আকাশের পানে ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর হয়েছে.।
চালিয়ে যান। :)

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ হাসিবুল ইসলাম বাপ্পী ভাই ।

ভালো থাকুন । :)

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১১

আমি সৈকত বলছি বলেছেন:







গণতন্ত্রের দুর্জ্ঞেয় ব্যবচ্ছেদ আজ বড্ড
কাঁদায়
গণতন্ত্র কী স্বাধীনের পরিপূরক ?
তবে কেন সেই মা আঁচলে ধারণ করে
দীর্ঘশ্বাসের উষ্ণতা
যার গর্ভ ধারণ করেছিল অবিসংবাদিত
নেতা ?
তবে কেন শত বাবা লাঞ্চিত হয়, শত ভাই
গুম হয় ?
তবে কেন শত বোন সম্ভ্রমহানির দায়ে
পুরুষদের ধিক্কার দেয়
যে জাতি একসময় তা রক্ষার্তে দিয়েছিল
রক্ত ঢেলে ?

আজও সেই অধরা স্বাধীনতা অজানা
শঙ্কায় ঠুকরে কেঁদে ওঠে
অমীমাংসিত গণতন্ত্রের দাবাগ্নিতে-


এইটুক জায়গা পড়তে গিয়ে আমার কন্ঠ কেঁপে কেঁপে উঠছিলো।
কি জ্বালা যে আমরা প্রতিটা বাংলাদেশী ভেতরে লালন করি তা বোঝাবো কি করে আর প্রকাশ করবো কি করে :(

কবিতায় অগুনিত +++++++++++++++++++

অনেক অনেক ভালো থাকবেন এমন আরো লিখা আমাদের উপহার দিবেন বলে আশা রাখি।

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আমি সৈকত বলছি ভাই ।

শুভ কামনা রইলো । :)

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৫

শায়মা বলেছেন: কলমভাইয়া কালি শেষ হবার পরেও এত কবিতা!!!!! B:-)

দারুন দারুন দারুন!!!!!!:)

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১

কলমের কালি শেষ বলেছেন: দারুণ কিউব মন্তব্যে দারুণ হোলফোর ভালোলাগা শায়মা আপু !

ভাল থাকুন সবসময় । :)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন...

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নাহিদ রুদ্রনীল ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী কবিতা ।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা সেলিম ভাই ।

শুভ কামনা রইলো । :)

৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল্ ।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে ভাল লাগলো ঢাকাবাসী ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১০

মৃদুল শ্রাবন বলেছেন:


আমরা শুধুমাত্র দর্শক হয়ে স্বাধীনতা ও গনতন্ত্র নামের প্রহশন দেখছি।

কবিতায় দারুণ প্রশ্ন রেখেছেন।

আর শায়মা আপুর প্রশ্নটাও কিন্তু ফেলনা নয়। ক্রমাগত কলমে কালি ভরছেন আর লিখে চলছেন অথচ আমরা ভয়ে থাকি সবসময় আর বুঝি আপনার কবিতা পড়া হবেনা।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৯

কলমের কালি শেষ বলেছেন: ঠিক তাই । যা হওয়ার ছিল তা এখনো হয়নি । এই দুটো শব্দ এখনো বইয়ের পাতায়ই রয়ে গেছে ।


হা হা হা । কালিতো ভরতেই হবে না হয় আপনাদের দারুণ লেখাগুলো পড়ে মন্তব্য দিবো কি করে !

মন্তব্যে অনেক ভাললাগা মৃদুল ভাই ।

শুভ কামনা রইলো । :)

৮| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: কারে প্রশ্ন করতেছেন?

ভাল্লাগছে।। ++

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

কলমের কালি শেষ বলেছেন: প্রশ্নটা উত্তর দুর্জ্ঞেয় !

ভাল্লাগছে প্রশ্নবোধক মন্তব্যে শতদ্রু একটি নদী... ভাই ।

ভালো থাকুন । :)

৯| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ প্রামািনক ভাই ।

শুভ কামনা রইলো । :)

১০| ২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

জেন রসি বলেছেন: আজও সেই অধরা স্বাধীনতা অজানা শঙ্কায় ডুকরে কেঁদে ওঠে
অমীমাংসিত গণতন্ত্রের দাবাগ্নিতে-
সেই নিঃশ্বাস পোড়া গন্ধ হয়ে বের হয়- নির্লিপ্ত আকাশের পানে ।


প্রশ্নগুলো সোজা, উত্তরত জানা।

কবিতা ভালো লেগেছে :)

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬

কলমের কালি শেষ বলেছেন: হুম :(

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ জেন রসি ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১১| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার দ্রোহমাখা প্রশ্নেরা জানান দেয়, স্বাধীন হয়েও আমরা স্বাধীন নই।


কবিতায় ভালো লাগা।

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা রাজপুত্র ভাই ।

শুভ কামনা রইলো । :)

১২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৭

তুষার কাব্য বলেছেন: অনেক প্রশ্নের সমাহার কবিতায় ।ভালো লাগলো খুব।

শুভকামনা।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ তুষার কাব্য ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লগালো।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ তাহসিনুল ইসলাম ভাই ।

ভাল থাকবেন । :)

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪

শায়মা বলেছেন: :)

২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

কলমের কালি শেষ বলেছেন: :) :)

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

সুমন কর বলেছেন: কিন্তু না, ঐ মা এতো দূরদর্শী ছিল না, ছিল না কোন বিজ্ঞানী;
ছিল শুধু একটি নিষ্পাপ মনের অধিকারীণী-
যেখানে গোপনে খেলা করতো একটি স্বাধীন বাংলা,
যেখানে নাড়ি ছেঁড়া ধনের বিসর্জন ছিল একটি সূর্যের বিনিময় ।



প্লাস।

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ সুমন ভাই ।

শুভ কামনা রইলো সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.