নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নপাপে মগ্ন হৃদয় । (কবিতা)

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫

আমি চন্দ্রকে প্রতিরাতে ঋণী করে দেই চিঠি লিখে,

তার কাছে আকুতি করি একটু আবেগী হওয়ার ;

এই অবেলার মৌসুমে তা আমার অপরাধ বৈকি

কিন্তু, স্বপ্নপাপে মুদে যাওয়া হৃদয় বড্ড অভিমানী

বাধ্যতার সংযোগস্থল ভেঙ্গে সুখসমদ্রে স্নানে যায় সে !



অবশেষে উদাসীন চন্দ্র কিছু যন্ত্রণাতিষ্ঠ জ্যোৎস্নাদূত প্রেরণ করলে-

তাদের উষ্ণ আলিঙ্গনে অতৃপ্ততায় কাতর হৃদয় নিদ্রাবিষ্ট হয় স্বপ্নরাজ্যে;

তখন স্বপ্নবাগান বিমূঢ় চোখে দৃষ্টি ফেলে অনিমন্ত্রিত হৃদয়ের নিঃশ্বাসে,

আর সুখসমুদ্র ভাটায় ফেরে জোয়ারে ক্লান্ত শরীর বয়ে কিছুটা বিশ্রামে !

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫১

ডি মুন বলেছেন: এই অবেলার মৌসমে --- মৌসুমে


কবিতা বেশ ভালো লাগল।
শিরোণামটাও অদ্ভুত। স্বপ্নপাপে মগ্ন হৃদয়। স্বপ্নপাপ !!!

+++

কবিকে শুভেচ্ছা
ভালো থাকা হোক

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন ভাই বানান ভুল ধরিয়ে দেওয়ার জন্য ।

সুন্দর মন্তব্যে ভাললাগা । আপনাকে অনেক দিন পর ব্লগে দেখে ভাল লাগছে।

শুভ কামনা রইলো । :)

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৮

সুমন কর বলেছেন: ১ম প্লাস।

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: প্রথম প্লাসে অনেক ভাললাগা সুমন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

অর্বাচীন পথিক বলেছেন: প্রতিটি লাইন খুব সুন্দর

ইস এমন কবিতা যদি আমি লিখতে পারতাম : :P


ভাললাগা রেখে গেলাম

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কলমের কালি শেষ বলেছেন: হা হাহা , কবিতা লেখা সহজ । ট্রাই করলেই পারা যায় ।

ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক অর্বাচীন পথিক আপু ।

শুভ কামনা সবসময় । :)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

কলমের কালি শেষ বলেছেন: বেশ ভাললাগার মন্তব্যে খুব ভাল লেগেছে হামা ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

জেন রসি বলেছেন: কিন্তু স্বপ্নপাপে মুদে যাওয়া হৃদয় বড্ড অভিমানী
বাধ্যতার সংযোগস্থল ভেঙ্গে সুখসমদ্রে স্নানে যায় সে !

চমৎকার কবিতা :)

++

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক জেন রেসি ।

শুভ কামনা সবসময় । :)

৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পঞ্চম প্লাস। কবিতায় ভালো লাগা।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগলো জেনে ভাল লাগলো বেশ রাজপুত্র ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো! ৬ নাম্বার প্লাস টা দিয়ে গেলাম :)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২০

কলমের কালি শেষ বলেছেন: দারুণ লাগার মন্তব্যে অনেক দারুণ লেগেছে তুষার কাব্য ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮

মাহবুবুর রহমান শিমুল বলেছেন: অতৃপ্ততায় কাতর হৃদয় নিদ্রাবিষ্ট হয় স্বপ্নরাজ্যে

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ মাহবুবুর রহমান শিমুল ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!

সুন্দর কাব্য!!!:)

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১১

কলমের কালি শেষ বলেছেন: আপু!!!!!!!!!!!!!

সুন্দর কাব্য মন্তব্যে ভাল লাগলো অনেক !!!

শুভ কামনা সবসময় । :)

১০| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

আহসানের ব্লগ বলেছেন: অসাধারণ লিখেছেন ।ভাইয়া ফেইসবুকে গায়েব কেনো আপনি ?

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

কলমের কালি শেষ বলেছেন: কোথায় গায়েব !! আছি তো ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আহসানের ব্লগিং ভাই ।

ভাল থাকুন । :)


১১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন :)

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগা জেনে ভাল লাগলো অনেক অভি ভাই । অনেকদিন পর ব্লগে দেখে ভাল লাগছে ।

ভাল থাকুন সবসময় । :)

১২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

স্বপ্নপাপে মুদে যাওয়া হৃদয় বড্ড অভিমানী

শুভকামনা পুনরায়।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনিঃশেষ দীপংকর চন্দ ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে প্রামািনক ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৪| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভাল্লাগছে। কিন্তু দাড়ি কমা এতো কম দ্যান ক্যান?

আপনে না, সবাই তাই করে। আমি বুঝিনা ব্যাপারটা ক্যান এইরকম হয়। কবিতাটা ঠিক কিভাবে পড়তে হবে ওইটা বুঝাইতে যে লিখতেছে তারই উচিত যতি চিহ্ন দিয়া বুঝানো যে, ভাই, এইখানে একটূ থামো, এইখানে আরেকটূ বেশি থামো। এইখানে একটূ অবাক হও অথবা আবৃত্তির সময় এইখানে একটু প্রশ্নের মতো টান আনো কন্ঠে।

এই আরকি।

০৮ ই মে, ২০১৫ রাত ৮:১৯

কলমের কালি শেষ বলেছেন: :(

এই কবিতাটায় একটু কম হয়ে গিয়েছে । দুঃখিত ।

বলে দেওয়ার মন্তব্যে অনেক ভাল লাগলো শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন:
চমৎকার

০৮ ই মে, ২০১৫ রাত ৮:২০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাল লেগেছে একজন আরমান ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১৬| ০৮ ই মে, ২০১৫ রাত ৮:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
একটু না, বেশিই কম হইছে।

মাত্র দুইটা দাড়ি মুইছা দিলে জিগাইতে পারতাম ডাইরেক্টলি, "যতি চিহ্ন কই?" ;)

০৮ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । তা বৈকি । দিয়ে দিলাম । তবুও এই কালবৈশাখী ঝড়ের মৌসুমে নদীটা অন্তত শান্ত থাক ! :|

১৭| ০৮ ই মে, ২০১৫ রাত ৮:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: এইডা কিছু হইলো? প্রতি দুই শব্দ পর পর একটা চাই। কারনে অকারনে চাই। ;)

০৮ ই মে, ২০১৫ রাত ৯:১৬

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~

কবিতার ডাইরিয়া করে কি লাভ !! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.