নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অণু লিখন ।

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:৪২

১।
আমি কম কথা বলি ।
তাই, অনেকে ভাবে আমায় গভীর জলের মাছ,
আর আমি ভাবি, জলের গভীরে শেওলারও আবাস ।

২।
রাত্রির আলোয়, শহরের এলোমেলো দালানগুলো যেন চিত্রশিল্প হয়ে ফোটে ।

৩।
আমার বারান্দার ঠিক ওপাশের বারান্দায় একটা মেয়ে দেখেছিলাম,
সেই থেকে শুধু মনে হয়, মেয়েটা বুঝি আমার বারান্দায় তাকিয়ে আছে !

৪।
তুমি মনে করো, তোমার কাছে আমি এক অবেলা,
কিন্তু মনে রেখো, অবেলার পাওয়াই সবচেয়ে আনন্দের ।

৫।
একদিন পথিমধ্যে গল্পের সাথে দেখা হয়ে গেল !
সে মন খারাপ করে বসে আছে ;
আমি কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বন্ধু ?
সে বলিল, কবিতাকে আমি আজও বুঝতে পারলাম না ।
আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমাদের নারী !

৬।
চন্দ্রের নিকটে ‘তারা’ বিশাল কিছু,
কিন্তু তারার নিকট ‘চন্দ্র’ হয়তো রূপকথা হয়েই রয় ।

৭।
রাতের ক্ষমতা-
কতশত দুঃখ-পাপ বুকে ধারণ করে উপহার দেয় একটি নিষ্পাপ সকাল ।

৮।
আমি প্রতিদিন ভাবি, এই বুঝি তুমি বলে দিবে- আমিও তোমাকে ভালোবাসি !
আমি শুধু ভুলে যাই, মনের কাগজে এটি একটি রূপকথার গল্প ।

৯।
মাঝে মাঝে পাখি হয়ে যেতে ইচ্ছে করে,
কারণ, পাখিদের পথ হারানোটা কদাচিৎ ।

১০।
রাত বলে,
সুখে তুমি থাকো অন্যের শনে,
দুঃখে ঠিকই ধরনা দাও আমার বুকে ।
আমি বলি,
তোমার বুক শুধু জানে দুঃখ ধারণ করতে,
না হয়, তুমিও দেখতে, সকল বাসর কিন্তু তোমার বুকেই আঁচড়ে পড়ে ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:২৬

জেন রসি বলেছেন: সবগুলোই ভালো লেগেছে।

তবে ১,৩ এবং ৬ বেশী ভালো লেগেছে।

কথার মধ্যে কথা লুকিয়ে আছে।

২৩ শে মে, ২০১৫ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগা এবং বেশি ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা জেন রসি ভাই ।

শুভ কামনা রইলো । :)

২| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:২৭

মাহমুদ০০৭ বলেছেন: সবগুলাই চমৎকার ।
১ ,২ বেশী ভাল লাগছে ।
ভালো থাকবেন কলমের কালি ভাই

২৩ শে মে, ২০১৫ রাত ৮:০৭

কলমের কালি শেষ বলেছেন: মাহমুদ ভাই যে !! অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে ।

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।

আপনিও ভাল থাকুন সবসময় । :)

৩| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: ৩ নাম্বারটা খুব ভালো লেগেছে

২৩ শে মে, ২০১৫ রাত ৮:০৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৪| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর এবং ভাবনার খোরাল জোগানো।

২৩ শে মে, ২০১৫ রাত ৮:১০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো হামা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৫| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর।

৩+।

২৩ শে মে, ২০১৫ রাত ৮:১২

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার সুন্দর মন্তব্যে খুব ভাল লাগলো সুমন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ২৩ শে মে, ২০১৫ রাত ১১:২২

আধখানা চাঁদ বলেছেন: ৪র্থ ভাললাগা

২৪ শে মে, ২০১৫ রাত ১২:০৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো চাঁদ ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৭| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:১৮

শামছুল ইসলাম বলেছেন: অণু লিখন গুলোয় ভাবনার খোরাক আছে।
১,৩,৬ ও ৯ বেশ ভাল লেগেছে।

২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৫৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা শামছুল ইসলাম ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৮| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

ঢাকাবাসী বলেছেন: সবগুলোই ভাল লেগেছে।

২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ঢাকাবাসী ভাই ।

ভাল থাকুন ।

৯| ২৪ শে মে, ২০১৫ রাত ১০:৫০

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!!

অনিঃশেষ শুভকামনা ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৪ শে মে, ২০১৫ রাত ১১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: মুগ্ধতার মন্তব্যে ভাললাগা অনেক দীপংকর চন্দ ভাই ।

ভাল থাকুন সবসময় অনেক । :)

১০| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


কালি শেষ হয়ে যাওয়ায় কি 'অনু পরমানু' লিখা হচ্ছে?

২৫ শে মে, ২০১৫ রাত ৯:২৮

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো চাঁদ্গাজী ভাই ।

শুভ কামনা রইল । :)

১১| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর। ১, ৫, ৮ অনেক বেশী ভালো হয়েছে (বোকা কবি'র মতে ;) )

ভালো থাকুন ককাশে, অনেক শুভকামনা রইল।

২৬ শে মে, ২০১৫ রাত ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: বোকা কবি !!! হা হা হা । কিন্তু আপনার লেখা তো সব বোমার মত ফুটে !! ;)

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা বোমা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১২| ২৬ শে মে, ২০১৫ রাত ১২:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: সবগুলাই সুন্দর। হাইলি ফিলোসফিকাল। ভাল্লাগছে।

২৬ শে মে, ২০১৫ রাত ১:০০

কলমের কালি শেষ বলেছেন: ভাল্লাগছের মন্তব্যে আমারও বেশ ভাল্লাগছে শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৩| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:১৫

ব্লগার মাসুদ বলেছেন: অন্যরকম ভালো লাগা রইল ।

২৬ শে মে, ২০১৫ সকাল ১১:৪১

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যে মাসুদ ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৪| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৫

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্ত্যবে আপনাকে ধন্যবাদ প্রামািনক ভাই ।

শুভ কামনা রইল । :)

১৫| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:২৯

তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগলো অনুকাব্য । বিশেষ করে ২,৫,৭ অসাধারণ ।

২৭ শে মে, ২০১৫ রাত ১:১৭

কলমের কালি শেষ বলেছেন: বিশেষ ভাললাগার মন্তব্যে অনেক ভাল লেগেছে তুষার কাব্য ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৬| ২৭ শে মে, ২০১৫ রাত ২:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৭,৮,৯,১০ ভালো লাগলো

২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৪৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক রেজওয়ানা আলী তনিমা আপু ।

ভাল থাকবেন সবসময় । :)

১৭| ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:২৩

এন শারমিন বলেছেন: হাহাহাহা...
অসাধারণ লিখেছেন.... :-)

২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: হাসির লেখা ছিল না নিশ্চয় । #:-S

পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ এন শারমিন ।

শুভ কামনা রইল । :)

১৮| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:১৪

এন শারমিন বলেছেন: ৩।
((আমার বারান্দার ঠিক ওপাশের বারান্দায় একটা মেয়ে
দেখেছিলাম,
সেই থেকে শুধু মনে হয়, মেয়েটা বুঝি আমার বারান্দায়
তাকিয়ে আছে !))

সুন্দর। ;)

২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৪

কলমের কালি শেষ বলেছেন: ও এই জন্যে ! ঘটনা হাসির হলেও কিন্তু জীবন থেকেই নেওয়া । ;)

ভাল থাকুন সবসময় ।

১৯| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৬

এহসান সাবির বলেছেন: ৮ নং ভালো লাগা টা আমার।


শুভ কামনা।

১২ ই জুন, ২০১৫ রাত ২:৫০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো এহসান সাবির ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.