নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অণু তরণি ।

১৩ ই জুন, ২০১৫ রাত ১১:১০

১।
একটুকরো আকাশ চেয়ে নিলেই কী আকাশের শেষ খুঁজে পাওয়া যায় ?
তাহলে আমি নিতে চাই ।

২।
যার মা নেই সে ভাবে,
যাদের মা আছে তারা অনেক সু্‌খী,
আর পৃথিবীতে অন্যের সুখ নিয়ে এই বিশ্বাসটাই অমলিন থাকে ।

৩।
যখন আমি ভাবি, আমার মনটা ভাল, তখনি আমার মনটা খারাপ হয়ে যায়,
ভাবনায় চলে আসে, হয়তো এই মুহূর্তে পৃথিবীতে খারাপ আছে বহু মন ।

৪।
সাল ২০৩০,
হঠাৎ লেখক, কবিরা বিলুপ্ত হতে লাগলো,
কারণ হিসেবে দেখান হচ্ছে, কপি পেস্টিয়ানদের প্রাদুর্ভাব !

৫।
কিছু সুখ হারায় পথ
কিছু ব্যথা দেখায় পথ
কিছু কথা হারায় সম্পর্ক
কিছু নিস্তব্ধতা বানায় সম্পর্ক ।

৬।
পৃথিবী নীরবতাকেই বেশি সমর্থন করে,
তাই প্রকৃতি নীরবতায় কাটিয়ে দেয় অনেকটা সময় ।

৭।
হাসি থেকে কান্না আচরণ বেশ গভীর
তার প্রমাণ মেলে-
অতি আনন্দে, সৃষ্টিকর্তার সান্নিধ্যে ।

৮।
অতি সুখে দুঃখ কি করে ?-
দুঃখ আড়ালে তাকিয়ে রয়,
সেও হয়তো উপভোগ করে সেই সুখময়তাটুকু,
কারণ তাকে আজীবন দুঃখ নাম বয়েই চলতে হয় !

৯।
পাখিরা হয়তো বিমান দেখে আফসুস করে, আমি যদি এর মতো হতে পারতাম !

১০।
তোমার ভাবনায় আমার আলস্য ভর করে না,
তাইতো আমি দিগ্বি জেগে রই রাত্রি চোর হয়ে ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:২৩

কালের সময় বলেছেন: হুম ভালো লাগলো ।
মনে হচ্ছে কবির কলমের কালি শেষ হয়ে এসেছে ।

১৪ ই জুন, ২০১৫ রাত ১:০২

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । না এখনো শেষ হয় নাই তবে শেষ হতে কতক্ষণ !

পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগলো কালের সময় ।

ভাল থাকুন সবসময় । :)

২| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: কথা সত্য !! ভালো লাগা রইলো।

কেমন আছেন?

১৪ ই জুন, ২০১৫ রাত ১:০৪

কলমের কালি শেষ বলেছেন: আলহামদুলিল্লাহ এখন ভাল আছি । আপনি কেমন আছেন ?

ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ১২:০৭

আধখানা চাঁদ বলেছেন: ৫ আর ১০ নম্বর অনেক ভাল লেগেছে।

১৪ ই জুন, ২০১৫ রাত ১:০৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো চাঁদ ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ১৪ ই জুন, ২০১৫ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথম আর শেষটা একটু বদলে এমন হলে কেমন হত?

১।
একটুকরো আকাশ চেয়ে নিলেই কী আকাশের সবটুকু উপলব্ধি করা যায়?
তাহলে আমি নিতে চাই ।

১০।
তোমার ভাবনায় আমার আলস্য ভর করে না,
তাইতো তুমিহীনা দিবারাত্রি বড্ড অলস মনে হয়।

খুব কাছের একজন মনে করে এই অপকর্ম করার সাহস করলাম। মজার ব্যাপার আপনার ব্লগে ছাড়া আর কোন ব্লগে গিয়ে আমি কোন ধরণের সমালোচনা বা নাক গলানো কমেন্ট করি না। বেশীরভাগ কমেন্টই খুব মার্জিত হতে হয়, কার্টেসি বজায় রেখে করতে হয়। তাই বেশীরভাগ সময়ই আমার অন্যদের পোস্ট পড়া হয় লগআউট অবস্থায়, যাতে কোন কমেন্ট না করে বসি। আর ভালোলাগা কয়েকজন প্রিয় ব্লগারদের ব্লগে সাহস করে মনের সত্য অনুভূতিটুকু প্রকাশ করে ফেলি।

অনেক অনেক ভালো থাকুন, শুভকামনা নিরন্তর।

১৪ ই জুন, ২০১৫ রাত ১:২৪

কলমের কালি শেষ বলেছেন: অপকর্ম !! হা হা হা । হাসতে হাসতে শেষ আমি ।

আমার পোস্টে সবসময় আলোচনা এবং সমালোচনা সমভাবেই পছন্দ করি । আর আপনাদের মত গুণী লেখক এবং পাঠকদের থেকে তো আরও বেশি । আর শেখার ব্যাপারটা তো আপনাদের থেকেই আসবে । তাই নয় কী ? আমার অনেক ভাল লেগেছে এমন সুন্দর মন্তব্যটি পেয়ে বোমা ভাই ।

লেখার বিষয়টি বলতে গেলে আসলে অনুভবের ব্যাপারটি একেকজনের কাছে একেকভাবে ধরা দেয় । তাই আমার মনেও যে আঙ্গিকে ধরা দিয়েছি তাই আমি প্রকাশ করেছি মাত্র, এর ভেতরের অর্থটিও তাই ভিন্ন, আর পাঠকদের মনেও ভিন্ন ভিন্ন ভাবে অর্থ অনুভূত হবে ।

তবে আপনার দেওয়া পরিমার্জনটুকু আরো অনেক গভীর হয়েছে, চিন্তায় আরেকটু গভীরে গিয়েছেন আপনি । এই স্তরে পৌঁছতে আমার আরও সময় লাগবে বলে মনে হচ্ছে। তবে আপনারা এমন করে পাশে থাকলে আরো তাড়াতাড়িই পৌঁছে যেতে পারবো বলে আশা রাখি ।

অনেক অনেক ভাললাগা চমৎকার এই মন্তব্যে বোমা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৫| ১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে। একটা কোমল ভাব আছে।
পাশাপাশি, বোকা মানুষ ভাই তার ভাষায় যে অপকর্ম চালিয়েছে, সেটাও বেশ গভীর সুকর্ম হয়েছে।

@বোকা মানুষ ভাইঃ ব্লগ হলো আলোচনা সমালোচনার জায়গা। আলোচনা না হলে নতুন মত কিভাবে প্রতিষ্ঠিত হবে!! :) সো ভয় পাবার কোন কারন নাই। যা মন চায় তার প্রকাশ করার স্থানই তো ব্লগ! :) :)

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৫

কলমের কালি শেষ বলেছেন: @বোকা মানুষ ভাইঃ ব্লগ হলো আলোচনা সমালোচনার জায়গা। আলোচনা না হলে নতুন মত কিভাবে প্রতিষ্ঠিত হবে!! :) সো ভয় পাবার কোন কারন নাই। যা মন চায় তার প্রকাশ করার স্থানই তো ব্লগ!

আপনার সাথে একমত কাভা ভাই । :)

সুন্দর কোমল মন্তব্যে অনেক ভাল লাগলো কাভা ভাই ।

শুভ কামনা রইলো । :)

৬| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১২

রিপন বড়ুয়া বলেছেন: ভালো লাগল কবি।

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অনেক ভাল লাগলো রিপন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো লালো। বেশি ভালো ৩ আর ৭।

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৭

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগা এবং বেশি ভাললাগার মন্তব্যে আমারও অনেক ভাল লেগেছে হামা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৮| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৮

আমি মিন্টু বলেছেন: অনেক ভালো এবং অনেক মোটামুটি লাগচ্ছে ।

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক মিন্টু ভাই ।

শুভ কামনা রইল । :)

৯| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫২

আরণ্যক রাখাল বলেছেন: কয়েকটা বেশ ভাল লেগেছে| বিশেষ করে ২০৩০ এর টা| ভাবছি পোস্টটা কপি করি!

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৫:০১

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার উচ্ছসিত মন্তব্যে খুব ভাল লাগলো আরণ্যক রাখাল ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১০| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: আরণ্যক রাখাল: কয়েকটা বেশ ভাল লেগেছে| বিশেষ করে ২০৩০ এর টা| ভাবছি পোস্টটা কপি করি!

হা হা হা হা

অনেক অনেক ভালো লাগা ভাই।

অল্পেই বিশাল আয়োজন!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫ ই জুন, ২০১৫ রাত ১২:১৯

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

অনেক ভাললাগার মন্তব্যে আমারও অনেক ভাল লাগলো দীপংকর ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১১| ১৪ ই জুন, ২০১৫ রাত ১১:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: সবগুলাই ভালো হইছে। যদিও আমার নিজের এইরকম পিচ্চি ব্যাপারে এলার্জি আছে। মনে হয় প্লট নষ্ট হইলো। যদিও কবিতার কিছুই বুঝিনা। পোষ্ট করার কন্টেন্টের অভাব হইলে কবিতা পোষ্ট দেই।

শুভকামনা রইলো। :)

১৫ ই জুন, ২০১৫ রাত ১২:২১

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো অনেক শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১২| ১৫ ই জুন, ২০১৫ রাত ৩:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ উপভোগ্য ছিল :)

১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৯

কলমের কালি শেষ বলেছেন: উপভোগ্য ছিল জেনে ভাল লাগলো অনেক অভি ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১৩| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

জেন রসি বলেছেন: অণু তরণি ভালো লেগেছে।

১ এবং ৩ বেশী ভালো লেগেছে।

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:৫১

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো জেন রসি ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১৪| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৪৫

জুন বলেছেন: যার মা নেই সে ভাবে,
যাদের মা আছে তারা অনেক সু্‌খী,
আর পৃথিবীতে অন্যের সুখ নিয়ে এই বিশ্বাসটাই অমলিন থাকে ।

সত্যি আমিও তাই ভাবি ককাশে । ছোট ছোট অনু কবিতায় বড় বড় ভালোলাগা :)
+

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:৫২

কলমের কালি শেষ বলেছেন: একমত খঁচিত মন্তব্যে অনেক ভাললাগা জুন আপু ।

ভাল থাকুন সবসময় । :)

১৫| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: ৬।
পৃথিবী নীরবতাকেই বেশি সমর্থন করে,
তাই প্রকৃতি নীরবতায় কাটিয়ে দেয় অনেকটা সময় ।


দারুন

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩২

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে অনেক ভাল লাগলো ময়ূরাক্ষী ।

ভাল থাকুন সবসময় । :)

১৬| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৯

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



কিছু নিস্তব্ধতা বানায় সম্পর্ক । এটুকুই সবচেয়ে মহার্ঘ্য কথা ।
শুভেচ্ছান্তে ।

১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:১২

কলমের কালি শেষ বলেছেন: হামম.।.।.।

সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো আহমেদ জী এস ভাই ।

শুভ কামনা সবসময় । :)

১৭| ১৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৯

প্রামানিক বলেছেন: কথাগুলো ভাল লাগল। ধন্যবাদ

১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামািনক ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৮| ২৯ শে জুন, ২০১৫ রাত ৯:২৯

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর...

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো মোঃ নাজমুল হাসান [নাজমুল] ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.