নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

একবছর ফূর্তি পোস্ট । :)

২১ শে জুন, ২০১৫ রাত ১২:০২

প্রথমেই আমার ঐ বন্ধুকে স্মরণ করি যার অণুপ্রেরণায় সামুতে আমি সাইন আপ করি ।তাঁর কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে সুন্দর একটি পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য । তারপর থেকে দেখতে দেখতে ব্লগে এক বছর পার করে ফেললাম । লেখালেখির বয়সও এই এক বছরই । কতগুলো গল্প কবিতা লিখে ফেললাম ! মাঝে মাঝে ভেবে অবাক হই এগুলো কী আমি লিখেছি ! তখন মনে পড়ে এর পেঁছনের রহস্যটা । আর তা হলো কিছু ভাললাগার অনন্যসাধারণ লেখক এবং পাঠক যাদের আলিঙ্গনে আমার এতোদূর আসা ।এইসকল গুণীজন যাদের কথা উল্লেখ করতেই ভাল লাগে তাঁরা হলেন, আধখানা চাঁদ, সেলিম আনোয়ার, নাসরিন চৌধুরী, সুমন কর, মামুন রশিদ, রেজওয়ানা আলী তনিমা, অপূর্ণ রায়হান, ডি মুন, প্রবাসী পাঠক, বোকা মানুষ বলতে চায়, হাসান মাহবুব, জুন, মঈনউদ্দিন মঈনুল, পার্থ তালুকদার, ঢাকাবাসী, বিদ্রোহী বাঙালী, দীপংকর চন্দ, আহমেদ জী এস, তুষার কাব্য, এহসান সাবির, মনিরা সুলতানা, আরজুপনি, লাইলী আরজুমান খানম লায়লা, আরজু মুন জারিন, আমি তুমি আমরা, লেখোয়াড়, মাহমুদ ০০৭, সুফিয়া, নাজমুল হাসান মজুমদার, অর্বাচীন পথিক, আমিনুর রহমান এবং আরও যারা পাশে থেকেছেন সকলের প্রতি রইলো অশেষ শ্রদ্ধা এবং ভালবাসা । যদিও এই একবছরে কারও সাথে আমার রেষারেষি কিংবা অসৌজন্যমূলক কোন ঘটনা ঘটেনি তারপরও কাউকে যদি মৃদু আলাপেও নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী ।

আমি লেখালেখিটা নিতান্তই শখের টানে করি ।তাই প্রিয় সামুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার এই শখটিকে পাবলিক করিয়ে দেওয়ায় ।সামুকে নতুন করে বলার কিছুই নেই । সামু আমার কাছে সবসময়ই অসাধারণ ছিলো, এখনো তাই আছে, ভবিষ্যতেও থাকবে আশাকরি ।

আবারও সামু পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা কৃতজ্ঞতা ।


আমার পরিসংখ্যান:

পোস্ট করেছি: ১১৬টি
মন্তব্য করেছি: ৫৭৫৩টি
মন্তব্য পেয়েছি: ২৫০৫টি
ব্লগ লিখেছি: ১ বছর ১ দিন

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:১৫

আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইল প্রিয় ব্লগার। এক বছরেই পোস্টের সেঞ্চুরী করেছেন, মন্তব্য করেছেন প্রায় ছয় হাজারের কাছাকাছি। পরিসংখ্যানই প্রমান করে আপনি বেশ একটিভ ব্লগার। আগামী সিনগুলোতে ব্লগে এভাবেই আপনার পদচারনা বজায় থাকুক- এই কামনা করি।

পোস্টে প্রথম ভাল লাগা :)
_

২১ শে জুন, ২০১৫ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: ইদানিং একটু অলস হয়ে গেছি । আগের মত একটিভ হতে পারছি না । আমিও আশা রাখি একটিভ পদচারনায় থাকার ।

অনেক ধন্যবাদ এবং ভাললাগা প্রিয় আমি তুমি আমরা ভাই । :)

২| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:২৫

আমি তুমি আমরা বলেছেন: :)

২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪১

কলমের কালি শেষ বলেছেন: :) :)

৩| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:

অভিনন্দন!

"একবছর ফূর্তি পোস্ট । " একবছর পুর্তি পোস্ট ।

২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪২

কলমের কালি শেষ বলেছেন: আসংখ্য ধন্যবাদ চাঁদ্গাজী ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: অভিনন্দন। ফেবুর চেয়ে ব্লগ লেখালেখির জন্য ভালো জায়গা। এখানে লেখার মুল্যায়ন ভালো হয়। অনেকের থেকে পড়ে আর জেনে পরিনত হওয়া যায়। শুভকামনা রইলো

২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: এ বিষয়ে দ্বিমত করার কোন অবকাশ নেই । নিঃসন্দেহে ব্লগ হচ্ছে লেখালেখির জন্য সর্বত্তম জায়গা । বলার এবং শেখার সকল কিছুই ব্লগে পাওয়া যায় ।

অনেক ধন্যবাদ এবং ভাললাগা শতদ্রু একটি নদী... ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৫| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

মিন্টুর নগর সংবাদ বলেছেন: শুভেচ্ছা রইল ভাই প্রথম বর্ষ ফূর্তির ।

২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪৬

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা মিন্টুর নগর সংবাদ ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা।

২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪৮

কলমের কালি শেষ বলেছেন: অনেক অনেক ভাললাগা প্রিয় প্রবাসী পাঠক ভাই ।

শুভ কামনা রইলো সবসময় । :)

৭| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪৫

জেন রসি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।

আপনার কলমের কালি সব সময় পূর্ণ থাকুক।

২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪৯

কলমের কালি শেষ বলেছেন: আর্শিবাদে অনেক ধন্যবাদ জেন রসি ভাই ।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।

ভাল থাকুন সবসময় । :)

৮| ২১ শে জুন, ২০১৫ রাত ১:০৭

ডার্ক ম্যান বলেছেন: বর্ষপূর্তি উপলক্ষে আপনাকে রমজানুল মোবারক

২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ডার্ক ম্যান ভাই ।

শুভ কামনা রইলো । :)

৯| ২১ শে জুন, ২০১৫ রাত ১:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: লেখালেখিটা নিতান্তই শখের টানে করি ।তাই প্রিয় সামুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার এই শখটিকে পাবলিক করিয়ে দেওয়ায় ।সামুকে নতুন করে বলার কিছুই নেই । সামু আমার কাছে সবসময়ই অসাধারণ ছিলো, এখনো তাই আছে, ভবিষ্যতেও থাকবে আশাকরি ।
আপনার কথাটুকুই আমাদের জন্য উপহার হয়ে থাকুক।।

২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

কলমের কালি শেষ বলেছেন: আপনার এই মূল্যবান কথাটুকুই আমার কাছে উপহার হিসেবে রইলো সচেতনহ্যাপী ।

ভাল থাকুন সবসময় । :)

১০| ২১ শে জুন, ২০১৫ সকাল ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:



বর্ষ্পুর্তির শুভেচ্ছা। "কলমের কালি শেষ" নামের সার্থকতা যেনো কখন না ঘটে এমনটা তাই আশা করি সবসময়।
অফুরন্ত থাকুক আপনার কলমের কালি আর আমাদের কে চমৎকার সব লিখা উপহার দিয়ে যান :)

ভালো থাকুন নিরন্তর !

২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো আমিনুর ভাই ।

আপনিও অশেষ ভাল থাকুন । :)

১১| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১:০০

আধখানা চাঁদ বলেছেন: প্রথমেই বর্ষপূর্তির শুভেচ্ছা।

আপনার যেই জিনিসটা সবচেয়ে ভাল লাগে তা হল আপনি কবিতা, গল্প দুটোই ভাল লেখেন। আর নিয়মিত লেখেন। নিয়মিত লেখনী লেখার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। আর আপনার মত ভাল ব্লগার যেন সবসময় লিখে যেতে পারেন সেই আশা রাখি।

অনেক শুভকামনা।

২২ শে জুন, ২০১৫ রাত ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো চাঁদ ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১২| ২১ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১৫ রাত ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা এবং ধন্যবাদ হামা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১৩| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভেচ্ছা রইল।

২২ শে জুন, ২০১৫ রাত ১২:১৩

কলমের কালি শেষ বলেছেন: শুভেচ্ছায় অনেক ভাল লাগলো কাভা ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৪| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ককাশে। দেখতে দেখতে এক বছরে হয়ে গেল তাই না? আপনার মত ব্লগার যত বেশী সামু ব্লগ পাবে, তত বেশী সেই আগেকার দিনগুলো ফিরে আসবে। অ্যাক্টিভ ব্লগার খুব দরকার এই প্লাটফর্মে। আপনার পোস্টে সংখ্যার চেয়ে আপনার মন্তব্যের সংখ্যা আমাকে বেশী চমৎকৃত করেছে। স্যালুট।

ভালো থাকুন সবসময়, লিখতে থাকুন, সাথে থাকুন। শুভকামনা সবসময়।

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:২৯

কলমের কালি শেষ বলেছেন: আমার মত নগণ্যকে এইভাবে বলেছেন দেখে অনেক ভাল লাগলো বোমা ভাই । জানি না কতদিন থাকতে পারি তবে আপনাদের মত গুণীদের সাথে থাকার আকাঙ্ক্ষা সবসময়ই জাগে আমার ।

অনেক অনেক ভাল থাকুন আর ভাল ভাল পোস্ট দিয়ে চলুন আর আমরা পড়ে উপকৃত হবো ।

১৫| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

শামছুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তির শুভোচ্ছা।
আপনার পরিসংখ্যান আরো সমৃদ্ধ হোক এবং পাঠককে আনন্দে ভাসাক - এই কামনা করি।

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:২৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক শামছুল ইসলাম ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৬| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৫

জুন বলেছেন: হাই ককাশে তোমার উৎসাহ দাতা এক অভাজন ব্লগারের রাশি রাশি শুভেচ্ছা জেনো এক বছর পুর্তি উপলক্ষে :)

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৩২

কলমের কালি শেষ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক পুলকিতবোধ করছি । আর এমন কিউট উৎসাহদাতা থাকলে পুলোকিত না হয়ে কি উপায় আছে জুন আপু !!

শুভ কামনা সবসময় । :)

১৭| ২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইলো প্রিয় ব্লগার। আশা করি, এভাবেই আমাদেরকে আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে যাবেন।

ভালো থাকুন সব সময়।

+।


২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৫

কলমের কালি শেষ বলেছেন: নিজে সুন্দর লেখি কিনা জানি না তবে আপনাদের সুন্দর লেখাগুলো পড়ার জন্য সবসময় থাকতে মন চায় ।

ভাল থকবেন সবসময় সুমন ভাই । :)

১৮| ২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ।
আলোকে অনুসরণ।
শুভকামনা রইল ভাই।

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৬

কলমের কালি শেষ বলেছেন: মন্তব্যে ভাললাগা অনেক নাম প্রকাশে ইচ্ছুক নহে ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৯| ২১ শে জুন, ২০১৫ রাত ১০:২৪

আরণ্যক রাখাল বলেছেন: ব্লগিং চালিয়ে যান আজীবন

২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৮

কলমের কালি শেষ বলেছেন: চেষ্টা করবো সবসময় থাকার ।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে আরণ্যক রাখাল ভাই ।

শুভ কামনা সবসময় । :)

২০| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৬

এহসান সাবির বলেছেন: সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের সাথে থাকুন।

শুভ কামনা রইল।

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কামনায় অনেক ভাল লাগলো এহসান সাবির ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.