নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

যত্নহীন নীরব রাত্রিগুলো । (কবিতা)

২৩ শে জুন, ২০১৫ রাত ১২:৩৬

আজ সারারাত এক টুকরো সাদা কাগজ নিয়ে বসে থাকলাম,
কলম ঝিমুচ্ছিল হাতের দুই আঙ্গুলের ভাঁজে ;
কেউ আসেনি দুটো লাইন দিয়ে যেতে, নিঃসঙ্গ রাত গুজারি ।
এমনি ভাবে পেছনে হারিয়ে গেছে খণ্ড খণ্ড বহু চাঁদ,
হারিয়ে গেছে রাতের কিছু সুপ্ত আঁধার, যেখানে জোনাক জ্বলেছিল,
জেগে থাকা মনের রঙ্গিন আকাশ অদেখায় ভুগেছে, হাজারো স্বপ্ন ।

এভাবে আর কতকাল ? অসহায় রাত নীরব প্রশ্নে ভোগে যখন-
আমিও ভাবি, এভাবে আর কতকাল ?
কিন্তু, কিছু সান্ত্বনার বাণী এখনো আগলে রেখেছে রাতগুলোর ভারী নিঃশ্বাসকে- অতি যত্নে ।
তাই আজও খেয়ালে বসে থাকতে পারি আমি, নিরবচ্ছিন্ন রাততে টুকরো টুকরো করে ।
আবার ভেবো না এই আমার ক্ষমতা, অথবা ভেবো এই আমার হয়তো বেঁচে থাকা ।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:০১

নয়ন বিন বাহার বলেছেন: এভাবে আর কতকাল ? অসহায় রাত নীরব প্রশ্নে ভোগে যখন-
আমিও ভাবি, এভাবে আর কতকাল
অসাধারন.............
ভাল লাগল..........
ভাল থাকবেন.............

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নয়ন বিন বাহার ভাই ।

ভাল থাকুন । :)

২| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: বিষণ্ণ রাতের খেয়ালিকায় বদলী নিঃশ্বাস জরুরী। কিন্তু এঁটে বসেছে এই সাফোকেশন।

শুভেচ্ছা।

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০৩

কলমের কালি শেষ বলেছেন: ঠিক এমনটাই হয়ে বসে ।

মন্তব্যে অনেক ভাল লেগেছে হামা ভাই ।

শুভ কামনা রইল । :)

৩| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫২

সুফিয়া বলেছেন: খুব ভালো লগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০৪

কলমের কালি শেষ বলেছেন: আপনার খুব ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো সুফিয়া আপু ।

ভাল থাকবেন । :)

৪| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মিলন মাযহার বলেছেন: কলমের কালি শেষ হয়ে গেলে লেখা হয়! সারারাত সাদা কাগজ নিয়ে বসে থাকা ছাড়া উপায় কি? :P

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা ।

মন্তব্যে বেশ মজা পাইলাম মিলন মাযহার ভাই ।

ভাল থাকুন । :)

৫| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: কিন্তু, কিছু সান্ত্বনার বাণী এখনো আগলে রেখেছে রাতগুলোর ভারী নিঃশ্বাসকে- অতি যত্নে ।
তাই আজও খেয়ালে বসে থাকতে পারি আমি, নিরবচ্ছিন্ন রাততে টুকরো টুকরো করে ।
আবার ভেবো না এই আমার ক্ষমতা, অথবা ভেবো এই আমার হয়তো বেঁচে থাকা ।


চমৎকার। +।

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:০৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লেগেছে অনেক সুমন ভাই ।

ভাল থাকবেন । :)

৬| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




যত্নহীন আশা-নিরাশায় ই তো দোলে মানুষ চিরটাকাল । কলমের কালি শেষ হয়ে যায় তবু চোখের জল শুকোয় না । সে জলের লেখা কেউ পড়ে দেখেনা .... ।
শুধু আগলে রাখতে হয় রাতগুলোর ভারী নিঃশ্বাসকে ।

২৩ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯

কলমের কালি শেষ বলেছেন: সে জলের লেখা কেউ পড়ে দেখেনা .... লাইনটা অসাধারণ ।জীবনটা এমনই তাই হতাশাকে দূরে ঠেলে দেওয়াই উত্তম ।

সুন্দর মন্তব্যে অনেক ভাল লেগেছে আহমেদ জী এস ভাই ।

ভাল থাকবেন । :)

৭| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫৬

মায়াবী রূপকথা বলেছেন: ভালোলেগেছে

২৩ শে জুন, ২০১৫ রাত ১১:০০

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো মায়াবী রূপকাথা ।

ভাল থাকুন । :)

৮| ২৪ শে জুন, ২০১৫ রাত ১:৩১

ডি মুন বলেছেন: নিঃসঙ্গ রাত গুজারি কথাটা বেশ লাগল।

+++

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: ডি মুন ভাইকে তো দেখাই যাচ্ছে না । দেখে ভাল লাগলো অনেক ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন । :)

৯| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:১৭

আমি মিন্টু বলেছেন: না আপনার মতি গতি কিছু বুঝতে পারছি না । এই বলে আপনার কলমের কালি শেষ হয়ে গেছে
কিন্তু আপনার লেখা দেখে মনে হচ্ছে কলমে নতুন করে কালি ভরেছে ।
আপনার এ লেখাটি আরো বেশি চমৎকার লাগলো । শেয়ারে ধন্যবাদ ।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৬

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । আপনার মন্তব্যে বেশ মজা পেলাম ।

মজার মন্তব্যে অনেক ভাল লাগা আমি মিন্টু ভাই ।

শুভ কামনা রইলো । :)

১০| ২৪ শে জুন, ২০১৫ সকাল ৯:২৯

জুন বলেছেন: লেখক পাওয়া যাচ্ছেনা বলে কলমেরর কালি শেষ হওয়া সত্বেও ককাশে লিখে চলেছে অসাধারন সব গল্প কবিতা :-* কি অবাক কান্ডই না ঘটে চলেছে এই দুনিয়ায় B:-)
বেশি প্রশংসা করে এই লেখকের লেখালেখির সমাপ্তি টানতে চাইনা :||
অনাবদ্য এক কবিতা
+

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৮

কলমের কালি শেষ বলেছেন: :|| :-/ এমন অনবদ্য মন্তব্য পেলে তো আর লেখালেখি না করলেও জীবন স্বার্থক ।

অনেক ভাল লেগেছে জুন আপু ।

ভাল থাকবেন সবসময় । :)

১১| ২৪ শে জুন, ২০১৫ সকাল ৯:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে কালি ভাই। :)

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাল লেগেছে অনেক ভাই । :)

ভাল থাকুন সবসময় । :)

১২| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:০০

জেন রসি বলেছেন: বিষণ্ণ রাত্রির সাথে কবির ফিসফাস..

চমৎকার হয়েছে।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৭

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লেগেছে অনেক জেন রসি ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে প্রথম প্যারায় মনে হচ্ছিল এক কবি সত্ত্বার লিখতে না পারার হতাশা থেকে পঙক্তিগুলো লেখা, কিন্তু দ্বিতীয় প্যারায় এসে কেন যেন আমি মেলাতে পারি নাই, অথবা বুঝতে পারি নাই। যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন (প্রতিত্তর) ভালো হত। আমি কিন্তু সিরিয়াসলি বুঝতে চাচ্ছি, কোন সমালোচনা নয় :)

ভালো থাকুন প্রিয় ব্লগার, অনেক অনেক শুভকামনা রইল।

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । সমালোচনায় আমি মুগ্ধ হই সো নো প্রবলেম ।

কবিতাটির অর্থ দুইভাবে ব্যাখ্যা করা যায় । প্রথমটা হচ্ছে ,
একজন লেখক সে সফল কিংবা ব্যর্থ, তার লেখনী জীবনে এমন অনেক জাগ্রত রাত্রি যায় সে কিছুই লিখতে পারে না । কিন্তু ওইসব রাত্রিতে এমন কিছু মূহুর্ত যায় সেগুলো সে মিস করে ফেলে । তাই তার কিছু আক্ষেপ জমা হয় যে , সাদা কাগজ নিয়েও বসে থাকলাম আর মূহুর্তগুলোকেও মিস করলাম ।তাই দ্বিতীয় প্যারায় সে তার আক্ষেপের মোচনে কিছু দীর্ঘদিন ধরে কিছু সান্তনা তৈরি করে ফেলে যা দিয়ে তার এই মূল্যহীন রাত্রিগুলোকেও জীবনের একটা মূল্যবান মূহুর্তে পরিনত করে । তাই শেষের লাইনে বলা হয়েছে, আবার ভেবো না এই আমার ক্ষমতা, অথবা ভেবো এই আমার হয়তো বেঁচে থাকা । তার মানে সে অভ্যস্ততায় ধরা খেয়ে গেছে ।

আর দ্বিতীয় অর্থ হচ্ছে, যদি মানুষের জীবনের একেকটা দুঃখের সময়কে একেকটা নিঃসঙ্গ রাত্রি ধরি তাহলে কেমন হয় ? তখনকার সময় মানুষ অন্যের সাহায্য খুব কমেই পায় । তাই সে নিঃসঙ্গ রাত গুজারি । তাই তখন সে জীবনকে শুধু যন্ত্রণাময় হিসেবে দেখে । আর সে জন্য ঐ সময়গুলোয় সে অনেক চমতকার কিছু মূহুর্ত মিস করে যে গুলো সে চাইলেই উপভোগ করতে পারতো অথবা পারতো না । আর যখন সে দুঃখময় জীবন থেকে পরিত্রাণ পায় তখন সে হয়তো চমৎকার মূহুর্ত গুলোর কথা ভেবে আফসুস করে । এই আফসুস থেকে সে সান্তনা তৈরি করে যে দুঃখ ও জীবনের একটা অংশ তাই তাকে মেনে নিতেই হয় । সে যখন এই চিন্তায় অভ্যস্ত হয় তখনই সেটাকে বলেছি, আবার ভেবো না এই আমার ক্ষমতা, অথবা ভেবো এই আমার হয়তো বেঁচে থাকা ।

এই কবিতার অর্থ আরো হতে পারে সেটা আমি জানি না তবে সেটা পাঠক জানে । কারণ একেক পাঠকের মনে একেক রকম অর্থ ধরা দিতেই পারে ।

সুন্দর এবং মনযোগী মন্তব্যে অনেক ভাল লেগেছে বোমা ভাই ।

ভাল থাকুন অনেক অনেক । :)

১৪| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩০

উর্বি বলেছেন: দারুন।। খুব ভালো লাগল

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:১৫

কলমের কালি শেষ বলেছেন: আপনার খুব ভাললাগার মন্তব্যে আমারও খুব ভাল লেগেছে উর্বি ।

শুভ কামনা রইলো । :)

১৫| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:১৬

উর্বি বলেছেন: :D :D :D B-) B-))

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:২৮

কলমের কালি শেষ বলেছেন: :) :)

১৬| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: চমৎকার রাত্রির কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে জুন, ২০১৫ রাত ১:০২

কলমের কালি শেষ বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে আমারও অনেক ভাল লাগলো প্রামািনক ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৭| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৬

কাবিল বলেছেন: যত্নহীন নীরব রাত্রিগুলো

কবিতার নামটা খুব সুন্দর হয়েছে। নামেই বলে দেয় এর অন্তর্নিহিত কি কি লুকিয়ে আছে।
আমি তেমন কবিতা বুঝিনা, ব্লগে এসে ব্জহার চেষ্টা করছি।

ভাল লাগলো।

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩১

কলমের কালি শেষ বলেছেন: সকলকেই যে কবিতা বুঝতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই । যার মনে যেভাবেই অর্থ ধরা দেয় সেটাই আসল । আর আপনি বোঝার চেষ্টা করছেন এটাই অনেক ।

সুন্দর মন্তব্যে ভাল লেগেছে অনেক কাবিল ভাই ।

ভাল থাকুন । :)

১৮| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৭

কাবিল বলেছেন: 'বোঝার'

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩১

কলমের কালি শেষ বলেছেন: নো প্রবলেম । আমি বুঝে নিয়েছি । :)

১৯| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:০৫

জেআইসিত্রস বলেছেন: রাতের প্রতিটি চাঁদ, তারা মহাকালের প্রলয়ে ঠায় জেগে পাহারা দেয় সুপ্ত আধার।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৩১

কলমের কালি শেষ বলেছেন: হুম । সুন্দর বলেছেন ।

পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ জেআইসিত্রস ।

ভাল থাকুন । :)

২০| ২৬ শে জুন, ২০১৫ রাত ১২:১৩

জেআইসিত্রস বলেছেন: আপনার লিখুনি হোক আলোর দূত।
ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৫ রাত ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: পনাকেও ধন্যবাদ চমৎকার প্রয়াসে ।

শুভ কামনা রইলো । :)

২১| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৯

এহসান সাবির বলেছেন: খুব দারুন।

এক গুচ্ছ ভালো লাগা।

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:১২

কলমের কালি শেষ বলেছেন: একগুচ্ছ ভাললাগা গ্রহণ করিলাম । সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগলো এহসান সাবির ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

২২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:২৪

খেয়ালি দুপুর বলেছেন: অনেকগুলো নিঃসঙ্গ রাত এভাবে চলে যেতে থাকার মধ্য দিয়েই কিন্তু জন্ম নেবে অসাধারণ কিছু.. খেয়ালে..বেখেয়ালে। ভাল লেগেছে কবিতা ভিষণ। শুভকামনা।

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১০

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

২৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ৯:২৭

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর লেখেছেন।

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে ভাল লাগলো মোঃ নাজমুল হাসান [নাজমুল] ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.