নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

পাথর বন্ধু । (অণুগল্প )

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৪১

রাতুল আজও পাথরটাকে লালন করছে । এই পাথরটা তাকে সঙ্গ দিচ্ছে গত পনেরটি বছর । এক মুঠি পাথরটির দিকে তাকালে তার সেই ছোটবেলার বন্ধু আবিরের কথা মনে পড়ে । তারা স্কুল থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের সুন্দর পাথরগুলো কুড়াতো । আর পকেট ভর্তি করে বাড়িতে নিয়ে আসতো । কিন্তু সেদিন... আবির ট্রেনে কাটা পড়ে মারা গেছে, রাতুলের মা তাকে জড়িয়ে ধরে চিৎকার করতে করতে বলেছিল । আবিরকে সে আর দেখেনি । কারণ ট্রেনে কাটা পড়া লাশ তার মা তাকে দেখতে দেয়নি । এর পরদিন রাতুল লুকিয়ে রেললাইনে গিয়েছিল । রক্তমাখা একটি পাথরও কুড়িয়ে আনে । আর এই পাথরটাই হয়ে গেল তার কাছে আবির । তারপর থেকে রেললাইন দিয়ে সে কখনো স্কুলে যাওয়া আসা করেনি ।

রাতুল বিছানায় শুয়ে আছে । সে পাথরটাকে উপরের দিকে ছুড়ছে আর ধরছে । রাতুল সবসময় পাথরটাকে তার সঙ্গে রাখে । কোথাও গেলে পকেটে, ঘুমাতে গেলে বুকে, গোসলে গেলে সাবানের কেইসে, খেতে বসলে প্লেটের পাশে । সে পাথরটার দিকে তাকিয়ে প্রায় সময় কথাও বলে । কথাগুলো আবোলতাবোল । কেউ শুনলে বুঝবে না । তাকে যদি জিজ্ঞেস করা হয়, কার সাথে কথা বলছিস ? সে বলে, আবিরের সাথে । সে এই কাজগুলো গত পনের বছর ধরেই করে আসছে । সুদর্শন ছেলে বলে অনেক মেয়েরই প্রপোজ সে পেয়েছে কিন্তু একটাও গ্রহণ করেনি । তার পৃথিবী জুড়ে শুধুই আবির বাস করে আর এই পাথরের মধ্যেই তার আবির ।এ নিয়ে তার কাছের বন্ধুরা অনেক ঠাট্টা-তামাশা করে । তাকে বলে পাথরটাকে বিয়ে করে ফেলতে । কিন্তু রাতুল এসবে কান দেয় না । সে আসলে এদেরকে তার বন্ধুও মনে করে না । তার বন্ধু একটাই ছিল, এখনো একটাই, সে হল আবির । তার পরিবারের সবাই তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছে । তারা রাতুলকে অনেক সাইক্রিয়াট্রিস্ট দেখিয়েছে কিন্তু আশানুরূপ কোন ফল হয়নি । তারা বলে ছোটবেলার মানসিক চাপ শিথিল করা বেশ কঠিন তবে আশা করা যায় ঠিক হবে ।

রাতুল আজ সকাল থেকেই বিছানায় শুয়ে শুয়ে পাথরটাকে উপরের দিকে মারছে আর ক্যাচ ধরছে । তাকে অনেকবার নাস্তা করতে ডাকা হয়েছে কিন্তু সে এখনো নাস্তা করছে না । তার মন আজ বিষণ্ণ । আবিরকে হারানোর দিনটা এখনো তার স্পষ্ট মনে আছে । আজ সেইদিন । রাতুল মাঝে মাঝে মরে যাওয়ার কথাও ভাবে । তাহলে সে তার বন্ধু পাথরের আবির থেকে রক্ত-মাংসের আবিরকে দেখতে পেত । এখনো সে তাই ভাবছে । পাথরটা হঠাৎ চলন্ত ফ্যানের সাথে বাড়ি খেয়ে সজোরে এসে আঘাত করে রাতুলের কপালে । ঠিক সেই জায়গায় যেখানে রাতুল তার বন্ধু আবিরকে বারংবার আঘাত করেছিল এই পাথরটি কেড়ে নেওয়ার জন্য । পাথরটির আঘাতে রাতুলের শরীর ধীরে ধীরে নিথর হতে থাকে......

মন্তব্য ৫৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: দারুণ। শেষ লাইনে এসে পুরো গল্পটাই পাল্টে গেছে।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক প্রবাসী ভাই ।

ভাল থাকুন । :)

২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৩

এস নূর রহমান বলেছেন: গল্পের শেষে মারা গেলো কেমোন একটু হলো নাহ, সবইতো ঠিক ছিলো, কিন্তু শেষে বাস্তব বিরধী হয়ে গেলো নাহ।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৩

কলমের কালি শেষ বলেছেন: গল্পে তো কতকিছুই ঘটে । তাই তো তা গল্প হয় ।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ এস নূর রহমান ভাই ।

ভাল থাকবেন । :)

৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৬

বাড্ডা ঢাকা বলেছেন: । :|

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৫

কলমের কালি শেষ বলেছেন: B-)

মন্তব্যে ভাললাগা অনেক বাড্ডা ঢাকা ভাই ।

শুভ কামনা রইলো । :)

৪| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪০

সুফিয়া বলেছেন: খুব সুন্দর। ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে সুফিয়া আপু ।

ভাল থাকুন । :)

৫| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

রিকি বলেছেন: তার মন আজ বিষণ্ণ । আবিরকে হারানোর দিনটা এখনো তার স্পষ্ট মনে আছে । আজ সেইদিন । রাতুল মাঝে মাঝে মরে যাওয়ার কথাও ভাবে । তাহলে সে তার বন্ধু পাথরের আবির থেকে রক্ত-মাংসের আবিরকে দেখতে পেত । গল্পটা একটা ভয়াবহ অভিজ্ঞতা কলমের কালি শেষ ভাই--- নিজে ব্যক্তিগত ভাবে জানি এসব জিনিস মেনে নেয়া যায়না কোনভাবেই--- দিন চলে যায়, বছর যায়--- আপনার গল্পের সেই কথাটার মতই হয়ে যায় সবকিছু তার বন্ধু একটাই ছিল, এখনো একটাই, সে হল আবির । কেউ কারও জায়গা কখনও নিতে পারেনা, অভাবটা থাকেই। গল্পে ভালো লাগা।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: আসলেও তাই । আর সেখানে যদি নিজের ভুলেই সবকিছু উলোটপালট হয়ে যায় তার যন্ত্রণা আরো মর্মান্তিক হয়ে উঠে । আপনি গল্পের ভয়াভহ দিকটা বাস্তবে জানেন দেখে খারাপ লাগলো । আমার ভাবনা ছিল এই তো স্রেফ গল্প বাস্তবে মনে হই এমনটা হয় না ।

ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো রিকি ভাই ।

ভাল থাকবেন । :)

৬| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৫

সুমন কর বলেছেন: শেষ লাইনটির জন্য গল্প সার্থক। নতুবা অন্য রকম মন্তব্য করতাম।

২+।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । যাক দুসরা দিয়ে অন্যরকম মন্তব্য থেকে বেঁচে গেলাম ! হা হা B-) :P

দারুন মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।

শুভ কামনা রইল । :)

৭| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

রিকি বলেছেন: আমার এক বন্ধুর কথা বলছি (যদিও জানিনা ব্লগে এগুলো কেমন ভাবে নিবে, শেয়ার করলাম তাও)-- ব্রেন স্ট্রোক করেছিল প্রথমবার ২০১৩ র মে মাসে--- তাকে বলা হয়েছিল তার মাইগ্রেনের সমস্যা হয়েছে, কারণ বেশি স্ট্রেস তার উপর দাওয়া বারণ ছিল ঐ ঘটনার পর, বাম চোখে স্ট্রোকের পরবর্তীতে দেখতে পেত না সে-- পড়ার অভ্যাস ছিল প্রচুর, তখন বই পড়তে যখন পারত না, অডিও বুক নামিয়ে শুনত। নাজিমউদ্দিন ভাইয়ের ইনফার্নো সে ওভাবে অর্ধেক পড়েছিল-- বাকি অর্ধেক বাকিই থেকে গেছে। বিভিন্ন কারণে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে আবার সে জুলাই মাসে দ্বিতীয়বার স্ট্রোক করেছিল---এবং তখন সে কোমাতে চলে যায়, Brain Hemorrhage হয়েছিল তার সেবার। এখানকার ডাক্তাররা ব্রেনের একটা অংশ পচে গিয়েছিল বিধায় কেটে বাদ দিয়ে দিয়েছিল। Intensive Care এ ছিল বেশ কিছুদিন, শরীরের সব অঙ্গ নষ্ট হতে থাকে আস্তে আস্তে ---শেষের দিকে প্রতিদিন রক্ত দিতে হত, রক্ত তৈরি হত না দেহে। এভাবে চলতে চলতে আর পারেনি- অগাস্টের প্রথম সপ্তাহে মারা যায় সে।

যার কথা বললাম সে অনেক প্রাণবন্ত একটা মানুষ ছিল---বন্ধুরা মিলে তার শেষ সময়ে দেখা শোনা করেছিল এবং এখনও কেউ তাকে হারানোর যন্ত্রণা থেকে বের হতে পারেনি। হয়ত পারবেও না বিশেষত ওর কাছের মানুষ বা বন্ধু যারা ছিল-- যারা দৈনন্দিন জীবনের অংশ ছিল। সে যখন মারা গিয়েছিল তার বয়স ছিল ২৩ বছর। যখন তার দেহটা শেষ বারের জন্য নিয়ে আসা হয়, বিশ্বাস করেন বন্ধু গোত্রের অনেকের সেই হাস্যজ্বল মানুষের ঐ মুখ শেষ বারের জন্য দেখার মত মানসিক অবস্থা পর্যন্ত ছিল না-- মুখের এক পাশ ঝুলে গিয়েছিল,মাথা এক দিক পুরোটা ফেটে যাওয়া অবস্থায় ছিল । লাফিয়ে বেড়াত সবসময় বিশ্বাস করেন, প্রাণ চঞ্চল যাকে বলে- নিথর মানুষটাকে কেও দেখবে বলে চিন্তা করেছিল জীবনেও । আমার বেস্ট ফ্রেন্ড ছিল সে ভাই---প্রত্যেকটা মুহূর্তে বাঁচতেও দেখেছি, আবার সময়ের আগে অনেক কষ্ট নিয়ে চলে যাওয়াও । বন্ধু মহলে সে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল সবারই--শুনতে চান কেমন আছে তার সেই বন্ধুগুলো?? কেউই ভালো নেই ঠিক আপনার রাতুলের মত---আপনার রাতুল গল্পের চরিত্র, আমি আরও ৫-১০ জন রাতুলকে চিনি----পরিবর্তন এসেছে সবার জীবনেই কিন্তু একটা দিক শূন্য হয়েই গেছে---Something had lost. ঐ যে বললাম কেউ কারও জায়গা কখনও নিতে পারে না-- আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এবং নিজের ক্ষেত্রেও দেখি---এটা অনেক বেশি কষ্টকর।


অনেক কথা বললাম ভাই কিছু মনে করবেন না।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩২

কলমের কালি শেষ বলেছেন: আপনার বন্ধুটির কথা শুনে খুব মন খারাপ হলো । আরো ছিলো আপনার বেস্ট ফ্রেন্ড । বেস্ট ফ্রেন্ড হারিয়ে গেলে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শূন্য হয়ে যায় । যা পূরণের জন্য পরবর্তিতে আর কেউ আসে না, আর কেউ আসতেও পারে না, এই জগত তার এই হয়ে থাকে । আপনার বর্ণনা থেকে বোঝা যায় আপনার বন্ধুটি কতটা মর্মান্তিক জীবন যাপন করেছে । তার স্বল্প এই জীবনে বেশিরভাগ সময়ই বেঁচে থাকার সাথে যুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত পরাজিত হয়ে সবার কাছ থেকে ছুটি নিয়ে চলে গেছে ।

আপনাদের সকল বন্ধুদের জন্য রইলো অশেষ শুভ কামনা । আর কিছু মনে করার কী আছে ? একজনের দুঃখের কথা শুনলে নিজের ছোট ছোট দুঃখগুলোও লাগব হয়ে যায় ।

ভাল থাকুন সবসময় । :)

৮| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: শেষের টুইস্টটা জোস্ হৈছে।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা হামা ভাই ।

শুভ কামনা রইল ।:)

৯| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

এহসান সাবির বলেছেন: চমৎকার গল্প।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ এহসান ভাই ।

ভাল থাকুন । :)

১০| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

জেন রসি বলেছেন: সবার মত আমিও বলতে বাধ্য হচ্ছি, গল্পের শেষ চমকটাই এই গল্পটিকে সার্থক করে তুলেছে।

০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ জেন রসি ভাই ।

ভাল থাকুন । :)

১১| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফেবু থেকে লিঙ্ক পেয়ে আসলাম। প্রাঞ্জল লেখায় শেষটাই আসল চমক।শুভেচ্ছা।

০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক রেজওয়ানা আলী তনিমা ।

ভাল থাকবেন । :)

১২| ০৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্পের শেষটা ভালো লাগল। +++

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাললাগা অনেক রাজপুত্র ভাই ।

ভাল থাকুন । :)

১৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৮

প্লাবন২০০৩ বলেছেন: গল্পের শেষে এসে হঠাৎ একট টার্ণ নিলেন, দেখলাম গন্তব্যে পৌছে গেছি ! সুন্দর একটা এ্যান্ডিং টার্ণ । খুব ভালো লাগল ।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৬

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক প্লাবন২০০৩ ভাই ।

শুভ কামনা রইলো । :)

১৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: অনুগল্প ভাল লাগল। ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামািনক ভাই ।

ভাল থাকবেন । :)

১৫| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪

কালের সময় বলেছেন: ভালো লাগলো গল্প

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ কালের সময় ।

ভাল থাকবেন । :)

১৬| ০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৮

উর্বি বলেছেন: দারুন

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাললাগা অনেক উর্বি ।

শুভ কামনা রইলো । :)

১৭| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




ঝট করে কলমের কালি শেষ হয়ে গেলে যেমন ধাক্কা লাগে, ট্যুইষ্টটা তেমনিই লাগলো ।

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা

মন্তব্যে মজা পাইলাম অনেক আহমেদ জী এস ভাই ।

ভাল থাকবেন । :)

১৮| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ, ঝট করে কলমের কালি শেষ হয়ে গেলে যেমন ধাক্কা লাগে, ট্যুইষ্টটা তেমনিই লাগলো। একমত। তবে, ঠিক সেই জায়গায় যেখানে রাতুল তার বন্ধু আবিরকে বারংবার আঘাত করেছিল এই পাথরটি কেড়ে নেওয়ার জন্য । এই জায়গাটা ক্লিয়ার না গল্পে। আরেকটা কথা, গল্পের শুরুটায় দুইবন্ধুর কিছু মিষ্টি স্মৃতি ছোট ছোট বাক্যচয়ন করে বললে আরও গভীর হত দুই বন্ধুর বন্ধুত্বের আবেদনটুকু। একইভাবে পরবর্তীতে পাথর নিয়ে আঁকড়ে থাকার সমকার বর্ণনাগুলো আরও আবেগী, আবেদনময় করার সুযোগ ছিল। এবং আমি নিশ্চিত আপনি আরেকবার রিটাচ করলে এই গল্পটা অপূর্ব একটা গল্প হয়ে উঠবে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

কলমের কালি শেষ বলেছেন: আমার মতে শেষ লাইনের ব্যাপারটা হচ্ছে, রাতুল তার বন্ধু আবিরের মাথায় পাথর দিয়ে আঘাত করেছিল । সেই আঘাতে আবির মারা যায় । তখন রাতুল ভয়ে মৃত আবিরকে রেললাইনের ওখানেই রেখে চলে আসে। পরে আবির রেলে কাটা পরে ।

আমি গল্পটার ভেতরে আরও আবেগ অনুভুতি দিয়ে লিখতে পারতাম। তখন কিন্তু সেটা অণুগল্প থাকতো না । আমার প্রায় সময়ই ইচ্ছে করে এই টাইপের ছোট আঙ্গিকে কিছু লেখার । কিন্তু আমি পারি না । তাই এইটাই চেষ্টা করে দেখলাম আরকি । :|

আপনার খাটুনী বিশ্লেষনধর্মী মন্তব্যে অনেক অনেক ভাললাগা বোমা ভাই । এমন মন্তব্য পেলে বেশ অণুপ্রেরণা জাগে ভাল কিছু করার । আপনার কাছে অনেক কৃতজ্ঞ সবসময় এইভাবে বলার জন্য ।

ভাল থাকবেন ।অনেক শুভ কামনা রইল । :)



১৯| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

ইমরান নিলয় বলেছেন: যা বলতে চেয়েছিলাম বোকা মানুষ বলতে চায়-এর সাথে অনেকটাই মিলে। শুভকামনা অবিরত।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ইমরান নিলয় ভাই ।

ভাল থাকুন । :)

২০| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১১

জুন বলেছেন: কেমন যেন তারাহুড়া করে শেষ হলো ককাশে ।তবে অনুগল্প হিসেবে ভালোলাগ্লো ।
+

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: অণুগল্পতো তাড়াহুড়ার জিনিস । তাই নয় কী জুন আপু !!

ভাললাগার মন্তব্যে ভাল লেগেছে জম্পেস ।

শুভ কামনা রইলো । :)

২১| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ককাশে, আপনার প্রতিত্তর পড়ে আরও অবাক হলাম পাঠক হিসেবে। হয়ত আমার দুর্বলতা, কিন্তু সত্যি এই গল্প পড়ে কোথাও মনে হয়নি রাতুল আবিরকে হত্যা করেছে, তাও আবার ঐ পাথরটির জন্য!!! সত্যি বলছি, মিলাতে পারছি না। আবার পড়ে দেখলাম... যাই হোক গুড ট্রাই, সাথে আছি সবসময়, লিখতে থাকুন। অনেক অনেক শুভকামনা রইল।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:০৫

কলমের কালি শেষ বলেছেন: আমি ব্যাপক মাইন্ড করছি আপনার দুর্বলতা কথাটা শুনে । আপনার মত ইফেক্টিভ এবং শক্তিশালী পাঠক খুব কমই আছে । পাঠকের বুঝতে না পারাটা লেখকের দুর্বোধ্যতা । এখানে লেখক ব্যর্থ ।

শুভ কামনা সবসময় । :)

২২| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: লেখক গল্পের মোড় যেকোনিদেক নিতে পারেন। ভাল লেগেছে।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:০৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাই ।

ভাল থাকুন । :)

২৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭

আরণ্যক রাখাল বলেছেন: গল্পটার মধ্যে পাঠককে ধরে রাখার কোন উপাদান নেই, সবসময় যে থাকে তাও না, তবে গল্পের বর্ণনাও পাঠককে আকৃষ্ট করবে না। কাহিনীটাও মনে ধরে না। কেমন যেন বেশি বেশি মনে হয়।
তবুও চেষ্টার কমতি ছিল না বোঝাই যায়।
আপনার কাছে অনেক সুন্দর গল্প চাই

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং আপনার গঠনশীল মন্তব্যে ভাল লাগা অনেক । ট্রাই করবো সুন্দর গল্প লেখার ।

ভাল থাকুন সবসময় । :)

২৪| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গল্প ভালো হয়েছে, কিন্তু মনটা খারাপ হয়ে গেছে।

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম ভাই ।

ভাল থাকবেন । :)

২৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৪

কম্পমান বলেছেন: তার পৃথিবী জুড়ে শুধুই আবির বাস করে আর এই পাথরের মধ্যেই তার আবির ।এ নিয়ে তার কাছের বন্ধুরা অনেক ঠাট্টা-তামাশা করে । তাকে বলে পাথরটাকে বিয়ে করে ফেলতে । কিন্তু রাতুল এসবে কান দেয় না । সে আসলে এদেরকে তার বন্ধুও মনে করে না । তার বন্ধু একটাই ছিল, এখনো একটাই, সে হল আবির

আমার ও এমন একটা বন্ধু ছিল। কিন্তু সে আমার সাথে কোন সম্পর্ক রাখে নি .............. আপনার গল্পে যেন আমি আমাকে ও সেই বন্ধুকে দেখতে পেলাম।।

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ কম্পমান ভাই ।

ভাল থাকুন । :)

২৬| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

আমি তুমি আমরা বলেছেন: শেষটা অসাধারণ ছিল। ভাল লেগেছে :)

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক প্রিয় আমি তুমি আমরা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.