নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

জমিয়ে রাখা নামহীন কবিতাগুলো কোথায় ? ( কবিতা )

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

কিছু নামহীন কবিতা জমা রেখেছি,
প্রতিরাতে প্রয়োজন হয়ে যেতে পারে,
এমন অনেক হয়েছে, তারা নিঃসঙ্গে কবিতা পায়নি,
তাই সবকিছু বিবেচনায় কিছু কবিতা করছি লালন ।

কিন্তু, সে তো যাচ্ছে না ! সময় আসবে কখন !

তাই ভুল করে তাকে একদিন বলে ফেললাম,
এ্যাই তুমি যাচ্ছো না কেন ? সে ধীর গলায় বলল,
তোমার সাথে সময় ফুরিয়ে গেলেই চলে যাব ।
আমি বললাম, তা হবে কখন ? সে বলল,
যদি হয় নিকটে তুমি কী খুশি তবে ?
.........তবুও আকাঙ্ক্ষা রয়ে গেল ঐ সময়ের ।

......সময় গড়িয়ে একদিন হঠাৎ তাকে আর খুঁজে পেলাম না,
সে ‘একদিন’ থেকে হয়ে গেল প্রতিদিন......

......আজকাল দিনগুলো গড়িয়ে যখন রাত ফেরে-
আমি তখন শুধু খুঁজি জমিয়ে রাখা নামহীন কবিতাগুলো কোথায়......!

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: কি ব্যাপার কলমের কালি শেষ হলে চলবে না !!

অাশা করি, কবিতা'রা চলে যাবে না।

ভালো লাগা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ২:০২

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা আমিও সেই আশাই রাখি । :)

মন্তব্যে ভাললাগা অনেক সুমন ভাই ।

ভাল থাকুন । :)

২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪০

জেন রসি বলেছেন: আপনার হাত ধরে কবিতারাও চলুক অজানা পথ চলায়।

চমৎকার কবিতা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ২:০৩

কলমের কালি শেষ বলেছেন: এতো বড় হাত আমার নেই ভাই । :|

তবে সুন্দর আশ্বাসে ভাল লেগেছে বেশ জেন রসি ভাই ।

শুভ কামনা রইলো । :)

৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৪

মহান অতন্দ্র বলেছেন: বেশ হয়েছে কবিতাখানা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ২:০৪

কলমের কালি শেষ বলেছেন: আপনার চমৎকার মন্তব্যেও ভাল লেগেছে বেশ মহান অতন্দ্র আপু ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:২৩

গোর্কি বলেছেন:
সুপাঠ্য হয়েছে। ভাললাগা রইল।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ধন্যবাদ অশেষ গোর্কি ভাই ।

ভাল থাকুন । :)

৫| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

লেখোয়াড়. বলেছেন:
নাফুরানো সময় হঠাতই চলে যায়। দিতে পারি না তার অসীম।
কি করে তাই নামহীন, কবিতাহীন।

ভাল লাগল। ৫ম +

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: লেখোয়াড় ভাই । অনেকদিন পর দেখলাম আপনাকে । কেমন আছেন ?

ভাল লাগার মন্তব্যে ভাল লাগলো অনেক ।

শুভ কামনা রইলো । :)

৬| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা বেশ ভালোলাগলো। জমিয়ে রাখা কবিতা দিয়ে আর কত রাত চালাতে পারবেন? এই রাতগুলোতেও আরো শিরোনামহীন আরো কবিতা জমা হোক, পরে কোন এক অস্থির সময়ে দিন রাত সবসময় কাজে লাগতে পারে।

শুভকামনা রইলো কালি ভাই। :)

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪

কলমের কালি শেষ বলেছেন: হুম । তবে তাই হোক ।

ভাল লেগেছে অনেক সুন্দর মন্তব্যে শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

জুন বলেছেন: নামহীন কবিতাই পোষ্ট করা হোক ব্লগে আমাদের জন্য ককাশে ।
+

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

কলমের কালি শেষ বলেছেন: খুঁজে পাচ্ছি না তো !! :(

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা জুন আপু ।

ভাল থাকুন । :)

৮| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সেলিম ভাই ।

শুভ কামনা রইলো । :)

৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

আধখানা চাঁদ বলেছেন: অনেক ভাল হয়েছে কবিতাখানি।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাললাগা অনেকখানি চাঁদ ভাই ।

ভাল থাকুন । :)

১০| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে কবিতা।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫

কলমের কালি শেষ বলেছেন: আপনার কবিতা ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ঢাকাবাসী ভাই ।

ভাল থাকবেন । :)

১১| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক হামা ভাই ।

শুভ কামনা রইলো । :)

১২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




ওম...মা.. ; দেখি আমার কথাটি আগেই বলে ফেলেছেন সুমন কর । আমি কি লিখি ? এখন আমার তো কলমের কালি শেষ ! তাই নামহীন কবিতার মতো আমার মন্তব্যও বক্তব্যহীন হয়ে গেলো !!!!!!!!!

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা !! মন্তব্যে বেশ মজা পেলাম আহমেদ ভাই ।

ভাল থাকুন । :)

১৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জমিয়ে রাখা নামহীন কবিতাগুলো কোথায় ?

কলমের কালি শেষ কেন? এই প্রশ্নের মত এই নতুন প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। জানতে চায়, জানাতে হবে ;) :P

=p~ =p~ =p~

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০০

কলমের কালি শেষ বলেছেন: ওমা ইতা কেমন প্রশ্ন !! বোমা ভাই আপনি আমারে এমন একটা প্যাঁচে ফালাইয়া দিলেন ! :-<

তয় মন্তব্যে বেশ মজা পেয়েছি । B-))

ভাল থাকুন বোমা ভাই । :)

১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার +++

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

ভাল থাকুন । :)

১৫| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

ভাল থাকবেন । :)

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

এহসান সাবির বলেছেন: দারুন।

++++

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাললাগা অনেক এহসান সাবির ভাই ।

শুভ কামনা রইল । :)

১৭| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝেছি আপনি কবিতা নামে কোন মাইয়ার প্রেমে পড়েছেন :P

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না । ;) :P

মজার মন্তব্যে ভাল লাগলো অনেক গিয়াসলিটন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৮| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতায় ভাললাগা ।

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

কলমের কালি শেষ বলেছেন: চমতকার মন্তব্যে ভাললাগা অনেক তুষার ভাই ।

ভাল থাকুন । :)

১৯| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। শুভকামনা।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক রেজওয়ানা আলী তনিমা ।

ভাল থাকুন । :)

২০| ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

উর্বি বলেছেন: ভালো লাগল

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে ভাললাগলো বেশ উর্বি ।

শুভ কামনা রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.