নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

শব্দসুখ (কবিতা)

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২০

তোমরা দুঃখ কী তা জানো?
তবে তাই হোক-
আজ দুঃখ নিয়েই লিখি, লিখে করি তার ব্যবচ্ছেদ,
আমার যে শুধুই আছে কিছু বর্ণ দিয়ে তৈরী শব্দ !
তবে শোন, শব্দরাও করতে পারে দুঃখ লুন্ঠন ।
বেশ, তবে তাই হোক...

আমি দেখেছি দুঃখনুরাগীদের, শব্দ পড়ে তারা হেসেছে ,
উগরে দিয়েছিল তাদের পুরনো শেওলার মত লুকিয়ে থাকা বিষাক্ত আকাশ ।
কিন্তু কাঁটাতারে ঘিরে রেখেছিল তারা অবধি স্মৃতির লুন্ঠনে, সেখানে যে ছিল কিছু সুখ,
যার পাপে মুগ্ধ হয়ে এখনো তাদের মুখশ্রী মুখোশে বেঁচে থাকা, শব্দেরা তাই নিরপরাধ ।

শূন্য থেকে বিন্দু হয়ে পাহাড়সম দীর্ঘকায়ে যাদের গড়ে ওঠা, তারা কী তবে কুক্ষিগত হয় !
সময় বলে দেয়- তবুও শব্দ পড়ে যাও, ধীরে ধীরে গড়ে উঠবে এর চেয়েও বৃহৎ নিরোধক,
ভাঙ্গবে গুড়ি গুড়ি, এতোদিন যে দুঃখবিহারী গড়েছিলে- যা ছুঁতে চায় আকাশ- বিমুগ্ধে, বিধ্বংসে !

মনে ফলবে রক্ষের অবাধ বিচরণ, একদিন গুড়িয়ে যাবে আকাশচুম্বী- তোমার শব্দ পাঠে তৈরি নিরোধকে,
এই বিশ্বাস রাখো, তারা তোমায় করবে না নিরাশ, শব্দেরা বিশ্বাসী, তারা ওয়াদা রক্ষার মর্যাদায় ভয়ঙ্করী ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০১

সুমন কর বলেছেন: ভিন্ন রকম। সুন্দর।

ভালো লাগা রইলো।

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ সুমন ভাই ।

শুভ কামনা সবসময় । :)

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সেলিম ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৮

উর্বি বলেছেন: ++

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

কলমের কালি শেষ বলেছেন: প্লাস মন্তব্যে অসংখ্য ধন্যবাদ উর্বি ।

শুভ কামনা রইলো । :)

৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০২

ডি মুন বলেছেন: শব্দেই গড়ে উঠুক শব্দকরের জীবন।
শব্দেরা লুটে নিয়ে যাক সব ব্যথা-বেদনা।
উৎসব হোক আনন্দের।

কবিতায় দ্বিতীয় ভালোলাগা
+++

:) ভালো থাকুন

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কলমের কালি শেষ বলেছেন: সেই কামনাই রইলো ।

সুন্দর কাব্যিক মন্তব্যে বেশ ভাললাগা ডি ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

হাসান মাহবুব বলেছেন: নিপুন শব্দের কারুকাজ। ভালো লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক হামা ভাই ।

শুভ কামনা অনেক । :)

৬| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬

জেন রসি বলেছেন: শব্দরা কিন্তু মাঝেমাঝে নিরাশও করে।

চমৎকার কবিতা।

++

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

প্লাস মন্তব্যে ভাললাগা অনেক জেন রসি ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৭| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

জুন বলেছেন: তবে শোন, শব্দরাও করতে পারে দুঃখ লুন্ঠন ।
এটা ১০০% সত্যি বলেই আমি বিশ্বাস করি ককাশে ।
খুব ভালোলাগা কবিতায় ।
+

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা জুন আপু ।

শুভ কামনা রইলো অশেষ । :)

৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৯| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

উর্বি বলেছেন: দারুন

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

কলমের কালি শেষ বলেছেন: হুম । #:-S

ভাল থাকুন । :)

১০| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক মহান আপু ।

শুভ কামনা সবসময় । :)

১১| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

এহসান সাবির বলেছেন: দুঃখ কী সেটা আমি জানি...........!!

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । তাহলে জানুন শব্দ কিভাবে দুঃখ লুন্ঠন করে !!

সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক এহসান ভাই ।

ভাল থাকবেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.