নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

এখনো গেঁথে আছে একটি হৃদয় নিঃশ্বাসের শেষ কিনারে । (কবিতা)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

হাসিয়েছিলে তুমি সেই বিকেলগুলোতে যা পাওয়া আমি আজও ভুলিনি,
শুধু দেখিনি ছিল তোমার সূর্যিছোঁয়া কেশে একমুখো সুখের নিঃস্ব তৃপ্তি,
বেভুলা আমি তাই ভুলের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিঃশব্দে তোমায় মেখেছি......
আর তুমি শর্তবিহীন রঙিন সুতোর সেই সকল সুপ্ত জড়ানোকে ছুটি দিয়ে-
এক ধরণীর পথ ধরেছিলে যেখানে আমি হয়েছি অন্য ধরণীর দৃষ্টিহীন মুসাফির......

অবুঝ বিভোরে কিছু গলিত কথোপকথন ক্ষমতার অপপ্রয়োগ সেধেছিল তোমার ধরাতে,,
কিন্তু তুমি রেখেছিলে উড়িয়ে দেয়ার অজস্র নিদারুণ সৈন্যসোঁত অজানা অধরার মৌহন্ধে,
সেখানে পিষ্ট হয়ে যেতে যেতে কথোপকথনগুলো গেঁথে যায় স্মৃতির তৃষ্ণিত পৃষ্ঠায়......
আমি তখনো জেগে থাকি মানস চুক্ষুর বিপরীত প্রান্তে, বক্ষঃচ্ছেদে বেরুনো রুখতে,
যা জুড়ে তুমি আছো আজস্র সাজে, শত বর্ষের সূর্য ওঠা ভোরে- মিলেছে নিঃশ্বাসের শেষ কিনারে ।

সে (আমি) আজ অচেনা হয়েছে নিজের কাছে, নীরবে কিছু প্রশ্ন করে,
মনের কোণে লুকিয়ে থাকা বিন্দু বিন্দু কৃষ্ণকায় অশ্রু সেজে ;
আজও সেই বাগিচায় অতিথি হয়ে ফুল ফুটায় নোয়ানো বৃক্ষরাজির অমতে,
চন্দ্র থেকে ঝরায় পূর্ণিমা, জোনাক থেকে জ্বালায় সুপ্ত মিটিমিটি ;
কিন্তু পারে না সেই আঁধার ছড়াতে , তবে কী করে তারা উশৃংখল সৌন্দর্যে সাজবে ?

তুমি আজও যে রেখা ধরে ছুটছো অজানা আকাশের স্বপ্ন খোঁজে-
জানো কী তুমি সেই আকাশ বৃষ্টি বিলিয়ে দেবে কী তোমার অতৃপ্ত মৃত্তিকায়,
অথবা আছে কী সেখানে কোন আকাশ যার তরে বিলিয়েছো তোমার সপ্তসুর ?
তবে শোন এক ভুল, তোমাতে সাজানো অজস্র নক্ষত্রে তুমি ফেলে গেছো এক বিশাল,
যেখানে পারতো হাজারো আকাশ ঢুকে যেতে তোমার শিহরণের একফোঁটা সুখে ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগেনি

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং আপনার সুচিন্তিত মন্তব্যে অনেক ধন্যবাদ আরণ্যক ভাই ।

ভাল থাকবেন । :)

২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তবে শোন এক ভুল, তোমাতে সাজানো অজস্র নক্ষত্রে তুমি ফেলে গেছো এক বিশাল,
যেখানে পারতো হাজারো আকাশ ঢুকে যেতে তোমার শিহরণের একফোঁটা সুখে ।

সুন্দর !

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক অভি ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৪

উর্বি বলেছেন: Alexa Certified Traffic Ranking for somewhereinblog.net
এখনো গেঁথে আছে একটি হৃদয় নিঃশ্বাসের শেষ কিনারে । (কবিতা)
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাসিয়েছিলে তুমি সেই বিকেলগুলোতে যা পাওয়া আমি আজও ভুলিনি,
শুধু দেখিনি ছিল তোমার সূর্যিছোঁয়া কেশে একমুখো সুখের নিঃস্ব তৃপ্তি,
বেভুলা আমি তাই ভুলের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিঃশব্দে তোমায় মেখেছি......
আর তুমি শর্তবিহীন রঙিন সুতোর সেই সকল সুপ্ত জড়ানোকে ছুটি দিয়ে-
এক ধরণীর পথ ধরেছিলে যেখানে আমি হয়েছি অন্য ধরণীর দৃষ্টিহীন মুসাফির......

অবুঝ বিভোরে কিছু গলিত কথোপকথন ক্ষমতার অপপ্রয়োগ সেধেছিল তোমার ধরাতে,,
কিন্তু তুমি রেখেছিলে উড়িয়ে দেয়ার অজস্র নিদারুণ সৈন্যসোঁত অজানা অধরার মৌহন্ধে,
সেখানে পিষ্ট হয়ে যেতে যেতে কথোপকথনগুলো গেঁথে যায় স্মৃতির তৃষ্ণিত পৃষ্ঠায়......
আমি তখনো জেগে থাকি মানস চুক্ষুর বিপরীত প্রান্তে, বক্ষঃচ্ছেদে বেরুনো রুখতে,
যা জুড়ে তুমি আছো আজস্র সাজে, শত বর্ষের সূর্য ওঠা ভোরে- মিলেছে নিঃশ্বাসের শেষ কিনারে ।

সে (আমি) আজ অচেনা হয়েছে নিজের কাছে, নীরবে কিছু প্রশ্ন করে,
মনের কোণে লুকিয়ে থাকা বিন্দু বিন্দু কৃষ্ণকায় অশ্রু সেজে ;
আজও সেই বাগিচায় অতিথি হয়ে ফুল ফুটায় নোয়ানো বৃক্ষরাজির অমতে,
চন্দ্র থেকে ঝরায় পূর্ণিমা, জোনাক থেকে জ্বালায় সুপ্ত মিটিমিটি ;
কিন্তু পারে না সেই আঁধার ছড়াতে , তবে কী করে তারা উশৃংখল সৌন্দর্যে সাজবে ?

তুমি আজও যে রেখা ধরে ছুটছো অজানা আকাশের স্বপ্ন খোঁজে-
জানো কী তুমি সেই আকাশ বৃষ্টি বিলিয়ে দেবে কী তোমার অতৃপ্ত মৃত্তিকায়,
অথবা আছে কী সেখানে কোন আকাশ যার তরে বিলিয়েছো তোমার সপ্তসুর ....
ভাল লাগল

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে ভাল লাগলো বেশ উর্বি ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯

সুমন কর বলেছেন: শেষ দুই প‌্যারা ভালো লাগল।

১+।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন ভাই ।

শুভ কামনা রইলো । :)

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫০

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই ।

ভাল থাকুন । :)

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



দুঃখিত , আগের লেখাগুলোর মতে ভালো লেগেছে বলা গেলনা । কেমন যেন খাপছাড়া মনে হয়েছে ।
তাড়াহুড়ো করেছেন খুব ।

শুভেচ্ছান্তে ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:২১

কলমের কালি শেষ বলেছেন: তাড়াহুড়ো ছিলো না । যা পড়েছেন তাই সত্য । হয়তবা আমি বোঝাতে ব্যর্থ হয়েছি । সামনে চেষ্টা থাকবে আরও ভাল করার ।#:-S

আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভাল লাগলো অনেক আহমেদ জী এস ভাই ।

শুভ কামনা রইলো । :)

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালোই লাগলো।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:২২

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো বেশ হামা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৮| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৮

জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগলো অনেক জেন রসি ভাই ।

ভাল থাকুন । :)

৯| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

এহসান সাবির বলেছেন: শব্দের রসায়ন.........

দারুন।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাল লেগেছে বেশ এহসান ভাই ।

শুভ কামনা রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.