নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

ক\'টি বাক্যে ক\'টি পদ্য ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

____________________________________
সেই নয়ন আমি চেয়েছিলাম ।

শেষবারের মত দেখেছিলাম সেই দগ্ধ নয়ন তাকিয়েছিল,
সেখানে কিছু আগুন গেলা হয়েছিল যা তখনো ভস্মীতৃপ্ত ;
এরপর ছাই হয়ে উড়ে গেল, মিশে গেল অদৃশ্যের সাথে...
তারপর থেকে সেই দগ্ধ নয়ন আমি দেখি-
সবার চার আঙ্গুলের পরে ঝুলে থাকতে ।
____________________________________
____________________________________
যে চিঠি একটি হৃদয়ের খুন ।

বর্ণগুলোর রং চিরায়ত কালছে লাল,
তার সঙ্গে মেশানো কিছু নোনা টিপ,
চিঠির শেষ লাইন ছিল ‘’ সুন্দর হোক শুরু ‘’
এর ভেতরের লাইনগুলো বলেছে ‘’সুন্দর হোক শেষ’’ ।
____________________________________
__________________________________________
তোমাকে নীল-সূর্যে আপন করেছি।

আমি কিছু নীল হরণ করেছি একটি আকাশ বানাবো বলে,
যেখানে তুমি মেঘ হয়ে উড়বে- বিক্ষিপ্তভাবে আমায় স্পর্শে,
আমার খেয়ালে তুমি কালোয় ঝরবে, তৃষ্ণায় হবে শোষিত ;
কতকাল তুমি ঝরবে বলো ?, আমি যে তাই করেছি সূর্য রোপণ ।

___________________________________________
_________________________________________________________
যেখানে ‘শেষ’ আমি ।

আমি যে পথে হেঁটে চলেছি তার কোন প্রান্ত নেই,
বিশ্বাস বুক পকেটে পুঁজি করেছি তাই হয়েছে সে এমন এক সুদূর ।
তবে এ কেমন বিশ্বাস যার সান্নিধ্যে হেঁটে চলার কোন শেষ নেই ?
তাচ্ছিল্যে যে প্রশ্ন তুমি করেছো সে প্রশ্নের উত্তর আমি এঁকেছি হৃদয়ে-
আমি হবো সেই প্রান্তের প্রভু, শেষটা হবে আমায় দিয়ে, আমি হবো তার একচ্ছত্র অধিপতি ।

__________________________________________________________

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: ক'টি বাক্যে ক'টি পদ্য লেখা বেশ কঠিন।

প্রতিটি ভালো হয়েছে।

+।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

কলমের কালি শেষ বলেছেন: ঠিক তাই । সময়ের অভাবে গল্প লেখা হচ্ছে না । তাই কবিতা লিখছি । কিন্তু কবিতাও কম ধকল পোয়াচ্ছে না । অনেকের কাছে কবিতা লেখা অনেক সহজ ব্যাপার হলেও আমার কাছে বেশ কঠিন লাগে । আর ছোট পদ্য তো তারও উপরে ।

ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো সুমন ভাই ।

শুভ কামনা অশেষ । :)

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: দারুণ লাগার মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

ভাল থাকুন অশেষ । :)

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো বেশ হামা ভাই ।

ভাল থাকবেন অশেষ । :)

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক তনিমা আপু ।

ভাল থাকুন অশেষ । :)

৫| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৯

অর্বাচীন পথিক বলেছেন: All poem are so nice :)

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক অর্বাচীন পথিক ।

ভাল থাকুন অশেষ । :)

৬| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

জুন বলেছেন: তাচ্ছিল্যে যে প্রশ্ন তুমি করেছো সে প্রশ্নের উত্তর আমি এঁকেছি হৃদয়ে-
আমি হবো সেই প্রান্তের প্রভু, শেষটা হবে আমায় দিয়ে, আমি হবো তার একচ্ছত্র অধিপতি ।


শেষের কবিতাটি বেশি ভাললাগলো ককাশে ।
+

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাললাগা অশেষ জুন আপু ।

শুভ কামনা অশেষ । :)

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৪

উর্বি বলেছেন: দারুন

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাললাগা অনেক উর্বি ।

ভাল থাকুন অশেষ । :)

৮| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ চমৎকার... +++

সুন্দর হয়েছে ককাশে, ভালো থাকুন সবসময়। অনেক অনেক শুভকামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে বোমা ভাই ।

শুভ কামনা অশেষ । :)

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো ছোট্ট ছোট্ট কবিতাগুচ্ছে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো কথাকথিকেথিকথন ভাই ।

আপনার নামটা বেশ হয়েছে ।

ভাল থাকুন অশেষ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.