নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

কল্পিত প্রত্যাবর্তন । (কবিতা)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

একদিন কবিতার শহরে আগুন লাগলো,
কবিতার সকল দলিল- দস্তাবেজ পুড়ে ছাই হয়ে গেল ।
কান্নায় ভেঙ্গে পড়ে হাজারো কবি, কবিতানুরাগী- তাদের হৃদয় হয়েছিল খুন ।
সুদীর্ঘ বেলা কবিতার সাথে কেউ হাসেনি, কেউ কাঁদেনি, তারা হয়েছিল শোকে সর্বনাশ ।

এরপর নতুনদের মাঝে কুসংস্কার কিংবা অন্ধ বিশ্বাস ধরা দিলো-
কোন একসময় কবি ছিল, কবিতা লেখা হতো, কবিতা পাঠে মুগ্ধ হতো মানব হৃদয়,
মায়েরা সে গল্প শুনিয়ে খোকাদের ঘুম পাড়ায়, খোকারা মনে মনে স্বপ্ন দেখে-
কবিদের সাথে তাদের দেখা হবে, তারা কবিতার সাথে খেলবে ,
কিন্তু খোকারা বড় হতে হতে বুঝতে পারে এটা শুধুই ছিল রূপকথা গল্প ।

দিবারাত্রির কিছু কিছু মুহূর্ত নিরাশ কাটে, সকল মানব হৃদয় বিষণ্নতায় ভোগে,
এই সময়গুলোয় তারা যেন কিসের টান অনুভব করে, কিছু সুর, কিছু মিলনাত্বক ?
তার ব্যাখ্যা কেউ দিতে পারে না, তাদের মন হয় নীরব, নিথর ।

হঠাৎ একদিন এমন নিরাশ মুহূর্তে কিছু কিছু মন কেঁদে উঠলো-
কিছু শব্দ, কিছু চরণ, কিছু ভাবাবেগ প্রকাশ করতে থাকে নিঃশব্দে,
সে মনগুলো খুব সুখ লাভ করে,
তারা যেন হয়ে উঠে শষিত হৃদয়ে একফোঁটা জলের মালিক,
তাদের মনে বৃষ্টি ঝরে, চন্দ্র ফোটে, জোছনা ঝরে, জোনাকিরা খেলা করে স্বপ্ন বনে ।

তাই তারা ছড়িয়ে দিতে চাইলো তাদের মনের শব্দ, চরণ, অনুভব অভুক্ত মনের উদ্দেশ্যে,
এভাবেই কুসংস্কার ফিরে এল সত্যিরুপে, সবাই আবার যেতে লাগলো কবিতা অবগাহনে ।

কবিতা কে প্রশ্ন করা হলো, তুমি না পুড়ে হয়েছো ছাই ?
কবিতা হেসে জবাব দিলো, তারা দেখেনি আমরা উড়ে গিয়েছিলাম,
আমরা পুড়ি না, জান না আমরা প্রবহমান জীবনের সুখনিদ্রিত ইতিহাস ?
তবে এতকাল তোমরা কোথায় ছিলে ?
আমরা খুঁজেছি হৃদয়, যারা আমাদের জন্য কেঁদেছিল তাদের হৃদয় ছিল মৃত ।
তাই এতকাল করেছি বাসযোগ্য হৃদয়ের আবাদ, যে হৃদয় আমাদের স্বযত্নে লালন করবে,
কিন্তু বহু হৃদয় ঢুকতে দেইনি আমাদের, তারা রূপকথা শুনেই ঘুমিয়ে পড়তো ।
তাই আমরা এতকাল শুধু ঘুরেছি, আকাশ-পাতালে, গ্রহ- নক্ষত্রে, প্রকৃতি হয়ে;
অতঃপর আমাদের সময় আসলো, কিছু হৃদয় পেলাম যারা আমাদের কামনা করতো,
তাদের কামনায় ঘর বানালাম তাদের শীতল হৃদয়ে, সাজালাম হাজারো অনুভবের কারুকার্যে ।
এ হলো আমাদের ফিরে আসা... সামলে রেখো আমাদের শহর ।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

শায়মা বলেছেন: সামলে রাখুক কবিতারা!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

কলমের কালি শেষ বলেছেন: হুমমম...

ভালোলাগা বেশ সুন্দর মন্তব্যে শায়মাপু ।

শুভ কামনা অশেষ । :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগলো সুন্দর মন্তব্যে কবি ভাই ।

ভাল থাকুন অশেষ । :)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো একটা কবিতা। ++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো শতদ্রু একটি নদী... ভাই ।

ভাল থাকবেন অশেষ । :)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

জেন রসি বলেছেন: ধ্বংস হলেও পরাজিত না!!

চমৎকার কবিতা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাল লাগা বেশ রসি ভাই ।

শুভ কামনা অশেষ । :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

মহান অতন্দ্র বলেছেন: + ++

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

কলমের কালি শেষ বলেছেন: প্লাস মন্তব্যে ভাললাগা অনেক মহান আপু ।

ভাল থকুন অশেষ । :)

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: এ হলো আমাদের ফিরে আসা... সামলে রেখো আমাদের শহর ।

ভালো লাগা অনেক।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অশেষ ভাললাগা দীপংকর ভাই ।

ভাল থাকুন আশেষ । :)

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: ভিন্ন রকম। সুন্দর হয়েছে।

ভালো লাগা রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সুমন ভাই ।

শুভ কামনা অশেষ । :)

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




এভাবেই তো শুকনো মরুর বুকে ফিরে আসে একটি রঙিন ফুল নিয়ে একটি ক্যাকটাস । তারপরে আরও.................

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাল লেগেছে অনেক আহমেদ জী এস ভাই ।

ভাল থাকবেন অশেষ । :)

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

জুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা ককাশে ।
+

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো জুনপু ।

শুভ কামনা অশেষ । :)

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

আমি তুমি আমরা বলেছেন: কবিতা কে প্রশ্ন করা হলো, তুমি না পুড়ে হয়েছো ছাই ?
কবিতা হেসে জবাব দিলো, তারা দেখেনি আমরা উড়ে গিয়েছিলাম,
আমরা পুড়ি না, জান না আমরা প্রবহমান জীবনের সুখনিদ্রিত ইতিহাস ?

ভাল লেগেছে কবিতার ফিরে আসার গল্প। পঞ্চম ভাললাগা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে বেশ লাগলো আমি তুমি আমরা ভাই ।

ভাল থাকুন আশেষ । :)

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। কবিতার মধ্যে কাহিনী আছে,ফলে ভিন্নরকম স্বাদ পেলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

কলমের কালি শেষ বলেছেন: একটু কাহিনীভিত্তিক কবিতা লেখার চেষ্টা আর কি ! আপনার ভাল লেগেছে জেনে বেশ ভাল লাগলো হামা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.