নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

অদ্রষ্টব্য । (কবিতা)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

শেষ চোখের দেখা পায়নি সে, তব সুখে নীরব আমি,
সকল উত্তাপ বয়ে চলা মোর হৃদয়, আমার অযাচিত ধোঁকা,
আমি হয়েছি লুণ্ঠন, যাকে বলে আপন ঘরের আগুন্তুক ;
এই মরনের উত্তর জানা নেই, তবে কী আমি জীবত ?
কে জানে কোন এক সময় ছিলাম হয়তো তারই রূপ ।

এ সেই অনুভব বারে বারে আসা শত স্পর্শেও হারাই না, তবে কী আমি তার ?
হয়তো দূর থেকে অতি আপন হয়েছে সে, তাই চিনি না তাকে আমি, কিন্তু আমি তার,
ঘেরা মুহূর্তে শিকলি বন্দী বন্ধু হয়েছে আমার যাকে আমি শিখিনি, তবে সেও অবুঝ ।
এখন কী আমার শেখা উচিৎ ? আগামী তো চিরাচরিত, হতে পারে জড়িয়ে যাবো যতনে,
কিন্তু তার রূপ থাকবে যাকে আমি না বুঝেই চাই ? সেই কী হবে আমার চাওয়া, শেষ রাত্রির?

প্রশ্নবিদ্ধে প্রত্যক্ষ নয়ন যখন আমার মৃত তখন সে বলে, তোমার ছুটি হয়নি এখনো ।
আমি তার সান্নিধ্যে এখনো অক্লান্ত পরিশ্রমী সেঁটে দেয়া শিকল অপহরণের অব্যক্ত শাসনে ।
মনরূপ তার লাবণ্যে ভরা তবে সে এখনো হতে পারেনি ছেড়ে দেয়া আকাশের মেঘগুচ্ছ,
সে এখনো খোঁজে শেষ চোখের দেখা মেলায়, শুধু জানতে পারেনি সেই চোখ আমারই,
নিজের কাছে রেখে আমায় করে দগ্ধ, আমায় ছিঁড়ে করে তার না পাওয়া চোখের অভিমান ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: আজকাল দীর্ঘ লাইনের কবিতা লেখা হচ্ছে। অন্য রকম প্রকাশ। বেশ লাগছে।

বরাবরের মতোই চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কলমের কালি শেষ বলেছেন: ট্রাই করছি আরকি একটু বড় করে লেখার । /:)

তবে আপনার ভালো লেগেছে জেনে সার্থক মনে হচ্ছে বেশ সুমন ভাই।

শুভ কামনা রইলো । :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

সাহসী সন্তান বলেছেন: এতক্ষন ধরে গদ্য পড়লাম না পদ্য পড়লাম ঠিক বুঝতে পারলাম না! ;) তবে পড়তে কিন্তু ভালই লাগছে!

শুভ কামনা রইলো!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কলমের কালি শেষ বলেছেন: গদ্য কিংবা পদ্য যাই মনে হোক আপনার পড়তে ভাল লেগেছে এতেই বেশ ভাল লাগলো ।

ভাল থাকুন সবসময় । :)

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

জুন বলেছেন: আমি কেন এমন কবিতা লিখতে পারিনা #:-S
আর লোকজন কি অবলীলায় সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলে :||
অনেক ভালোলাগা ককাশে
+

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

কলমের কালি শেষ বলেছেন: সকলে কবি হয়ে গেলে এতো সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী কোথায় পেতাম । #:-S

অনেক ভাললাগার মন্তব্যে অনেক অনেক ভাল লাগলো প্রিয় জুন আপু ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

উদাস কিশোর বলেছেন: প্রথম পড়ছি আপনার লেখা.......
দারুন......
ভাল লেগেছে

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: প্রথম পাঠে স্বাগতম উদাস কিশোর ভাই । :)

দারুণ মন্তব্যে ভাল লাগলো অনেক ।

ভাল থাকুন সবসময় । :)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২

রিকি বলেছেন: এ সেই অনুভব বারে বারে আসা শত স্পর্শেও হারাই না, তবে কী আমি তার ?

আপনার কলম তো কালি ফুরোনোর মত না ভাইয়া--তাহলে নিক এমন কেন??????????? পোস্টে অনেক অনেক ভালো লাগা জানবেন। :) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: আপনার এতোগুলো প্রশ্নবোধক পাওয়ার জন্যই এই নিক দেয়া । না হয় কি রা এতোগুলো প্রশ্ন উদয় হতো !! :P

বেশ লাগলো যুগান্তকারী মন্তব্যে রিকি ।

শুভ কামনা রইলো । :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



চিনি না তাকে আমি, কিন্তু আমি তার ----------

বাহ..... বেশ তো !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

কলমের কালি শেষ বলেছেন: ;) :|

সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ আহমেদ জী এস ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগলো বেশ ভাললাগার মন্তব্যে আমি তুমি আমরা ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কিন্তু বোকা মানুষ, যা বলি এম্নি বলি। মনে আছে তো? :P

কবিতায় যতি চিহ্নের অভাব বোধ করছি। যেমনঃ
শেষ চোখের দেখা পাইনি সে তব সুখে নীরব আমি,
সকল উত্তাপ বয়ে চলা মোর হৃদয় আমার অযাচিত ধোঁকা,
এই লাইন দুটো এমন হলে কেমন হত?
শেষ চোখের দেখা পাইনি, সে তব সুখে নীরব আমি।
সকল উত্তাপ বয়ে চলা মোর হৃদয়, আমার অযাচিত ধোঁকা,


বিশেষ করে দ্বিতীয় লাইনে মোর হৃদয় আমার একই অর্থবোধক দুটি বিশেষণ হৃদয়ের আগে পরে বসেছে। এখানটা বুঝতে পারি নাই। সবচেয়ে ভাল হয় যদি লাইন থেকে মোর শব্দটি বাদ দেয়া হয়। (এতোগুলো কথা সব একান্তু আমার চিন্তা থেকে বলা, ভিন্নমত থাকতেই পারে। তাই আমার লেখক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। তাই না ককাশে? )

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

কলমের কালি শেষ বলেছেন: যতি চিহ্ন দিয়ে দিলাম । এখন পড়তে সুবিদা হবে । ;)

মোর হৃদয় আমার << এখানে বুঝাতে চেয়েছি আমার হৃদয়ই আমার ধোঁকা । পরপর দুইটা আমার হয়ে যায় দেখে আলাদা একেই অর্থের দুইটি আলাদা বিশেষণ ব্যবহার করেছে । আর একটু কাব্যিক ধাচ তুলে ধরারও অপচেষ্টা ছিল । :|

বিস্তারিত সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক প্রিয় বোমা ভাই ।

শুভ কামনা অশেষ । :)

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেষ চোখের দেখা পাইনি, সে তব সুখে নীরব আমি,
সকল উত্তাপ বয়ে চলা হৃদয় আমার, অযাচিত ধোঁকা,
আমি হয়েছি লুণ্ঠন, যাকে বলে আপন ঘরের আগুন্তুক ;
এই মরনের উত্তর জানা নেই, তবে কী আমি জীবত ?
কে জানে কোন এক সময় ছিলাম হয়তো তারই রূপ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১

কলমের কালি শেষ বলেছেন: আপনারটাও চমৎকার হয়েছে বোমা ভাই ।
দুঃখ লাগে আপনি কবিতা লেখেন না । :(
আপনার কবিতার হাত বেশ ভাল ।যারা ভ্রমণ পিপাসু তাদের সাথে কবিতা কিন্তু খুব যায় । #:-S

ভালোলাগা অনেক মন্তব্যে ।

অনেক ভাল থাকুন । :)

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কবিতা লিখি তো
মাঝে মাঝে,
যখন মনের চোরাগলিতে
ছন্দটুকু বাজে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

কলমের কালি শেষ বলেছেন: যে অল্পটুকু লেখেন তাই তো অসাধারণ হয় । তাই বলি, যদিও কবিতা একটু কম মানুষেই পছন্দ করে তবুও কবিতায় একটু মনযোগী হোন । তাহলে আমরা নিশ্চিত একজন অসাধারণ কবি পাবো । :)

শুভ কামনা রইলো । :)

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

হাসান মাহবুব বলেছেন: জটিল হৈসে কবিতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

কলমের কালি শেষ বলেছেন: বেশ ভাল লেগেছে জটিল মন্তব্যে হামা ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

দীপংকর চন্দ বলেছেন: অদ্রষ্টব্য-এ ভালো লাগা অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

শুধু জানতে পারেনি সেই চোখ আমারই

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক দীপংকর ভাই ।

শুভ কামনা অশেষ । :)

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই ।

ভাল থাকুন অশেষ । :)

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

উর্বি বলেছেন: ভাল লাগল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ উর্বি ।

ভাল থাকবেন অশেষ । :)

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক তনিমা আপু ।

ভাল থাকবেন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.