নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

দুঃখগ্রহ । (কবিতা)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

মিছেমিছি কিছু রাত্রির জন্য দিনগুলো হলো মৃত,
সেই শেষ চাঁদের পর আর দেখা মেলেনি- এই একাংশে ।
তারা আসে নিজের মত-
আলো ফুটিয়ে চলে যায় আপনালয়ে ।
তবে কেন তুমি বল-
সকল আঁধারেরই মৃত্যু আলোতে !

ইচ্ছের মৃত্যুগুলো নেচে গেয়ে সাজায় তাদের বসত,
আমি সেখানে গৃহ সাজে দাঁড়িয়ে হই কটাক্ষ-
তারা বলে আমিই এর উপযুক্ত ।
এই আমার নেই কোন দরজা, নেই কোন বাতায়ন ।
ওরা বলে এ গৃহের আমরাই সকল আসবাব কিংবা শোভা,
তুমি শুধুই দাঁড়িয়ে থাকা ফাঁকা, এর চেয়ে আর বেশি কিছু চেওনা;
তবে হয়ে যাবে সংকোচিত, তুমি কী তা চাও !

তাদের জীবিকা শুধুই আঁধার, ওরা নিজেদের বলে-
আমরা আঁধার খেয়েই বাঁচি, সুতরাং আঁধারই হাসিল করো ।
আলোকে করো না স্মরণ তাহলে যে হয়ে যাবে সর্বনাশ,
আমরা হবো জ্বলে পুড়ে ছাই, হারাবো নিশুতি ।
আমি শুধু কান পেতে শুনি, এটুকুই আমার সাধ্যি ।

তাই গৃহ আমি অপহৃত হয়েছি আঁধার গোপনে,
তবে তুমিই বলো সূক্ষ্ম চালে কী আমি নিরপরাধ ?
নিরপরাধ নয় তো আমি- নিঃষ্পাপ ধারণ করেছি বলে !
সকল শূণ্যতার প্রথম কদমে আমি ছিলাম দু;সাহসী,
আমাকে মানায়নি তা, সবাইকে মানায় না তো !
তাই তো বেঁচে আছি অজানায় নিজস্ব নিশাচর হয়ে ।
এও তো বেঁচে থাকা-
শূণ্যহীন গৃহ, যেখানে বাস করে অজস্র নিশীথশ্রমী ।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সকল শূণ্যতার প্রথম কদমে আমি ছিলাম দু;সাহসী,
আমাকে মানায়নি তা, সবাইকে মানায় না তো !
তাই তো বেঁচে আছি অজানায় নিজস্ব নিশাচর হয়ে ।
এও তো বেঁচে থাকা-
শূণ্যহীন গৃহ, যেখানে বাস করে অজস্র নিশীথশ্রমী ।

সুন্দর ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সেলিম ভাই ।

শুভ কামনা রইলো । :)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

জুন বলেছেন: অনেক ভালোলাগা ককাশে :)
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগার মন্তব্যে ভাললাগা অশেষ জুন আপু।

ভাল থাকবেন। :)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতায় ভাল লাগা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক গিয়াসলিটন ভাই।

ভাল থাকুন। :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



এও তো বেঁচে থাকা-
হুমমমমমমম .... মানুষকে তো বাঁচতেই হয় !

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: হুম সেটাই।

পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাল লাগল অনেক আহমেদ জী এস ভাই।

শুভ কামনা রইল। :)

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে মিস্টার ফয়সাল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

কলমের কালি শেষ বলেছেন: ইউজার নামটা আর হাইড করতে পারলাম না। :(
ভাল লাগল অনেক ভাললাগার মন্তব্যে হামা ভাই।

ভাল থাকুন। :)

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেগেছে কবিতা । ভাল লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাল লাগল ভাল লাগার মন্তব্যে মহান আপু।

শুভ কামনা রইল। :)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

সুমন কর বলেছেন: তাই তো বেঁচে আছি অজানায় নিজস্ব নিশাচর হয়ে ।
এও তো বেঁচে থাকা-
শূণ্যহীন গৃহ, যেখানে বাস করে অজস্র নিশীথশ্রমী ।


চমৎকার এবং প্লাস।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার এবং প্লাস মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই ।

ভাল থাকুন । :)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল লেগেছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কলমের কালি শেষ বলেছেন: ভালোলাগার মন্তব্যে অনেক ভাললাগা কথা ভাই ।

ভাল থাকবেন । :)

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬

কবীর হুমায়ূন বলেছেন: রাত্রির আঁধারের কোল ঘেঁসে
জেগে উঠে আলোর ঝলকানী
সেই আলো চেতনার ভেতর
তোলে বিদ্যুৎচ্ছটার তীব্রতা ...

খুবই বিমূর্ত কবিতা !

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছান্দনিক মন্তব্যে ভাল লাগা বেশ কবীর হুমায়ূন ভাই ।

ভাল থাকুন । :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

জেন রসি বলেছেন: আলো কিংবা আঁধারের অধরা খেলা!

চমৎকার কবিতা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫

কলমের কালি শেষ বলেছেন: চমতকার মন্তব্যে ভাললাগলো বেশ জেন রসি ভাই ।

ভাল থাকবেন । :)

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: তাই গৃহ আমি অপহৃত হয়েছি আঁধার গোপনে,
তবে তুমিই বলো সূক্ষ্ম চালে কী আমি নিরপরাধ ?

চমৎকার কথামালা। ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক প্রামানিক ভাই ।

শুভ কামনা রইলো । :)

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: এও তো বেঁচে থাকা-
শূণ্যহীন গৃহ, যেখানে বাস করে অজস্র
নিশীথশ্রমী

দারুণ কবিতা পড়লাম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই ।

ভাল থাকুন । :)

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫০

উর্বি বলেছেন: ভালোলাগা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা উর্বি ।

ভাল থাকবেন । :)

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

কলমের কালি শেষ বলেছেন: ঈদের লেইট শুভেচ্ছা ব্রাদার । :)

অনেক অনেক ভাল থাকুন সবসময় এহসান ভাই ।

শুভ কামনা অশেষ । :)

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার একটা কবিতা।ভালো থাকবেন।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ রেজওয়ানা আলী তনিমা আপু ।

ভাল থাকবেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.