নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

সূঁচ । (কবিতা)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

সে অথবা তারা এসে ঘুরে গিয়েছিল,
প্রস্তর যুগের কিছু ব্যথা সঙ্গী করে বলেছে-
এ তোমার শেওলা- যার গালিচায় কূচক্রী হামাগুড়ি বারে বারে ।
কিন্তু নিযুত লোনায় যা হয়েছে আজ কঠিন,
সময় পাপ যে উল্টো নয়, তাই হয়তো ধন্য- নিয়ম ভাঙ্গা নিবন্ধিত ঘুড়ি ।

সুবিন্যস্ত উদ্যান এলোমেলোয় বিঁধেছে,
সে অথবা যাদের তরে স্বপ্ন বিলোয়ে নিঃস্ব,
সেকেন্ডের কাটাও কেঁদে ওঠে ,তুমি যদি চাও সে থেকে !
তাদের চাওয়া চাষ করে অন্যের চোখে কাজল,
সে দৃষ্টিতে পৃথিবী হয় দূরত্বের শেষ পথে-
যেন চায় যে- দেখা হবে জীবন দায়ে- হয়তো ওপারে,
জেনেছেও তারা সেখানটা নিমগ্ন- সূত ছেঁড়া সম্পর্কে ।

এক পশলা বৃষ্টির দেখা পেলেও কী হবে বিস্তর মরু সমগ্রে !
লুটিয়ে পড়ে- পাওয়া সেই সবুজ-রঙিন উদ্যানের সকল সকাল,
কোন একসময় তাদের গায়ে মেখে পাখিরা সুর তুলে যেন মরে যেত,
আজ সেখানে কোন নীড় নেই, যার তরে বুনে যাওয়া যেত শতাব্দী সুখ ।

নীরবের বুকে লাল-নীল ঝরে, প্রতিটি ফোঁটায় ফোঁটায় উত্তপ্ত বেশী অবিশ্বাস,
দীর্ঘকালে এখনো তাই সে অথবা তারা রূপে সান্নিধ্য মেলে না কঠিনে চাওয়াতেও ।
এ তো অপরাধ নয়, ক্ষণে ক্ষণে কাঁটাতারে যে হয়েছে ওদের দূরের শেষ রাত্রি,
সর্বহারা বেহালা-বাদ্যে সকল সুর যখন ক্লেদ মেখেও তুলেছে স্পর্শে মধুর ঝঙ্কার-
সেখানে ওরা সরবে বলেছে মূল্যহীন নয়তো আমরা- তার তরে কেন তবে ?
-চেয়ে দেখ সময়ের হাস্যে এসেছে কতশত রূপ-ছন্দে ঝিকিমিকি-ঝলমল;
চলো তবে গায়ে মেখে হই তাদের বাদ্য, সেভাবে সকলে নিজেকে বিলিয়েছে সুরে সুরে,
কেউ হয়না তো নিজের কান্না- মিলিয়ে গেছে তারা, আমি তা দেখি- সেখানে শুধু হাসি, কূলহারা নৃত্য পগলপারা ।

তাদের কী সুখ স্পর্শ !- মিশে মিশে একাকারে, তারা যেন হয়েছে নিজেকে হারিয়ে সুখ আবিষ্ট,
শুধু এই কপোল চেয়ে থাকে কী যেন নেই, কী যেন নেই বলে- বিরহী আত্মাকে লুকানো সমুদ্রে ডুবিয়ে,
সে ভাবে- ওরা তো আমার, আমি তা বলিনি; কিন্তু ওরা তো স্বকীয় নয়, ওরা তো হয়েছে সুখদাসী ।
আমাকে বিদায়ে যে সূতো ছিঁড়েছে, সে ফিরবে না; কোন গহীনে আঁচড়ে পড়ে তার উদ্যানে হয়েছে মাতাল ,
ভুলে করেছি এতো সব কল্পনা, বাকসে সাজানো আল্পনায় হবে না আমার অমৃত নৃত্য, সেখানে সেই সুর নেই ।

তাই নিঃশব্দ বাঁধাই করা বুককে পুঁজি করে সুর্যকে পথ ভেবে ধীর লয়ে হেঁটে চলেছি,
সূর্য ডুব দেবে ঐখানের সমুদ্রে, পথে আবারও চক্ষু হারাবে, পরের তরে আবারও যদি সে সূর্য জাগে-
তবে হয়তো এই চক্ষুও ক্ষণিক সূর্যের মালিক হবে, আবারও পথ পাবে সেই সমুদ্র নয়নের চাহনিতে,
এভাবে চলবে... চলতে... চলতে... সমুদ্র এবং সূর্যকে অপরাধী সাক্ষী রেখে চিরস্থায়ী পাবে নিজস্ব ।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

ঢাকাবাসী বলেছেন: বড় সড় কবিতা, ভাল লাগল।

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগার মন্তব্যে অনেক ভাললাগা ঢাকাবাসী ভাই ।

ভাল থাকবেন । :)

২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল কবিতা।

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো অনেক সুন্দর মন্তব্যে মহান আপু ।

ভাল থাকুন । :)

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: অনেক বড় কিন্তু পড়তে ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা ভাললাগার মন্তব্যে সুমন ভাই ।

শুভ কামনা রইলো । :)

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৫

উর্বি বলেছেন: ভালো লাগল

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা উর্বি ।

ভাল থাকুন । :)

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

সাহসী সন্তান বলেছেন: কবিতার লাইন গুলো আমার কাছে ভীষন আজগুবি বলে মনে হলো! প্রথমে ছোট থেকে শুরু হতে হতে অনেক বড় হয়ে গেছে। তবে পড়তে ভালই লাগলো!

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সাহসী ভাই ।

ভাল থাকুন । :)

৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিঃসন্দেহে এটা একটা উচ্চ সাহিত্যমান সমৃদ্ধ কবিতা ।
কবির জন্য শুভ কামনা ।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা গিয়াসলিটন ভাই ।

ভাল থাকুন । :)

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: ++্

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

কলমের কালি শেষ বলেছেন: প্লাস মন্তব্যে ভাল লাগা অনেক হামা ভাই ।

ভাল থাকুন । :)

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

আমিনুর রহমান বলেছেন:



পাঠে ভালো লাগা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা আমিন ভাই ।

ভাল থাকবেন । :)

৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

জুন বলেছেন: আমাকে বিদায়ে যে সূতো ছিঁড়েছে, সে ফিরবে না; কোন গহীনে আঁচড়ে পড়ে তার উদ্যানে হয়েছে মাতাল ,
ভুলে করেছি এতো সব কল্পনা, বাকসে সাজানো আল্পনায় হবে না আমার অমৃত নৃত্য, সেখানে সেই সুর নেই ।


ভীষন দূঃখের কবিতা ককাশে :(
তবে ভালোলাগলো :)
+

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: হুম । ইদানিং দুঃখের কবিতা না চাইতেই চলে আসছে । বুঝতেছিনা আমি কী আসলেই দুঃখে আছি !! :( :|

পাঠে এবং ভাললাগার মন্তব্যে বেশ ভাললাগা জুন আপু ।

ভাল থাকবেন । :)

১০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা নিরন্তর।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৮

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি ভাই ।

ভাল থাকুন । :)

১১| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




এক পশলা বৃষ্টির দেখা পেলেও কী হবে বিস্তর মরু সমগ্রে !
ঠিক বলেন নি ।
ভেঙে দিয়ে জীবনের যতো ভুল
এক পশলা বৃষ্টির দেখা পেলে মরুতেও ফোঁটে ফুল......

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

কলমের কালি শেষ বলেছেন: হয়তো ঠিক বলিনি । কিন্তু যে চায় না মরুতে বৃষ্টি তার কাছে কী সেই ফুল ধরা দেয় !!

সুন্দর মন্তব্যে ভাল লেগেছে অনেক আহমেদ জী এস ভাই ।

ভাল থাকুন । :)

১২| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক রেজওয়ানা আলী তনিমা আপু ।

ভাল থাকুন । :)

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: সুদীর্ঘ কবিতা।ভালো লাগল খুব+++

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে অনেক ভাললাগা রুদ্র জাহেদ ভাই ।

শুভ কামনা সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.