নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...। ( কবিতা)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

তুমি আজও দাঁড়িয়ে আছো কুপি নিয়ে,
নিরূদ্দেশ পথের বিপরীত পদচিহ্নে...
নরম আঁচল ঝুলছে, এই নিষিদ্ধ রাতেও
জানো? এ অপেক্ষা আমায় করেছে চিরন্তনী।

সেই কবে কথা দেয়ার ছলনায় তোমায় হারিয়ে দিয়েছি, তুমি তা আজও বুঝলে না।
আমার আর ফেরা হবে না,
যে আঁচল গুঁজে তুমি আবারও স্বপ্ন দেখো
আমার সাথে একলা আকাশে একটি রাত কাটাতে
বহু আগেই তা ঝরে পড়ে গেছে বিক্ষিপ্ত নীলিমায়।

আমি আজ দূরত্বহীন এক দূরে,
যার সান্নিধ্যে মৃত্তিকা উল্লাস করে।
কিন্তু ধূমায়িত মৃত্তিকাকে দেয়া এক অব্যর্থ ধোঁকা,
যার উপর ভর করে আমি এখন-
তোমার কুপিতে উঠা ধোঁয়া, তোমায় কালি মেখে দিচ্ছি;
উপভোগ করছি তোমার লুকানো সামদ্রিক প্রেম।

আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...




মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

ব্লগে এখন কম দেখছি....ব্যস্ত নাকি !

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কলমের কালি শেষ বলেছেন: ব্যস্ততার মাঝেই আছি। তবে মাঝে মাঝে ব্লগ ঘুরে যাই। আপনাদের দেখে যাই।

আগামী বছর থেকে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।

সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা সুমন দা।

অনেক ভাল থাকুন। :)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...


চমৎকার। :)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে অনেক ভাললাগা রাজপুত্র ভাই।

ভাল থাকুন সবসময়। :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

লেখোয়াড়. বলেছেন:
কেমন আছেন?
অনেকদিন পর পোস্ট দিলেন।

আপনার কবিতা মানে অনেককিছু।
এই কবিতাটি কত ভাল লাগল তো বোঝানো কঠিন!!

পোস্ট না দিয়ে আমাদের বঞ্চিত করেন কেন??

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

কলমের কালি শেষ বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন?

পোস্ট না দিয়ে বঞ্চিত!!! কী যে বলেন না লেখোয়াড় ভাই।

সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ।

শুভ কামনা রইলো অনেক। :)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

ডি মুন বলেছেন: এ অপেক্ষা আমায় করেছে চিরন্তনী।

এ লাইনটা খুব ভালো লাগল।

কবিকে শুভেচ্ছা। ভালো আছেন নিশ্চয়ই কালি শেষ ভাই ?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কলমের কালি শেষ বলেছেন: ভাল আছি। আপনিও নিশ্চয় ভাল আছেন? আগামি বই মেলায় কী বই বের হচ্ছে??

সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক ডি ভাই।

ভাল থাকুন সবসময়। :)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৪

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ভাল লাগল ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং ভাললাগার মন্তব্যে।

ভাল থাকুন। :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

রিকি বলেছেন: ককাশে ভাই, ইদানিং আপনাকে কম দেখা যায় !!! :(

আমার আর ফেরা হবে না,
যে আঁচল গুঁজে তুমি আবারও স্বপ্ন দেখো
আমার সাথে একলা আকাশে একটি রাত কাটাতে
বহু আগেই তা ঝরে পড়ে গেছে বিক্ষিপ্ত নীলিমায়।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

কলমের কালি শেষ বলেছেন: কম কম আসি বলেই তো কম দেখা যায়!!!! :(

সুন্দর মন্তব্যে বেশ লাগলো রিকি পু।।

ভাল থাকবেন।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার +++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অনেক ভালো লাগা কান্ডারি ভাই।

শুভ কামনা সবসময়। :)

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,




বেশ কিছুদিন কোথায় না জানি খুঁইয়ে এলেন ।
ভালো হয়েছে কবিতা ।
তবে সংশয় প্রকাশ করছি এই শব্দটিতে - " খুপি " । মনে হয় এটা "কুপি" ( হাতে তৈরী কেরসিনের ছোট্ট বাতি ) হবে । কারন "তোমার খুপিতে উঠা ধোঁয়া" এই লাইনটিতে তারই আভাস ।

শুভেচ্ছান্তে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

কলমের কালি শেষ বলেছেন: হা হা। প্রত্যক্ষভাবে একটু কম আছি এই আর কি।

আগামি বছর নিয়মিত হবো ভাবছি।

বানানটা ঠিক করে নিয়েছি। অনেক কৃতজ্ঞতা।

সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক আহমেদ জী এস ভাই।

ভাল থাকুন সবসময়। :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সাহসী সন্তান বলেছেন: আপনার উপস্থিতি এত কম কেন ভাই..........??



কবিতা চমৎকার হইছে! শুভ কামনা!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

কলমের কালি শেষ বলেছেন: নানাবিধ কারণে অনিচ্ছা সত্ত্বেও উপস্থিতি কমে যায়। তবে দ্রুত নিয়মিত হবো ভাবছি। ব্লগে নাকি অনেক ট্যালেন্ট এসেছে। তাদের লেখা পড়তে হবে নাহ! ;)

চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক সাহসী ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ সুন্দর একটি কবিতা । অনেক ভালো লাগলো ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

কলমের কালি শেষ বলেছেন: দারুণ মন্তব্যে ভাললাগা অনেক গুলশান কিবরীয়া পু।

ভাল থাকুন সবসময়। :)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল কবিতা। তবে কথা হলো, ব্লগে খুব একটা ইদানিং দেখিনা কেন?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

কলমের কালি শেষ বলেছেন: কম আসা হয় ইদানিং। তবে নিয়মিত হবো ভাবছি।

ভাললাগার মন্তব্যে অনেক ভাল লাগলো প্রামানিক ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক দৃষ্টিসীমানা।

ভাল থাকুন সবসময়। :)

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

লালপরী বলেছেন: কবিতা পড়ে পুরাই আপনার পাংখা হয়ে গেলাম কালি ভাই :)
++++++++্

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক লালপরী।

ভাল থাকুন সবসময়। :)

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ!!!!++++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ মন্তব্যে ভাল লাগলো বেশ গেম চেঞ্জার ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার কবিতা- অতল ছুঁয়ে যায়, অনেক শুভকামনা ...

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে বেশ লাগলো কিরামানী ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ কল্লোল ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

আবু শাকিল বলেছেন: আবৃতি সহকারে পড়লাম ।কবিতায় অনেক ভাল লাগা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

কলমের কালি শেষ বলেছেন: দারুণ পাঠে ভাললাগা অনেক আবু শাকিল ভাই।

ভাল থাকবেন সবসময়। :)

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

এমডি এআর মুবিন বলেছেন: বাহ্! সত্যিই অসাধারণ হয়েছে!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক মুবিন ভাই।

ভাল থাকুন। :)

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...
দারুণ কবিতা+++

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে রুদ্র জাহিদ ভাই।

ভাল থাকবেন। :)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

তামান্না তাবাসসুম বলেছেন: ভাষা বিন্যাস চমৎকার :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা জানবেন অনেক তামান্না তাবাসসুম।

শুভ কামনা রইলো। :)

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ অনেক চমৎকার কবিতার কথাগুলো ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগার মন্তব্যে ফেরদৌসা রুহী।

ভাল থাকবেন। :)

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার প্রেমের কবিতা !
প্রতি ছত্রে প্রেম চুয়ে চুয়ে পড়ছে !

লালপরী বলেছেন: কবিতা পড়ে পুরাই আপনার পাংখা হয়ে গেলাম কালি ভাই :)

আমিও কিন্তু আপনাকে কালি ভাই ডাকবো । :P :P :P

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

কলমের কালি শেষ বলেছেন: কালি ভাই বললে কী পোষাবে, কালি তো শেষ! :P হাহ।

ভাললাগার মন্তব্যে ভাললাগা অনেক লিটন ভাই।

শুভ কামনা সবসময়। :)

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: কলমের কালি অব্যাহত থাকুক ককাশে আর লেখা হোক এমন সব চমৎকার কবিতা
+

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর প্রত্যাশার মন্তব্যে ভাললাগা অনেক জুন পু।

ভাল থাকুন সবসময়। :)

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

নেক্সাস বলেছেন: যে আঁচল গুঁজে তুমি আবারও স্বপ্ন দেখো
আমার সাথে একলা আকাশে একটি রাত কাটাতে
বহু আগেই তা ঝরে পড়ে গেছে বিক্ষিপ্ত নীলিমায়।

ওরে বাবা সুগভীর ব্যাঞ্জনাময় কয়েকটা লাইন।

অনেক ভাল লাগলো প্রিয় কলমের কবিতা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মুগ্ধতার মন্তব্যে ভাল লাগলো বেশ নেক্সাস ভাই।

শুভ কামনা রইলো। :)

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা! অজস্র শুভেচ্ছা রইলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগলো অনেক তনিমা পু।

ভাল থাকবেন সবসময়। :)

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

রাজিয়া সুলতানা বলেছেন: 'আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...'

কলমের কালি শেষ। কিন্তু, এত ভালো লিখলেন কি করে! :`>
অনেক ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

কলমের কালি শেষ বলেছেন: হাহা। খারাপ লিখার কালি দিয়ে লিখেছি!! ;)

পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক রাজিয়া সুলতানা।

ভাল থাকবেন সবসময়। :)

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

হাসান মাহবুব বলেছেন: আমি আজ দূরত্বহীন এক দূরে
গভীর ভাবের প্রকাশ।
ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

কলমের কালি শেষ বলেছেন: গভীর ভাবগুলো উপেক্ষিতই থেকে যায়।

ভাললাগার মন্তব্যে ভাল লাগলো অনেক হামা ভাই।

শুভ কামনা রইল সবসময়।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.