নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

ফেলে আসা ফোঁটা জলগুলো ঝরে পড়ুক মৃত মরুভূমির বুকে অঝর বৃষ্টিধারায়..। (কবিতা)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

আমি আবারও দীর্ঘশ্বাসে নিষিদ্ধ হবো,
বিশুদ্ধতার মনভোলানো আগমনী ঘ্রাণ মেখে।
খুব পরিচিত অবগাহণ বেভুলা করে,
পুরনো স্রোতের হবে নতুন নামকরণ।

সেই মাঝরাত্রির জলচৌকিতে বসে বোণা-
চাকচিক্যময় স্বপ্নগুলো, হয়েছে ধূসর অথবা কিছুটা রঙিন।
মনটা কাঁদে আপন হয়ে লেগে থাকা শ্যাওলার উত্তরণে,
যদিও সেখানের কিছু আমার মৃত্যু।

আঁকড়ে রাখা ঝলসানো হালখাতাটার নতুন পৃষ্ঠায় থাকবে না-
হয়তো কোন বাকীর হিসেব, জীবনটায় বাঁধা অব্যর্থ তিনটে কাঁটা।
তাদের বুকে থাকুক আপন রঙের ইচ্ছে আকাশ,
নিরপরাধে ঝরে পড়ুক বিশ্বাসগুলোর বিশুদ্ধ জল।


মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

মিশু মিলন বলেছেন: চমৎকার কবিতা! ভাল লেগেছে........


ভাল থাকুন।
নতুন বছরের শুভেচ্ছা......শুভকামনা........

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে ভাল লাগলো বেশ
আপনাকেও শুভেচ্ছা মিলন ভাই।
শুভ কামনা অশেষ। :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

সুমন কর বলেছেন: অসাধারণ হয়েছে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা সুমন ভাই।

শুভ কামনা সবসময়। :)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: সেই মাঝরাত্রির জলচৌকিতে বসে বোণা-
চাকচিক্যময় স্বপ্নগুলো, হয়েছে ধূসর অথবা কিছুটা রঙিন।
মনটা কাঁদে আপন হয়ে লেগে থাকা শ্যাওলার উত্তরণে,
যদিও সেখানের কিছু আমার মৃত্যু।

অসাধারণ লিখেছেন।

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক মাহবুবুল ভাই।

আপনাকেও অনেক শুভেচ্ছা।

শুভ কামনা সবসময়। :)

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

আমি আবারও দীর্ঘশ্বাসে নিষিদ্ধ হবো,
বিশুদ্ধতার মনভোলানো আগমনী ঘ্রাণ মেখে।


শুভকামনা এবং শুভকামনা।

অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

কলমের কালি শেষ বলেছেন: আপনার ভাললাগার মন্তব্যে ভাললাগা অনেক দীপংকর ভাই।

শুভ কামনা অশেষ। :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

রাফা বলেছেন: বছরের প্রথম প্রহরে কিছু অসাধারণ লাইন পড়লাম।
চমৎকার কথাগুলোর জন্য রইলো নববর্ষের শুভেচ্ছা।

২০১৬-র প্থম কমেন্ট,ধন্যবাদ- কলমের কালি শেষ।
নতুন করে কালি ভরে আবার শুরু করুন।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

কলমের কালি শেষ বলেছেন: বছরের প্রথম কমেন্টে বেশ উচ্ছসিত! কী বলবো বুঝতে পারছি না।

তবে বছর খারাপ গেলে কতৃপক্ষ দায়ী নয়! #:-S /:)

অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইলো রাফা। :) :)

দেখি আবার শুরু করতে পারি কী না।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা|
শুভেচ্ছা নতুন বছরের

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরণ্যক ভাই।

আপনার জন্যও রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

ভাল থাকুন সবসময়। :)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ হয়েছে।অসম্ভব সুন্দর কবিতা
+++

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগা বেশ পাঠে এবং সুন্দর মন্তব্যে জাহেদ ভাই।

শুভ কামনা সবসময়। :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি খবর ককাশে, কেমন আছেন? ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো কাটুক সারা বছর।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কলমের কালি শেষ বলেছেন: এইতো আলহামদুলিল্লাহ আছি। আপনিও ভ্রমণ নিয়ে ভাল আছেন নিশ্চয়?
আপনার জন্যও রইল অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা প্রিয় বোমা ভাই।

শুভ কামনা সবসময়। :)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আমি তুমি আমরা বলেছেন: কি খবর ভাই? কেমন আছেন?

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কলমের কালি শেষ বলেছেন: এই তো আলহামদুলিল্লাহ আছি। আপনিও নিশ্চয় অনেক ভাল আছেন?

শুভ কামনা রইলো অশেষ প্রিয় আমরা ভাই। :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার +++

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক কান্ডারি ভাই।

শুভ কামনা সবসময়। :)

১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:০২

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!
হ্যাপি নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

কলমের কালি শেষ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা তামান্না তাবাসসুম।

শুভ কামনা সবসময়। :)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। শুভেচ্ছা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

কলমের কালি শেষ বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা হামা ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

কলমের কালি শেষ বলেছেন: আপনার জন্যও রইলো অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এহসান সাবির ভাই।

শুভ কামনা রইলো সবসময়। :)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর একটি কবিতা। +

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক তনিমা পু ।

শুভ কামনা রইলো । :)

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল কবিতা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা মহান পু ।

ভাল থাকুন সবসময় । :)

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

অশ্রুত প্রহর বলেছেন: সেই মাঝরাত্রির জলচৌকিতে বসে বোণা-
চাকচিক্যময় স্বপ্নগুলো, হয়েছে ধূসর অথবা কিছুটা রঙিন।
মনটা কাঁদে আপন হয়ে লেগে থাকা শ্যাওলার উত্তরণে,
যদিও সেখানের কিছু আমার মৃত্যু। !!!!! অনেকদিন ব্লগে ঢোকা হয়নি আমার। তবে ব্লগে ঢোকার পরে আপনার এই অসাধারণ কবিতাটি পড়ে অনেক ভাগল। :) একটি মনের মত গোছান কবিতা পরলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা অশ্রুত প্রহর ।

ভাল থাকবেন । :)

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার লাগল।

নবম প্লাস দিলেম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা প্রোফেসর ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

আহসানের ব্লগ বলেছেন: অনেক দিন আসেন না । কেমন আছেন ??????????

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

কলমের কালি শেষ বলেছেন: এই তো আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি । আপনি কেমন আছেন ?

সামুতে আসি তো ! পাঠক হয়ে ।

শুভ কামনা রইলো । :)

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সেই মাঝরাত্রির জলচৌকিতে বসে বোণা-
চাকচিক্যময় স্বপ্নগুলো, হয়েছে ধূসর অথবা কিছুটা রঙিন।
মনটা কাঁদে আপন হয়ে লেগে থাকা শ্যাওলার উত্তরণে,
যদিও সেখানের কিছু আমার মৃত্যু।



-এ অংশটা চমৎকার!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং চমৎকার মন্তব্যে ভাললাগা অনেক জুলিয়ান ভাই ।

শুভ কামনা রইলো । :)

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "আমি আবারও দীর্ঘশ্বাসে নিষিদ্ধ হবো,
বিশুদ্ধতার মনভোলানো আগমনী ঘ্রাণ মেখে।"

ভাললাগা এবং শুভেচ্ছা রইল।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ রাজশ্রী ।

ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.