নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

ওরা কাঁদে, অবহেলায় অথবা অতি সুখে। (কবিতা)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

ভাইয়ের রক্তে লিখছি নাম অবধি এই ঠোঁটে,
বেকসুর মাতাল খেলা করে অ আ ক খ চন্দ্রবিন্দুতে ।
নিঃশ্বাসে নিঃশ্বাসে কবিতার ঘরে আজ উন্মুক্ত আকাশ,
সুপেয় রক্তে পিশাচের ধ্বংসলীলায় হয়েছে একটি পাখি চির আজাদ ।

সেই ভাইয়েরা ছিলো এসবের দুর্ধর্ষ কারিগর,
ঘটে নি তো পৃথিবীতে তা আরো কয়েকবার-
জীবনের বিনিময়ে স্বাধীন অক্ষর, শব্দের বাহার !

কাঁদো ভাইদের জন্য,
তাঁরা দিয়েছে আমাদের হৃদয়ের অন্ন ।
যখন গভীর হয় রাত, কথা বলো তারাদের সাথ;
ঠোঁটে বাংলার আলিঙ্গন শুনে তারাগুলো হাসবে,
বলে উঠবে ওরা, এই তো আমাদের সত্য ভাই,
যাদের বুলিতে আমাদের সার্থক ইতিহাস চাই।

ভাইয়েরা আফসোস করে আমাদের ভুলে,
অহেতুক নোংরা বুলি যখন বের হয় ঠোঁটে ।
তাঁদের উৎসাহ ছিলো নিষ্পাপ হৃদয়ের নম্র ভাষা্‌
কিন্তু চলছে আজ যত্রতত্র কন্টকের সাথে মেলামেশা ।
শোন বাঙালি, এ নয় তো তাঁদের রক্তের ভাষা,
নয় তাঁদের হারানো সেই বুকের দুঃসাহসী আশা।

ঋণের পাত্রে পুঁজ রেখে আজ হচ্ছি আমরা ঋণী,
তাঁরা চায় নি সমাধিতে আসুক কোন ফুল দেবী,
বরং চেয়েছে সবার ঠোঁটে ফুটুক ন্যায়ের পবিত্র বুলি।

ওরা কাঁদে, ওদের ত্যাগের নিঃস্ব বিনিময় পেয়ে,
ওরা তো হাসতে পারে না তাঁদের রক্তের অবহেলাতে !
তাই আজ ফুটুক সবার ঠোঁটে-
কন্টকহীন একটি স্নিগ্ধ অমর গোলাপ ।
তবে ওরা কাঁদবে,
আমাদের বিনিময় পেয়ে- অতি সুখে, অতি গর্বে ।


[ সবাইকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং সেই সকল ত্যাগী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ও মাগফেরাত কামনা। ]


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: শহীদের স্মরণে কবিতায় ++++
ভাল লিখেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ বিজন রয় ভাই ।

ভাল থাকুন ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর স্মরণ।

শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি।

শুভকামনা অনিঃশেষ কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক দীপংকর ভাই ।

শুভ কামনা রইলো ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শহীদ স্মরণে অসাধারণ কবিতা। ভালো লেগেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম ভাই ।

ভাল থাকুন ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাঁদের প্রতি শ্রদ্ধা।

কবিতায় ভালো লাগা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ধন্যবাদ রাজপুত্র ভাই ।

ভাল থাকবেন ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: কবিতার বিষয়বস্তু সময়োপযোগী, কিন্তু কবিতা হিসেবে আমার কাছে মোটামুটি লাগল।

শুভেচ্ছা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে ভাললাগা সুমন ভাই ।

শুভ কামনা রইলো ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অগ্নি সারথি ভাই ।

ভাল থাকুন ।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: একুশের চেতনায় উজ্জীবিত হোক সবাই। কবিতায় ভালো লাগা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

কলমের কালি শেষ বলেছেন: একুশের চেতনায় উজ্জীবিত হোক সবাই।

সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ হামা ভাই ।

ভাল থাকবেন ।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

আবু শাকিল বলেছেন: কবিতায় ভাষাশহীদদের স্মরন।
ভাল লাগল।
তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল।
শুভেচ্ছা ককশে ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাললাগার মন্তব্যে আবু শাকিল ভাই ।

শুভ কামনা রইলো ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

উল্টা দূরবীন বলেছেন: বাংলায় ভাষার কবিতা। অসাধারণ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা উল্টা দূরবীন ভাই ।

ভাল থাকুন ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর, সুন্দর, সুন্দর!!!

একুশে নিয়ে অন্যরকম সুন্দর একটি কবিতা পেলাম। ধন্যবাদ আপনাকে কবি সাহেব। কবিতায় +++ সাথে ভালোলাগা।

বেকসুর মাতাল খেলা করে অ আ ক খ চন্দ্রবিন্দুতে এই লাইনটায় মুগ্ধ!

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১১

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা প্রিয় বোমা ভাই ।

শুভ কামনা অশেষ ।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা +
ভালো থাকা হোক নিরন্তর।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১২

কলমের কালি শেষ বলেছেন: ভাললাগার মন্তব্যে অনেক ভাললাগা প্রিয় তনিমা আপু ।

ভাল থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.