নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় অভিভাবক, আপনার সন্তান আশানুরূপ রেজাল্ট করতে পারে নি !!

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

যারা আশানুরূপ রেজাল্ট হাসিল করতে পারে নি তাদের জন্য এই সময়টা খুবই যন্ত্রণাদায়ক । শুধুমাত্র অভিভাবকরাই পারেন তাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে । বি আ পারফেক্ট পেরেন্টস, কারণ সন্তানের সবচেয়ে কাছের আপনজন আপনারাই । আপনারা তাকে দূরে ঠেলে দিলে সে খুব অসহায় হয়ে পড়ে। ফলাফল দিয়ে সন্তানদের বিচার না করে একজন ভালো মানুষের মানদণ্ডে বিচার করুন । তাদেরকে সঠিক পথ ধরিয়ে দিন, তাদেরকে উৎসাহ দিন ভালো কিছু করার, জীবনকে সঠিকভাবে মূল্যায়ণ করার শক্তি গড়ে দিন, নিজেকে ভালো করে বোঝার সুযোগ দিন, তার বৈশিষ্টগুলোকে কাজে লাগানোর পথ খুলে দিন, সে কী পারে কী না পারে তা ভাবতে দিন । সবকিছুতেই যদি আপনি আধিপত্য দেখান তাহলে সে নিজেকে ভুলে যাবে, নিজের হয়েও নিজেকে পর মনে হবে তার কাছে । চারপাশে একটু চোখ বুলালেই দেখবেন তথাকথিত প্রাতিষ্ঠানিক মেরিটরিয়াস ছাত্ররাই পরবর্তিতে স্কুল না মাড়ানো কোন ছাত্রের প্রতিষ্ঠানেই কামলা খাটে । তাই সন্তানদের নিজের স্বকীয় বৈশিষ্টে উজ্জ্বল হতে দিন, নিজ ইচ্ছেতে কিছু সৃষ্টি করতে দিন, পৃথিবীকে ভালো কিছু দিয়ে পরিবর্তন করার জন্য অনুপ্রাণিত করুন, মনের মধ্যে পজেটিভ থিংকিং গেঁথে দিন । সন্তানের এই সময়টাকেই কাজে লাগান তার সুষ্ঠ মানষিক বিকাশে, শুধু এই সময়টায় তাকে একটু সঠিকভাবে মূল্যায়ণ করুন । গ্যারান্টি দিলাম সন্তানের বিষয়ে সারা জীবন নিশ্চিন্ত থাকবেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্তানদের নিজের স্বকীয় বৈশিষ্টে উজ্জ্বল হতে দিন, নিজ ইচ্ছেতে কিছু সৃষ্টি করতে দিন, পৃথিবীকে ভালো কিছু দিয়ে পরিবর্তন করার জন্য অনুপ্রাণিত করুন, মনের মধ্যে পজেটিভ থিংকিং গেঁথে দিন । সন্তানের এই সময়টাকেই কাজে লাগান তার সুষ্ঠ মানষিক বিকাশে, শুধু এই সময়টায় তাকে একটু সঠিকভাবে মূল্যায়ণ করুন । গ্যারান্টি দিলাম সন্তানের বিষয়ে সারা জীবন নিশ্চিন্ত থাকবেন ।
সহমত।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

২| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো কথা।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

ভাল থাকুন অনেক । :)

৩| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাথে এবং ভাললাগার মন্তব্যে সুমন কর ভাই ।

শুভ কামনা রইলো অশেষ । :)

৪| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আনু মোল্লাহ বলেছেন: সুপরামর্শ।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬

কলমের কালি শেষ বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে আনু মোল্লাহ ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

৫| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১:১০

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর বলেছেন

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: তাই সন্তানদের নিজের স্বকীয় বৈশিষ্টে উজ্জ্বল হতে দিন, নিজ ইচ্ছেতে কিছু সৃষ্টি করতে দিন, পৃথিবীকে ভালো কিছু দিয়ে পরিবর্তন করার জন্য অনুপ্রাণিত করুন, মনের মধ্যে পজেটিভ থিংকিং গেঁথে দিন । সন্তানের এই সময়টাকেই কাজে লাগান তার সুষ্ঠ মানষিক বিকাশে, শুধু এই সময়টায় তাকে একটু সঠিকভাবে মূল্যায়ণ করুন । গ্যারান্টি দিলাম সন্তানের বিষয়ে সারা জীবন নিশ্চিন্ত থাকবেন ।

সহমত।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৮

কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কোটেট মন্তব্যে জেন রসি ভাই ।

শুভ কামনা অশেষ । :)

৭| ১৪ ই মে, ২০১৬ রাত ১১:১৪

অগ্নি সারথি বলেছেন: সহমত।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৯

কলমের কালি শেষ বলেছেন: সহমত পোষনে অসংখ্য ধন্যবাদ এবং ভাললাগা অগ্নি সারথি ভাই ।

ভাল থাকবেন অনেক । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.