নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা মুক্তি পাক ।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:২৮

জি পি এ ৫ প্রাপ্ত যাদেরকে দিয়ে মূর্খতার রিপোর্ট সাজানো হয়েছে সেই মূর্খতার কিছুটা শিক্ষকদের, কিছুটা শিক্ষার্থীদের, কিছুটা মাতাপিতার, অনেকটা দেশের শিক্ষা ব্যবস্থার। তাই শুধু শিক্ষার্থীদের উপর সকল দোষ বর্তায় না । রিপোর্টে কিছু ব্যাসিক প্রশ্ন ছিলো যেগুলো পিতামাতা তাদেরকে স্কুলে যাওয়ার আগেই মুখে মুখে শিখিয়ে দেন । এখন প্রশ্ন হচ্ছে পিতামাতাগণ তাদের সন্তানদের প্রথম ৪, ৫ বছর কী শিখিয়েছেন ! আর আমাদের দেশের রাজনীতিক শিক্ষা ব্যবস্থা ( দুঃখিত আমি শুধু 'শিক্ষা ব্যবস্থা' বলতে পারছি না) একটি বিকলাঙ্গ সিস্টেম। যে সিস্টেমের মধ্যে মানসম্পন্ন এবং মানহীন কাঁচামাল ইনপুট দিলে আউটপুট রেজাল্ট একই বের হয় ! এর থেকে ভালো দেশে কোন শিক্ষা ব্যবস্থাই না থাক । ঘোষণা দিয়ে দেয়া হোক, যে যার মত পড়ালেখা করে শিক্ষিত হতে হবে । তাহলে অন্তত সার্টিফিকেটনামক কিছু বার্ডেন থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে এবং সত্যিকারের শিক্ষিত হতে পারবে। জ্ঞানের পরিধি নির্ধারণ করে দিয়ে জ্ঞানী তৈরি যায় না। অবশেষে বলবো 'শিক্ষা মুক্তি পাক' ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: তাহলেও তো সমস্যা কালি ভা। সার্টীফিকেট ছাড়া কেউ চাকরী দিবে? দেশের শিক্ষার মান নিয়ে আর কিছু বলার নাই, ফার্মের মুরগী উতপাদনের মত হয়ে গেছে পুরা ব্যাপারটা।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

কলমের কালি শেষ বলেছেন: র্টিফিকেট ছাড়া কেউ চাকরী দেবে না ঠিক । কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে এই পদ্ধতিটা অনেক ভাল হবে মনে করি ।

পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা বৈশাখের আমরণ নিদাঘ ভাই ।

ভালো থাকবেন সবসময় । :)

২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: শিক্ষা মুক্তি পাক ।

এটা বাংলাদেশে সম্ভব না।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

কলমের কালি শেষ বলেছেন: সেটাই ভাবনার বিষয় ।

অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে বিজন রয় ভাই ।

ভাল থাকবেন । :)

৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:৩৭

অবনি মণি বলেছেন: জী

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

কলমের কালি শেষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ অবনি মণি আপু ।

ভাল থাকবেন ।:)

৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ১০:২০

হাসান মাহবুব বলেছেন: এই 'শিক্ষা'র হাত থেইকা আমগো মুক্তি নাই, পুরোপুরি অথর্ব হবার আগ পর্যন্ত। ভালো সিনেমা। চলেন দেখি।

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৯

কলমের কালি শেষ বলেছেন: হা হা । সেটাই । আর কী করা সিনেমা দেখা ছাড়া !

পাঠে এবং সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

ভাল থাকবেন সবসসময় । :)

৫| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০

আমি তুমি আমরা বলেছেন: অবশেষে বলবো 'শিক্ষা মুক্তি পাক'

সহমত প্রিয় ব্লগার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.