নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

আমার অভীপ্সু আলস্যের বৃত্তান্ত । (কবিতা)

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮



এই চোখের কাচগুলো ভেঙ্গে গেছে সেই কবে !
নিদ্রাহীন রাত্রিতে ভর করে হয়েছি আমি দিবালোকের আলস্য
বালিশ হারালো তার রঙ আমার অযাচিত দুঃস্বপ্নের নিত্য দুপুরগুলোতে
কত রহস্যময় আঁধার পাড়ি দিয়ে হয়েছি আমি সভ্য সমাজের নিষিদ্ধ গোলাপ
এই অকর্মণ্য দেহে কর্মযজ্ঞে হৃদয় গড়ে চলছে হিসেব নিকেশের রঙহীন দালান ।

শত রাত্রির কান্নাকে আমি বুক পকেটে বদ্ধ করে দম রেখেছি গুঁজে
একদিন মরে যাবো বলে, প্রতিজ্ঞার পাকাপোক্ত স্বপ্ন এঁকেছি
আমায় নিয়ে এখন আর দেখে না কেউ স্বপ্ন, আমি হয়েছি আজ বড্ড অলস
প্রতিরাতে আসর বসাই নিজেকে স্বপ্নের কারিগর ভেবে, সেখানে থাকে অচেনা সবাই
রাত্রির শেষ অব্দি চোখ দু'টো ক্ষমা প্রার্থনা করে হৃদয়ের কাছে
ওদের স্নিগ্ধ জল শুকিয়ে গেছে ভেঙ্গে যাওয়া স্বপ্নময় পৃথিবীকে রঙিন করতে করতে...

দিনের সূর্য হয় না দেখা, আলোতে বড্ড ভয়, পুড়ে যাবে না তো বুনে যাওয়া ভাঙ্গা ঘর !
পাগল আমি, পুড়ে তো গেছে সে কবে, অথচ এখনো করছি তার আরাধনার পুনরাবৃত্তি
ছাইগুলোকে আপন বক্ষে ধারণ করে সূর্য থেকে মুখ লুকিয়ে অপেক্ষা করি প্রিয় রাত্রির
রাত যে নামে সময়ের অজস্র ঘূর্ণিপাকে, তাই রটেছে পাড়ায় আমার অভীপ্সু আলস্যের বৃত্তান্ত।



**ছবি নেট থেকে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

দিনের সেরা কবিতাটা আজ পড়লাম! অনেক দিন পর এলেন কলমের কালি শেষ!

শুভেচ্ছা!

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

কলমের কালি শেষ বলেছেন: হ্যাঁ, অনেকদিন পর ।

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ভ্রমরের ডানা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



এতো এতো আলস্যের পরেও যা হোক আলস্য ভেঙে ঘূর্ণিপাকের মতো কবিতা নিয়ে এলেন । স্বাগতম ................

রাত্রির অপেক্ষায় থাকা কবিকে রাতের শুভেচ্ছা ।

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কলমের কালি শেষ বলেছেন: হা হা, ঘুর্ণিপাকের মত কবিতা নিয়ে আসছি !!!! কবিতার মধ্যে ঘূর্ণিপাক তো শুধু কবিতানুরাগীরাই পায় ।

অনেক ভাল লাগা সুন্দর মন্তব্যে আহমেদ জী এস ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: অ...........নেক দিন পর, আপনার কবিতা পড়লাম। কেমন আছেন?

প্রতিরাতে আসর বসাই নিজেকে স্বপ্নের কারিগর ভেবে, এমনটি বুঝি আমরা মাঝে মাঝেই করে থাকি !! অচেনা সবাইকে নিয়ে স্বপ্নময় পৃথিবীকে রঙিন করে তুলুন............
+।

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কলমের কালি শেষ বলেছেন: আমি ভাল আছি, আলহামদুলিল্লাহ ।

অচেনা সবাইকে নিয়েই গড়তে হবে সবকিছু । চেনাগুলো তো যেন দিন দিন অচেনা হয়ে যাচ্ছে !!

সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা সুমন ভাই ।

আপনিও নিশ্চয় ভালো আছেন ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় +

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

কলমের কালি শেষ বলেছেন: প্লাস মন্তব্যে অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:২২

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল থাকুন।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অরুনি মায়া অনু ।

ভাল থাকুন সবসময় । :)

৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাললাগা পাঠে এবং ভালোলাগার মন্তব্যে হামা ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৭| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

আলোরিকা বলেছেন: 'অভীপ্সু আলস্যের বৃত্তান্ত'---ভাল হয়েছে :)

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগা অনেক পাঠে এবং সুন্দর মন্তব্যে আলোরিকা ।

ভাল থাকবেন সবসময় । :)

৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৭

nilkabba বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন।খুব ভাল লাগল।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.