নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

★ কমেডি কিং জিম ক্যারির সেরা ১০টি মুভি ★

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২





আমরা যারা নব্বই দশকে বেড়ে উঠেছি তাদের কাছে মি. বিন ও জিম ক্যারি নাম দুটো ছিল অত্যন্ত পছন্দের। চার্লি চ্যাপলিন তো সর্বকালের জনপ্রিয় নাম। কিন্তু ঐ দশকে বিন ও ক্যারি জনপ্রিয়তার তুঙ্গে। বিন টিভি কমেডি শোতে বিশ্ব মাতিয়েছেন, ক্যারি কমেডি সিনেমার নয়া রাজপুত্র। চুটিয়ে দেখতাম এই দুই কমেডিয়ানকে।





রোয়ান অ্যাটকিনসনের নামটি তার-ই সৃষ্ট ও যাপিত স্ক্রিন নেম মি. বিনের আড়ালে চাপা পড়ে গেছে। মনে হয় না এতে খোদ অ্যাটকিনসনের কোন খেদ আছে। থাকবেই বা কেন? তিনি যা চেয়েছেন তা-ই তো হয়েছে। আর জিম ক্যারি শুধু কমিক চেহারা দিয়ে মাথামুণ্ডুহীন কার্যকলাপের 'জনি লিভার' টাইপ কমেডিয়ান না। ভালো কমেডিয়ান হয়ে জনম জনম টিকতে চাইলে শুধু হাস্যরসাত্মক চেহারা ও অঙ্গভঙ্গি কাফি নয়। ঢঙ্গের সঙ্গে তুমুল রঙ্গ-রসবোধ ও অভিনয় গুণের দুরন্ত ক্ষমতার ঝাঁকা মিশেল থাকতে হবে। জিম ক্যারি তার ক্যারিয়ারের বিভিন্ন চরিত্রে ভাঁড়ের ভূমিকায় নামলেও এটাও দেখিয়ে দিয়েছেন যে- তিনি কমিক সেন্সের পাকা অভিনেতা।







কানাডিয়ান জাতীয়তার হলিউডের এই ইউনিক নক্ষত্রের জন্ম ১৭ জানুয়ারি ১৯৬২। তিনি আশির দশকের শুরুতেই স্টেজ, টিভি ও ফিল্মে ক্যারিয়ার শুরু করলেও সত্যিকারের তারকা খ্যাতি উপভোগ করেন ১৯৯৪ সালে Ace Ventura: Pet Detective মুভিটি মুক্তির পর। সেই বছরই তিনি The Mask ও Dumb and Dumber মুভি দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যান। খ্যাতি অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন - ক্যারি তার ক্যারিয়ারের এই সাফল্য রক্ষা করেছেন, আরও বেশি অর্জনও করেছেন। রাজপুত্র থেকে হয়েছেন কিং অফ কমেডি।







যদিও আমি মনে করি, কোন শিল্পীকে পূর্ণরূপে জানতে হলে তার কর্মসমগ্র নিয়ে বসতে হবে। কিন্তু একজন শিল্পীর প্রতিটি কাজ উপভোগ করা আমাদের সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে তার সেরা কাজগুলোই দেখতে হয়, যেগুলো না দেখলেই নয়। এই চিন্তা থেকেই জিম ক্যারির এ যাবৎ মুক্তি প্রাপ্ত মুভিগুলো পর্যালোচনার পর দশটি মুভির একটি লিস্ট করেছি। আমার বিবেচনায় নির্বাচিত এই মুভিগুলো ক্যারি ক্যারিশমার সেরা মুভি। এখানে কোন মুভি বেশি জনপ্রিয় বা অর্থ কামিয়েছে বেশি- সে সব বিবেচনায় আনিনি। ক্যারির পারফরমেন্স আর মুভির গুণাগুণের সমন্বয় করেই প্রস্তুত জিম ক্যারির সেরা ১০টি মুভির তালিকা।







জিম ক্যারির সেরা ১০টি মুভির তালিকা (Top 10 Best Movies of Jim Carrey):



The Mask (1994)

রেটিং (Rating): 3.5/5



Dumb and Dumber (1994)

রেটিং (Rating): 4/5



The Cable Guy (1996)

রেটিং (Rating): 3.5/5



Liar Liar (1997)

রেটিং (Rating): 4/5



The Truman Show (1998)

রেটিং (Rating): 5/5



Man on the Moon (1999)

রেটিং (Rating): 4.5/5



How the Grinch Stole Christmas (2000)

রেটিং (Rating): 3.5/5



Eternal Sunshine of the Spotless Mind (2004)

রেটিং (Rating): 5/5



A Series of Unfortunate Events (2004)

রেটিং (Rating): 4/5



I Love You Phillip Morris (2009)

রেটিং (Rating): 4/5



স্পেশাল মেনশন (Special Mention): Bruce Almighty (2003)

রেটিং (Rating): 3/5







যদিও পশ্চিমা মিডিয়া জিম ক্যারিকে এখনও 'লেজেন্ড' বলছে না, ভাবছি তাকে এখনই কমেডি মুভির লেজন্ড বলা যায় কিনা? নাকি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে? যাকে যা প্রশংসা করার মৃত্যুর আগে করতেই আমি বেশি আগ্রহী। এই লেখাটি যখন লিখছিলাম 'কমেডি লেজন্ড জিম ক্যারি' তখন ৫০তম জন্মদিন পালন করছিলেন। অনেক আনন্দঘন সময় আমাদেরকে উপহার দেয়ার জন্য জিম ক্যারিকে এটি ফিরতি উপহার।





জিম জীবনে সম্মানজনক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরষ্কার ও নমিনেশন পেলেও কয়েকবার অস্কার নমিনেশন পাওয়ার উপযুক্ত পারফরমেন্স (The Truman Show, Man On the Moon, Eternal Sunshine of the Spotless Mind) করেও অস্কার কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নমিনেশন পাননি। তাতে কি? জিম ক্যারি একজনই। স্ল্যাপস্টিক কমেডিকে যিনি নবজন্ম দিয়েছেন। যিনি প্রমাণ করেছেন একজন ফেসিয়াল এক্সপ্রেশনিস্ট শুধু কমেডিয়ান না, চমৎকার অভিনেতাও হতে পারেন। সেই জিম ক্যারির মতো তুখোড় পারফরমারের আবির্ভাব সিনেমায় সহজে হয় না। লং লিভ কমেডি কিং জিম ক্যারি!

মন্তব্য ৫২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

কালোপরী বলেছেন: YES MAN

++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

সাইফ সামির বলেছেন:

কমেডি কিং জিম ক্যারির মুভি দেখুন, নিজে হাসুন, অন্যদেরকেও দেখতে বলুন, ছড়িয়ে দিন হাসির ধামাকা!!

হা হা হা হি হি হি হো হো হো :D:D:D

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

তামিম ইবনে আমান বলেছেন: সেরকম

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

সাইফ সামির বলেছেন:

মুভিগুলোও সেরকম! আমি নিশ্চিত তালিকার কয়েকটি মুভি জিম ভক্তরাও দেখে নাই! আর কমেডিয়ান দেখে জিমের সুঅভিনয় ক্ষমতা সম্পর্কে যাদের সন্দেহ আছে তারা শুধু ব্লকবাস্টার মুভি নয়- তালিকার অন্য মুভিগুলোও যদি দেখেন- সেই সন্দেহ বিশ্বাসে পরিণত হবে!! :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

গৃহ বন্দিনী বলেছেন: ব্রুস অলমাইটি তালিকায় নাই ক্যান? :|| :||

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সাইফ সামির বলেছেন:

ব্রুস অলমাইটি তালিকায় আসতে পারলো না! :(
মন খারাপে কাজ নেই, বাকি মুভিগুলো ক্যারির অভিনয় ও মুভির কোয়ালিটিতে ব্রুস অলমাইটিকে অনেক পিছনে ফেলে মাইটিফুল গেছে!! বি হ্যাপি অ্যান্ড এনজয়!! :):)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

ভবঘুরে তানিম বলেছেন: Download link.........দিলে ভাল হত.। B:-)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

সাইফ সামির বলেছেন:

জিম ক্যারির ডিভিডি কালেকশন পাওয়া যায়। লিঙ্কুর জন্য ব্লগে অনেক এক্সপার্ট আছে, ইচ্ছা করলে কমেন্টে হেল্পাইতে পারে।

হ্যাপি মুভি টাইম! :)

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

এস এইচ খান বলেছেন: +

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! :)

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

নাঈম আহমেদ বলেছেন: বস লোক

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

সাইফ সামির বলেছেন: নিঃসন্দেহে! B-)

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর সুন্দর.....

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

সাইফ সামির বলেছেন: ধনিয়া! ধনিয়া! :D :D

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

সবুজ মহান বলেছেন: আমার দেখা সেরা কমেডিয়ান

++

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

সাইফ সামির বলেছেন: জেনে ভালো লাগলো! :)

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

বটবৃক্ষ~ বলেছেন: yaa....Hez sooo GooD...!!!
just GOOOOOD!!...

musk & Almighty Bruce is the best !!

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

সাইফ সামির বলেছেন: :)

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

শাহরুখ সাকিব বলেছেন:
এই লোক যেই পরিমাণ মুখ বাঁকাইতে পারে, সেইরকম মুখ বাঁকানো আমি আজ পর্যন্ত আর কাওরে করতে দেখি নাই! ছোটবেলায় তাকে প্রথম দেখি The Mask এ, ইংরেজি কিচ্ছু তখন না বুঝা সত্ত্বেও শুধু মাত্র তার মুখ বাঁকানো, অঙ্গভঙ্গি আর dialogue delivery দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল! তখন থেকেই এই লোকের ফ্যান আমি! আমি যত কষ্টেই থাকি না কেন, পাহাড়সমান কষ্ট ও এই লোকটা শুধুমাত্র তার ঠোঁট বাঁকিয়ে দূর করে দিতে পারে! এই কাজটাই বা কয়জন পারে?
অনেকেই তাকে অভিনেতার স্বীকৃতি দিতে চান না, তাকে "ভাঁড়" বলে উপাধি দিয়ে নিজেরা "সুশীল" উপাধি পেতে খুব পছন্দ করেন! তাঁদেরকে একটি উদাহরণ দিতে চাই--- কয়েকদিন আগে HBO তে এই লোকের LIAR LIAR দেখতেছিলাম, স্বভাবতই এত বার দেখার পরেও এই ছবি দেখে হাসছিলাম, কিন্তু অবাক হয়ে খেয়াল করলাম আমার বাসার অশিক্ষিত কাজের মেয়েটা( যে কিনা হিন্দি সিরিয়াল এর ভক্ত এবং যার ভাষায় ইংরেজি ছবি মানেই চুমাচুমি, লিপস্টিক খাওয়া( তার ভাষায় :P ) ) সে পর্যন্ত হাসতে হাসতে গড়াগড়ি খাছছে আর বলছে- বড় ভাইয়া, চ্যানেলটা চেঞ্জ কইরেন না, এই ব্যাটারে একটু দেখি, খুব মজাক পাইতাসি! :D :D :D
একজন অভিনেতার মনে হয় এখানেই সার্থকতা যিনি শিক্ষিত এবং অশিক্ষিত দুই ভিন্ন ব্যক্তিকে তার অভিনয় ক্ষমতার মাধ্যমে একই টিভি দেখতে বাধ্য করেন!
তারপরও যদি কারো তার অভিনয় ক্ষমতা নিয়ে সন্দেহ থাকে তাহলে The Number 23 ছবিটা দেখতে পারেন! :D বুঝবেন সে কি চিজ!

শুভ জন্মদিন, বেঁচে থাক, আরও হাসাতে থাক :D

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

সাইফ সামির বলেছেন:

ক্যারির সঙ্গে আমার যাত্রাটাও মাস্ক দিয়ে শুরু হয়েছিল। আমার মনে পড়ে ক্যারির মাস্ক মুভির স্টিকার কিনেছিলাম!

জিম ক্যারির মুখের কথা কি বলবো! মানুষের মুখের এতো ইলাস্টিসিটি থাকতে পারে!! অবিশ্বাস্য হলেও যে সত্যি!!

ফিজিকাল কমেডির মজাটাই এখানে যে বোঝার জন্য অক্ষর জ্ঞান লাগে না। সব জাতির সব স্তরের লোকই সহজে বোঝে।

দি নাম্বার ২৩ মুভির উদাহরণটা গলদ হয়ে গেল। এটি জিমের সবচেয়ে দুর্বল মুভি! খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল সে! উদ্দেশ্য সৎ হলেও ব্যাটে বলে হয় নাই আরকি! মুভির গল্পটা ঠিক ছিল না। চিত্রনাট্য থেকে পরিচালনায় অনেক সমন্বয়হীনতা।
যে মুভিগুলোতে জিমের অভিনয় গুণের যথার্থ পরিচয় মেলে সেগুলো হচ্ছে:- The Truman Show, Man On the Moon এবং Eternal Sunshine of the Spotless Mind। এগুলো সবাইকে অবশ্যই দেখতে বলি।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ! লং লিভ জিম ক্যারি! :)

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

খায়ালামু বলেছেন: এর ছবি না দেখলে কেও বুঝব না এইটা কি মাল!!! ++++++++++++++++্

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

সাইফ সামির বলেছেন: আবার জিগায়!! B-)

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

নীলতিমি বলেছেন: জিম ক্যারি !! সুপার্ব :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

সাইফ সামির বলেছেন: :) :)

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: বেশিরভাগই দেখা। আমার প্রিয় একজন অভিনেতা। +++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! :)

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

তামিম ইবনে আমান বলেছেন: আমি মাত্র ৩ টা দেখসি :(

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

সাইফ সামির বলেছেন:

কন কি? :| জলদি দৌঁড় লাগান!! :D

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

এ হেলাল খান বলেছেন: এক বস্তা ফিলাশ লন ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সাইফ সামির বলেছেন: ধন্যবাদের সহিত লইলাম! :)

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: মন খারাপ হলে তার ছবি ভাল মেডিসিন - তালিকার বেশিরভাগই দেখা।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সাইফ সামির বলেছেন:

গুড!
মন খারাপ হইলে যে ভাইটামিন দরকার তা একমাত্র হাসিতেই পাওয়া যায়! :) :D B-)

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

নক্ষত্রচারী বলেছেন: ওয়াও !! প্রিয় জিম ক্যারি :)
বেশিরভাগগুলোই দেখা । সবচে পছন্দের ট্রুম্যান শো ।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

সাইফ সামির বলেছেন:

জেনে ভীষণ আমোদিত হইলাম!! :)

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

আহসান২২ বলেছেন: boss.

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

সাইফ সামির বলেছেন: :)

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

ইনকগনিটো বলেছেন: সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

সাইফ সামির বলেছেন: শুভ কামনা! :)

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ তন্ময়! :)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুন ট্রিবিউট সামির ভাই।

কিন্তু দ্যা নাম্বার ২৩ সেরা দশে স্থান পেল না দেখে অবাক হলাম !!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

সাইফ সামির বলেছেন:

আমি তো মোটেও অবাক হই নাই!!
বরং এই 'দি নাম্বার ২৩' প্রীতি দেখে অবাক হচ্ছি!! :-*
মনে হচ্ছে মুভির ক্যারেক্টারের মতো ২৩ নাম্বারের প্রতি অবসেশন এসে গেছে!! তেমন হলে সাবধান!! :P

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শাহরুখ সাকিব বলেছেন: আমার কাছে নাম্বার ২৩ অনেক বেশি ভাল্লাগসিল :) নানা মুনির নানা মত :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

সাইফ সামির বলেছেন:


ভালো লাগতেই পারে, কোন সমস্যা নাই। সবার পছন্দ-অপছন্দ এক হবে এমন তো কোন কথা নাই, তাই না? :)

আড়ালে একটা তথ্য দিই, এই মুভির জন্যই জিম রাজ্জি নমিনেশন পেয়েছিল!! রাজ্জি মন্দ পারফরমেন্সের জন্য দেয়া হয়... :!>

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সাইফ সামির বলেছেন: :)

২৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

বাক স্বাধীনতা বলেছেন: ট্রুম্যান শো আমার কাছে জিম ক্যারির সবচেয়ে ভালো লাগা মুভি।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

সাইফ সামির বলেছেন: জেনে ভালো লাগলো খুব! :)

২৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

মন ভাল নাই তাই একটা মুভি নামাইতে দিছি দেখি মন ভাল হলে বাকিগুলাও নামাব :P

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৫

সাইফ সামির বলেছেন: :)

২৬| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: জিম ক্যারি আসলেই এপিক। তার একটা মুভির উপর লিখব ভাবছি।

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১২

সাইফ সামির বলেছেন: অবশ্যই! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.