নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলা ব্লগিংয়ের ৬ বছর বা ৭২ মাস অথবা ২১৯২ দিন পূর্তি... সপ্তম বছরে পদার্পণ!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

এই যা! মনে হচ্ছে এই সেদিন ব্লগিং শুরু করেছি! আজ কিনা লগইন করে দেখছি- ব্লগ লিখেছেন: ৬ বছর ১ দিন! বলে কী! ছয়টা বছর এতো দ্রুত চলে গেল! খুব খারাপ কথা!



২০০৭ সালের ফেব্রুয়ারিতে এই ব্লগটি শুরু করেছিলাম। কীভাবে শুরু করলাম? সে এক ছোট্ট ইতিহাস! অতি সংক্ষেপে বলছি।



আমার একটি বই বেরিয়েছিল সে বছরের বই মেলায়, 'টিনএজ কবিতা'। তো বই প্রকাশ উপলক্ষে ঢাকায় গিয়েছি। তখন দৈনিক যায়যায়দিনে লিখছিলাম। সেই সূত্রে তেজগাঁর লাভ রোডে যাযাদি কার্যালয়ে গেলাম।



লেখক মাহবুব মোর্শেদ ভাই তখন ব্রাত্য রাইসু ভাইয়ের সঙ্গে যাযাদির আর্টস ম্যাগটা দেখতেন। লাঞ্চের পরে মাহবুব ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। উনি তার ডেস্কের কম্পিউটার স্ক্রিনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, "এই সাইটা দেখেছেন? আমি এখানে লিখি। আপনিও লিখতে পারেন।"



উনি আমাকে যে সাইটা সেদিন দেখিয়েছিলেন সেটিই আজকের অতি বিখ্যাত সামহোয়্যারইনব্লগ! অনলাইনে কারা লগ ইন আছে সেটা দেখালেন তিনি। উনার নামটিও দেখলাম। আরও দুএকটা নাম দেখলাম পরিচিত। দুএকটা নাম দেখলাম অদ্ভুতুড়ে! ব্লগের পেজ স্ক্রল ডাউন করে দেখালেন তিনি। উনার ব্লগটিও দেখালেন। আগ্রহ জাগল। ব্লগার মামো ভাইকে বললাম, 'হুম... দেখি। থ্যাঙ্ক ইউ!'



আমার তখন ব্লগস্পটে একটা ব্লগ আছে। সামহোয়্যারইনব্লগটা ২০০৬ সালেই দেখেছিলাম। তখন অতোটা আমলে নেয়নি। তাছাড়া আমি বাংলা টাইপিং পারি না, তাই বাংলা টাইপিংয়ের ভয়েই হয়তো তখন এখানে আর যোগ দেয়া হয়নি!



কিন্তু মামো ভাইয়ের আহ্বানে উৎসাহ বোধ করলাম। তারপর একদিন সাইবার ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম এখানে! তারিখটা সম্ভবত ১৮ ফেব্রুয়ারি, ২০০৭। ব্লগ কাউন্টারের হিসেবে এটাই হওয়ার কথা।



আমার ব্লগিংয়ের জন্য সেই সময়টা ছিল ভীষণ অমসৃণ। ক্লাস থ্রি থেকে কম্পিউটার চালিয়ে বড় হলেও আমার তখন নেট সংযোগ দূরের কথা, পার্সোনাল কম্পিউটারই ছিল না! সাইবার ক্যাফেতে ও এক বন্ধুর পিসিতেই কাজ চালাতাম। তার ওপর বাংলা টাইপিং না পারার যন্ত্রণা তো ছিলই! (ছিল বলছি কি! আমি এখনো পারি না!) এখনকার মতো 'অটোড্রাফট' ছিল না। উল্টো আরও বিভিন্ন সমস্যা ছিল। বাগ সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাটের (বন্ধুর ইউপিএস ডাউন!) কারণে এক লেখা যে কতবার কষ্ট করে মাউস টিপে টিপে লিখতে হয়েছে ভাবলেই এখনও যন্ত্রণায় মুখ বেঁকে যায়! আর রাক্ষুসে সাইবার ক্যাফের অর্থ যন্ত্রণা তো ছিলই! সত্যি বলতে কি অনেক কষ্ট হয়েছে ব্লগিং করতে!



এই তো, মনে হচ্ছে এসব সেদিনের ঘটনা! আজ কিনা ব্লগে আমার ছয় বছর বয়স হয়ে গেল! ভাবতেই অবাক লাগছে!





(এই পোস্টটি ব্লগার মাহবুব মোর্শেদকে উৎসর্গ করে ঋণস্বীকার করলাম)

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: ৬ বছরের শুভেচ্ছা ভাইয়া!



আরও আরও দিন সুন্দরভাবে কাটাও সামু এর বাড়িতে!:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ শায়মা আপু!
একটু পরে কেক কাটা হবে... খেয়ে যেও! :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

লেখোয়াড় বলেছেন: khub valo
Aro anek year thakun.
thanks

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

সাইফ সামির বলেছেন:

দোয়া করবেন যেন সহী-সালামতে থাকি!
যা দিনকাল পড়েছে না! আমার তো আবার গানম্যান নাই! :P

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

শ।মসীর বলেছেন: শুভকামনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ শ।মসীর! :)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ফারমার বলেছেন: ৬ বছরে কয়টি পোস্ট প্রসব করেছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

সাইফ সামির বলেছেন:

মাত্র ৪৪০টি! প্রসব যন্ত্রণা যথাসম্ভব কম নেয়ার চেষ্টা করি!
ডেলিভারি দিতে অনেক জটিলতা! ;)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

s r jony বলেছেন: শুভেচ্ছা রইল,

ইয়ে মানে কেক/কোক কি হবে??? ;) ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

সাইফ সামির বলেছেন:

শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা!

হবে হবে অবশ্যই হবে! ;)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

সািকল খান বলেছেন: শুভকামনা....................আছি সাথে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ ভাই! সব সময় সঙ্গেই চাই!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শুভকামনা.....অনেক অনেক........।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

সাইফ সামির বলেছেন: শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ফারহুম বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম
কেক/কোক খাওয়ার সময় মিস কল দিবেন কিন্তু ভাই ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

সাইফ সামির বলেছেন:

শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা!
কেক/কোক এমএমএস করে পাঠিয়ে দিব! ;)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

মির্জা৯৯৯ বলেছেন: আগামী দিনের জন্যে শুভ কামনা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অভিনন্দন রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ ইটি স্বর্ণা!

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

ডানামনি বলেছেন: অভিনন্দন । আরও লিখুন। আরও অনেক লিখুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

সাইফ সামির বলেছেন:

লিখে যেতে চাই যতক্ষণ শরীরে রবে প্রাণ!
অতএব দোয়াই কাম্য ডানামনি! :)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

কালোপরী বলেছেন: অভিনন্দন :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

অভিনন্দন রইল !:#P







আহারে এতোদিন যদি থাকতে পারতাম ব্লগে! :|

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

সাইফ সামির বলেছেন:

অভিনন্দন সানন্দে গ্রহণ করলাম! :)



দিনগুলো ফুরৎ করে ফুরিয়ে যাচ্ছে! :|

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

রেজোওয়ানা বলেছেন: অনেক লম্বা সময়!!!


আন্তরিক অভিনন্দন রইলো....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

সাইফ সামির বলেছেন:

৬ বছর বা ৭২ মাস অথবা ২১৯২ দিন মাত্র!!!



আগমনেই আন্তরিকতা টের পেয়েছি... ধন্যবাদ রেজুপু! :)

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

হাবিব০৪২০০২ বলেছেন: শুভকামনা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ষষ্ঠ বর্ষপুর্তির শুভেচ্ছা !!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

সাইফ সামির বলেছেন: অনেক ধন্যবাদ !!

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: জয় জয় জয়
ছয় ছয় ছয় !!!
আন্তরিক অভিনন্দন রইলো....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ! :)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: অভিনন্দন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

শের শায়রী বলেছেন: আন্তরিক অভিনন্দন জানবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

সাইফ সামির বলেছেন: আন্তরিক ধন্যবাদ!

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

নাহিদ তানভীর বলেছেন: শুভেচ্ছা ...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা। আপনার ব্লগ ছয়শ বছর জীবিত থাকুক!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

সাইফ সামির বলেছেন:

আলহামদুলিল্লাহ!


ছয়শ বছর পর কি হবে? :P


আপনার ব্লগটি চিরজীবী হোক হামা ভাই! :)

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

সাইফ সামির বলেছেন: শুকরিয়া! :)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

ফালতু বালক বলেছেন: অভিনন্দন খুব্‌................., সামির ভাই।
শুভ কামনা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

সাইফ সামির বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া! :)

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

তুষার আহাসান বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.