নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ: বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনের যাত্রা হলো শুরু!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪





বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশন:

ব্লগ, ব্লগার, দেশ ও মানুষের স্বার্থে সোচ্চার!




ইতিকথা:



ব্লগারদের একতা যে কী পরিমাণ প্রয়োজন সেটা কি আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে? দেশ, জাতি ও সমাজের গুণগত পরিবর্তনে ব্লগাররা যে অগ্রণী ভূমিকা রাখছে তা অনস্বীকার্য। কিন্তু ব্লগাররা তাদের কাজের পরিপ্রেক্ষিতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই শৈশবে শেখা 'একতাই বল' বা 'দশের লাঠি একের বোঝা' নীতিকথার আলোকে সংগঠিত ব্লগাররাই পারে তাদের কাজগুলোকে সহজ করে আরও বেগবান করতে। কিন্তু সর্বসম্মতিক্রমে স্বীকৃত কোন সংগঠন ব্লগারদের নেই। নেই কোন একক ব্যানার। তাই কিছু ব্লগার কোন কর্মসূচীতে আপাত একত্রিত হয়ে নামলেও সেই জোটবদ্ধতা বেশি দিন থাকে না। দীর্ঘ ছয় বছরের ব্লগিং জীবনে আমি এমন অনেক ঘটনার নীরব সাক্ষী।



ফেসবুকে ব্লগের যে কয়টা গ্রুপ আছে সেগুলো হয় কোন ব্লগ প্ল্যাটফর্মকেন্দ্রীক, নির্দিষ্ট মতাদর্শ/বিষয়ভিত্তিক অথবা পোস্টের লিংক শেয়ারিং নির্ভর। এই গ্রুপগুলোর কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই। সব প্ল্যাটফর্মের সব মতের ব্লগাররা এক হতে পারছেন না। তাই দেখা যায়, যে কাজ ব্লগ থেকে ব্লগাররা শুরু করেছেন সেই কাজের লাভের গুড় খেতে বা কৃতিত্বে ছিনতাইয়ে চলে আসে ব্লগের বাইরের লোকজন। খোদ ব্লগাররাই হয়ে পড়েন দলছুট। নিজেদের শুরু করা কাজের নিয়ন্ত্রণ আর নিজেদের হাতে থাকে না। কাজের মূল উদ্দেশ্য ব্যাহত হয় দারুণভাবে। ফলে সাময়িকভাবে যূথবদ্ধ ব্লগাররা আবার বন্ধনহীন হয়ে পরে। এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়।



তাই সবসময় এমন একটি সংগঠনের স্বপ্ন দেখেছি, যেটি সব ব্লগারদের কথা বলবে। সব ব্লগাররা একই ব্যানার নিয়ে কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বে। ছোট ছোট গ্রুপ না করে একটা বড় গ্রুপে একত্রিত হবে। এই সংগঠনের কাজ সাইবার স্পেসে যেমন চলবে, তেমনি চলবে শহরে-গ্রামে-রাজপথে। যারা ঠিক এমন স্বপ্নই দেখেন, আজ সময় এসেছে ব্যক্তিগত স্বার্থ-দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে একত্রিত হওয়ার। এমন একটি কার্যকর সংগঠনের অভাব বোধ থেকেই ব্লগারদের স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনের জন্ম। ব্লগারদের এমন কোন সংগঠন আগে হয়নি, এবারই প্রথম। এটি হবে ব্লগারদের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ সংগঠন।



বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার পূর্বশর্ত, উদ্দেশ্য ও নীতিমালা:



১। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার বসবাস বাংলাদেশের যে কোন প্রান্তে বা পৃথিবীর যে কোন দেশে হতে পারে।



২। স্বনাম ও ছদ্মনাম উভয় নিকের ব্লগার গ্রহণযোগ্য। তবে কোন পাবলিক ফিগারের নামে (যিনি আসলে আপনি না) ব্লগ নিক অগ্রহণযোগ্য।



৩। ব্লগের ভাষা বাংলার পাশাপাশি ইংরেজি হতে পারে। অন্য কোন ভাষা গ্রহণযোগ্য হবে না।



৪। যে কোন প্ল্যাটফর্মের (কমিউনিটি/ব্যক্তিগত) ব্লগার সদস্য হতে পারবেন।



৫। ফেসবুকে 'বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশন' শীর্ষক ক্লোজড গ্রুপ থেকে সংগঠনের যাবতীয় কার্যক্রম চলবে। এই গ্রুপের অভ্যন্তরীণ ক্রিয়া সদস্য ছাড়া অন্যদের দেখার আওতার বাইরে থাকবে। 'ভয়েস অফ ব্লগারস' শীর্ষক একটি ফেসবুক পেজও থাকছে আমাদের। এটি হবে ব্লগার/পাঠকদের মিলন মেলা। গ্রুপের সদস্য থেকে শুরু করে সকল ব্লগার ও ব্লগের পাঠকরা এই পেজে থাকবেন। গ্রুপ অ্যাডমিনরাই পেজটি পরিচালনা করবেন। এই পেজটি মূলত গ্রুপের অফিসিয়াল মুখপত্র হিসেবে কাজ করবে। ব্লগারদের কথা প্রচার করবে।



৬। এই গ্রুপ/সংগঠনের সদস্য হতে হলে অবশ্যই একটি সক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক আইডিটি একই ব্লগ নিকের হতে পারে আবার নাও পারে। তবে নিজের ফেসবুক আইডির প্রোফাইলের ওয়েবসাইট ফিল্ডে নিজের ব্লগ লিংকটি অবশ্যই দিতে হবে। (ওয়েবসাইটের প্রাইভেসি অপশন 'পাবলিক' হতে হবে।) ঐ লিংকটি ভিজিট করেই আপনার সদস্যপদ বিবেচনা করা হবে। একজন ব্লগার একবারই একটি মাত্র ফেসবুক আইডি থেকে আবেদন করতে পারবেন।



৭। সদস্য সংখ্যা বাড়িয়ে গ্রুপ বড় করে দেখানো আমাদের লক্ষ্য না। প্রকৃত/নিয়মিত/সক্রিয় ব্লগারদের একত্রিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।



৮। আপনার ব্লগটি কমপক্ষে ছয় মাসের পুরনো হতে হবে। আবেদনের আগের ছয় মাসে ব্লগটির সক্রিয়তা থাকতে হবে। আপনার ব্লগের পোস্ট সংখ্যা ন্যূনতম ১৮টি হতে হবে। (এই ধারার শর্তগুলো এখনই পূরণ না হলে পরবর্তীতে পূরণ হওয়ার পর আবেদন করা যাবে। সেক্ষেত্র এখন ফেসবুক পেজে যুক্ত হয়ে একাত্ম হতে পারেন।)



৯। আবেদন গৃহীত হওয়া ব্লগারদেরকে একটি করে সদস্য নাম্বার দেয়া হবে। ব্লগারদের নাম/নিক, সদস্য নাম্বার ও ব্লগ লিংক গ্রুপের ব্লগার ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এই ডাটাবেজটি গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেজে উন্মুক্ত থাকবে। ফলে সহজেই পাঠকরা গ্রুপের ব্লগারদের সন্ধান পাবেন।



১০। এই সংগঠনের কোন নির্দিষ্ট কমিটি থাকবে না। তাই কমিটি নিয়ে কোন কোন্দলও থাকবে না। আমরা কোন একক নেতৃত্বে বিশ্বাস করছি না। তাই এখানে কোন একক নেতা থাকবে না। এখানে সবাই নিজ নিজ কর্মসূচীর নেতা। এখানে সবাই সবার সহযোগী। এখানে সবাই রাজা। এখানে যে কোন সদস্য যে কোন ইস্যু উত্থাপন করতে পারেন। গ্রুপের সদস্যদের সম্মতিক্রমে সেই ইস্যু নিয়ে সংগঠনের ব্যানারে কাজ করতে পারেন। 'ভয়েস অফ ব্লগারস' পেজে নিজেই সেই ইস্যুতে কথা বলতে পারেন। মোট কথা এখানে ব্যক্তি স্বাধীনতা যেমন থাকছে তেমনি সম্মিলিত ব্লগারদের শক্তির সহায়তাও থাকছে।



১১। গ্রুপের সর্বাধিক সক্রিয় সদস্যরাই গ্রুপ ও পেজের অ্যাডমিন/মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য যেন ঠিক থাকে সেদিকে নজর রাখবেন ও প্রয়োজনীয় কাজ করে যাবেন। কেউ গ্রুপের নিয়ম-নীতি ভঙ্গ করলে অ্যাডমিন/মডারেটররা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। কোন গুরুত্বপূর্ণ নীতিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে গ্রুপের দুই তৃতীয়াংশ অ্যাডমিন/মডারেটরের সম্মত সিদ্ধান্তে অভিযুক্ত সদস্যের সদস্যপদ বাতিল হতে পারে।



১২। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, নিরপেক্ষ, স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে প্রথম দিককার ব্লগার থেকে শুরু করে সদ্য ছয় মাস পার হওয়া হওয়া সক্রিয় ব্লগাররা থাকছেন। এই সংগঠনটি ব্লগের কথা বলবে, ব্লগারদের কথা বলবে। এটি দেশ, সমাজ ও মানুষের কথা বলবে। এটি ব্লগ ও ব্লগারদের বিপদে ব্লগ ও ব্লগারদের পাশে থাকবে। এটি ব্লগারদের বিভিন্ন দায়বদ্ধতা পূরণের স্থান। সব সদস্যদের কাছে ব্লগ, সহব্লগার, দেশ ও মানুষ হবে সব স্বার্থের ঊর্ধ্বে।



১৩। এই গ্রুপের ওয়ালে বা ফ্যান পেজে কোন ব্লগ পোস্ট লিংক শেয়ার করা যাবে না। একমাত্র অ্যাডমিন সংগঠনের উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ কোন ব্লগ পোস্ট শেয়ার করতে পারবেন। তবে অ্যাডমিন নিজেই নিজের পোস্ট লিংক শেয়ার করতে পারবেন না। শেয়ার করা পোস্টটি অবশ্যই গ্রুপের অন্য কোন সদস্যের হতে হবে।



১৪। ব্লগার রাষ্ট্রীয়/জাতীয়/জনগণের স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না।



১৫। ব্লগার কোন রাজনৈতিক সংগঠনের মুখপত্র বা এজেন্ডাধারী হতে পারবে না।



১৬। কোন সম্প্রদায় বা কারও বিশ্বাস নিয়ে নোংরামি করা যাবে না। পারস্পরিক দলাদলি/গালাগালি/খোঁচাখুঁচি নিষিদ্ধ।



১৭। কোনক্রমেই ধর্মীয় ও নাস্তিকীয় মৌলবাদ/জঙ্গিবাদ/যুদ্ধাপরাধীর সমর্থকরা এই গ্রুপের সদস্য হতে পারবে না।



১৮। জাত-পাত-ধর্ম-কর্ম-বর্ণ-মত-বিশ্বাস-আদর্শ নির্বিশেষে এই সংগঠনের সদস্য হতে পারবেন।



১৯। গ্রুপের সদস্যদের কাছে একটি অনুরোধ থাকবে, তারা যেন গ্রুপ ও পেজের লিংক দুটি তাদের ব্লগে সংযুক্ত করেন। তাছাড়া সদস্য নাম্বারটি পাওয়ার পর নিজের ব্লগ/ফেসবুক প্রোফাইলে সদস্য নাম্বারটি উল্লেখ করতে পারেন। (যেমন: বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশন সদস্য# ১।) সবাইকে জানিয়ে দিন আপনি একা নন, আমরা আছি আপনার সাথে। আমরা যূথবদ্ধ।



২০। যৌথ উদ্দেশ্য, যৌথ শক্তি, যৌথ কণ্ঠ মিলিয়ে আমরা যে কোন পরিবর্তন আনতে বিশ্বাসী। যারা ব্লগারদের একতাই বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন একতাই শক্তি ও সবচেয়ে ফলদায়ী, যারা ব্লগিংয়ের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের গুণগত পরিবর্তনে আগ্রহী তাদের সবাইকে বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনে আমন্ত্রণ।



বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশন: Click This Link

ভয়েস অফ ব্লগারস: Click This Link



বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনে আমার সদস্য# ১। আপনারটা কতো? :)



_______

কোঅর্ডিনেটর

মন্তব্য ১৯৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৯৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++ :) !:#P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

সাইফ সামির বলেছেন:

প্রতিটি আবেদন যাচাই করে গ্রহণ করা হচ্ছে। কাইন্ডলি একটু ধৈর্য্য ধরবেন।

ধন্যবাদ! :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

মোমের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ সব শুভ কাজের পাশ আছি............।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সাইফ সামির বলেছেন:
আলহামদুলিল্লাহ!

ভয়েস অফ ব্লগারস পেজের প্রোফাইল পিক ও ব্যানার এখনও চূড়ান্ত করা হয়নি। ব্লগারদের সাবমিশন চাই। ক্রেডিট স্বীকার করা হবে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া!:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

সাইফ সামির বলেছেন:

এটা আমাদের সবার গ্রুপ ও পেজ ভাইয়া। তাই সবার সর্বাত্মক সক্রিয় সহযোগীতা কামনা করছি। স্পেশালি তোমার! :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর উদ্যোগ।সাথে আছি+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সাইফ সামির বলেছেন:

আছি মানে! আপনি অঙ্গাঅঙ্গিভাবে আছেন! আপনার সদস্য# কতো জানেন? .... গুছিয়ে প্রকাশ করা হবে! :)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

bangal manus বলেছেন: আমি আছি....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

সাইফ সামির বলেছেন: দল বেঁধে আসেন! :)

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

জুল ভার্ন বলেছেন: সাথে আছি-সাথে থাকবো।

শুভ কামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ এবং সক্রিয় সহযোগীতা কামনা করছি।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: সংগঠন অবশ্যই দরকার , ভালো লাগছে কোন কমিটি থাকছেনা , আমি কি যোগ দিবো? :#)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

সাইফ সামির বলেছেন:

নো কমিটি! আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাসী! দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ! :)

নীতিমালা অনুসারে যে কেউ যোগ দিতে পারবে! :)

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

নাজির বলেছেন: ভালো উদ্যোগ। সাথে আছি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

সাইফ সামির বলেছেন:

সাথে থাকুন। সাথে আনুন সহব্লগারকে। :)

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শুভকামনা....

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ এবং সক্রিয় সহযোগীতা কামনা করছি।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ব্লগের পোস্ট সংখ্যা ন্যূনতম ১৮টি হতে হবে। এইটা কমায় দেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

সাইফ সামির বলেছেন:

ভাই প্রথমে ২৫টি ঠিক করছিলাম। পরে ১৮-তে আনছি। এর চেয়ে কমাইলে সমস্যা আছে। আশা করি ব্যাপারটা বুঝবেন। প্লিজ।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

সন্দীপন বসু মুন্না বলেছেন: ভালো উদ্যোগ। আবেদন পাঠালাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

সাইফ সামির বলেছেন:

প্রতিটি আবেদন যাচাই করে গ্রহণ করা হচ্ছে। কাইন্ডলি একটু ধৈর্য্য ধরবেন।

ধন্যবাদ! :)

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

s r jony বলেছেন: ভাল একটি আইডিয়া।
আগে পর্জাপেক্ষন করি, আপনাদের চিনি, তারপর সশরীরে দেখা করে আবেদন করব। আপাতত ফেবুতে জয়েন করলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

সাইফ সামির বলেছেন: আচ্ছা। :)

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: আমার তো ১৮ টি পোস্ট করতে আরো ২ বছর লাগব :||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

সাইফ সামির বলেছেন:

অসম্ভব কিছু না। জানাপুর ৭ বছর লেগেছে!
ব্লগিংয়ে একটু মনোযোগ দিন। হয়ে যাবে। :)

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

Sohelhossen বলেছেন: সুন্দর উদ্যোগ । আশা করি সকল কেচাল মুক্ত হয়ে সবাই এক সাথে থাকতে পারব ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

সাইফ সামির বলেছেন:

ইনশাআল্লাহ!

কেউ ক্যাচাল করতে চাইলেই সোজা ইংরেজিতে ব্লক!

সুস্থ মিথস্ক্রিয়া কাম্য।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

ভোলার ডাইরী বলেছেন: বিভিন্ন ইস্যুতে ব্লগারদের মাঝে মতানৈক্য হতে পারে,
যেমন - কিছু ব্লগার শাহবাগে অবস্থান সমর্থন করবেনা, এখন যদি বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনের ব্যানার শাহবাগে দেখা যায় , তখন?
কোন পক্ষের মতামত গ্রহণযোগ্য হবে ? ভোটাভুটি হবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

সাইফ সামির বলেছেন:

রাষ্ট্রীয়/জাতীয়/জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোন আপোষ নেই!
গ্রুপে যারা আসছেন এই বিষয়গুলো মাথায় রেখেই আসছেন। যে কোন অরাজনৈতিক গণদাবির সাথে আমরা থাকবো।

কিছু কিছু বিষয়ে মতানৈক্য হতেই পারে। সেক্ষেত্র ভোটাভুটি হতেই পারে। তবে এমন কোন বিষয়ে মতানৈক্য আশা করি না, যা নিয়ে মতানৈক্য হচ্ছে ভাবলেই লজ্জা লাগে। সে ক্ষেত্রে প্রতিটি সদস্য দায়িত্ববানের মতো আচরণ করবেন বিশ্বাস করি।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

সিফাতুল্লাহ বলেছেন: আছি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

সাইফ সামির বলেছেন:

সাথে থাকুন। সাথে আনুন সহব্লগারকে। :)

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

জেমস বন্ড বলেছেন: সাথে আছি , চালিয়ে যান :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

সাইফ সামির বলেছেন: সাথে থাকুন সক্রিয়ভাবে! :)

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

অপু ওপি বলেছেন: ১৮ টি পোস্ট হয়ে নি তবে পাঁচ বছর ব্লগে আছি, এখন আমার করণীয় কি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

সাইফ সামির বলেছেন:

ভাই ব্লাগারদেরকে তো ব্লগিং করতেই হবে, তাই না? বুঝলাম আপনি লেখার চেযে পড়াতেই বেশি নজর দিয়েছেন, এবার একটু ব্লগিংয়ে নজর দিন। তাছাড়া ভয়েস অফ ব্লগারস তো আছেই! :)

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

শিকস্তি বলেছেন: আমার তো ১০০র উপরে পোস্ট আছে একটা নিকে। ওইটায় ঢুকতে পারছি না। আর রিকু পাঠাইছি। একসেপ্ট করেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

সাইফ সামির বলেছেন: ওটাই কেন ঢুকতে পারছেন না?

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

***হাফিজ*** বলেছেন: শুভকামনা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

সাইফ সামির বলেছেন: সঙ্গে থাকুন সক্রিয়ভাবে! :)

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

বর্তমানবাংলা বলেছেন: বাংলাদেশে ব্লগারদের একটি এসোসিয়েশন খুবই ভাল সংবাদ


বর্তমান বাংলাদেশে সব চেয়ে আলোচিত বিষয় যেটা তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ব্লগাররা সাহাবাগে যে গনজাগরণ সৃষ্টি করেছেন, যে জাগরণ মঞ্চোর পক্ষে অবস্থান নিয়েছেন দেশের লক্ষকোটি মানুষ ।

এরকম সময় ব্লগারদের একটি এসোসিয়েশন সময়ের দাবি

কিন্তু এসোসিয়েশনের পূর্বশর্ত, উদ্দেশ্য ও নীতিমালা পড়ে মনে হল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিষয়টি পরিষ্কার করে বলা হয়নি । বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

সাইফ সামির বলেছেন:

মুক্তিযুদ্ধের চেতনা শব্দটি উল্লেখ করা হয়নি ঠিকই কিন্তু এই নীতিমালাগুলো দেখুন:

১৪। ব্লগার রাষ্ট্রীয়/জাতীয়/জনগণের স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না।

১৬। কোন সম্প্রদায় বা কারও বিশ্বাস নিয়ে নোংরামি করা যাবে না। পারস্পরিক দলাদলি/গালাগালি/খোঁচাখুঁচি নিষিদ্ধ।

১৭। কোনক্রমেই ধর্মীয় ও নাস্তিকীয় মৌলবাদ/জঙ্গিবাদ/যুদ্ধাপরাধীর সমর্থকরা এই গ্রুপের সদস্য হতে পারবে না।

'মুক্তিযুদ্ধের চেতনা' শব্দটি ব্যবহার করা না হলেও হৃদয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনাই ধারণ করি। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কর্মকান্ডে আমাদের কোন সমর্থন নেই।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: আঅলরেডি চলে গেছি ওখানে ভাইয়ামনি।:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

সাইফ সামির বলেছেন:

তোমার ফেবু আইডি তো জানি না! একটা পোক দাও! ;)

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল উদ্যোগ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ এবং সক্রিয় সহযোগীতা কামনা করছি।

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

নাজমুল হাসান বাবু বলেছেন: ++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ এবং সক্রিয় সহযোগিতা কামনা করছি।

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সাইফুর রহমান(সাইফ) বলেছেন: ধন্যবাদ, ভালো উদ্যোগ, যদিও আরও আগেই এই উদ্যোগ নেওয়া উচিত ছিল। যাই হোক সাথে থাকার জন্য যোগ দিলাম। +++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

সাইফ সামির বলেছেন: আগে হয়নি। এবার হয়েছে। এবং যতো যা-ই হোক এবার সবাইকে এক সঙ্গে হতে হবে।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

এসএমফারুক৮৮ বলেছেন: আমি প্রায় আড়াই বছর এস এম ফারুক হোসেন নিক নিয়ে সক্রিয় ছিলাম । সেই নিকটি হ্যাক হওয়ায় নতুন নিক এস এম ফারুক ৮৮ নিয়ে সক্রিয় আছি। এই নিকে এখনু ছয় মাস হয় নাই। প্লিজ সাজেশন মি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

সাইফ সামির বলেছেন:

আগের নিক কেমনে হ্যাক হইলো? মডু ভাইকে জানান নাই?
আপনার ছয় মাস হতে তো বেশি দেরি নাই। কীপ ইন টাচ।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: আমাদের তো ছয়মাস হয়নি ..... আমাদের কি তাহলে ওয়েট করতে হবে????????

যাইহোক উদ্যোগ প্রশংসনীয় ++++

ধন্যবাদ......।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

সাইফ সামির বলেছেন:

একটু অপেক্ষা করেন। ব্লগের মতিগতি বুঝেন।

আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। এখন ভয়েস অফ ব্লগারসে যুক্ত হয়ে যান। :)

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

শিপু ভাই বলেছেন:
নিয়ন্ত্রক ৫ জন।

এরা কারা? এদের কাজ কি? কেন এরা নিয়ন্ত্রক???

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

সাইফ সামির বলেছেন:
নিয়ন্ত্রক কিসের নিয়ন্ত্রক? এরা সক্রিয় সহযোগী। এরা আমরাই। আপনিও হতে পারেন একজন। নীতিমালার বাইরে নিয়ন্ত্রনের কিছু নাই। সো ফিল ফ্রি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

সাইফ সামির বলেছেন: হো হো ভাই, আপনি পারেন বটে!

যেভাবে বলছিলেন নিয়ন্ত্রক মনে হচ্ছিল যেন বিটিআরসির কথা বলছেন!

ভাই আপনি নিশ্চয় জানেন ফেসবুকে গ্রুপগুলো কিভাবে চলে। একটা গ্রুপ ক্রিয়েট করার পর গ্রুপ ক্রিয়েটর সদস্যদের কয়েকজনকে অ্যাডমিন পাওয়ার দিয়ে থাকেন, ক্রিয়েটর নিজেও অ্যাডমিন হিসেবে থাকেন। ক্লোজড গ্রুপ অ্যাডমিন ছাড়া চালানো যাই না।

আমাদের এই গ্রুপটার কথা ধরেন। সব আবেদনগুলো যাচাই করে গ্রহণ করা, নীতিমালা অক্ষুণ্ণ থাকছে কিনা দেখা ইত্যাদি কাজ একজনের পক্ষে সম্ভব না। আমার একার পক্ষে কি সম্ভব এমন একটা গ্রুপ চালানো? আর আমার কোন ইচ্ছাও নাই একা একা কোন কাজ করার। আমি একা অ্যাডমিন হয়ে বসে ফালতু সর্বেসর্বা সাজার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। এটা কারও একার গ্রুপ নারে ভাই, এটা আমাদের সবার সংগঠন। শুরুটা কাউকে না কাউকে করতে হয়। আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্রেফ শুরুটা করছি মাত্র। আর কিছু না। আমি ছাড়াও যেন গ্রুপ সুসংগঠিত ভাবে চলে এটাই লক্ষ। সম্মিলিত শক্তিতেই গ্রুপ চলুক এটাই উদ্দেশ্য। এখানে কোন ব্যক্তি প্রাধান্য নাই।

যারা অ্যাডমিন হচ্ছেন তাদের কেউ বলেনি যে আমাকে অ্যাডমিন বানাও। বরঞ্চ আমি যাদেরকে অনলাইনে খুব সক্রিয় ভাবে পাই, যাদেরকে মাঠেও কাজ করতে দেখেছি তাদেরকে যেচে সহায়তা চাচ্ছি। এই তালিকা বাড়বে বই কমবে না। ভাই, আমরা সবাই মিলে কিছু ভালো কাজ করতে চাচ্ছি। এখন অ্যাডমিনকে 'নিয়ন্ত্রক' বলে চটকদার পত্রিকাগুলোর মতো 'কে ওরা?' 'কি তাদের পরিচয়?' এমন প্রশ্ন করতে থাকবেন নাকি যে হাতটা আমরা বাড়িয়েছি সেই হাতটা ধরে সবার সঙ্গে মিলেমিশে কাজ করবেন? বিবেচনার ভার আপনার ওপরই ছেড়ে দিলাম।

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

রাসেল ভাই বলেছেন: আগে ১৮টা পোষ্ট দিয়া লই ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

সাইফ সামির বলেছেন: দিয়া লন। তারপর চলে আসেন গ্রুপে। :)

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

বোকামন বলেছেন: শিপু ভাই বলেছেন:
নিয়ন্ত্রক ৫ জন।

এরা কারা? এদের কাজ কি? কেন এরা নিয়ন্ত্রক???

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

সাইফ সামির বলেছেন: নিয়ন্ত্রক কিসের নিয়ন্ত্রক? এরা সক্রিয় সহযোগী। এরা আমরাই। আপনিও হতে পারেন একজন। নীতিমালার বাইরে নিয়ন্ত্রনের কিছু নাই। সো ফিল ফ্রি।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

হাবিব০৪২০০২ বলেছেন: শিপু ভাই বলেছেন:
নিয়ন্ত্রক ৫ জন।

এরা কারা? এদের কাজ কি? কেন এরা নিয়ন্ত্রক???

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

সাইফ সামির বলেছেন: নিয়ন্ত্রক কিসের নিয়ন্ত্রক? এরা সক্রিয় সহযোগী। এরা আমরাই। আপনিও হতে পারেন একজন। নীতিমালার বাইরে নিয়ন্ত্রনের কিছু নাই। সো ফিল ফ্রি।

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ। বি অ্যাকটিভ। :)

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

যাহারা ফেসবুক ব্যবহার করে না, তাদের কী করনীয় ?

ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

সাইফ সামির বলেছেন:

এটা কি কন? ফেসবুক অ্যাকাউন্ট নাই??

ব্লগে আছেন, অনলাইন দুনিয়ায় আছেন ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেন!

বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ত্যাগ (!) স্বীকার করেন! :)

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

রিমন রনবীর বলেছেন: আমার ওয়েবসাইট ফিল্ড তো কিছুতেই এডীট করা যাচ্ছে না।
এডিট করতে গেলেই এরকম আসেঃ

তবে আমার ফেসবুকের নামও রিমন রনবীর।
তাইলে কি আমি নিবেদন করতে পারুম না? :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

সাইফ সামির বলেছেন:

আপনার পোস্ট দেখি ৯টা!

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

মামুন রশিদ বলেছেন: শুভ উদ্যোগ, সাথে আছি ।


কিন্তু এটাও পীড়াদায়ক, প্রতিদিনই ডাক্তার আইজু জানা'পা কে নিয়ে আজেবাজে স্ট্যাটাস দিচ্ছে এবং আমু ব্লগের লোকজন সেখানে আলুপোড়া খাচ্ছে । এটার কি কোনই প্রতিকার নাই ??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

সাইফ সামির বলেছেন:

ব্লগ, ব্লগার, দেশ ও মানুষের স্বার্থে সোচ্চার হওয়ার জন্যই আমরা এক হচ্ছি। আমাদের সম্মিলিত শুভ শক্তির কাছে অশুভ শক্তিগুলোর পরাজয় হবেই!

ধন্যবাদ সক্রিয়ভাবে সাথে থাকুন।

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

রিমন রনবীর বলেছেন: পোস্ট তো আমারো আঠারোটা হয়নাই। ব্লগে গেলে সেরকমই দেখার কথা। তবে কি এজন্য ড্রাফটের পোস্টগুলাও ফিরিয়ে আনতে হবে?তাছাড়া সবাই তো এক ব্লগেই পোস্ট করেন না।
পোস্টের সংখ্যা বেধে দেয়াটা ভাল লাগল না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

সাইফ সামির বলেছেন:

অন্য ব্লগে পোস্ট থাকলে কাউন্ট হবে। তবে ঐ ব্লগ লিংকটা উল্লেখ করে দিয়েন। পোস্টের সংখ্যা বেধে দেয়ার কারণটা আমার চেয়ে আপনি ভালো জানবেন। মাল্টি নিকের বিষয়টা নিশ্চয় ব্যাখ্যা করতে হবে না।

ওয়েবসাইট ফিল্ড এডিট করতে সমস্যা হলে ব্লগ লিংক(স) ফেবুতে আমাকে একটা মেসেজে দিয়ে দিন।

৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

প্রলেতারিয়েত বলেছেন: শিবির সমরথকগন এই ফোরামের সদসয হতে পারবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

সাইফ সামির বলেছেন:

হা হা হা! জোক অফ দ্যা ডে! :D


১৭। কোনক্রমেই ধর্মীয় ও নাস্তিকীয় মৌলবাদ/জঙ্গিবাদ/যুদ্ধাপরাধীর সমর্থকরা এই গ্রুপের সদস্য হতে পারবে না।


৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

তোমোদাচি বলেছেন: এমন একটি সংগঠনের চিন্তা অনেক দিন থেকেই করছিলাম!
আপনাদের উদ্যোগের সফলতা কামনা করছি।

কিন্তু নিয়ম গুলো একটু খটমট লাগছে :(
সাথে থাকব ইনশাল্লাহ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

সাইফ সামির বলেছেন:

নিয়ম খটমট লাগছে কেন?
সহজ সরল বাংলায় বলারই চেষ্টা করলাম!

আপনার সক্রিয় সহযোগীতা কামনা করছি।

৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

তোমোদাচি বলেছেন: দয়া করে ৬ নং টা আর একটু ক্লিয়ার করবেন??

সরি, আমি ফেবু বিশেষজ্ঞ নই =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

সাইফ সামির বলেছেন:

তোমোদাচি (বন্ধু), ফেবুতে আপনার প্রোফাইল মানে ইনফো মানে অ্যাবাউট সেকশনে যে যোগাযোগ বিভাগটা আছে ওখানে আপনার ব্লগ লিংকটা কপি-পেস্ট করে দিন। কাজ শেষ। :)

৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
আছি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

সাইফ সামির বলেছেন:

আপনি আর পাঁচটা পোস্ট দিয়া গ্রুপে ঢুইকা পরেন! :)

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জয়েন করতে চেয়েছিলাম, কিন্তু আমি তো ফেইসবুকে ব্লগার হিসেবে নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

সাইফ সামির বলেছেন:

এইটা কি কন? 'চেয়েছিলাম' মানে কি? আপনার জয়েন বাধ্যতামূলক! :)

ফেইসবুকে তো আমরা সোশ্যাল নেটওয়ার্কার হিসেবে আছি! :P ফেবুতে কেন ব্লগিং করব? কাইন্ডলি একটা ফেবু আইডি নিয়ে জয়েন করুন। ফেসবুকের সুবিধার সঠিক ব্যবহার করতে হবে।

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আমি শুধুই পাঠক বলেছেন: অখনো ১৮টা পুস্ট হয় নাই। :| :| :| তয় উদ্যোগ ভালা। +++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

সাইফ সামির বলেছেন:

অপেক্ষা করছি আপনার ছয় মাস পূর্তি আর ১৮টা পোস্টের জন্য!

ধন্যবাদ সাথে থাকুন! :)

৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

এস এম ইসমাঈল বলেছেন: আমিও থাকতে চাই। তোমাদের পাশে। সদস্য হবার লিনক দিন। তাড়াতাড়ি। ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

সাইফ সামির বলেছেন: লিংক পোস্টেই আছে।

৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ছাগু, ছাগবান্দব #:-S থাকলে সেখানে নাই ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

সাইফ সামির বলেছেন:

কাউকে ছাগু বা ছাগবান্দব সন্দেহ হলে প্রমাণসহ আমাকে শিগগির ম্যাসেজে জানাবেন।

ছাগু, ছাগবান্দব সে যে-ই হোক এই গ্রুপে স্থান নাই।

৪৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

তোমোদাচি বলেছেন: থাঙ্কু!! কাজ হয়ে গেছে B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

সাইফ সামির বলেছেন: :)

৪৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মঈনউদ্দিন বলেছেন: চমৎকার উদ্যোগ! শুভ কামনা
সাথে আছি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ সক্রিয়ভাবেই সাথে থাকুন।

৪৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

রুদ্র মানব বলেছেন: ছাগু ও ধর্মবিদ্বেষী কাউরে রাখা যাবে না :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

সাইফ সামির বলেছেন:

১৭। কোনক্রমেই ধর্মীয় ও নাস্তিকীয় মৌলবাদ/জঙ্গিবাদ/যুদ্ধাপরাধীর সমর্থকরা এই গ্রুপের সদস্য হতে পারবে না।

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই ধরনের অনেক গুলো গ্রুপ/ফোরামই তো আছে ।

তা অন্যান্য গ্রুপের সাথে এর পার্থক্য কি জনাব ???

আমি কেনো অন্য গুলোয় না গিয়ে এখানে আসবো ???

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

সাইফ সামির বলেছেন: তাই বুঝি!


আপনি সবসময় মন্ত্রীদের মতো কথা বলেন কেন???

ও! আপনার নিকটাই তো মাননীয় মন্ত্রী মহোদয়! :P

৪৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ভবঘুরে জীবন বলেছেন: শুভ কামনা +++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!

৫০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

নেক্সাস বলেছেন: প্রলেতারিয়েত বলেছেন: শিবির সমরথকগন এই ফোরামের সদসয হতে পারবে?তব্রাইয়া কানের লতি গরম কইরা দিমুনি। শিবির আছে দৌড়ের উপ্রে । সে কয় ফোরামের সদস্য হতে...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

সাইফ সামির বলেছেন:

নেক্সাস ভাই, আপনার সক্রিয় সহযোগিতা কামনা করছি!

৫১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

আহমাদ জাদীদ বলেছেন: আমি আছি :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

সাইফ সামির বলেছেন: সক্রিয়ভাবেই সাথে থাকুন! :)

৫২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

এস বাসার বলেছেন: গুড জব। ওয়েল ডান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! সঙ্গে থাকুন!

৫৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

লুকার বলেছেন:
হা: হা: হা:!!
এসোসিয়েশনের মার্কেটে দোকানের পজেশন কত কইরা নিবেন??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

সাইফ সামির বলেছেন:

ভুল জায়গায় নক করেছেন। অন্যত্র দেখুন!


জোকসে মজা পাইলাম লুকার ভাই! :P

৫৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

মোমের মানুষ বলেছেন: আমি ফেসবুকে যোগ দিয়েছি....।
আমার আইডি কত?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

সাইফ সামির বলেছেন:

সময়মত সদস্য নাম্বার জানানো হবে। এই বিষয়ে চিন্তা নিয়েন না।

৫৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

রাতুল_শাহ বলেছেন: আবেদন পত্র জমা দিলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ! :)

৫৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

শিপু ভাই বলেছেন:
আপনার এই উদ্যোগে খুব খুশি হইছিলাম। আপনে আমার পছন্দের ব্লগারদের একজন। কিন্তু এডমিন প্যানেলে আমার খুব অপছন্দের ২ জন আছে। ওদের মাতুব্বরি আমার সইবে না!!! :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

সাইফ সামির বলেছেন:

শিপু ভাই, এখানে কেউ মাতুব্বরি করবে না। মাতুব্বরির চান্স নাই! আপনি থাকেন সঙ্গে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

সাইফ সামির বলেছেন:

এই পোস্টে একটা লাইন আছে:

আজ সময় এসেছে ব্যক্তিগত স্বার্থ-দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে একত্রিত হওয়ার।

৫৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

শিপু ভাই বলেছেন:
আর আমার ফেসবুক বাংলায় তো তাই এডমিন কে "নিয়ন্ত্রক" দেখায়। :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

সাইফ সামির বলেছেন:

সেটা আমি আগেই বুঝছিলাম! :P

আর হ্যাঁ, আইন কিন্তু সবার জন্য সমান।

৫৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আশিকুর রহমান অমিত বলেছেন: পোষ্ট টা পিন করার জন্য অনুরোধ থাকল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

সাইফ সামির বলেছেন: :P

৫৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাল উদ্যোগ। মাত্রই ফেসবুকে যোগ দিলাম। জানি না কতদূর এগোবে শেষ পর্যন্ত। তারপরও এধরনের উদ্যোগকে স্বাগত জানাই।

যূথবদ্ধতার জয় হোক!!!!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

সাইফ সামির বলেছেন:

আপনি যতোদূর এগোবেন গ্রুপও ততোটুকু এগোবে। এখানে আপনি মানে প্রতিটি সদস্য।

যূথবদ্ধতার জয় হোক!

৬০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ১৮ পোস্ট আছে কিনা সেইটা বাছাই করতে গিয়ে তো বিপদে পড়ে যাচ্ছি :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

সাইফ সামির বলেছেন:

এই নীতিমালায় কঠোর থাকতেই হচ্ছে। অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, কোন অব্লগার বা কোন ছদ্মবেশি ছাগু যেন এই গ্রুপে ঢুকতে না পারে।

৬১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: গ্রুপে এ্যাড করা হয়েছিলো। লিভ করেছি। শুভকামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

সাইফ সামির বলেছেন:

এই পোস্টে একটা লাইন আছে:

আজ সময় এসেছে ব্যক্তিগত স্বার্থ-দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে একত্রিত হওয়ার।

৬২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

তন্ময় ফেরদৌস বলেছেন: শিপু ভাইঃ নিয়ন্ত্রক বইলা কিছু নাই। জাস্ট এক্সিকিউশনের জন্য...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

সাইফ সামির বলেছেন: ঠিক।

৬৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: ১৮টি পোস্ট কে কেহ আবার ভুলে ১৮+ পোস্ট মনে কইরেন না! :> তাইলেই সর্বনাশ!
ইয়ে মানে অনেকে ১৮টি+ কে ১৮+ ভাবতে পারে :P


এই পোস্ট টি স্টিকি করা প্রয়োজন। B-))

বিঃ দ্রঃ ১৮টি পোস্ট রিকুয়ারমেন্ট বিশেষ ক্ষেত্রে সহনশীল :#) :#)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

সাইফ সামির বলেছেন:
:P

এই নীতিমালায় কঠোর থাকতেই হচ্ছে। অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, কোন অব্লগার বা কোন ছদ্মবেশি ছাগু যেন এই গ্রুপে ঢুকতে না পারে।

কারও যদি একাধিক ব্লগ থাকে তবে যৌথ হিসেবে (রিপিটেড পোস্ট না) পোস্ট ১৮টি হলে সহনশীল।

৬৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো উদ্যোগ। মাত্র ২ টা পোস্ট এর অভাবে যোগ দিতে পারছিনা, আমার পোস্টের সংখ্যা ১৬ টি। ১৮ নম্বর পোস্ট কবে দিবো জানিনা।তবে আপনাদের সাথেই আছি :)

অনেক শুভকামনা আপনাদের জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

সাইফ সামির বলেছেন:

১৮ নম্বর পোস্ট জলদি দেন এবং জয়েন করেন! আর কোন কথা শুনবার চাই না! :)

৬৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

লুকার বলেছেন:
জানা আপু ডরাইছে কেন?
আমুর মাতব্বরগুলারে ডাইকা খিচুড়ি খাওয়াইয়া দিক।
আর রাজাকারগো ডরাইলে লজ্জার বিষয়।
স্বাস্থবান মডু নিয়োগ করায় খুশী হইছিলাম, কিন্তু তারা সামলাইতে পারতাছে না ক্যান?

৬৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

ধূসরধ্রুব বলেছেন: এই সংগঠনের কাজ কি ?? ব্যাপারটা ক্লিয়ার না । যদি বলেন দেশের স্বার্থে তাহলে বলব এমন সংগঠন অলরেডি দুইটা আছে বাংলাদেশে । জাতীয় স্বার্থে তারা রাজপথেও নেমেছে । শাহবাগ আন্দোলনও তারাই করছে । তাহলে আবার আরেকটা কেন ?? তাহলে সেই একই হয়ে যাচ্ছে । রাজনৈতিক সংগঠনের মত । পরে নিজেদের মধ্যেই ক্যাচাল লাগবে । আর আমার মনে হয় এই সংগঠনটা শুধুই আপনার মস্তিষ্ক প্রসূত । মনে হয় না অন্য কারো সাথে আলোচনা করে খোলা হয়েছে । আগে নিজে খুলেছেন এরপর বাকিদের সেখানে এড করেছেন ।

যাই হোক যোগদানের ইচ্ছা নেই । তবে শুভকামনা রইল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

সাইফ সামির বলেছেন:

এটা যে আমার মস্তিষ্ক প্রসূত সেটা তো নিজেই বলছি। আফটার অল মস্তিষ্ক থেকেই তো আসার কথা! কেন এই সংগঠন, এর উদ্দেশ্য কি তা পোস্টেই বলা আছে।

অ্যনিওয়ে, কোন একটা কাজ হবে আর সবাই সমানভাবে গ্রহণ করবে সেটা আশাও করি না। তবে আপনার শুভকামনা গ্রহণ করলাম।

৬৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

বাংলার হাসান বলেছেন: শিপু ভাই বলেছেন:
আপনার এই উদ্যোগে খুব খুশি হইছিলাম। আপনে আমার পছন্দের ব্লগারদের একজন। কিন্তু এডমিন প্যানেলে আমার খুব অপছন্দের ২ জন আছে। ওদের মাতুব্বরি আমার সইবে না!!! :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

সাইফ সামির বলেছেন:

এই পোস্টে একটা লাইন আছে:

আজ সময় এসেছে ব্যক্তিগত স্বার্থ-দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে একত্রিত হওয়ার।

৬৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব ভালো উদ্যোগ ! ছাগুমুক্ত থাকবে আশা করি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩

সাইফ সামির বলেছেন:

ভাই, যেখান আমি আছি সেখানে ছাগু? কাউকে সন্দেহ হলেই আমাকে সরাসরি ম্যাসেজ করে রিপোর্ট করবেন। এখানে ছাগু নট অ্যালাউড। তবে ছাগুদের ডিরেক্ট ব্যান করা অ্যালাউড।

৬৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

দায়িত্ববান নাগরিক বলেছেন: :) গ্রেট!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

সাইফ সামির বলেছেন:

সো দায়িত্ববান নাগরিকের মতো ছাগু (যদি পাওয়া যায়) ধরিয়ে দিবেন! :)

৭০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

আবেদন পত্র জমা দিলাম..........

আশাকরি নীতিমালাগুলো মেনে চলবেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

সাইফ সামির বলেছেন: সম্মানিত ব্লগার,

আপনারাই এর রক্ষক, চালক তাই নীতিমালা কোথাও ভঙ্গুর হচ্ছে দেখলেই আমাকে ম্যাসেজ দিয়ে দিবেন। আপনারা সোচ্চার থাকলে সব ঠিক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

৭১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

সাইফ সামির বলেছেন: বি.দ্র. কেউ যদি মনে করেন তিনি নীতিমালা অনুসারেই আবেদন করেছেন। কিন্তু ভুলবশত তার আবেদনটি গৃহীত হয়নি তবে দয়া করে আবার আবেদন করুন আর আবেদনের কথাটা আমাকে ম্যাসেজে জানিয়ে দিন।

আর হ্যাঁ, কোন একটা কাজ হবে আর কোন বিরূপ প্রতিক্রিয়া হবে না? এটা হতেই পারে না! তাই নিজ বিচার-বুদ্ধি-বিবেকের ওপর জোর দিন।

আমরা সবাই ব্লগের কালচারটা জানি। আর জানি কুয়োতে আটকে থাকা বাঙালির গল্পটিও। আমরা সেই কালচার আর সেই গল্পটি পরিবর্তন করতে চাই।

৭২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৭

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আছি :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

সাইফ সামির বলেছেন: :)

৭৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন:
কেউ আমারে আমন্ত্রণ করে নাই ক্যালা , অনেক পরিচিত মুখ দেখলাম গ্রুপে ।

যাই হোক , আমি আবেদন জানালাম :)

সাইফ ভাই , কনসিডার ইট প্লিজ ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

সাইফ সামির বলেছেন: সক্রিয়ভাবেই সাথে থাকুন! :)

৭৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: চমৎকার সময়োপযোগী উদ্যোগ... পারলে এক্ষনই আবেদন জানাতাম, কিন্তু তার আগে আরও ১০ টা পোস্ট দেয়া লাগবে... :( সদস্য হতে পারি না পারি, সাধুবাদ ও শুভ কামনা রইলো...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

সাইফ সামির বলেছেন:

আপনার সাধুবাদ ও শুভ কামনা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো। :)

ভয়েস অফ ব্লগারসে থাকুন। আশা করি গ্রুপেও সময়মতো পাব।

৭৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

ভবঘুরে ঝড় বলেছেন: ভালো উদ্যোগ এখন থেকে ব্লগারদের মধ্যেও দুইটি দৃশ্যমান গ্রুপ থাকবে, "এ্যাসোসিয়েশন" ব্লগার আর "নন-এ্যাসোসিয়েশন" ব্লগার। আর যারা এই দুইটার কোনটাই না তারা ব্লগর-ব্লগর ব্লগার :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

সাইফ সামির বলেছেন:

হাঃ হাঃ ভাই মোটেও তেমন কিছু না! :)

নিজেদের স্বার্থেই জোটবদ্ধ থাকার প্রয়োজন আছে। পৃথিবীর অনেক দেশেই ব্লগারদের স্বার্থ রক্ষার্থে ব্লগাররা জোটবদ্ধ হচ্ছেন। আমরা হব না কেন?

৭৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

তুহিন সরকার বলেছেন: এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
শুভকামনা রইল।
জয়বাংলা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

৭৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

শের শায়রী বলেছেন: ফেবুতে আবেদন করলাম। শুভ কামনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

সাইফ সামির বলেছেন: সক্রিয়ভাবেই সাথে থাকুন। ধন্যবাদ।

৭৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

শিপু ভাই বলেছেন:
যোগ দিলাম!!! :)



তয় ঐ গ্রুপে জানাপারে ব্যান কইরা দিলে কেমুন হয়??? সামুতে আমাগো অনেক জ্বালায়!!! :P


কিছু থিংকিং-
* কমিটি থাকা উচিত। আপনি আহবায়ক হয়ে এখন সদস্য সংগ্রহ করতে থাকুন। একটা নির্দিষ্ট সংখ্যক সদস্য হয়ে গেলে কাউন্সিল/নির্বাচন দিন। ২১ সদস্য বিষিষ্ট কমিটি হতে পারে।
*এই সংগঠন যদি শুধুই ভার্চুয়ালী কাজ করতে চায় তাহলে কমিটি দরকার নাই।
*আর বাস্তবে কাজ করতে চাইলে নেতৃত্বের প্রয়োজন আছে। সদস্যরাই নেতৃত্ব খুজে নিবে।
*সাংগঠনিক ভিত্তি মজবুত না হলে গুছিয়ে কাজ করা যাবে না।
*এই এশসিয়েশন দ্বারা অনেক কাজ করা সম্ভব।
*"ব্লগার" পরিচয়টা এই মুহুর্তে সারা বাংলাদেশে টক অব দা কান্ট্রি। সো আর দশটা ফেবু গ্রুপের মত একটা গ্রুপ করলে কোন ফায়দা নাই।
*এই সংগঠন হবে একটা ফ্রুটফুল সংগঠন। জাতীয়, সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, সাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

সাইফ সামির বলেছেন: মোস্ট ওয়েলকাম শিপু ভাই! :)


জানাপারে ব্যান!! হাঃ হাঃ হাঃ নীতিমালা ভঙ্গ করলে ব্যান করমু নে! :P


আপনার গঠনমূলক পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ! কোন কমিটি থাকবে না বলেছিলাম তবে কর্মসূচী ভিত্তিক কমিটি থাকতে পারে। মনে করুন আপনি কোন একটি ইস্যু নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে চাচ্ছেন; যে সব সদস্য ব্লগারদেরকে আপনি সশরীরে পাচ্ছেন তদেরকে নিয়ে একটি কমিটি হতে পারে।

না আর দশটা ফেবু গ্রুপের মত হওয়ার কোন ইচ্ছা নাই। আমাদের কাজ ভার্চুয়াল জগত ছাড়িয়ে মাঠে গড়াবে ইনশাআল্লাহ। সংগঠনকে বিভিন্ন ক্ষেত্রে ফলদায়ক করাটাই লক্ষ্য। তাই সবার সর্বাত্মক সক্রিয় সহযোগীতা কামনা করছি।

৭৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

শিপু ভাই বলেছেন:
প্রয়োজনে জনপ্রতি ৫০/১০০ টাকা মেম্বারশীপ ফি নেয়া যেতে পারে। এতে সংগঠনের প্রতি মায়া হবে আবার একটা প্রাথমিক ফান্ডও ক্রিয়েট হবে।

যেকোন সংগঠন চালাতে হলে টাকা লাগবেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

সাইফ সামির বলেছেন:

প্রস্তাব গ্রুপে উত্থাপন করুন। সবার সম্মতিতে সিদ্ধান্ত নেয়া হবে।

৮০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শিপু ভাইয়ের দুটো কমেন্টেই সমর্থন জানিয়ে গেলাম। ভেবে দেখা যেতে পারে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

সাইফ সামির বলেছেন:

যে কোন প্রস্তাবের ক্ষেত্রে মতানৈক্য যথাসম্ভব এড়িয়ে একসাথে চলার বিষয়টা গুরুত্ব পাবে। সবার সুচিন্তিত পরামর্শকে স্বাগতম!

৮১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

আরজু পনি বলেছেন:

খুবই ভালো উদ্যোগ। অভিনন্দন রইল উদ্যোক্তা সহ গ্রুপের সবাইকে !:#P

ফেসবুক পেজটাতে লাইক দিয়েছি। আশা করি পেজ থেকে এবং ব্লগ পোস্ট থেকে আপডেট জানতে পারবো।

গ্রুপে যোগ দেবার মতো নিজেকে এখনও যোগ্য মনে হচ্ছে না, ভবিষ্যতে যোগ দেবার ইচ্ছে রাখি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সাইফ সামির বলেছেন: মনে মনে আপনাকে খুঁজছিলাম! ভাবছিলাম গেলেন কই? ফেবুতেও পাইলাম না! যা হোক অভিনন্দনের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা কি কথা? যোগ্য মনে হচ্ছে না মানে কি? আরজুপনি, অতো কথা শুনতে চাই না। আপনি গ্রুপে যোগ দেন।

৮২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

েধাপা বলেছেন: সদস্য হবো কিভাবে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

সাইফ সামির বলেছেন: Click This Link

৮৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

চলতি নিয়ম বলেছেন: যোগ দিলাম

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

সাইফ সামির বলেছেন: স্বাগতম! সদা অ্যাকটিভ থাকুন!

৮৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

জাতিস্বর বলেছেন: ভালো উদ্যোগ।
আশা করি এর থেকে ভাল কিছুই বের হয়ে আসবে দেশ ও জাতির কল্যাণে।
তবে এমন সময়ে এটাকে করা হল যখন দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।
এখন অনেকেই নাম-কা-ওয়াস্তে ব্লগারে পরিনত হয়েছে।এবং এদের কিছু ভুঁইফোঁড় সংগঠনও গজিয়ে গেছে।
আশা করি সেই দিকেও নজর দেওয়া হবে এটাকে সত্যিকার অর্থে সফল করবার জন্য।

শুভ কামনা রইল। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

সাইফ সামির বলেছেন: আপনার মতামতের সঙ্গে একমত। পোস্ট এবং মন্তব্যের জবাবে খেয়াল করলে দেখবেন সবদিকেই নজর দেয়া হচ্ছে।

আপনার সহযোগীতা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। :)

৮৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

লুকার বলেছেন:
@বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনের সদস্য# ১

আমার দ্বিতীয় মন্তব্য মুইছা দেওয়ায় অফমান হৈলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

সাইফ সামির বলেছেন: অপ্রাসঙ্গিক বিবেচনা করছিলাম। যা হোক আপনার মন্তব্যের দায় আপনার তাই পুনরায় গ্রহণ করা হইলো।

৮৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

htusar বলেছেন: জাতিস্বর বলেছেন: ভালো উদ্যোগ।
আশা করি এর থেকে ভাল কিছুই বের হয়ে আসবে দেশ ও জাতির কল্যাণে।
তবে এমন সময়ে এটাকে করা হল যখন দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।
এখন অনেকেই নাম-কা-ওয়াস্তে ব্লগারে পরিনত হয়েছে।এবং এদের কিছু ভুঁইফোঁড় সংগঠনও গজিয়ে গেছে।
আশা করি সেই দিকেও নজর দেওয়া হবে এটাকে সত্যিকার অর্থে সফল করবার জন্য।

সহমত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সাইফ সামির বলেছেন:

এই অ্যাসোসিয়েশনে নাম-কা-ওয়াস্তে ব্লগারের কোন ঠাঁই নাই। কিছু ভুঁইফোঁড় ফোরাম-টোরাম আমার নজরে শুরুতেই পরছে। এদের ভেতরে যে কে কে আছে, এদের নীতিমালা কি, কিভাবে ফোরাম করা হইলো তা কেউ জানে না! যে কয়েকজনের নাম প্রকাশ হইছে তাদের ৯৯ শতাংশের নাম আগে শুনি নাই! শুনছি এদের কেউ কেউ নাকি জীবনে ব্লগ না লিইখাই ব্লগার সাজছে! কয়েকজন ব্লগে ঢুকছে মাত্র আর দুই চারটার বেশি ব্লগ লিখে নাই। তাছাড়া কেউ কেউ ফেবুতে কিছু স্ট্যাটাস লিইখা হইছে অনলাইন অ্যাকটিভিস্ট। এটা শতভাগ সত্যি যে, শাহবাগ আন্দোলনের চামে কেউ কেউ ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট সাজছে। লক্ষ্য করলে নিশ্চয় দেখবেন, আমাদের নীতিমালা এমনভাবে তৈরি হইছে যেন, প্রকৃত/নিয়মিত/সক্রিয় ব্লগারই গ্রুপে আসেন। অব্লগার নিয়ে সদস্য সংখ্যা বাড়িয়ে গ্রুপ বড় করে দেখানো আমাদের লক্ষ্য না। তাই মেম্বারশীপ প্রদানে কড়া ফিল্টারিং চলতাছে।

৮৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

আমিনুর রহমান বলেছেন: আজ সময় এসেছে ব্যক্তিগত স্বার্থ-দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে একত্রিত হওয়ার।


ভালো উদ্যোগ +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! সাথেই থাকুন! :)

৮৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১০

রাজীব বলেছেন: ব্লগে আছি অনেক দিন কিন্তু ফেইসবুক ইউজ করি না।

০১ লা মার্চ, ২০১৩ রাত ২:০০

সাইফ সামির বলেছেন:

অনেকেই দেখছি ব্লগে আছেন কিন্তু ফেইসবুক ইউজ করেন না! বিষয়টা আগে এভাবে খেয়াল করিনি। যা হোক, অনেকেই এখন বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনে যোগদানের জন্য ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। আমরা ফেসবুক থেকে যে প্রয়োজনীয় সুবিধাটা পাব তা ব্যবহারের জন্য আপনিও একটি অ্যাকাউন্ট খুলতে পারেন! :)

৮৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রাজীব বলেছেন: ফেসবুক লাইক করি না, কারন ফেসবুক ব্লগের মত সবার মতামত প্রকাশের জায়গা নয়, ফেসবুক প্রেম করার জায়গা। ফেসবুকে বেশীরভাগ প্রফাইল ভুয়া।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

সাইফ সামির বলেছেন: হা হা হা.... :P

৯০| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মুনতাশীর বলেছেন: এই এসোশিয়েশন থেকে কি আমরা নতুন কোনো ইমরান সরকার হতে পারব?

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

সাইফ সামির বলেছেন: না। সম্ভব না।

পোস্টেই বলা আছে:

আমরা কোন একক নেতৃত্বে বিশ্বাস করছি না। তাই এখানে কোন একক নেতা থাকবে না। এখানে সবাই নিজ নিজ কর্মসূচীর নেতা। এখানে সবাই সবার সহযোগী। এখানে সবাই রাজা।

৯১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

মৃন্ময় বলেছেন: vai ami roll number painai.......
but why???????

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৯

সাইফ সামির বলেছেন: আমার সাথে ইনবক্সে একটু কথা কইয়েন।

৯২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ডাব্বা বলেছেন: ভাল উদ্যোগ।

গ্রুপিং নিয়ে কথা হচ্ছে, পছন্দ-অপছন্দ নিয়ে ও কথা উঠে এসেছে। নির্বাচনের প্রস্তাবও এসেছে। অনেকের অবস্থা আবার ঘর পোড়া গরুর মত। সিঁদূরে মেঘ দেখলেই ডরায়!

এ্যাডমিনদের বাধ্যতামুলক ভাবে একবছর পর পর বদলে দেবার ব্যাপারটা ভেবে দেখবেন।

গুড লাক।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৪

সাইফ সামির বলেছেন: একটা কাজের প্রাথমিক পর্যায়ে নানারকম প্রতিক্রিয়া আসবে, সেটাই স্বাভাবিক।

অ্যাডমিনশিপে কোন চিরস্থায়ী বন্দোবস্ত নেই। পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন সবই হতে পারে।

ধন্যবাদ।

৯৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ উদ্দ্যুগ
সুদ্ধ চিন্তায়
ভান্তি পদধলে
বিশ্বাসী স্বাধীনতায়
সময়ের এক্য বিরাট এক চেতনা
সফলতা কামনা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৬

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ পরিবেশ বন্ধু! :)

৯৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৭

যাইম জাকেরীন বলেছেন: ভাল উদ্যোগ। সফলতা কামনা করি

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০২

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ! :)

৯৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০০

হাসান মুহিব বলেছেন: আমি আছি

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

সাইফ সামির বলেছেন: সুস্বাগতম! :)

৯৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ভালো উদ্যোগ আমি যোগ দিতে চাই


তবে •পোস্ট করেছি: ৯টি
•মন্তব্য করেছি: ৫৭৪টি
•মন্তব্য পেয়েছি: ৩৬৬টি
•ব্লগ লিখেছি: ৬ মাস ১ সপ্তাহ

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

সাইফ সামির বলেছেন: আরও কয়েকটা পোস্ট করার পর চলে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.