নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

পরাহত চন্দ্র দর্শন এবং একটি কৌতুক :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৩

আমি আর কখনও তোমাকে চাঁদের সাথে তুলনা করবো না হে প্রিয়তমা! ক্ষমা করে দিও।

প্রেমিক হিসেবে আমি ব্যর্থ। শুধু তুলনাই করে গেলাম, কখনও তোমাকে চাঁদে দেখতে পেলাম না।



.

..

...

....

.....

......

.......



খবর: আকাশেতে লক্ষ তারা চাইদি চাঁদে হাসে রে... :P



আমি প্রিয়তমাকে (?) আর চাঁদের সাথে তুলনা করবো না শুনে এক বন্ধু বললো-



একজন মহাসুন্দরী আন্টি কখনও শাড়ি পরেন না। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি দেখতে এতো সুন্দর, আপনি কখনোই শাড়ি পরেন না, কারণ কি?? উনি উত্তর দিলেন, একদিন একটা পার্টিতে শাড়ি পরে গিয়েছিলাম, ওখানে এইচ. এম. এরশাদও এসেছিলেন। উনি আমাকে দেখেই বলে উঠলেন, 'ভাবী শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগে!!!' আমি ঐ দিনের পর থেকে আর জীবনেও শাড়ি পরি না... :P



মনে হয় না, তোমার প্রিয়তমাও চাইবে আর জীবনেও চাঁদ উঠুক!!!
:P

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: নিজেরে যেদিন দেখা যায়
শুভবারতায় মিষ্টি খামু
হা হা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

সাইফ সামির বলেছেন: :D :D :D

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

কাইয়ূম খান রাহাত বলেছেন: চাঁদের মত মুখ যার = চন্দ্রবদন
চাঁদের মধ্যে মুখ যার= চন্দ্রমদন :P :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০১

সাইফ সামির বলেছেন: হা হা হা হা :D :D

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

বাংলার হাসান বলেছেন: মনে হয় না, তোমার প্রিয়তমাও চাইবে আর জীবনেও চাঁদ উঠুক!!! :P

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

সাইফ সামির বলেছেন: :!> :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.