নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

সরকারের পাখা গজিয়েছে মরিবার তরে?

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

নাহ, সরকার দেখি সত্যিই বাড়াবাড়ি শুরু করেছে।



অবাক হচ্ছেন? শাহবাগ আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হিসেবে, যুদ্ধাপরাধীদের ফাঁসি চেয়ে রাজপথের আন্দোলনকারী হিসেবে, জয় বাংলা শ্লোগানধারী একজন প্রতিবাদী হয়ে আমি তো আমার বিবেকটা আওয়ামী লীগের কাছে বন্ধক দিই নাই! শাহবাগে সরকারের সমর্থন আছে দেখে গত চার বছরের কুকীর্তির কথা তো ভুলি নাই। চামড়া বাঁচাতে চুপ থাকবো কেন? ভণ্ডামি অন্যরা করুক, আমি তো করতে পারি না। রেকর্ড চেক করে দেখেন আমার- দুধকে দুধ আর মদকে মদই বলেছি।



ধরে নিলাম ককটেল বিএনপি নিজেই ফুটিয়েছে। এটা অসম্ভব কিছু না। একই রেকর্ড আওয়ামী লীগেরও আছে। আওয়ামী লীগ জানে- না ফুটানো ককটেলগুলো কার্যালয়ের বাথরুমে লুকিয়ে রাখা হয়। পুলিশ সেই তথ্য অনুযায়ী ককটেল উদ্ধার করলো। কিন্তু এই কাজটা সরকারে থেকে বিএনপি আগে করে নাই। এবার আওয়ামী লীগ করলো। অর্থাৎ আগ্রাসী রাজনীতিতে তারা একধাপ এগিয়ে গেল। লীগ অবশ্য বরাবরই কয়েক ধাপ এগিয়ে থাকে।



ধরে নিলাম ককটেল বিএনপি নিজেই ফুটিয়েছে। হরতাল ডাকার অজুহাত বানানোর জন্য এই কাজ। একই খেলা আগে আওয়ামী লীগও খেলেছে। দিন বদলের আওয়ামী লীগ যদি সত্যি বদলে গিয়ে থাকতো তবে কেন্দ্রীয় কার্যালয় থেকে এভাবে নির্বিচারে শীর্ষ নেতা-কর্মী গ্রেফতার করতো না। এখানেও লীগ এগিয়ে, বিএনপি আগে যা করেনি তা আওয়ামী লীগ এবার করে দেখিয়ে দিল। হাজার হোক রাজনৈতিক নোংরা খেলায় আওয়ামী লীগ বিএনপির আব্বা।



ধরে নিলাম ককটেল বিএনপি নিজেই ফুটিয়েছে। কিংবা জামাত-শিবিরও ফুটাতে পারে। অথবা সরকার নিজেই পারে স্যাবোট্যাজ করতে। অন্যদিকে, কার্যালয়ের ককটেলগুলো বিএনপিরই ধরে নিলাম। অথবা জামাত-শিবিরের কোন কর্মী ককটেল নিয়ে ঢুকতে পারে। কিংবা পুলিশ নিজেই ককটেল রেখে উদ্ধারকর্তা হতে পারে। দেখুন, কোন কিছুই অসম্ভব না। তাই আসল ঘটনা কি সেটা নিয়ে জল্পনা-কল্পনা করে কোন লাভ নেই। পরিস্থিতি কে কিভাবে চালাতে চায় সেটাই বিবেচ্য।



ধরে নিলাম হরতাল ডাকার উদ্দেশ্যেই বিএনপির এই সভা। আওয়ামী লীগের উদ্দেশ্য বিএনপি যেন হরতাল ডাকার অজুহাত না পাই। তো বিএনপি ককটেল ফুটাক, নিজেরা নিজেরা ধস্তাধস্তি করুক, পুলিশ কিছুক্ষণ নীরব থাকার পরও আবার কেন গেল? হরতাল ডাকাটাই যদি উদ্দেশ্য হয় সেটা বিএনপি যে কোন ভাবে ডাকতে পারে। পুলিশের হস্তক্ষেপে সেই অজুহাত তো শক্ত হাতে পরিণত হবে। এটা কি সরকার জানে না? লীগ সরকার কি ইচ্ছে করেই তাদেরকে আরও উস্কে দিল?



ধরে নিলাম পুলিশ 'আত্মরক্ষার্থে' কিংবা জনগণের জান-মাল বাঁচাতে সমাবেশে 'পাল্টা হামলা' দিল। কিন্তু কার্যালয়ে প্রবেশ করে বেধড়ক ধরপাকড় কেন? হরতাল ডাকার অজুহাতকে এভাবে বৈধতা দেয়া হলো কেন? কেন সরকার পরিস্থিতিকে আরও ঘোলা করছে? কেন আরও অরাজক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে দেশকে? যারা সরকারের এমন পদক্ষেপকে নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে কেন তারা জনগণের শান্তির কথা চিন্তা করছে না? বিএনপি-আওয়ামী লীগকে যুদ্ধে লাগিয়ে দিয়ে কেন লাইভ অ্যাকশন সিনেমা উপভোগ করার বিকৃত মানসিকতা লালন করছে? শান্তির কথা না বলে কেন ধ্বংসের কথা বলছে? আরে ভাই, মরলে তো আমরা মরবো! হাসিনা-খালেদার কিছু হবে?



ধরে নিলাম বিএনপি অসাধু পলিটিক্স খেলার চেষ্টা করছে। কিন্তু ফর গড'স সেক, এটা মেনে নিন যে আওয়ামী লীগ জঘন্য নোংরা পলিটিক্স খেলছে।



ঐ কথাটা মনে পড়ছে, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।

মন্তব্য ৪৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: এসবে অবাক হইনা এখন আর। পিপীলিকা মরিবে তার বদলে বোলতা আসিবে তার পরে একদিন শুধু শকুনেরাই উীবে।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সাইফ সামির বলেছেন:

আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?


এভাবেই চলতে থাকবে মহাধ্বংস অবধি?

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

এনজেল মাইন্ড বলেছেন: Awamilig arekta kharap example desh ke upohar dilo.

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

সাইফ সামির বলেছেন: It sucks that someone has to be the example that others can look toward and say, 'I better not do that, Look what happened to them'.

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

ফজল বলেছেন: ধরে নিলাম বিএনপি অসাধু পলিটিক্স খেলার চেষ্টা করছে। কিন্তু ফর গড'স সেক, এটা মেনে নিন যে আওয়ামী লীগ জঘন্য নোংরা পলিটিক্স খেলছে।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

সাইফ সামির বলেছেন: হ্যাঁ, তারা সব সময় নিজেদের সেরাটাই খেলতে চায়। যে কোন মূল্যে, স্বীয় স্বার্থে।

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

জহির উদদীন বলেছেন: shorkar Amader Buker Shahos Kere Niyeche........

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

সাইফ সামির বলেছেন: “People shouldn't be afraid of their government. Governments should be afraid of their people.” ― Alan Moore

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

আইআইচকিবরিয়া বলেছেন: মরলে তো আমরা মরবো! হাসিনা-খালেদার কিছু হবে?........ ১০০% সহমত

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

সাইফ সামির বলেছেন: জনগণ হইতাছে নিরন্তর ঘানি টানা কলুর বলদ।

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

সাইফুর রহমান পায়েল বলেছেন: Sokol sotti kotha gulo bolar jonno thanks. Tobe sahabagh akhon ar sotontro nei. Ata akhon purai rajnoitik jinis hoie geche. Tara sudhu jamat shibirer juddhaporadhier fashir dabi korche. A league er moddhe jara ache tader name keno asche na? Sorkar dolio bole ki? Jodi tai hoi tobe ata gono jagoron noi. Bises moholer chal.

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

সাইফ সামির বলেছেন: শাহবাগ স্বতন্ত্র আছে কি নেই সেটা পরের কথা। আগে বলুন আপনি শাহবাগ আন্দোলন সমর্থন করেছেন কিনা?

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

ভুল উচ্ছাস বলেছেন: বি এন পি এর কয়েক হাজার কর্মী ছিলো ওখানে, পুলিশের বাপের সাহস আছে অভিযান চালাবে? যেন মামা বাড়ির আবদার।
এই ফ্যাসীবাদীকে রুখতে হলে অমন ভীতু নেতা দিয়ে হবে না, সামনে থেকে মুশফিকের মতো নেতৃত্ব দেয়া লাগবে।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

সাইফ সামির বলেছেন: বিএনপির কার্যালয়ে হানা দিয়ে নেতাদের গণহারে গ্রেপ্তারের ঘটনাকে ‘পুলিশের বাড়াবাড়ি’ বলে মনে করা হচ্ছে। সরকার ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন, মাঠপর্যায়ের পুলিশ সতর্ক হলে এ ঘটনা এড়ানো যেত।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।
পুলিশের এই অভিযান নিয়ে গতকাল দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উষ্মা প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়। সোমবারের ঘটনায় পুলিশ আরও কৌশলী হতে পারত। তারা এই পর্যায়ে না গেলেই আমরা খুশি হতাম।’
সূত্র: প্রথম আলো, ১৩-০৩-২০১৩

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

এম আর সুমন বলেছেন: সহমত

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

সাইফ সামির বলেছেন: সহমত হলে আমার এখানকার প্রতিটি কথার সাথে সহমত হতে হবে। শাহবাগ আন্দোলনের প্রতিও সমর্থন থাকতে হবে।

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

তাহিতি তাবাসুম বলেছেন: সত্য বলার জন্য ধন্যবাদ।+++++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ। সেই সাথে রাজাকারের বিচারের দাবিতে সচেষ্ট থাকেন।

১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

গেস্টাপো বলেছেন: ভাই শুধু আমি আপনি না যুদ্ধাপরাধের বিচার এদেশের সবারই প্রানের দাবি।আমিও বহুবার শাহবাগ গিয়েছি

কিন্তু আফসোসের সাথে বলতে হয় সরকার দেশের মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলছে


একটা কথা শুধু বলতে চাই যে এ দেশ আম্লিগের বাবার সম্পত্তি নয়।এ দেশ আমাদের সবাই

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

সাইফ সামির বলেছেন: আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা আর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ভোটের রাজনীতি করে। অন্যদিকে বিএনপির মাথায় কাঁঠাল ভেঙ্গে খায় জাশি।

এই দেশটারে নিয়া এতো ছিনিমিনি খেলার অধিকার তাগরে কে দিছে? উত্তর: জনগণ। এর ফলে ভুগতাছে কারা? উত্তর: জনগণ।

তাই খুব সাবধান। বাঁচতে চাইলে যে যার সমর্থিত দলের গঠনমূলক সমালোচনা করেন। সেই সমালোচনা যেন নেতা-নেত্রীর কানে পৌঁছায়।

তৃতীয় শক্তির উত্থান ঠেকাইতে চাইলে দলগুলোর নিজস্ব স্বার্থেই সংস্কার দরকার।

১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

তানভীর৪২৭ বলেছেন: আওয়ামিলীগ বি এন পি বোকা হতে পারে, তবে পুরো জাতি বোকা না....

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

সাইফ সামির বলেছেন: জনগণ সবই বোঝে। কিন্তু জনগণের একাংশ বুঝেও না বোঝার ভাণ করে। তার নিজ সমর্থিত দলের কোন দোষ স্বীকার করতে চাই না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

সাইফ সামির বলেছেন: বাই দ্যা ওয়ে, আপনার ব্লগটা ভিজিট কইরা তো আপনারে আমার চুপা ছাগু বইলা মনে হইলো! আপনি কি রাজাকারদের ফাঁসি চান? তাইলে কয়েকজন শীর্ষ রাজাকারের নাম কন তো দেখি?

১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

গেস্টাপো বলেছেন: এই দলটা সব নস্টের মূল।এরাই জামাতের সাথে ৮৬ তে জোট বেধেছিলো।৯৬ এ জামাতের সাথে মিলে আন্দোলন করেছিলো

তাই আম্লিগও রাজাকার।জামাতি রাজাকারদের সাথে এদেরও বিচার হওয়া উচিৎ X(( X(( X((

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

সাইফ সামির বলেছেন: পোস্টেই লিখেছি: রাজনৈতিক নোংরা খেলায় আওয়ামী লীগ বিএনপির আব্বা।


এভাবে রাজাকার বললে আ.লীগ-বিএনপি দুদলকেই রাজাকার বলতে হবে। তার চেয়ে বরঞ্চ এই দুই দলের ভিতরে লুকিয়ে থাকা সত্যিকারের রাজাকারগুলোর বিচারের দাবি করতে হবে।

১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

শামিল কায়সার বলেছেন: মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর "আমার ফাঁসী চাই" বইতে জেনেছিলাম জাতির ভগিনীর ফেন্সিডিল খাওয়ার কথা!
গতবার দেখেছিলাম কোটালিপাডায় ৮০ কেজি ওজনের বোমা আবিষ্কারের ঐতিহাসিকভাবে সফল ইন্টেলিজেন্স অভিযান!

আজ দেখলাম বি'এন্ִপির কেন্দ্রীয় অফিসের দরজার ভেঙ্গে কিচেন থেকে ৮টি জর্দার কৌটা উদ্ধারের ভয়ানক দুঃসাহসিক পুলিশি অভিযান!

পাগলামীর একটি লিমিট থাকা উচিৎ। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে, অফিসের ভেতরে জর্দার কৌটা ছিলো, তবে ভেতরে থাকা শতশত কর্মীরা কি সেই ৮টি জর্দার ডিব্বা দক্ষিন পাশের জানালা দিয়ে নিচের গার্বেজ ফেলা চিপায় ফেলে দিতে পারতো না?

নাটক সাজালেও বাস্তবসম্মত করে সাজানো উচিৎ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৮

সাইফ সামির বলেছেন: রাজনৈতিক সমালোচনা করার সময় সমালোচক যদি কোন দলের সাপোর্টার হয়ে থাকেন তবে প্রতিপক্ষের শুদ্ধ সমালোচনা যেমন করবেন তেমনি নিজ দলেরও গঠনমূলক সমালোচনা করতে হবে।

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

নাহিদ সৈকত বলেছেন: তীর্থক বলেছেন: : বি এন পি তো আওয়ামীলিগের কাছ থেকে অনেক কিছু শিখছে।

বি এন পি জামাত-শিবির থেকে সরে গেলে তো আওয়ামীলিগ জামাত-শিবির'কে নিয়ে আগামি নির্বাচনে ১৫ দল গঠন করবে। সেটাকে কি দিয়ে ঠেকাবেন :-)) ১৯৮৬ তে জামাত কে নিয়ে স্বৈরাচারে'র সাথে জোট করে আওয়ামীলিগ যে নির্বাচন করে যে জাতীয় বেইমান উপাধী পেয়েছিল তা ভুলে জাননি আশা করি :-)

১৯৯৬এ ও কিন্তু আওয়ামীলিগ জামায়াত কে সাথে নিয়ে নির্বাচন করেছে। মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আজমে'র পা ধরে সালাম করে নির্বাচনে জয়ীও হয়েছিলেন :-))

কি ভুল লিখলাম ;-)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬

সাইফ সামির বলেছেন: যুদ্ধাপরাধীদের সংগঠন জামাত-শিবিরকে সঙ্গী করে রাজনীতির নোংরা খেলা আর কতদিন?

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

jotejoy বলেছেন: পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭

সাইফ সামির বলেছেন: হ।

১৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

জীবনকেসি বলেছেন: চমতকার বক্তব্য, আন্তরিক ধন্যবাদ।
কিন্তু অবাক করা কান্ড হচ্ছে, এখনো এখানে কাউকে ছাগু বলা হয় নাই। সম্ভবত আমাদের চোখ ফুটতে শুরু করছে। জাতির জন্য এটি খুব একটা ভাল সংকেত।
আবারও ধন্যবাদ।

১৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

শামীম সুজায়েত বলেছেন: দেশের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। উত্তরণের পথ বের না করে উল্টো ফুসিয়ে তোলা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে সরকার ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশের গণতন্ত্র চর্চার পরিবেশ বিনষ্ট করলো।


আওয়ামী লীগ ভুলে গেছে সকল ক্ষমতার উৎস্য জনগণ। ভুলে গেছে বলেই তারা আজ রচনা করলো গণতন্ত্রের জন্য একটি কালো দিন।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫০

সাইফ সামির বলেছেন: এটা একটা ভুল পদক্ষেপ ছিল। ভয়ানক ভুল পদক্ষেপ। এখন খেসারত দিতে হচ্ছে।

১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

সাধারন বলেছেন: যতদিন পর্যন্ত দেশে আইনের শাষন চালু না হবে ততদিন পর্যন্ত এদের এই ধরনের মশকরা চলতেই থাকবে।
পলিটিসিয়ানরা আসলে আমগোরে ভোদাই পাইয়া ইচ্ছামতো খেলতেসে..:(

১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০০

সাইফ সামির বলেছেন: আমজনতারও দায় আছে। বাংলাদেশের আমজনতা বারবার কেন বেলতলায় যায়?

১৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০

কিংবদন্তী হাসিব বলেছেন: এই পোস্টে কাউকে ছাগু/শিবির/চাপাতিলিগ গালিগালাজ না করায় ভালো লাগলো। আমাদের নিজেদের মতভেদ ভূলে এখন থেকেই সচেতন হওয়া উচিত।

২০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৪

আমি কবি নই বলেছেন: When democracy dies, the whole system will die. This time its the opposition team, next the whole country and 'mango people' will be suppressed. So we must protest this kind of heinous activity by BAL, Even if BNP does this kind of seize against BAL, we should protest that too. For the sake of country we must save the only credible opposition party. Sorry for commenting in english...

২১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

দখিনা বাতাস বলেছেন: ""এখানেও লীগ এগিয়ে, বিএনপি আগে যা করেনি তা আওয়ামী লীগ এবার করে দেখিয়ে দিল।"""" ----

ভুল বললেন ভাই। বিএনপি এগিয়ে, তারা ২০০৪এ এই একই কাজ করছিল। বিএনপি আরোও এগিয়ে আছে গ্রেনেড হামলা দিয়ে। ঐটা এখনো হয় নাই। বিএনপিরে বলেন দোয়া করতে, ঐটা যেন না হয়, আর মাত্র কয়ডা মাস আছে সময় আওয়ামীলীগের হাতে। গ্রেনেড হামলা করার টাইম যেন না পায়, ঐ দোয়া করতে বলেন। ঐটা করতে পারলে বিএনপির সমান সমান হইবো।

চারদিকে বিনোদন চলতাছে এখন।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

সাইফ সামির বলেছেন: বিএনপির কার্যালয়ে অভিযান: গণতান্ত্রিক রাজনীতিতে এক নেতিবাচক দৃষ্টান্ত

সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের জবরদস্তিমূলক আচরণে অগণতান্ত্রিক ও নিপীড়নমূলক মানসিকতার প্রকাশ ঘটেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পুলিশ কার্যালয়টির ভেতরে ঢুকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্য নেতাদের যেভাবে গ্রেপ্তার করেছে, তেমনটি নিকট অতীতে ঘটেনি। এ দেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এ ঘটনা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, যার পুনরাবৃত্তি ভবিষ্যতে কোনো সরকারের আমলেই আর কাম্য নয়।
১৮ দলের সমাবেশটি যখন চলছিল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকটা দূরে দেখা গেছে। সমাবেশ চলছিল শান্তিপূর্ণভাবে। তারপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতার একপর্যায়ে ককটেলের বিস্ফোরণ, চিৎকার, ভাঙচুর, আগুন জ্বালানো ইত্যাদির ফলে সমাবেশ ভেঙে যায়। পুলিশকে তখনো অশান্ত হতে দেখা যায়নি। কিন্তু তার পর কী এমন ঘটল যে পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে মহাসচিবের কক্ষের দরজা ভেঙে নেতাদের গ্রেপ্তার করা শুরু করল? পুলিশের পক্ষ থেকে অভিযোগ, ককটেলের বিস্ফোরণসহ সহিংস ঘটনাগুলো ঘটিয়েছেন বিএনপিসহ সমাবেশকারী দলগুলোর নেতা-কর্মীরাই। এই অভিযোগের সত্যাসত্য তদন্ত করা হোক। পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিএনপির কার্যালয়ের ভেতরে তারা বিস্ফোরক ইত্যাদি পেয়েছে। এই অভিযোগের সত্যাসত্যও তদন্তের বিষয়।
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ আমলযোগ্য বটে, কিন্তু সে জন্য তাৎক্ষণিকভাবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই দলের প্রথম সারির নেতাদের পাইকারি হারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যথাযথ আইনানুগ আচরণ হয়নি। বরং সমাবেশ চলাকালে পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের যে পদ্ধতি অনুসরণ করছিল, আগাগোড়াই তা চালিয়ে যাওয়া সমীচীন ছিল। ককটেলের বিস্ফোরণ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও শুরুর পর বিএনপির হরতাল ঘোষণা—সব ঘটনার প্রতিই জনগণের দৃষ্টি রয়েছে, সংবাদমাধ্যমেও এসবের চিত্র উঠে এসেছে। তাই বিএনপি হরতালের ডাক দেওয়ার পরে তাদের কার্যালয়ে পুলিশি অভিযান চালানোর আদৌ কোনো প্রয়োজন ছিল না।
এই অভিযানের মধ্য দিয়ে বিরোধী দলের ব্যাপারে সরকারের যে রাজনৈতিক অবস্থানের প্রকাশ ঘটেছে, তা দেশের ঘনায়মান রাজনৈতিক সংকটের এই সময়ে কোনোভাবেই মঙ্গলজনক নয়। মনে রাখা প্রয়োজন, গণতান্ত্রিক পন্থার বাইরে রাজনৈতিক বিরোধের মীমাংসায় পৌঁছার কোনো পথ নেই। বলপ্রয়োগ বা ক্ষমতার প্রদর্শনী এ ক্ষেত্রে কোনো কাজেই লাগবে না।
এটা সরকারের শুভবুদ্ধির লক্ষণ যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সোমবার আটক দলটির শীর্ষস্থানীয় তিন নেতাকে পরদিন মুক্তি দেওয়া হয়েছে। এমন শুভবুদ্ধিই বজায় রাখা জরুরি; আমরা চাই, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। - সম্পাদকীয়/প্রথম আলো/১৩-৩-১৩

২২| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট +
ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।

২৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

আমিনুর রহমান বলেছেন: ধরে নিলাম বিএনপি অসাধু পলিটিক্স খেলার চেষ্টা করছে। কিন্তু ফর গড'স সেক, এটা মেনে নিন যে আওয়ামী লীগ জঘন্য নোংরা পলিটিক্স খেলছে।


সহমত ।

২৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

যোগী বলেছেন:
ভালোই বলেছেন-
আর রাজাকারেরা চাঁন্দে যায় দোসরদের নিয়েই।

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

লেখোয়াড় বলেছেন:
আর জামাতের কিসের তরে পাখা গজিয়েছে??

২৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

বোকামন বলেছেন: আমরা ভালো উদাহরণ থেকে শিক্ষা নেওয়া ভুলে যাচ্ছি আর খারাপ কাজগুলোর প্রচার ও প্রসারে গাটছাট বেধে নেমেছি.......

দমন নিপীড়ন করে কোন রাজনৈতিক দল কে অতীতেও মোকাবেলা করা যায়নি এখনো যাবে না - সহজ কথা .......

২৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: আপনার লিখা ভাল লাগল,

সব চেয়ে দুংখজনক হল আমাদের বিএনপির নেত্রী এখন রাজাকারদের বাঁচাতে উঠে পড়ে লেগেছেন।

স্বাধীন বাংলায় স্বাধীনতা বিরোধীদের সমর্থন পাওয়া কি বড়ই গুরুত্বপূর্ণ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.