নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

সরকার আসলে কি চায়? উগ্র নাস্তিকদের শায়েস্তা নাকি উগ্র ধর্মান্ধদের খায়েশ পূরণ? বাঁশি কে বাজায়? নাচে কে? আসল উদ্দেশ্য কি?

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১১

ব্লগ চলবে ব্লগের আইনে, এইখানে সরকার ক্যান?



সরকারের যদি চরম কোন পরিস্থিতিতে কোন ব্যবস্থা নিতেই হয় সেটা হইবো ব্লগ কর্তৃপক্ষের লগে মোকাবিলা, ব্লগারের গলা চিইপা ধরবো ক্যান?



কোন ব্লগারের বিরুদ্ধে অথেনটিক কোন অভিযোগ থাকলে সেটা তুইলা ধরবে ব্লগাররা ব্লগ কর্তৃপক্ষের কাছে। ব্লগ কর্তৃপক্ষ যদি সেই অভিযোগ সত্য হওয়া সত্ত্বেও আমলে না নেয় ঐ ব্লগারের দোষটা গিয়া পড়বে ব্লগ কর্তৃপক্ষের ঘাড়েই। এ জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধরা উচিত। এইখানে ধরা মানে এই না যে ব্লগই ব্যান কইরা দিতে হবে। এক জনের দোষে তো দশ জনরে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ব্লগ কর্তৃপক্ষ নিজেরা লম্বা লম্বা নীতিমালা বানায়, এই নীতিমালা রক্ষায় কেন তারা আপোষ করে ও ক্ষেত্রবিশেষে বিমাতৃসুলভ আচরণ করে সেই সব কিছুর জবাবদিহির দায়িত্ব ব্লগ কর্তৃপক্ষেরই। সাধারণ ব্লগারদেরকে কোন ভাবেই কোরবানি বানানো যাবে না।



এবার আসি আসিফ মহিউদ্দীনের কথায়- ফর দ্যা রেকর্ড এই প্রথম আমি এই লোকের নাম টাইপ করলাম- আসিফরে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কখনও দুপয়সা গুরুত্ব দিই নাই তারে। যাইতামও না তার ব্লগে। কারণ ধর্ম নিয়া বিদ্বেষ যারা করে আমি তাদের পছন্দ করি না। কিন্তু আমি একা কোন ছার! লোকজন তারে গুরুত্ব দিয়া মাথায় তুইলা ফেলল! এইটা ব্লগে একটা কালচার হইয়া দাঁড়াইছে, যাগোরে একঘরে করা দরকার, তাগোরে তোলে মাথায়। আবার যাগোরে সত্যিই মাথায় তোলা দরকার, তাগো কোন ভাত নাই। এই জিনিসটা লোকজন কেন বুঝতে চাই না, আপনি যারে পছন্দ করেন না তারে নিয়া তর্কাতর্কি করলেও মাথায় উঠানো হইয়া যায়। এবং আসিফ এটা লাইক করে। সে এটাই চাই যে, ভালো হোক, মন্দ হোক সবাই তারে নিয়া আলোচনা করুক। আসিফ যখন আহত হবার পর আবার সুস্থ হইয়া ফেরত আসল, দেখলাম সে বড়ই অকৃজ্ঞ! তার ভার্চুয়াল শত্রুরাও যে তার বিপদের দিনে তার জন্য কথা কইছিল সে জন্য তার কোন শুকরিয়া দেখলাম না! সারমেয়র লেজ বরাবরই বাঁকা। আসিফ ধীরে ধীরে সেই আগের রূপই হয়তো ধারণ করতো/করতেছিল। (আমার কোন ভুল হইলে ক্ষমাপ্রার্থী)



কিন্তু আসিফের যে ব্যান করা হইছে, এই বিষয়ে তাকে কি আগাম কোন নোটিশ দেয়া হইছে? তারে কি কারেকশনের একটা সুযোগ দেয়া হইছে? তাকে কি বলা হইছে ব্যান থেইকা বাঁচতে হইলে এই এই লেখাগুলো ডিলিট কর বা এখানে এখানে সংশোধন কর? কোন লাস্ট চান্স তারে দেয়া হইছিল কিনা জানি না। একটা লাস্ট চান্স তো যে কেউ পাইতেই পারে। সবচেয়ে বড় প্রশ্ন হইলো, এদ্দিন পর কেন এই ব্যান? এই ব্যানের আসল উদ্দেশ্য কি?



প্রশ্ন হইলো, এতো কিছুর পরও আসিফ সরকার নির্দেশিত ব্যান হইলে আমি কেন অখুশি হব? ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রত্যেকটা মানুষেরই মনে আলোকিত ও অন্ধকার দুইটা দিক থাকে। আমার অন্ধকার দিকটা হয়তো মনে মনে বলছে, 'ভালো হইছে, আপদ বিদায় হইলো।' কিন্তু আমার আলোকিত দিকটা কি বললো? বলা বাহুল্য, আমার আলোকিত দিকটা আমার অন্ধকার দিকের তুলনায় হাজার গুণ শক্তিশালী। সে অন্ধকারকে দাঁড়াতেই দেয় নাই। সো, আমার আলোকিত দিকটার প্রথম প্রতিক্রিয়া ছিল, 'আমার নিজের ব্লগটা অক্ষত আছে তো?'



লক্ষ্য করুণ, আমি একজন ধর্ম বিশ্বাসী ব্লগার। শুধু বিশ্বাসী না, প্র্যাকটিসিং আস্তিক। প্রশ্ন হইলো, আমার ব্লগ নিয়া আমার কোন প্রকার শঙ্কিত হওয়ার প্রশ্নই আসে না, তবে আমি কেন শঙ্কিত হইলাম? কারণটা খুব সিম্পল, আমি সম্প্রতি সরকারের কিছু কাজের গঠনমূলক সমালোচনা করছি এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাক স্বাধীনতার শক্তিতেই বঙ্গবন্ধুকে যে পছন্দ করি কিন্তু জনাবা হাসিনাকে যে আমার পছন্দ না সেই ব্যক্তিগত মতামতও প্রকাশ করছি। তাই আমি নিজের ব্লগটারে নিয়া একটু চিন্তিত হইলাম।



এবার আরেকটু ভালো কইরা লক্ষ করুন, আমার মাথায় প্রথমে এইটা আসে নাই যে, আসিফরে ধর্ম বিদ্বেষী লেখালেখির অপরাধে সরকারি হস্তক্ষেপে ব্যান করা হইলো। কারণ এইটা যদি লোক দেখানো উদ্দেশ্যও হয়ে থাকে, সরকারের মহা উদ্দেশ্য কিন্তু ভিন্ন। মনে আছে আপনাদের কিছুদিন আগে সরকারের কি এক বিজ্ঞপ্তি না ছাই কিসে যেন বলা হইলো, ইন্টারনেটে সরকার বিরোধী কোন কিছু লেখা যাবে না। মনে আছে তার প্রতিবাদে আপনারই সাহসী হয়ে এই বিষয়ে সরকারের সমালোচনা করছিলেন? মনে আছে, সরকার আর ঐ ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারে নাই? মনে আছে না ভুইলা গেছেন? কদিন আগেরই তো কথা।



আপনি কি ভাবছেন আপনাদের সমালোচনা দেইখা সরকার পিছু হটছে? জি না ভাইজানেরা। এই সরকার এতো সহজে ছাড় দেবার পাত্র না। প্রথমে সুঁই হইয়া ঢুইকা অতঃপর ফোঁড় হইয়া বের হইবো। তখন নিজের পাছা নিজের কামড়াইতে ইচ্ছা করবো আপনার।



হঠাৎ শুরু হওয়া সরকারের এই ব্লগার ব্যানিং কার্যক্রমে ব্লগ প্ল্যাটফর্মগুলোর কাছে সরকারী কর্তৃপক্ষের চিঠি যাচ্ছে। এটা কি উগ্র ধর্মান্ধদের খায়েশ পূরণের জন্য উগ্র নাস্তিকদের শায়েস্তা প্রকল্প, নাকি অন্য কিছু? সরকার ব্লগার ব্যানিংয়ের নিদর্শন স্থাপন করে কি ব্লগারদের মাঝে একটা ত্রাস সঞ্চার করতে চায়? সরকার বিরোধী কোন কণ্ঠকে রাষ্ট্র বিরোধী প্রচার করে কি এই প্রকল্পের আওতায় যে কোন ব্লগার ও ফেসবুকারকে যে কোন ছুতোয় ব্যান করা হতে পারে? সেই সম্ভাবনায় তো দেখা যাচ্ছে।



তাই বলি, আসিফের ব্যান দেইখা যারা খুশিতে লাফাইতেছেন অতো লাফানির কিছু নাই। যারা আপাতত চুপচাপ থাইকা নিরাপদ আছেন মনে করতাছেন আপনারাও নিরাপদ নাই। সরকার যদি সরকার কর্তৃক এই ব্লগার ব্যান করাটা একবার জায়েজ কইরা নিতে পারে, খোদার কসম বলতাছি আপনি আমি কারও নিস্তার নাই।



মনীষী বলছেন, অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি? আমি অল্প কথায় বুঝাইতে চেষ্টা করছি। বুঝাইতে না পারলে ব্যর্থতা বইলা মাইনা নিলাম।



এই ঘটনার পর আমি আমার গলায় একটা ফাঁস অনুভব করতাছি... আপনি করতাছেন না?



ব্লগার, ব্লগ কর্তৃপক্ষ, ফেসবুকার, এক্টিভিস্টদের বলছি: শেষ সময় পেরিয়ে যাচ্ছে উপলব্ধি করার, শেষ সময় পেরিয়ে যাচ্ছে একত্রিত হওয়ার, শেষ সময় পেরিয়ে যাচ্ছে ঘুরে দাঁড়াবার। আমি স্পষ্ট করে বলছি, আপনাদের কোন দল নেই, না সরকারি দল, না বিরোধী দল। আপনাদেরকে প্রয়োজনে ব্যবহার করা হতে পারে, প্রয়োজনে ছুঁড়ে ফেলা হতে পারে। আপনাদেরকে নিজেদের কথা নিজেদেরকেই বলতে হবে, নিজেদের স্বার্থ নিজেদেরকেই রক্ষা করতে হবে। এই যাত্রায় দেরি মানে সমাপ্তি।



সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে আসবেন না।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪

জি.সি বলেছেন: অসাধারণ লেখা

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

সাইফ সামির বলেছেন: উন্নত দেশের উদাহরণ যখন টানলেন তখন একটু বলি, SOPA ও PIPA এই শব্দ দুটোর কথা শুনছেন? গত কয়েক বছর ধরে ইন্টারনেটে শেকল পরানোর জন্য 'উন্নত বিশ্বও' ঊঠে-পড়ে লেগেছে। আমি বলতে চাইছি, এখালে ব্লগ-ব্লগার-অনলাইন এক্টিভিস্ট তথা ইন্টারনেট সংশ্লিষ্টদের কোন দেশ নাই, তাদের পক্ষে সরকারও নাই, বিরোধী দলও নাই। তারা নিজেরাই হচ্ছে নিজেদের জন্য। এবং এটা প্রমাণিত যে তারা এক হলে অসাধ্য সাধন করা সম্ভব। খোদ ইউএস সরকারেরও সামর্থ হয় না ইন্টারনেটে শেকল পরাতে। তাই গত বছর SOPA ও PIPA জপমালা ইউএস সরকার বাধ্য হইছিল শিকেয় তুলতে। কিভাবে? সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবল প্রতিরোধের মুখে।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৯

জাহাঙ্গীর জান বলেছেন: এগুেলার জন্য দায়ী আমরা িনেজ,এমরান সােহব আমােদর ক্ষিত করেলন ৷ না হয় হািসনা,খােলদা গু'আজম আমােদর ব্বহার করেত পারত না নািস্তক আিস্তক উপধী েপতাম না

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

সাইফ সামির বলেছেন: দায়টা আসলে পরিমিত বোধের অভাবের। থাবা যখন খুন হলো, আমি তখন একটা লেখা দিছিলাম। আমি ওখানে এটা বোঝাইতে চাইছিলাম এটারে একজন ব্লগারের খুন বইলা প্রচার না করতে। হিতে বিপরীত হইতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া একজন আন্দোলনকারীর হত্যা বলে যেন গণ্য করা হয়। কিন্তু পোলাপাইন কি করলো? থাবারে 'বিখ্যাত ব্লগার' বানায় দিল! 'শহীদ ব্লগার' উপাধি দিয়া দিল! বলেন এগুলো বাড়াবাড়ি না? এগুলোর ফলেই তো যা হওয়ার তা হইছে।

আমি সেই পোস্টেই (Click This Link) লিখছিলাম, 'এই অপমৃত্যুটাকে কোন এক নির্দিষ্ট ব্যক্তির মৃত্যু বলে মহিমান্বিত করবো না।' একটা মন্তব্য দিছিলাম: 'আমরা যেমন অতিকথন করবো না, তেমনি আবেগকে শক্তিতে রূপান্তরিত করবো।'

কিন্তু কে শোনে আমার কথা? 'নেতারা' তো মহা পণ্ডিত! তাই অতিকথনে ভইরা গেল! এবং যা হওয়ার তাই হইলো।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯

শায়মা বলেছেন: এরপর মনে হয় ইউটিউবের মত ব্লগের অবস্থাও হবে বাংলাদেশে!:(

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

সাইফ সামির বলেছেন: সেদিকেই তো এগুচ্ছে। এবং ব্লগেরই কেউ কেউ এই বিষয়ে আঞ্জাম দিচ্ছে! এক্ষুণি সর্তক না হয়ে, প্রতিবাদ-প্রতিরোধ না করলে খবর আছে বইলা দিলাম।

৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

চলতি নিয়ম বলেছেন: মনীষী বলছেন, অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি?

লেখায় সহমত। আর পোস্টে +।ব্যান কোনো স্থায়ী সমাধান নয়।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

সাইফ সামির বলেছেন: যার মাথায় ঢুকার তারে অল্প কথায় কাজ হয়। যার মাথায় যা ঢুকার না তারে সারাদিন গ্যাঞ্জায়লেও কাজ হইনা।

কোন ব্লগাররে ব্যান করার আগে এই কাজগুলো অবশ্যই করতে হবে:

১। আগাম নোটিশ দিতে হবে। সুনির্দিষ্ট বক্তব্য থাকতে হবে।

২। কারেকশনের একটা সুযোগ দিতে হবে। অভিযুক্ত লেখা নিজ থেকে ডিলিট করার বা সংশোধনের সুযোগ দিতে হবে।

৩। ব্লগের ব্যাকআপ দিতে হবে বা নেওয়ার সুযোগ দিতে হবে।

ধন্যবাদ।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

বাক স্বাধীনতা বলেছেন: ব্যানটা যদি ব্লগ কর্তৃপক্ষের নিজ উদ্যোগে হত, তাহলে ব্লগারদের খুশি হবার একটা কারণ ছিল। যেহেতু এটা সরকারের হস্তক্ষেপে হয়েছে তাতে ভবিষ্যতে কী হবে বলা যায় না।

বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যায় না। তবে যারা অনর্থক কথা বলে তাদের ব্যান করা ঠিক আছে। কিন্তু কী উদ্দেশ্যে ব্যান সেটাও চিন্তার বিষয়।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

সাইফ সামির বলেছেন: যারা বাক স্বাধীনতার নামে জ্ঞান পাপ বা নোংরামি কইরা বেরায় তাদের ওপর অবশ্যই যথাযোগ্য প্রয়োজনেই খড়গহস্ত হওয়া যায় কিন্তু সেটা ঘটনা যেখানকার সেইখানকার কর্তৃপক্ষ দ্বারা হওয়াই বাঞ্চনীয়। এক্ষেত্রে ব্লগের ঘটনা ব্লগ কর্তৃপক্ষ সমাধান করবে, ফেসবুকের ঘটনা ফেসবুক কর্তৃপক্ষ। একেবারে চরম পর্যায়ে সরকারের সাহায্য চাওয়া যাইতে পারে। কিন্তু যেখানে সেখানে সরকারের বাম হাত ক্যান? এইটা তো মেনে নেয়া যায় না। ঘর-পোড়া গরু আমরা, আমাদের যাবতীয় আশঙ্কা মোটেও অমূলক না।

৭| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

তানজিদ_রূপক বলেছেন: লেখা ভালো হয়েছে, যুক্তি গুলো অবশ্যই ভাবার মতো তবে "ব্লগ বন্ধ করা হবে একটি ডিজিটাল সিদ্ধান্ত"

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

সাইফ সামির বলেছেন: BAL বানাবে ডিজিটাল বাংলাদেশ, খুব ভালো কথা। কতটা কেমন ডিজিটাল হইছে খুব দেখছি। আজ পর্যন্ত মোবাইল কম্পানিগুলোর ইন্টারনেট বিল কমাইতে পারে নাই। আবার ফুটাই ডিজিটাল বাংলাদেশ!

দেশ বা রাষ্ট্রবিরোধী (রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী এক জিনিস না), সহিংস, উগ্র ধর্ম বিদ্বেষী বা উগ্র মৌলবাদী, জাতীয় স্বার্থ বিরোধী, রাজনৈতিক ধ্বংসাত্মক প্রচার কার্য চালায় যে সব ব্লগ/ফেসবুক পেজ তাদেরকে বন্ধ/ব্লক করা ঠিক আছে, কিন্তু কোনভাবেই সাধারণ ব্লগারদের ব্লগিংয়ে (সরকার বিরোধী হলেও, কারণ সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী এক জিনিস না), ব্লগ প্ল্যাটফর্মে হস্তক্ষেপ করা যাবে না। এটা কোনভাবেই ব্রগ, ব্লগার, ইন্টারনেট ব্যবহারকারীরা মানবে না

৮| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

ভাল ছাত্র বলেছেন: ব্যান কোনো স্থায়ী সমাধান নয়।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

সাইফ সামির বলেছেন: এটা মানতেই হবে কিছু কিছু ক্ষেত্রে ব্যান করার মতো নির্দয় হওয়া ছাড়া অন্য উপায় থাকে না- কিন্তু এই ব্যান ক্ষমতার প্রয়োগ নিয়মতান্ত্রিকভাবে হতে হবে। কারও চাপে পড়ে বা ভিন্ন কোন উদ্দেশ্যে নয়।

৯| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

হাসান মাহবুব বলেছেন: কথা ঠিক। আসিফের ওপর দিয়া গেল বৈলা নিজেরে নিরাপদ ভাবার কোন কারণ নাই। এই ব্লগে মডারেটর আছে। তারা তাদের দায়িত্ব পালন করে। কখনও ব্যর্থ হয়। ক্যাচাল হয়। তারপরেও মডারেশনের ব্যাপার তারা নিজেদের বিবেচনাতেই করুক। বাংলাদেশের সমস্ত ব্লগের মডারেটর সরকার হৈতে চায় মনে হৈতাসে। খুবই অশুভ লক্ষণ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

সাইফ সামির বলেছেন: যারা নিজেদেরকে নিরাপদ ভাবতাছে তারা বোকার স্বর্গে বাস করতাছে। কেউ কেউ ভাবতাছেন, 'ধুর! আমি তো 'নিরীহ' ব্লগার! আমার আর কি হইবো!' এই 'নিরীহ ব্লগাররা' একবারও ভাবতাছেন না যে, কোন ছুতোয় ব্লগটাই যদি বন্ধ হয়ে যায় তাহারা তাহাদের নীরিহ ব্লগিং কোথায় করিবেন?

ব্লগ মডারেশনে সরকারি হস্তক্ষেপ অকাম্য। কর্তৃপক্ষকে মেরুদণ্ড আরও শক্ত করতে হবে।

এই সব খুবই অশুভ লক্ষণ হাসান ভাই! খুবই অশুভ লক্ষণ!

লক্ষণ যেহেতু ধরা খাইছে এইবার আর বইসা থাকনের কোন মানে হয় না।

১০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

রুদ্র মানব বলেছেন: চমৎকার বলেছেন ,

ব্লগের উপর সরকারী ও প্রভাবশালী কারো হস্তক্ষেপ আশা করি না ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

সাইফ সামির বলেছেন: রাইট। ব্লগের উপর সরকারী ও প্রভাবশালী কারো হস্তক্ষেপ আশা করি না ।

ধন্যবাদ। সোচ্চার থাকুন।

১১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ধীরে ধীরে সেই আগের রূপই হয়তো ধারণ করতো/করতেছিল।

না, কোন ভুল নাই, যাইতেইছিল ...........

ব্লগার, ব্লগ কর্তৃপক্ষ, ফেসবুকার, এক্টিভিস্টদের বলছি: শেষ সময় পেরিয়ে যাচ্ছে উপলব্ধি করার, শেষ সময় পেরিয়ে যাচ্ছে একত্রিত হওয়ার, শেষ সময় পেরিয়ে যাচ্ছে ঘুরে দাঁড়াবার। আমি স্পষ্ট করে বলছি, আপনাদের কোন দল নেই, না সরকারি দল, না বিরোধী দল। আপনাদেরকে প্রয়োজনে ব্যবহার করা হতে পারে, প্রয়োজনে ছুঁড়ে ফেলা হতে পারে। আপনাদেরকে নিজেদের কথা নিজেদেরকেই বলতে হবে, নিজেদের স্বার্থ নিজেদেরকেই রক্ষা করতে হবে। এই যাত্রায় দেরি মানে সমাপ্তি।


প্রয়োজনে ব্যবহার কর্বে প্রয়োজন ফুরাইলেই ছুঁড়ে ফালাইবে, তাইইতো হইছে। শাহবাগ আনোলনে বীর মুক্তিযোদ্ধা খেতাব দিছে, শাহবাগ শেষ সরকারের স্বার্থ উদ্ধার শেষ দিছে ব্যান কইরা। সরকারের পদলেহন করা আবাল গুলায় বুঝেনা এসব ।


সরকারের কালো থাবা পড়ছে একটা একটা করে

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

সাইফ সামির বলেছেন: শাহবাগ আন্দোলনের খুব প্রয়োজন ছিল। তরুণদের দীর্ঘদিনের চাপা ক্ষোভেরই আত্মপ্রকাশ এই আন্দোলন। স্বতঃস্ফূর্তভাবেই শুরু হয়েছিল আন্দোলন। কিন্তু কিছু লোক এটাকে স্বীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে উন্মুখ হয়ে পড়ে। কিছু লোক সরকারি ছলনায় ডুবে সরকারকে বন্ধু ভাবতে শুরু করে। অন্যদিকে বিরোধী দল তথা বিএনপি বরাবরের মতো তরুণদের পালস ধরতে ব্যর্থ হয় কিংবা বলা যায় নিজেদের স্বার্থের বাইরে যায় নাই। কিন্তু ফাঁকতালে সরকার তথা আওয়ামী লীগ ঠিকই তাদের হীন রাজনৈতিক ফায়দা লুটতে চায় এ থেকে। যারা আওয়ামী সরকারকে বন্ধু ভেবেছিল তারা এদ্দিনে বুঝতাছে সরকার আসলে কতোটা বন্ধু ভাবাপন্ন।

১২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সরকারের বিরুদ্ধে গেলেই ব্লগের উপ্রে কালো হাতে বিষাক্ত থাবার বিষ আজ উপলব্দি করছি। কিন্তু কিছু দিন পূর্বেও কয়েকটি ব্লগ ব্যান (কয়টা জানিনা, শুনেছি, আর সে সব ব্লগে দালালী করছিনা, উদাহার হিসেবে বলছি মাত্র) করা হয়েছে কেবল মাত্র সরকারের তীব্র সমালোচনা করার কারণেই। তখন সেটাকে ব্লগের উপর হস্তক্ষেপ না ভেবে হেসেছি আমরা। সেটা যে একেক করে আমাদের উপ্রেও ধেয়ে আসতে পারে তা উপলব্দি করতে পারিনি। আজ পারছি মনে হচ্ছে।


একটি অন্যায় সেটা অন্যায় হিসেবেই নেয়া উচিত, বিরুদ্ধ বাদীদের বেলায় সেটাকে হাস্যকর/ কিংবা উচিত বলে উল্লাস করে সেটাকে হালাল সাব্যস্ত করার সময় একবারও নিজেদের কথা ভাবিনি। তাই সরকারের তলোয়ার আজ আমাদের উপ্রেও তাক করা, তখনি বুঝতেছি এটা অন্যায়।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

সাইফ সামির বলেছেন: দেশ বা রাষ্ট্রবিরোধী (রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী এক জিনিস না), সহিংস, উগ্র ধর্ম বিদ্বেষী বা উগ্র মৌলবাদী, জাতীয় স্বার্থ বিরোধী, রাজনৈতিক ধ্বংসাত্মক প্রচার কার্য চালায় যে সব ব্লগ/ফেসবুক পেজ তাদেরকে বন্ধ/ব্লক করা ঠিক আছে, কিন্তু কোনভাবেই সাধারণ ব্লগারদের ব্লগিংয়ে (সরকার বিরোধী হলেও, কারণ সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী এক জিনিস না), ব্লগ প্ল্যাটফর্মে হস্তক্ষেপ করা যাবে না। এটা কোনভাবেই ব্রগ, ব্লগার, ইন্টারনেট ব্যবহারকারীরা মানবে না।

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

হাসানুর বলেছেন: ব্লগার হিসাবে আমাদেরও অনেক দায়িত্ব আছে । আমাদের লেখা প্রতিটি পোষ্ট মুহুর্তে ছড়িয়ে যায় বিশ্বে । তাই আমাদের পোষ্ট ও কমেন্টস হতে হবে দায়িত্ব সম্পন্ন । আমাদের বুঝতে হবে তথ্য অধিকার ও বাক স্বাধীনতার সীমাবদ্বতা । কারন আমার ইচ্ছে হয়েছে তাই কাউকে ইচ্ছামত গালাগাল দেয়া বা অসত্য, মনগড়া কিছু প্রকাশ করাও বাক স্বাধীনতা হওয়া উচিত নয় । কমেন্টস হওয়া উচিত পাঠযোগ্য । তর্ক-বিতর্ক হতে হবে মার্জিত । এখন অবস্হা এমন হয়েছে যে আমার নিজেরই অস্বস্তি লাগে কিছু লিখতে । একপাশে সরকার আর অন্যপাশে বাক স্বাধীন ব্লগারগন ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

সাইফ সামির বলেছেন: স্বাধীনতারও কিছু শৃঙ্খলা আছে। শৃঙ্খলা আর শিকল এক জিনিস না। শৃঙ্খলা স্বাধীনতাকে সুন্দর রাখে। স্বেচ্ছাচারী হতে রোধ করে। স্বাধীনতার যথেচ্ছ ব্যবহার স্বাধীনতার সংজ্ঞাকেই কলুষিত করে। সেই তথাকথিত স্বাধীনতাকে তখন ঘৃণ্য মনে হয়।

বাক স্বাধীনতা এমন এক জিনিস যা ঠিক মতো ধারণ করতে পারলে দারুণ এক ব্যাপার। অপব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ।

যারা বাক স্বাধীনতার নামে জ্ঞান পাপ বা নোংরামি কইরা বেরায় তাদের ওপর অবশ্যই যথাযোগ্য প্রয়োজনেই খড়গহস্ত হওয়া যায় কিন্তু সেটা ঘটনা যেখানকার সেইখানকার কর্তৃপক্ষ দ্বারা হওয়াই বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্লগের ঘটনা ব্লগ কর্তৃপক্ষ সমাধান করবে, ফেসবুকের ঘটনা ফেসবুক কর্তৃপক্ষ।

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সরকার আসলে কি চায়? উগ্র নাস্তিকদের শায়েস্তা নাকি উগ্র ধর্মান্ধদের খায়েশ পূরণ? বাঁশি কে বাজায়? নাচে কে? আসল উদ্দেশ্য কি?

শিরোনাম দারুন লেগেছে। দারুন!

:D

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

সাইফ সামির বলেছেন: এইটা একটা চরম মেজাজ খারাপমূলক শিরোনাম। ধন্যবাদ।

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

সরোজ রিক্ত বলেছেন: মঘারে ব্যান করা ঠিক হয়নি। তবে আমার মনে হয় চাতুরিটা অন্য জায়গায়। সরকার চাইছে আসিফকে রক্ষা করতে। খেয়াল করে দেখুন, সরকার বলছে তাদের পোষ্টও ডিলিট করতে। তার মানে, ধর্ম-বিদ্বেষ নিয়ে তাদের কোন প্রমাণ থাকবে না। এবং কোন শাস্তিও দিতে হবে না। বলা যায়, আসিফকে রক্ষা করার জন্যই এটা করা হয়েছে। চিন্তা করবেন না, আসিফ আবার ফিরে আসবে।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

সাইফ সামির বলেছেন: চাতুরী তো অবশ্যই আছে! চাতুর্যে এই সরকার শীর্ষে! সরকার নিজের চামড়াই বাঁচাতে চাচ্ছে। লক্ষ্য করে দেখুন, তথাকথিত প্রগতিশীলরাও এই বিষয়ে বিশেষ সোচ্চার না। কারণ তারাও চাচ্ছে এই যাত্রায় কোন ভাবে গা বাঁচাতে।

কিন্তু শেষ পর্যন্ত সরকারি দৃষ্টি কত দূর গিয়ে ঠেকবে? এই দৃষ্টি শেষ পর্যন্ত ব্লগের ওপরই শ্যেন দৃষ্টি হয়ে আসবে না তো? ঘর-পোড়া গরু আমরা, আমাদের যাবতীয় আশঙ্কা মোটেও অমূলক না।

ব্যক্তি আসিফ ফিরে আসবে কি আসবে না সেটা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আর সে ফিরে আসলেও আগের রূপেই তার প্রত্যাবর্তন হোক সেটাতে আমার অনিচ্ছা। সে তার ভুলগুলো বুঝুক, শুদ্ধ হয়ে ফিরে আসলে আসুক। কিন্তু ফিরে এসে আগের ঢঙে কার্যক্রম করলে, এবং এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষ আগের স্টাইলে তথাকথিত 'বিরাট উদার মনোভাব' দেখালে, আগের মতো আবার যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে- যাবতীয় দায় ভার ব্লগ কর্তৃপক্ষেই নিতে হবে।

আমার এই লেখার উদ্দেশ্য কোন ব্যক্তি বিশেষ না, সবার ব্লগীয় স্বাধীনতা যেন সরকারি হস্তক্ষেপ থেকে অক্ষুণ্ণ থাকে সেটা নিশ্চিত করার জন্য সবাইকে সোচ্চার করা।

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

সু্মিত বলেছেন: এখানে দেখুন

Click This Link

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬

সাইফ সামির বলেছেন: স্বাধীনতারও কিছু শৃঙ্খলা আছে। শৃঙ্খলা আর শিকল এক জিনিস না। শৃঙ্খলা স্বাধীনতাকে সুন্দর রাখে। স্বেচ্ছাচারী হতে রোধ করে। স্বাধীনতার যথেচ্ছ ব্যবহার স্বাধীনতার সংজ্ঞাকেই কলুষিত করে। সেই তথাকথিত স্বাধীনতাকে তখন ঘৃণ্য মনে হয়।

বাক স্বাধীনতা এমন এক জিনিস যা ঠিক মতো ধারণ করতে পারলে দারুণ এক ব্যাপার। অপব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ।

যারা বাক স্বাধীনতার নামে জ্ঞান পাপ বা নোংরামি কইরা বেরায় তাদের ওপর অবশ্যই যথাযোগ্য প্রয়োজনেই খড়গহস্ত হওয়া যায় কিন্তু সেটা ঘটনা যেখানকার সেইখানকার কর্তৃপক্ষ দ্বারা হওয়াই বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্লগের ঘটনা ব্লগ কর্তৃপক্ষ সমাধান করবে, ফেসবুকের ঘটনা ফেসবুক কর্তৃপক্ষ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

সাইফ সামির বলেছেন: দেশ বা রাষ্ট্রবিরোধী (রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী এক জিনিস না), সহিংস, উগ্র ধর্ম বিদ্বেষী বা উগ্র মৌলবাদী, জাতীয় স্বার্থ বিরোধী, রাজনৈতিক ধ্বংসাত্মক প্রচার কার্য চালায় যে সব ব্লগ/ফেসবুক পেজ তাদেরকে বন্ধ/ব্লক করা ঠিক আছে, কিন্তু কোনভাবেই সাধারণ ব্লগারদের ব্লগিংয়ে (সরকার বিরোধী হলেও, কারণ সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী এক জিনিস না), ব্লগ প্ল্যাটফর্মে হস্তক্ষেপ করা যাবে না। এটা কোনভাবেই ব্লগ, ব্লগার, ইন্টারনেট ব্যবহারকারীরা মানবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.