নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

এবারের বিপ্লব, লুঙ্গির বিপ্লব...

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

ভাইসব, দল-মত-ধর্ম-বর্ণ-কিশোর-যুবা-প্রবীণ নির্বিশেষে আসুন আগামী পহেলা বৈশাখ আমরা সবাই লুঙ্গি পড়ে যে যার এলাকা থেকে বারিধারা অভিমুখে যাত্রা করি। আমরা সারাদিন বারিধারার রাস্তায় রাস্তায় লুঙ্গি পড়ে ঘুরব। পুরনো প্যান্টের বিনিময়ে লুঙ্গি বিলিও করা হবে। অভিজাত বাড়িগুলোর সামনে লুঙ্গি ধরে পাঁচ মিনিট করে দাঁড়িয়ে থাকব। দেখি কোন শালার ব্যাটার সাহস হয় আমাদের লুঙ্গিতে হাত লাগাবার। কেউ টু শব্দ করলে প্যান্ট খুলে লুঙ্গি পড়িয়ে দিব, সঙ্গে লুঙ্গির যথেষ্ট স্টক থাকবে।



হারামজাদারা, দুই দিন হইছে গ্রাম থ্যাইকা শহরে আইসা বাবু সাজছে! এখন লুঙ্গি দেখলে মনে পইড়া যায়- একদিন বাঙালি ছিলাম রে! দূর হ দেশ থেকে!



_______

অনেক আগে লিখেছিলাম: ঔপনিবেশিক ঢাকা ক্লাব ও ফরহাদ মজহারের লুঙ্গি বিতর্কে বিলম্ব মন্তব্য

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

কাকতড়ুয়া007 বলেছেন: সাথে আছি !!!


হারামজাদারা, দুই দিন হইছে গ্রাম থ্যাইকা শহরে আইসা বাবু সাজছে! এখন লুঙ্গি দেখলে মনে পইড়া যায়- একদিন বাঙালি ছিলাম রে! দূর হ দেশ থেকে! X( X( X( X( X( X(

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

সাইফ সামির বলেছেন: এবারের বিপ্লব, লুঙ্গির বিপ্লব...

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

adder69 বলেছেন: লুঙ্গি নিয়া বিজ্ঞাপন টা দেখেন। https://www.youtube.com/watch?v=4hRnKCHEF8c

জটিল মজার একটা বিজ্ঞাপন।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি আছি। লুন্গি, শার্ট আর স্যান্ডেল পরে যাবো। সময় মতো আরেকবার আপডেট দিয়েন কোথায় যেয়ে মিলতে হবে সবার সাথে।

অ ট- আমিতো একবার নর্থ সাউথেও লুন্গি পরে ক্লাস করতে গিয়েছেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

সাইফ সামির বলেছেন: অ ট- আমিতো একবার নর্থ সাউথেও লুন্গি পরে ক্লাস করতে গিয়েছেলাম।

এক সময় আমাদের দাদার দাদারা লুঙ্গি পইড়া বিয়াও করছিল! =p~

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: হারামজাদারা, দুই দিন হইছে গ্রাম থ্যাইকা শহরে আইসা বাবু সাজছে! এখন লুঙ্গি দেখলে মনে পইড়া যায়- একদিন বাঙালি ছিলাম রে! দূর হ দেশ থেকে! X(( X((


যে ক্লাবকে উদ্দেশ্য করে লিখছেন, সেই ক্লাবের সামনে লঙ্গি বিতরন / লুঙ্গি পড়া কর্মশালা করতে চাই..... :D :D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

সাইফ সামির বলেছেন: আজকেরটার উদ্দেশ্য 'অভিজাত' বাসস্থান বারিধারা।

তয় ঢাকা ক্লাবের কথা এখনও ভুলি নাই। যারা পোশাক দিয়ে শ্রেণী বৈষম্য করে তাদেরকে জবাব সেই একই পোশাক দিয়ে দিতে হবে।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

আহমাদ জাদীদ বলেছেন: হারামজাদারা, দুই দিন হইছে গ্রাম থ্যাইকা শহরে আইসা বাবু সাজছে! এখন লুঙ্গি দেখলে মনে পইড়া যায়- একদিন বাঙালি ছিলাম রে! দূর হ দেশ থেকে! X(( X((

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

সাইফ সামির বলেছেন: লুঙ্গি আমাদের একটা জাতীয় পোষাক, এই পোষাকরে অপমান কইরা তারা এই দেশে বসবাসের অধিকার হারাইছে! X( X(

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

আমি রিয়াদ বলেছেন: লুঙ্গি সমাচার :) :-P B-)
Click This Link

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আচ্ছা বিষয়টা কি ? আমারে একটু বুঝাই দিবেন কেউ ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

সাইফ সামির বলেছেন: বারিধারায় লুঙ্গি নিষিদ্ধ করেছে বারিধারা সোসাইটি

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ২০০৩ সালে আমাদের সাথে ফ্যান্টাসি কিংডমে যাইতে আমাদের কতিপয় ক্লাসমেট অস্বীকৃতি জানাইছিল, কারণ ছিল আমরা বাসায় লুংগি পরি, আমাদের লুংগি পরা খ্যাত বইলা অভিহিত করাও হইছিল।

সেই থিকা আমি লুংগির ফ্যান।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

সাইফ সামির বলেছেন: :D

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

পেন্সিল চোর বলেছেন: বারিধারা আজকে থেকে লুঙ্গি পাড়া ;) ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

সাইফ সামির বলেছেন: বারিধারা আজকে থেকে লুঙ্গি পাড়া

তবে তাই হোক! =p~

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

পেন্সিল চোর বলেছেন: আপনাকে ডেডিকেট করা আমার লুঙ্গি পোস্ট রেডি ;) ;) ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

সাইফ সামির বলেছেন: দেখে এলাম, ভালো লেগেছে! =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.