নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত কবিতা: আকাশ মুছে গেছে

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩





এক নির্জন দ্বীপের একধারে, দুপুর রাতের কোলে

ক্ষুধাতৃষ্ণাকে সহচর করে, আনুকূল্যের প্রত্যাশায় কাটছে সময়

দূরদূরান্তর আকাশের তিন সহস্র তারা ছাড়া

অধিক কোন আলো সমুদ্রের বুকে নজরে আসে না।

তবুও নিঃসঙ্গ বসে থাকা।



আনমনা মন পাগল গতিতে ছুটে চলেছে

প্রিয় বসন্তের সতেজ পাতার পিছে

পরিহাস! বসন্তের কোকিল সেই কবে

আমাকে একলা ফেলে চলে গেছে!



হৃদয়ে এক দুরন্ত অভিলাষ জাগে

মৃত্যুর পরে, আকাশের অপার সৌন্দর্য হয়ে

যদি অনন্ত নক্ষত্র সেজে রয়ে যেতে পারতাম!

যদি বিনিদ্র নিঃসঙ্গ রাতে 'বিষণ্ণ দৃষ্টি'

নিস্পন্দ চেয়ে থাকতো আমার পানে!

ঈশ্বরের শপথ! বাহু বাড়াতে না পারি

আলোর দ্যুতি ছড়িয়ে দিতাম

প্রেয়সীর শরীরে-মনে গভীর থেকে গহীনে!



আমরা ক'জন তরুণ কবি তেপান্তরের খোঁজে

একটি সাম্পান নিয়ে রওনা হয়েছিলাম

পাঞ্জেরীহীন প্রত্যেকে পাঞ্জেরী হয়ে

ভয়ানক বেদনার্ত মনকে

নিরালায় নির্বাসন দেওয়ার প্রচেষ্টা;

পথিমধ্যে অন্ধকারের প্রবল প্রতিরোধ

সহ্য করতে না পেরে ছিটকে গেছি সবাই

ওদের কথা জানি না

হয়তো সলিল সমাধি ঘটেছে, হয়তো নয়;

এক টুকরো কাঠে ভর করে নির্জন একাকী দ্বীপে

অবশেষে নির্জনতা পেয়েছি, তথাপি এ নির্জনতার যন্ত্রণা

অসহ্য বোধ হচ্ছে, হয়তো তাই একা বের হই নি।

ইচ্ছে হচ্ছে আবার ফিরে যায় নাগরিক কোলাহলের মাঝে

না হয় সেখানেই খুঁজে নিব নির্জনতা, লিখব কবিতা।



কবিতার অতিথি মুক্তি, আর

মুক্তির প্রতীক আকাশ

আমি স্বপ্ন দেখি আকাশের দিকে তাকিয়ে

স্বপ্ন দেখি কষ্ট ও ভালবাসার

স্বপ্ন দেখি বিদ্রোহী ও প্রেমিকার

আমি কবিতা লিখি আকাশের দিকে তাকিয়ে

নিঃসীম শূন্যে আঁখি মেলে

কখনও নীল, কখনও কৃষ্ণ

কখনও শুভ্র আকাশের পানে চেয়ে

রৌদ্রস্নাত আকাশ, জ্যোৎস্নাপ্লাবিত আকাশ

বৃষ্টিক্লান্ত আকাশ সবই ভাল লাগে

সুখ স্বপ্ন দেখতে দেখতে মাঝে মাঝে

দুঃস্বপ্ন দেখে দৃষ্টি ঝাপসা হয়ে আসে

গাল বেয়ে ঝরে পড়ে নোনা জল

তখন ভয় হয়, এই বুঝি আকাশ মুছে গেছে!



কথা ছিল জ্যোৎস্নালোকিত রাত্রির

সে আর নেই, আকাশে মেঘ জমেছে

মেঘের আড়ালে চাঁদ, চাঁদের বুকে ফাঁদ!

আকাশে মেঘ, হৃদয়ে দুঃখ

হৃদয় জানে হৃদয়ের দুঃখ

অথচ আমি একা! এ ব্যথা বড় কষ্টের

আমি কষ্টে আছি!



কথা ছিল কবিতার গাত্রদেশে চাঁদের চুম্বন

হে চাঁদ! ফিরে এসে দিও

-নিষিদ্ধ কবিতা, চলো চলে যাই

-ব্যর্থ কবি, একা বের হও

বিচ্ছেদের পাথেয় হয়েও মেঘ কাঁদে

পিছনে জলে ডুবা রাত, অন্ধকার, নির্বাসিতা চাঁদ!

কবিতার কোন হদিশ নেই

সে কি আত্মহননের পথ বেছে নেয় নি?



এই নিস্তব্ধ তেপান্তরে, অসহায় আমাকে

ভালবাসার ইন্দ্রছোঁয়া দিতে কেউ এলো না

হয়তো আসবেও না

অসহ্য অমানুষিক যন্ত্রণা ভোগ করে

অবশেষে একাগ্র চিত্তে প্রার্থনাদ করছি,

আত্মহত্যা, তুমি পুণ্য হও!

সর্বাগ্রে তোমাকে আমি বরণ করে নিব!



প্রিয় প্রেমিকা কবিতা! আমি পুনর্জন্মে বিশ্বাস করি না

শুধু তোমাকে পেতে আবার জন্ম নিব!



_______

এখানেও প্রকাশিত...

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

বাংলার হাসান বলেছেন: এত চমৎকার একটি লেখা অথচ কমেন্ট নাই। বড়ই অবাক হলাম।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

সাইফ সামির বলেছেন: এই তো ভাইয়া কমেন্ট! অসংখ্য ধন্যবাদ! :)

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

পরিবেশ বন্ধু বলেছেন: বসন্তের কোকিল একলা ফেলে চলে যায়
আর কোন আশায়
বন্ধু প্রতিক্ষা
সুন্দর কবিতা শুভ বাসনায়

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

সাইফ সামির বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ আপনাকে!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

মেহেরুন বলেছেন: বাহ!! ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ মেহেরুন!

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

মৃন্ময় বলেছেন: প্রিয় প্রেমিকা কবিতা! আমি পুনর্জন্মে বিশ্বাস করি না
শুধু তোমাকে পেতে আবার জন্ম নিব

ভালো লাগল.......

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ মৃন্ময়!

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ শাহজাহান মুনির!

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

এরিস বলেছেন: যদি বিনিদ্র নিঃসঙ্গ রাতে 'বিষণ্ণ দৃষ্টি'
নিস্পন্দ চেয়ে থাকতো আমার পানে!

অসাধারণ লিখেছেন ভাই... একটা অজানা বিষণ্ণতায় ডুবে গেছি...

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

সাইফ সামির বলেছেন: আমিও একটা ভীষণ বিষণ্ণতা থেকে কবিতাটি লিখেছিলাম।

পঠন ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

স্বপনবাজ বলেছেন: বেশ লাগল !

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ!

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০

একজন আরমান বলেছেন:
প্রিয় প্রেমিকা কবিতা! আমি পুনর্জন্মে বিশ্বাস করি না
শুধু তোমাকে পেতে আবার জন্ম নিব!


দারুন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ আরমান!

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯

অন্ধকারের আমি বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার লিখেছেন +++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

সাইফ সামির বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় আমিনুর!

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

বোকামন বলেছেন:




সম্মানিত লেখক,

আপনি এত সুন্দর কবিতাও লিখতে পারে তা জানলাম !
কবিতা পড়ে খুব বেশী ভালো লাগলো ......

এই ভালোলাগার বিনিময়ে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম .....সাধারণ পাঠকের এর বেশী কিছু করার তো নেই .....

চমৎকার কবিতা !!
ভালো থাকবেন কবি.....

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

সাইফ সামির বলেছেন:

প্রিয় বোকামন, এই কবিতাটির রচনাকাল ২০০৪-২০০৫ সাল। প্রথম প্রকাশ হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক বলে খ্যাত চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদী পত্রিকায়, তারিখ ৭ এপ্রিল ২০০৫।

এই তথ্যটি আপনার সাথে স্পেশালি শেয়ার করতে ইচ্ছে হলো।

আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয় পাঠক।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

shfikul বলেছেন: +++++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!

১৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

:#> /:)


++++++++

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২০

বিষাদ সজল বলেছেন: কথা ছিল কবিতার গাত্রদেশে চাঁদের চুম্বন ।
চরম হইসে ভাই ।

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুধু তোমাকে পেতে আবার জন্ম নিব!


দারুন কবিতা..++

অনেক ভালোলাগা ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

সাইফ সামির বলেছেন:

অসংখ্য ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.