নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক ভরিয়া গেছে ডিজিটাল পীরে!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

কয়েক বছর আগেও ফেসবুকে 'জনপ্রিয়তার মোহ' ব্যাপারটা ছিল না। স্ট্যাটাসগুলোতে একটা পার্সোনাল টাচ থাকতো। কিন্তু সাম্প্রতিক বছরে এটা অনেক পরিবর্তন হয়েছে। কেউ কেউ ফেসবুকটাকে পেশা হিসেবে নিয়েছেন। এখানে একটা অবস্থান পাকাপোক্ত করার জন্য অনেকে খুব সচেতন। বলা যায়, রীতিমত উঠে-পড়ে লেগেছেন। অলিখিত একটা প্রতিযোগিতা দেখা যায় অনেকের মাঝে। কার চেয়ে কে বেশি 'সুন্দর/জ্বালাময়ী/অসাম' 'স্ট্যাটাস' দিয়ে বেশি 'লাইক' কামাতে পারে তেমন একটা প্রতিযোগিতা যে চলছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এই কাজটা করতে গিয়ে রাষ্ট্রনীতি থেকে শুরু করে ধর্মনীতি পর্যন্ত যে কোন বিষয়ে ঢালাও কমেন্টারি করা হয়- বুঝে হোক কিংবা না বুঝে।



ওপিনিয়ন এক্সপ্রেশন খারাপ কিছু না, কিন্তু মন্দ ইফেক্টটা হয় তখন- যা বলা হল তা যদি ভেবে-চিন্তে না বলে চটজলদি বলা হয়। সূক্ষ্ম চাতুর্যের আশ্রয় নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মন্তব্য করা হয়। এক্ষেত্রে বড় সমস্যাটা সৃষ্টি করে একটা 'এলিট গ্রুপ' [একাংশ], ফেসবুকে যাদের 'বন্ধু' বা 'অনুসারীর' সংখ্যাটা বেশি। দেখুন, এটা সেই দেশ যেখানে পীরচর্চা হয় যুগযুগান্তর ধরে, সবচেয়ে বেশি। এখানে ফেসবুকে এই এলিট গ্রুপের মেম্বাররা একেকজন 'ডিজিটাল পীর'। পীর যেমন আপনাকে মন্দ কাজ থেকে দূরে রেখে ভালো কাজে নিয়োগ করতে পারে তেমনি মন্দ বা ভণ্ড পীরের কবলে পড়লে আপনার সর্বনাশের সাথে সাথে আরও দশ জনের এমনকি দেশটারও সর্বনাশ হতে পারে। ধর্ম পীরের মুরিদরা যেমন অনেক সময় ভণ্ড পীর চিহ্নিত করতে পারে না তেমনি একই সমস্যায় আক্রান্ত ডিজিটাল পীরের মুরিদরা। তারা মেলাতেই পারে না, যে পীরের এতো অনুসারী তিনি ভুল হয় ক্যামনে? নিশ্চয় তিনি সঠিক, এবং তিনি সঠিক, এবং তিনিই সঠিক। বাকিরা সব ভুল, বিপথগামী, মূর্খের দল।



ডিজিটাল পীরের সবচেয়ে বড় সবক হল পরচর্চা। একজন ডিজিটাল পীরের মুরিদের কাছে যিনি পীরের বায়্যাত হননি তিনি পরিণত হন নগণ্য ব্যক্তিতে। অথচ এই 'নগণ্য' ব্যক্তিদের ট্যালেন্ট নিরীক্ষা করলে দেখা যাবে এদের মাঝে অনেকেই সেই ডিজি পীরের চেয়ে অনেক বেশি মেধাবী, যোগ্য, অনুসরণীয়। তিনি হয়তো অতটা প্রচারপ্রিয় না, নিভৃতের কোন সন্ন্যাসী, কোন প্রকৃত সাধক, ধ্যানী, জ্ঞানী। সাদা মনের মানুষের মতো এই মানুষগুলোকে খুঁজে বের না করা অবধি তাদের সংস্পর্শ পাওয়া যায় না। অথচ এই লোকগুলোই হওয়া উচিত আমাদের প্রকৃত পীর। কিন্তু প্রকৃত পীররা প্রকৃতপক্ষে ডিজিটাল পীরের রমরমা ব্যবসার সময় আরও যেন গুটিয়ে যান। তাদেরকে খুঁজে পাওয়া আরও বেশি মুশকিল হয়ে পড়ে। এমন অবস্থায় ডিজিটাল পীরদের বাণিজ্য ততদিন থামবে না যতদিন না তাদের ভক্ত-আশেকান-মুরিদরা সচেতন হবেন, আরোপিত অন্ধত্ব ত্যাগ করে আলোর দিকে মুখ তুলবেন, তাদের প্রতিটি কথাকে বেদবাক্য মনে করে আমল করবেন না।



সচেতন দুই ভাবে হওয়া যায়- ভেতর থেকে আপন চেতন কিংবা বাইরে থেকে ধাক্কায় পতন। এছাড়া সচেতন হওয়ার অন্য কোন উপায় আমার জানা নেই। কে কোনটা অবলম্বন করবেন সেটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তবে আপন বোধের শিখা প্রজ্বলিত করাটাই নিঃসন্দেহে সর্বোৎকৃষ্ট পন্থা। কারণ ধাক্কায় যে পতন হয় সে থেকে আপনি পুরো দমে উঠে নাও দাঁড়াতে পারেন।



ফেসবুক পীরের মুরিদানদের একাংশ জনপ্রিয়তার মোহে আটকে গেছেন। তারাও যে করেই হোক পীরের রেপ্লিকা হওয়ার চেষ্টা করছেন। এই বেপরোয়া চেষ্টায় কেউ কেউ সৎ থাকতে পারছেন না। জীবনের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলছেন। ফেসবুক খেলাফত পরিণত হচ্ছে একক ধ্যান-জ্ঞানে। এই মায়াজাল কোনভাবেই কাটতে পারছেন না। পেশাজীবী ডিজিটাল পীররাই এই অবস্থার জন্য দায়ী।



তাই সময় থাকতেই সঠিক পীরের সন্ধান করুন, ভণ্ড পীর থেকে দূরে থাকুন। বাস্তবে হোক কিংবা ডিজিটালে। ভণ্ড পীররা খুব ভয়ঙ্কর। ওরা নাম বেচে খাবে গুড়, আর আপনাকে পঁচা মাছটিও ভেজে খাওয়াতে পারে।



_______

★ফেসবুক অ্যাডিকশনের লক্ষণ ও উত্তরণের উপায়, ফেসবুকে কি করা উচিত ও কি করা উচিত না★ (ফেসবুক ইউজারদের জন্য অবশ্যপাঠ্য)

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

শাহীন ভূইঁয়া বলেছেন: onader salam nin

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫

সাইফ সামির বলেছেন: ওয়ালাইকুমসালাম! :)

২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

য়চিনপুর বলেছেন: উদাহরণ স্বরূপ বলা যায় : :

# দূর্যোধন দূর্যোধন
# আরিফ আর হোসেন
# আরিফ জেবতিক
# অমি রহমান পিয়াল
# আশীফ এন্তাজ রবি
# আক্তারুজ্জামান আজাদ সহ
আরো নাম নাজানা অনেক ব্যক্তিবর্গ



২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

সাইফ সামির বলেছেন:

নাম নেয়ার তো দরকার ছিল না ভাই! এদের কেউ কেউ আমার কাছের লোক। ভুল বুঝাবুঝির অবকাশ চাই না।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

জাহিদ হাসান বলেছেন: ভালো বলেছেন । ফেসবুকাররা পার্সোনাল মতামত থেকে সরে যাচ্ছেন । :-/

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

সাইফ সামির বলেছেন: কেউ কেউ অতি পার্সোনাল মতামত দিচ্ছেন। একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে বের হওয়া ব্যক্তিগত খেদোক্তিগুলো লোকজন সিরিয়াসলি নেয়া শুরু করেছে। সমস্যাটা হচ্ছে এখানেই।

আরেক দল আছেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে। এরা পেশাদার ফেসবুকার। কারা পেশাদার ফেসবুকিং করছেন এটা বোঝার চেষ্টা করতে হবে।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

joos বলেছেন: সহমত এবং ++++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
কথা সত্য ! :|

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

সাইফ সামির বলেছেন: এই সত্য কথাগুলো একটু তিতাও বটে। সবার সইবে না। যাদের সইবে না তারাই ডিজিটাল পীর বা পীর সাহেবদের অন্ধ মুরিদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সহমত। একদম মনের কথা গুলোই বলেছেন।

লেখার শিরোনামটা চমৎকার হয়েছে। এখন থেকেই ডিজিটাল পীর হতে সাবধান হওয়া লাগবে।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

সাইফ সামির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ, ডিজিটাল পীর হতে সাবধান হতে হবে।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেইসবুক একটা আজব জায়গা :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

সাইফ সামির বলেছেন: দুনিয়াটাই আজব, ফেইসবুক তো এই দুনিয়াটারই অংশ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সহমত

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ, সাহসী সহমতের জন্য।

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: পীর অর্থ দিক নির্দেশক আমিও কি সে দলে
ঘরে বসে সব দেখি ডিজিটাল হলে
:-0 =p~

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

সাইফ সামির বলেছেন: :P

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

ইলুসন বলেছেন: সহমত। আমি এই জন্যই যাদের ফলো করতাম সবাইকে আনফলো করে দিয়েছি। ফেসবুকে শুধু কাছের কিছু বন্ধু আছে তাদের খোজ খবর পাওয়া যায় এটাই বেশি।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

সাইফ সামির বলেছেন: যাদেরকে ফলো করতেন তাদেরকে কি নিজে থেকেই ফলো করতেন? নাকি বন্ধু রিকোয়েস্ট পাঠানোর পর তারা 'নট নাউ' দিয়ে ফলোয়ার লিস্টে পাঠিয়ে দিত? এই কাজটাই তো বেশি করে ডিজিটাল পীরেরা। নিজেদের 'ফলোয়ার' তালিকাটা ভারি দেখায় আরও বেশি 'ফলোয়ার' পাবার ধান্ধায়। খুব পরিকল্পিতভাবেই তারা রাজত্ব কায়েম করা শুরু করে। প্রথম দিকে তারা দিবে কিছু মানবিক পোস্ট, তারপর শুরু করবে ব্যক্তিগত খিস্তি-খেউর, আবার কিছু মানবিক পোস্ট, তারপর শুরু করবে দলবাজি, ধান্ধাবাজি, এজেন্ডাবাজি ইত্যাদি।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ তন্ময়।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠিন পর্যবেক্ষন। শতভাগ সহমত।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধলা মানুষ!

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: "হরি দাস পাল"এরা এখন সবাই ছুটছে ফেসবুকে। আমিও গেসিলাম কিন্তু ৪ দিনের মাথায় ব্যাণ খাইসি B-)) B-)) B-))

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

সাইফ সামির বলেছেন: হুম... ফেসবুকে তো আমজনতা বেশি। ব্লগারদের চেয়ে আমপিপলের মগজ ধোলাই করা বেশি সহজ তো তাই।

আপনার ব্যান খাওয়ার কারণ জানতে মুঞ্চায়। B-))

১৪| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

ডি মুন বলেছেন: খুব সুন্দর বলেছেন :) :) :)

:)

প্রিয়তে ++++

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৬

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

১৫| ২৮ শে মে, ২০১৩ ভোর ৪:০৮

বাংলার হাসান বলেছেন: ++++++++ সহ সহমত।

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ হাসান।

১৬| ২৮ শে মে, ২০১৩ ভোর ৪:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: সহমত এবং ++++

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.