নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

হায় বেঁচে থাকা! বাঁচা হয়ে ওঠে বাঁচাও বাঁচাও তীব্র চিৎকার!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

কিছু দিন পর পর এই দেশে একটা না একটা বড় দুর্ঘটনা ঘটবেই। হয় শত শত মানুষ নিয়ে বিল্ডিং ধসে পড়বে নয়তো আগুনে পুড়ে ছাই হবে অসহায়রা। আমরা যারা 'সৌভাগ্যবান', যারা বেঁচে আছি এই সব থেকে এখনও- এমন দুর্ঘটনায় দু একদিন শোক করবো, তুমুল আলোচনা করব, তারপর ভুলে যাব কিংবা আরও একটি দুর্ঘটনা নিয়ে আলোড়িত হয়ে উঠবো। অবধারিতভাবে এটা নিজেই ভিকটিম হওয়ার প্রতীক্ষা।



এই দুষ্টচক্র থেকে এই অভাগা দেশটার, এই অভাগা মানুষগুলোর পরিত্রাণ কি কখনোই হবে না?



যে প্রশ্নটা এখন উত্থাপন করলাম সেটা আজকে নতুন নয়, এই দুষ্টচক্রটারই অংশ।



প্রবল দুঃখ, হতাশা আর ক্ষোভ ছাড়া মানবসৃষ্ট বিপর্যয়ের বিরুদ্ধে আমাদের আর কোন হাতিয়ার যেন নেই। যা কিছু প্রতিক্রিয়া সব ঘটনা ঘটে যাবার পরই। ঘটনা না ঘটার জন্য সতর্কবাণীগুলো সবসময় ড্যাম কেয়ার করে সবাই। এটাই হয়ে গেছে স্বাভাবিক। আপনার সতর্কতা অন্যের চোখে হবে হাস্যকর।



বেপরোয়া বাস চালাচ্ছে ড্রাইভার? দেখবেন যাত্রী জানালা দিয়ে মাথা বের করে উত্তাল হাওয়া উপভোগ করছে। কিংবা স্বস্তি উপভোগ করছে এই ভেবে যে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। সেটা যে অন্তিম গন্তব্য হয়ে যেতে পারে তা থোড়াই কেয়ার করে।



গার্মেন্ট ফ্যাক্টরির জরুরি নির্গমন পথগুলো বন্ধ? কেন খামোখা চিন্তা করবে কেউ? অত সহজে তো আগুন ধরবে না। তারচেয়ে এখন ফ্যাক্টরি থেকে পোশাক পাচারের পথ রুদ্ধ করা গেছে- এটাই কি বড় ব্যাপার নয়? দুচারটা পোশাকের বিপরীতে আগুনে ঝলসে যেতে পারে এমন কয়েকশ শরীরের বিনিময়ে ধরা হয় বাজি ।



বিল্ডিংয়ে ফাটল ধরেছে? এটা মজার ব্যাপার না? আলো-হাওয়ার যাতায়াতের সুবিধা হলো। বেশ দেখেছ, এবার কাজে ফিরে যাও। এত সহজে কিছু হবে না। কিন্তু কাজ যদি না কর এখন বেতন না পেয়ে না খেয়ে মরবে যে! বাঁচতে হলে এই রিস্কটুকু নিতেই হবে। হুম... বাঁচতে হলে... বাঁচতে হলে...।



হায় বেঁচে থাকা! বাঁচা হয়ে ওঠে বাঁচাও বাঁচাও তীব্র চিৎকার!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

লিঙ্কনহুসাইন বলেছেন: একটা কথা চিন্তা করার সাথে সাথে প্রচন্ড ভয় পেয়ে গেলাম :(
সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান শেষ করতে আরো ৪/৫ দিন লাগতে পারে বলে বাংলানিউজকে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা। এতো মানুষ উদ্ধার কাজ করতেছে তার পরেও ৪/৫ দিন লাগবে !!! আল্লাহ্‌ না করুক , যদি হঠাত বড় ধরনের ভূকম্পনে ঢাকার শহরে লাখ লাখ ভবন ধসে পরে তখন আমাদের কি হবে ? আমার তোঁ মনে হয় ৪/৫ বছরেও উদ্ধার কাজ শেষ হবেনা :'(
আল্লাহ্‌ আমাদের রক্ষা করো , কোন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই আমাদের বিল্ডিং এইভাবে ভেঙে পরে :/ আর যদি বড় ধরণের ভূকম্পন হয় তাহলে কি হবে ?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

সাইফ সামির বলেছেন:

ঢাকাকে তখন মৃতের নগরী বলে পরিত্যক্ত ঘোষণা করা হবে।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

রাজনীতির ভাষা বলেছেন: হুম... বাঁচতে হলে... বাঁচতে হলে...।

হায় বেঁচে থাকা! বাঁচা হয়ে ওঠে বাঁচাও বাঁচাও তীব্র চিৎকার!


সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: মানবিক আহতদের জন্য রক্ত আর অক্সিজেন দরকার
পরিবেশ সৃষ্টি করুন
আমি নিজেও ব্যস্ত
শুভকামনা সাভার এ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.