নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

ভূতের মুভি বা হরর ফিল্ম দেখার আদর্শ পদ্ধতি

০১ লা জুন, ২০১৩ রাত ১০:০৮





মুভি দেখার বিভিন্ন নিয়মকানুন আছে। আজ বলবো ভূতের মুভি বা হরর ফিল্ম কিভাবে দেখতে হয়।



ভূতের মুভি বা ভয়ের মুভি দেখার উত্তম সময় রাত বারোটা একত্রিশ মিনিট। প্রথমেই নিশ্চিত হয়ে নিন বাসার সবাই ঘুমিয়ে গেছে কিনা। আপনার রুমের দরজা বন্ধ করে দিন, বাতি নিভিয়ে ফেলুন। রুমের জানালা ও বারান্দার দরজা খুলে দিন। সঙ্গে কেউ যেন না থাকে। এবার হেডফোন কানে লাগিয়ে ভলিউম বাড়িয়ে মুভি চালিয়ে দিন। মাঝে মাঝে খেয়াল রাখুন জানালা দিয়ে কাউকে দেখা যাচ্ছে কিনা। দরজায় কোন শব্দ হচ্ছে কিনা কিংবা বারান্দার দরজাটা আচমকা নড়ে উঠল কিনা। খাটের নিচটাও খেয়াল রাখুন। মাঝে মাঝে মুভি পজ রেখে খেয়াল করুন ফিসফিস করে আপনাকে কেউ ডাকছে কিনা। ঘরে ঢুকা বাতাসের তারতম্য বোঝার চেষ্টা করুন। মুভি দেখার সময় চারপাশটা বারবার খেয়াল করে দেখুন আপনি সত্যিই একা আছেন কিনা!



যদি হরর মুভি দেখার সময় হৃদপিণ্ডের ধুপ ধুপ শব্দটা শোনা না যায়, যদি হাত-পা শিরশির না করে, যদি মাঝে মাঝে শরীরটা চমকে নড়ে না ওঠে তবে ডিভিডি রম থেকে ডিস্কটা বের করে বাইরে ফেলে দিন। মুভিটি হার্ডডিস্কে থাকলে ডিলিট করে ফেলুন। যে মুভি দেখে গা ছমছম করে না সেটা কোন জাতের হরর মুভি না!



মনে রাখবেন, ভূতের মুভি বা হরর ফিল্ম সবসময় মাঝরাতে অন্ধকার ঘরে হাই ভলিউমে একাকী দেখতে হয়। এতে ভূতদের সঙ্গে একটা আত্মিক কানেকশন টের পাওয়া যায়। ভূত কিংবা অশরীরীদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে নিয়মিত হরর বা ভূতের মুভি দেখুন।



আপনার রাত হোক অস্থির ভূতময়! শুভ ভূতরাত্রি!



ভূতেরস্বার্থে ভূতের কলোনিবাসীর পক্ষে: সা. সা. :D



-------



পুনশ্চ ১। সব হরর মুভি ভূতের মুভি না কিন্তু সব ভূতের মুভি হরর মুভি।

পুনশ্চ ২। ভূতরা জানতে চেয়েছেন, আপনার দেখা সবচেয়ে ভয়ের মুভি কোনটি?

পুনশ্চ ৩। পুনশ্চ ২-য়ের জবাব না দিলে আজ রাতেই ভূত আপনার ঘাড় মটকাবে!!



জঁগতের সঁকল ভূঁত সুঁখী হোঁক! B-)

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:১৫

লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে

০১ লা জুন, ২০১৩ রাত ১০:২০

সাইফ সামির বলেছেন: পুনশ্চ ২-য়ের জবাব না দিলে আজ রাতেই ভূত আপনার ঘাড় মটকাবে!!

২| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:১৮

আমি শুধুই পাঠক বলেছেন: অক্ষরে অক্ষরে মেনে চলব। আমার দেখা ভয়ের মুভি লিস্ট বেশ লম্বা।

1. The Excorcist

2. Paranormal Activity

3. Shutter

4. The Eye10

5. Shutter Island

আরো বেশ কিছু আছে। হরর মুভি আর কমেডি মুভি ভালা পাই।

০১ লা জুন, ২০১৩ রাত ১০:২৮

সাইফ সামির বলেছেন:

ভূতসমাজ আপনার ওপর খুশি! অতি শিগগির আপনাকে ভূতদলভুক্ত করা হবে! :P

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

সাইফ সামির বলেছেন:

The Exorcist ও Paranormal Activity -র পক্ষে আমার ভোট আছে।
Shutter Island মূলত ডার্ক থ্রিলার, হরর মুভি না।

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৩

মেটাল বলেছেন: আমার দেখা সব চেয়ে ভয়ের মুভি ''Scary Movie'' ;)
ভয়ে তিন দিন ঘুমাই নাই B-)

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

সাইফ সামির বলেছেন: :P :P

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: "এভিল ডেড" আমার দেখা সব চেয়ে ভয়ের মুভি

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

সাইফ সামির বলেছেন: নতুনটা না পুরনোটা?

৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


B:-) B:-) B:-) :-& :-& :-&

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫১

সাইফ সামির বলেছেন: =p~ =p~ =p~

৬| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৯

দি সুফি বলেছেন: সবচেয়ে ভাল টেকনিক হইল, একটা ভাইব্রেশনওয়ালা হেডফোন - দিন হউক, রাইত হউক ঐটায় ফুল ভলিউম দিয়ে এবং ভাইব্রেশন অন করে দিলে ভয় পাইতে বাইধ্য, তা যত বড় সাহসীই হোক না কেন! B-))

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

সাইফ সামির বলেছেন: হেঃ হেঃ এটাতেই তো বেশি মজা! :D :D

৭| ০২ রা জুন, ২০১৩ রাত ৩:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: দি সুফি বলেছেন: সবচেয়ে ভাল টেকনিক হইল, একটা ভাইব্রেশনওয়ালা হেডফোন - দিন হউক, রাইত হউক ঐটায় ফুল ভলিউম দিয়ে এবং ভাইব্রেশন অন করে দিলে ভয় পাইতে বাইধ্য, তা যত বড় সাহসীই হোক না কেন! B-))

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৯

সাইফ সামির বলেছেন: ভয় পাওয়াতেই তো মজা! B-)

৮| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৮

সায়েদ রিয়াদ বলেছেন: এক রাতে রিপিং অর্ধেক দেইখা রাইখা দিসি #:-S 8-| /:)

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১৩

সাইফ সামির বলেছেন: বুঝলাম না.... :|

৯| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০৪

টিনটিন` বলেছেন: দি এক্সরসিস্ট, স্লিপি হলো, মিরর, জিপারস ক্রিপারস, দি ওমেন............

আমার দেখা টপ ফাইভ হরর মুভি।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:২৩

সাইফ সামির বলেছেন:

তিনটা মিলেছে- দি এক্সরসিস্ট, স্লিপি হলো ও দি ওমেন আমার অলটাইম ফেভারিট! :)

১০| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:০৩

সৈয়দ রকিবুজ্জামান ডলার বলেছেন: The Exorcism Of Emily Rose & Pulse AKA Kairo (Japan) এই ২টা দেখলে আর কিছু দেখা লাগবো বইলা আমার মনে হয় না B:-)

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:২৯

সাইফ সামির বলেছেন:

Pulse (Kairo) -র পক্ষে আমার ভোট আছে। :)

১১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:০৮

জ্যোস্নার ফুল বলেছেন: Shutter Island ভুতের মুভি এইডা কিরা কইল :-/

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩২

সাইফ সামির বলেছেন:

উনি মনে হয় ভূতের মুভি হিসেবে বলেন নাই, ডার্ক থ্রিলারটাকে হরর ধরে নিছেন!

১২| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৪২

চুরি যাওয়া আগুন... বলেছেন: আপনার রাত হোক অস্থির ভূতময়! শুভ ভূতরাত্রি!

ভূতেরস্বার্থে ভূতের কলোনিবাসীর পক্ষে: সা. সা. :D

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৪২

সাইফ সামির বলেছেন: =p~

১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:২২

বোকামন বলেছেন:





সম্মানিত লেখক,
কেমন আছেন ?
সকল হরর ফিল্মে মন বসাতে পারি না, মেকিং ভালো না হলে হাসি পায়।
তবে ইদানীং ত্রিমাত্রিক প্রযুক্তির কল্যানে হরর মুভিতে মজা পাওয়া যাচ্ছে।
আর ৫.১ সাউন্ড সিস্টেমে ........... বেশ।

ভালো থাকবেন।


০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১১

সাইফ সামির বলেছেন:

আমি ভালো আছি, আপনি ভালো তো?

হরর মুভির মজা নিতে সাউন্ড সিস্টেম একটি গুরুত্বপূর্ণ বিষয়- আপনি সাউন্ড বন্ধ করে মুভি দেখুন, দেখবেন অতি ভয়ঙ্কর মুভিও আপনার আর ভয় লাগছে না। এখানে ছবির চেয়ে মুভি মিউজিক আপনার নার্ভ সিস্টেমে বেশি প্রভাব ফেলে।

হরর ফিল্ম অবশ্যই বাছাই করে দেখতে হবে যদি আপনি সত্যিকারে হরর ফিলিং পেতে চান। মেকিং ভালো না হলে হাসি পাওয়ারই কথা। নামকাওয়াস্তে 'হরর' মুভি দেখে কতো যে হেসেছি!

১৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন:

জিপারস ক্র্যাপারস

আজকের মত বাইচ্চা গেলাম B-))

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১২

সাইফ সামির বলেছেন:

হ্যাঁ আঁপনি বেঁচে গেঁছেন! :-B

১৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভূতিও অভিজ্ঞতা হওয়া জরুরী। ;)

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪০

সাইফ সামির বলেছেন: খুবই জরুরী! :)

১৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ''Scary Movie'' ৫ এই বছর রিলিজ হবে শুনে ভয়েই মরে যাচ্ছি...... B:-)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

সাইফ সামির বলেছেন:

হা হা হা =p~ =p~ =p~



অ্যানিওয়ে, Scary Movie 5 এপ্রিলে রিলিজ হয়ে গেছে।

১৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১৩

সজল_হাসান বলেছেন: THE EVIL DEAD (1981) - Rating - 5/5
EVIL DEAD (1987) - Rating - 4/5
ARMY OF DARKNESSS AKA. EVIL DEAD 3 (1992) - Rating - 3.5/5

এবং EVIL DEAD REBOOT এর ব্লুরের জন্য অপেক্ষা করছি ।

ALIEN (1979) - Rating - 5/5 (এটা হরর মুভি কিন্তু ভূতের মুভি না!)
ALIENS (1986) - Rating - 5/5 (এটাও হরর মুভি কিন্তু ভূতের মুভি না!)
PROMETHEUS - Rating - 4/5 (ALIEN এর Prequel এবং এটাও হরর মুভি কিন্তু ভূতের মুভি না!)

FINAL DESTINATION 4 (2009) - Rating - 2.5/5
FINAL DESTINATION 5 (2011) - Rating - 3.5/5


SLEEPY HOLLOW (1999) - Rating - 3.5/5
DARK SHADOWS (2012) - Rating - 3.5/5

VAN HELSING (2004) - Rating - 3.5/5

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

সাইফ সামির বলেছেন:

বাহ! আপনি দেখছি হরর মুভিপ্রেমী! :)

১৮| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

শামির শাকির বলেছেন: সারা ফ্ল্যাটে আমি একাই মাত্র বাসিন্দা। আপনার তরিকা ফলো করলে তো ফলাফল মারাত্বক!

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সাইফ সামির বলেছেন:

হে হে হরর মুভি দেখনের এটাই বেস্ট তরিকা! =p~

১৯| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মুভি আর দেহন লাগবোনা, আপনের পোষ্ট পইড়ায় কাইত :( :||



=p~

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সাইফ সামির বলেছেন:

একবার ট্রাই করে দেখেন প্লিজ!!!

=p~ =p~ =p~

২০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭

অনন্ত আরেফিন বলেছেন: আপনার বর্ণনা মত পরিবেশ না থাকলে কখনোই কোন হরর মুভি দেখিনা এবং শীতকাল ছাড়া আমি কখনোই কোন ভূতের মুভিই দেখিনা। হরর মুভি দেখার পর কাথা কম্বলের নিচে আশ্রয় নিতে না পারলে ওই রাত আমার পক্ষে আর পার করা সম্ভব হবে বলে মনে হয়না।

এই মূহুর্তে দ্য এক্সরসিস্ট এর কথাই মনে পড়ছে। বেশি ভয় পেয়েছিলাম এটা দেখে।

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

সাইফ সামির বলেছেন:

শীতকাল ছাড়া ভূতের মুভি দেখেন না? খুব মজা তো! :)

... এই না হলে হরর মুভি দেখা!! দারুণ! :)

২১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

আরজু পনি বলেছেন:

সাম্প্রতিক মন্তব্যের ঘরে শিরোনাম দেখেই দৌড় দিলাম পোস্টে।

The Exorcist দেখে খুব একটা ভয় পাই নাই !

আর্টিফিশিয়াল মনে হইছে।

তবে ধন্ধে পড়ে গেলাম ! শেষ মারাত্নক ভয় পা্ওয়ায় মতো ম্যুভি কোনটা দেখছি ?! হায় হায় মনে করতে পারছি না !

আসলেই ম্যুভি দেখে মারাত্নক ভয় না পেলে সেটা কোন হরর বা ভুতের ম্যুভিই না ।

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

সাইফ সামির বলেছেন: স্বাগতম! :)

আপনি কি The Exorcist (১৯৭৩) দেখেছেন নাকি The Last Exorcism (২০১০) দেখেছেন?

যে পদ্ধতিতে হরর মুভি দেখার কথা বললাম, সেভাবে যে কোন একটি হরর মুভি দেখুন তো- দেখুন কেমন ভয় লাগে! ;)

হরর বা ভূতের মুভির অত্যাবশ্যকীয় উপাদান গা ছমছমে ভয়ের অনুভূতি! তবেই তো মজা! :D

২২| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

লিংকন১১৫ বলেছেন: The Silence of the Lambs যদিও এটা Horror ভিতর পরেনা এটা
Crime Thriller মুভি কিন্তু মাস্ট সি

Silent Hill
The Cabin in the Woods
Mama
Sinister
Psycho
Alien
Saw
The Exorcist
28 Days Later

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

সাইফ সামির বলেছেন:

The Silence of the Lambs - হররের বাইরেও না। এটি থ্রিলার, ক্রাইম ও হরর মিক্স। ইয়েস, এটি মাস্ট সি মুভি।

আপনার বাকি মুভি উল্লেখও ভালো হয়েছে।

২৩| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

নীল পিয়াসী বলেছেন: আমাকে কাঁপিয়ে দিয়েছিল যে প্রিয় ভুতগুলো আর আজও ছমছম করে আমার স্মৃতি কোঠা তারা ছিল Grudge series, The Ring series, Mirror, Silent Hill ( with revelation : ), Unborn (Made me shout once!!) আর Pulse এ। ইস, আমি অপেক্ষায় থাকি নতুন করে কম্পিত হইবার তরে...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

সাইফ সামির বলেছেন: :D

২৪| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

এ্যাপোলো৯০ বলেছেন: আমি হরর, ভুত, প্যারানরমাল, আত্মা এইসব শব্দ শুনলেই ভয় পাই !! নিতান্ত ফালতু হরর মুভি দেখেও ভয় পাই !
grudge দেখে ভয় পাইছিলাম, paranormal activity 2 দেখেও ভয় পাইছি, আপাতত এই দুইটাই মনে পড়ছে !

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

সাইফ সামির বলেছেন:

আরও বেশি করে হরর মুভি দেখুন... কেননা ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী! :P

২৫| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

দুর্বৃত্ত বলেছেন: Silent Hill


আর পুস্ট তো ব্যাপুক হররররররর :p

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

সাইফ সামির বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.