নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

একটি গ্রামীণফোন স্ক্যান্ডাল...

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

হ্যালো গ্রামীণফোন,



এই মুহূর্তে আমি একজন অ্যাংরি কাস্টমার। গ্রামীণফোনের ওপর ভীষণ রাগান্বিত। এখন আপনাদেরকে ঠিক সেই কথাগুলোই বলতে ইচ্ছে করছে যা সবসময় গ্রামীণফোন সম্পর্কে শুনে থাকি- ডাকাত কম্পানি, কসাই কম্পানি। কথাগুলো মোটেও ভুল বলা হয় না। জানি, মনেমনে আপনারাও মানবেন।



আমাদের ফ্যামিলি জিপি ইউজ করছে বহু আগে থেকেই। এখনও মনে আছে, ৬৫ হাজার টাকা দিয়ে আইএসডি গ্রামীণফোন নেয়া হয়েছিল পিসিও বিজনেসের জন্য। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করছি ২০০৩ সাল থেকে। সেই থেকে জিপির ওপর প্রায় প্রতিদিনই বিরক্ত ঝাড়ি।



আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আপনারা অতি মুনাফা লোভী। সার্ভিস যা দেন তারচেয়ে বহুগুণ মূল্য আদায় করেন।



এদেশের জন্য আওয়ামী লীগ-বিএনপি যেমন গলার কাঁটা- না পারি গিলতে না পারি উগলাতে- জিপি কাস্টমারদের কাছে আপনাদের অবস্থাও হয়েছে তেমন। বিশ্বাস না হলে নেইলসেন কম্পানি বা ওআরজি-কোয়েস্ট দিয়ে গোপন জরিপ চালিয়ে দেখতে পারেন।



তবে আশার কথা, অন্য কম্পানিগুলো আপনাদের ভুল থেকে শিখছে। তারা উন্নতি করছে এবং আমাদের আস্থা অর্জন করছে।



ভূমিকা শেষ, এবার আসল কথায় আসি।



গতকাল (২৭.১০.১৩) সন্ধ্যা ৭:৩২ মিনিটের দিকে আমি আমার জিপিতে ৫০০ টাকা FlexiLoad করি। ট্রানজেকশন আইডি BD41102719320315। ইমার্জেন্সি ব্যালেন্স ডিউ ৫ টাকা কেটে অ্যাকাউন্টে ৪৯৫ টাকা থাকে। আমার উদ্দেশ্য ছিল রাত বারোটার পর P6 ইন্টারনেট প্যাকেজটি অ্যাকটিভ করার। আমি দীর্ঘ কয়েক বছর ধরে এই প্যাকেজটি (P6/1GB) ব্যবহার করছি। সেই তখন থেকে প্রতিবার অ্যাক্টিভেট করতে আপনারা ভ্যাটসহ ৩৪৫/- কর্তন করেন। ব্যান্ডউইথের দাম কমেছে কিন্তু আপনাদের চার্জ (পড়ুন শোষণ) কমেনি।



যেহেতু দিন প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যায় FlexiLoad করলেও P6 রাত বারোটার পরে অ্যাকটিভ করব ঠিক করেছিলাম। এর মাঝে আমি ফেসবুক জিরো মানে 0.facebook.com ইউজ করি। তবে অন্য কোন লিংকে মোটেও ব্রাউজ করিনি। আমরা জানি যে, ফেসবুক জিরোতে কোন ডেটা চার্জ কাটে না। তবে কানেক্টিংয়ের সময় সামান্য কিছু পয়সা কেটে থাকে। আমি বেশ কিছু দিন থেকেই ফেসবুক জিরো ব্যবহার করছি। এমনকি মোবাইলে ব্যালেন্স যখন জিরো (0) তখনও ফেসবুক জিরো ব্যবহার করেছি। উল্লেখ্য, ফেসবুক জিরো ব্যবহারের বিষয়ে আপনারা পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছিলেন।



যা-ই হোক, রাত বারোটার পরে P6 অ্যাক্টিভেট করতে গিয়ে 5000 -এ ম্যাসেজ দেওয়ার পরে ফিরতি ম্যাসেজে আমাকে জানানো হয় 'insufficient balance' -এর কারণে P6 অ্যাক্টিভেট করা যাবে না! আমার তো চক্ষু চড়কগাছ! বলে কী! জলদি ব্যালেন্স চেক করে দেখি মোবাইলে আছে ২৭৫ টাকা! অথচ থাকার কথা ৪৯৫ টাকা! মানে ২২০ টাকা গায়েব! এমন ম্যাজিক দেখানো জুয়েল আইচের পক্ষেও সম্ভব কিনা কে জানে! তবে জিপির পক্ষে যে সম্ভব এটা পূর্বেও প্রমাণিত।



আপনারা আমার এই কষ্টে অর্জিত অর্থগুলো কি করেছেন দয়া করে জানাবেন? আমি নিশ্চিত, কোরবানির পশুর চামড়ার টাকা থেকে সদকা হিসেবে দান গ্রহণের জন্য আমি আপনাদেরকে কোন ম্যাসেজ দিই নাই। এ বাবদ কোন টাকা আপনারা আমার কাছ থেকে পাওনা নাই।



ওহে গ্রামীণফোন, আমি এটাও লিখিত দিচ্ছি যে, মোবাইলে টাকা ঢুকানোর পর আমি কোন ফোন করি নাই, অন্য কোন এসএমএসও করি নাই। তবুও আপনারা কেন আমার গলা কাটলেন বুঝলাম না। কোরবান তো দুই সপ্তাহ আগেই শেষ।



গ্রামীণফোন, আমি আপনাদের কাস্টমার কেয়ারের মেকি মিষ্টি ভাষা শুনতে চাই না। আমি আমার ২২০ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স অবিলম্বে ফেরত চাই!!



জানি, আমি আপনাদের হটলাইন 121 এ ফোন করলে আপনারা আমার সাথে খুব বিনয়ী হয়ে কথা বলে ইনিয়ে-বিনিয়ে ঘুরিয়ে-প্যাঁচিয়ে উল্টো আমার ঘাড়েই দোষ চাপাতে চাইবেন। আপনাদের কাস্টমার কেয়ার কিভাবে 'কেয়ার' করে সেটা সবাই জানে। এমনও বলতে পারেন, 'স্যার, হয়তো ভাবী আপনার অজান্তে আপনার ফোন থেকে ওনার মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করে নিয়েছেন'। গ্রামীণফোন, আপনাদের ভাবী নেই, না পরলোকে যাওয়ার কথা বলছি না, এখনও আমার ঘরেও আসেননি।



কোন অজুহাত দেখিয়ে যে লাভ হবে না- এটা নিশ্চয় এতোক্ষণে বুঝে ফেলেছেন। মোবাইল সারাক্ষণই আমার কাছে ছিল, কোন মিস ইউজ হয়নি।



অতএব বুঝতেই পারছেন, আমি আপনাদের কাছ থেকে কোন ফাঁকিবাজি কথা শুনতে চাই না। আপনাদের কোনই দোষ নেই, আপনাদের প্রান্তে কোনই সমস্যা হয়নি এসব কথা মোটেও শুনতে চাই না। তাই মন ভুলিয়ে দায় অস্বীকারের কথা অন্যদেরকে বলতে পারেন, আমাকে বলে লাভ হবে না।



আমি আপনাদের কাছে শুনতে চাই, আপনাদের 'সিস্টেমের কোন অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যাটি হয়েছে' এবং শিগগির আমাকে রিফান্ড করছেন। গ্রামীণফোনের ইতিহাসে এতোটা সৎ আপনারা আগে কখনও হয়েছেন কিনা জানি না, তবে এবার হতে অনুরোধ করবো।



গ্রামীণফোন, অসম্ভবকে সম্ভব করাই আপনাদের কাজ। তাই আশা করি আমার সমস্যাটি আপনারা অবিলম্বে সমাধান করবেন। নতুবা পুরো বিষয়টি পাবলিক মিডিয়ায় নিয়ে যেতে বাধ্য হবো।



আমার জিপি নং: 0171* *** ***



নিবেদক,

সাইফ সামির

http://www.saifsamir.com

___________________________________________________





মেইল#২ | তারিখ: ২৯.১০.১৩





Dear Mr. Samir,



Greetings from Grameenphone Ltd.!



Thank you for communicating with us and bringing the issue to our concern. We are very sorry for your experience. We understand your agitation and it is very sad for us to see you dissatisfied. We have never expected this to happen. Please be informed that, after getting your email we took the complaint with a lot of priority and double checked your internet usage details. We regret to inform you that, we do not find any overcharging or unusual charges analyzing your recent charging details. Kindly note that, based on different handset type especially for Smartphone users there will be instances where it will incur some charges on the same session, not for browsing Facebook zero but for other background applications. Please also be informed that, if you open any picture or images in the Facebook zero page (the page will notify you immediately about data charges), data charges will be applicable. To know more about the Facebook zero offer, please visit at: Click This Link. However, if you want to know in details you are cordially requested to obtain itemized bill. For this purpose you need to visit our Grameenphone Center and fill up an application form along with your valid signature that matched with your subscription copy. The charge for itemized bill is BDT 115 (with VAT) for last 30 days.



On the other hand regarding your query about Bandwidth, we would like to inform you that Bandwidth cost is actually a very small part of the total cost of internet. Hence for this reason the reduced cost of bandwidth did not significantly impact the pricing of internet packages that we are offering you. However, we’ve brought in new and more affordable commitment-based packages for example, micro and mini packages. We sincerely hope and believe that these would make the internet packages and services more affordable and convenient for you.



Thank you for your understanding and relying on Grameenphone. It is our pleasure to offer you the superior service you deserve and we are committed to provide the best of our services in future as well. Please feel free to contact us for further assistance.







Best Regards

Iqbal Mahabub

Customer Service

Grameenphone Ltd.

___________________________________________________





মেইল#৩ | তারিখ: ৩১.১০.১৩





প্রিয় জনাব মাহাবুব,



পৃথিবীর বিভিন্ন কম্পানি- যারা বৃহত্তর জনগোষ্ঠীকে বিভিন্ন সার্ভিস বিক্রয় করছেন- তারা তাদের কাস্টমারদের ভাষায় কথা বলার চেষ্টা করেন। আজ যদি আমি মাইক্রোসফটকে স্প্যানিশ ভাষায় লিখি তারা আমাকে স্প্যানিশ ভাষাতেই রিপ্লাই দিবেন, ইংরেজিতে নয়। তাদের আলাদা বিভাগই আছে এ কাজের জন্য। যে কম্পানি যে দেশে যায়, তারা সে দেশের ভাষাতেই কথা বলে। গ্রামীণফোনের এক অংশের মালিকানা টেলিনরের, আরেক অংশ তো বাংলাদেশের। তারা তো বাংলাদেশেই ব্যবসা করছে। এখানে তো বাঙালিরাই চাকরি করছেন। অতএব, তাদের কাছে আমি যখন বাংলায় লিখব তখন উত্তরটা বাংলাতেই আশা করব। শুধু ফেব্রুয়ারিতে 'ভাষা আন্দোলন' নিয়ে টিভিসি বানিয়ে 'গ্রামীণফোন' সিল মেরে দিলে তো হয় না। আশা করি আমার কথা বুঝতে পারছেন।



মূল প্রসঙ্গে আসি, আমি জানতাম আপনারা আপনাদের কোন দোষ বা সমস্যা খুঁজে পাবেন না- যা আমি আমার মেইলেই বলে দিয়েছিলাম! তাই যখন বলছেন কোন অতিরিক্ত চার্জিং বা অস্বাভাবিক চার্জিং আপনারা খুঁজে পাননি তখন আর অবাক হইনি। জনাব, অতিরিক্ত চার্জিং হয়নি বলছেন কিন্তু চার্জ করার মতো ডেটা ইউজও তো হয়নি! এটা কেন বলছেন না? আপনি যেহেতু আমার 'চার্জিং ডিটেইলস' ডাবল চেক করেছেন বলছেন, নিশ্চয় এটাও দেখেছেন আমি কি পরিমাণ ডেটা ইউজ করেছি। ওখানে তো চার্জিংয়ের অতিরিক্ত বা অস্বাভাবিক কোন ডেটা ইউজের রেকর্ড নেই! তাই বলি আমার ২২০ টাকা কি জলিল ভাই নিয়ে গেছেন? এই টাকা নিশ্চয় ভূতে নেয়নি, আপনাদের প্রান্ত থেকেই কেটেছে।



আমি আমার আগের মেইলেই বলেছি, আপনারা ঘুরে ফিরে দোষ আমার ঘাড়েই চাপাবেন। দেখুন কথাটা কেমন সত্য হয়ে গেল! জনাব, আপনারা আমাকে মনে হয় টেক নবিস ভেবেছেন। মজার কথা হলো, আমার নিজেরই আইটি বিজনেস আছে। তাই আপনারা যখন স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপের ইন্টারনেট রিসোর্স ইউজের অজুহাত দেখান তখন মনের হাসি মুখে চলে আসে! জনাব, আপনাদের অজুহাত গুড়িয়ে দিতে হবে এই জন্য যে, আমি যে সেলফোনটিতে নেট ব্যবহার করি সেটিতে এমন কোন অ্যাপ্লিকেশন নেই যেটি আমার অজান্তে ব্যাকগ্রাউন্ডে বসে বসে ইন্টারনেটের বাদাম চিববে। আমি যথেষ্ট টেকি তাই খুব ভালো করেই জানি 'ফেসবুক জিরো' কিভাবে ইউজ করতে হয় এবং কখন এতে চার্জ কাটে। ইনফ্যাক্ট, ফেসবুক জিরো সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি। এটা বাংলাদেশের জন্য নতুন হলেও প্রকৃতপক্ষে এটি নতুন কিছু না। 'ফেসবুক জিরো' সেবা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অপারেটর ২০১০ সাল থেকেই দিয়ে আসছে।



অতএব, বুঝতেই পারছেন আমার অভিযোগের বিপরীতে আপনাদের জবাবগুলো ভীষণ অসাড়! আমার ২২০ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স কেন কিভাবে গায়েব হলো এ বিষয়ে আপনারা কিছুই বলতে পারেননি। তাই এটা মানতেই হবে আপনাদের কোন টেকনিকাল ফল্টের কারণেই স্ক্যান্ডালটি হয়েছে। তাই আপনাদের উচিত আর বিলম্ব না করে আমার ব্যালেন্স রিফান্ড করা।



কিন্তু গ্রামীণফোন তো গ্রামীণফোনই! কি আজব, একে তো আমার এতোগুলো টাকা কোন কারণ ছাড়াই কেটে ফেলেছেন, টাকা তো ফেরত দিচ্ছেনই না উল্টো আমাকে আরও ১১৫/- খরচ করে ডিটেইল বিল নিতে বলছেন! কি দারুণ বিবেচনাবোধ আপনাদের! সত্যি, অসম্ভবকে সম্ভব করার গুণাবলী আছে আপনাদের! কিন্তু সেটা পজিটিভ ওয়েতে খাটাচ্ছেন না কেন? আপনারা শুধু নিতেই চান, দিতে চান না।



আপনাদের ইন্টারনেট বিল অতিরিক্ত রাখার ব্যাপারে যে সাফাই দিচ্ছেন তা অগ্রহণযোগ্য। আপনাদের মাত্রাতিরিক্ত নেট বিল সম্পর্কে আরও আগেই আমরা সোশাল মিডিয়ায় ব্যাপক ব্যাখ্যা-বিশ্লেষণ-প্রমাণ দিয়েছি। আন্দোলন করেছি। এ বিষয়ে আপনাদের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সময় করে বাহাসও করবো। সরকার ও মূল মিডিয়াকে তো আপনারা 'খুশি' করে রেখেছেন, তাই আমাদের কথা আমাদেরকেই বলতে হবে।



মি. মাহাবুব, আমি জানি আপনি এর আগে 'Colourage' ও 'VT Connections' এ কাজ করেছেন। জিপির কাস্টমার সার্ভিসে আপনি ২০০৬ সাল থেকে আছেন। আপনার অভিজ্ঞতার আলোকে সত্যি করে বলুন তো, কোন টেকনিকাল কারণে এভাবে ব্যালেন্স গায়েব হওয়াটা কি অসম্ভব কিছু?



নাকি অকপটে নিজেদের সমস্যা স্বীকার ও গ্রাহকদের ক্ষতিপূরণ করাটা গ্রামীণফোনের জন্য অসম্ভব? না, শুধু আমার কথা বিবেচনা করবেন না, আজ আমি গ্রামীণফোনের কোটি কোটি গ্রাহকদের পক্ষ থেকে কথাগুলো বলছি আর গ্রামীণফোনের বিবেকের (যদি থাকে) কাছে প্রশ্ন করছি।



নিবেদক,

সাইফ সামির/ গ্রামীণফোনের ভুক্তভোগী গ্রাহক



___________________________________________________

দুই নেত্রীর ফোনালাপ ফাঁস হইতে পারলে ভাবলাম আমার আর গ্রামীণফোনের ই-আলাপ ফাঁস হইতে সমস্যা কি? গ্রামীণফোন তো আর আমার প্রেমিকা না! :P

___________________________________________________

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

সেলিম মোঃ রুম্মান বলেছেন: তারপর কি রিপ্লাই দিল?

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

সাইফ সামির বলেছেন:

এখন পর্যন্ত কোন রিপ্লাই নাই।

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

গেন্দু মিয়া বলেছেন: এরপর আর কী কী অজুহাত দিলো?

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯

সাইফ সামির বলেছেন:

কাল রাতে লাস্ট মেইল দেয়ার পর থেকে এখনও কোন রিপ্লাই পাই নাই। মেইল সেন্ডের পরপর একটা 'Auto Acknowledgement' আসছিল- যার মানে মেইল পৌঁছাইছে।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

সাইবার অভিযত্রী বলেছেন: ডাকাত ।

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

সাইফ সামির বলেছেন:

এছাড়া আর কি বা বলা যায়!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: ২২,০০০ টাকার খাটুনি খাটতে হবে, তরপর পেলেও পেটে পারেন!

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

সাইফ সামির বলেছেন:

ওনারা শুধু নিতেই চান, দিতে চান না।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ইন্টারনেট অন থাকলে স্মার্ট ফোনের কিছু হিডেন অটো আপডেটার ১০-১২ টাকা খরচ করে ফেলে।
আমারও এরকম হয়েছিল একবার, ১২ টাকা গায়েব হয়ে গিয়েছিল।
কিন্তু ২২০ টাকা গায়েব হওয়াটা অসম্ভব।

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

সাইফ সামির বলেছেন:

সে তো জানি! কিন্তু আমার ফোনে অটো আপডেট হওয়ার মতো কিছু নেই। আর আমি সবসময় পিসি বলেন বা ফোনে- সব সফটওয়্যারের অটো আপডেট বন্ধ করে রাখি।

তাই এভাবে ২২০ টাকা গায়েব হওয়াটা একেবারেই অসম্ভব!

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

হ্যাপি পেঙ্গুইন বলেছেন: মেইল এর জবাব পেলে আপডেট দিয়েন ভাই, কি হয় জানার ইচ্ছা রইল।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

সাইফ সামির বলেছেন:

মেইলের জবাব দিছে। তয় জবাবটা এতোই ভোদাই মার্কা যে রাগে গা জ্বলতাছে। শালারা ঘুরে ফিরে একই কথা বলতাছে। আবারও ফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপের নেট ইউজের কথা বলতাছে। যেখানে আমি আগেই স্পষ্ট বলছি যে আমার ফোনে অটো আপডেট হওয়ার মতো কোন ইন্টারনেট অ্যাপ নাই। যা কিছু ছিল তা বহু আগেই ডিলিট মারছি। বর্তমানে নেট অ্যাপ হিসেবে এই ফোনটাতে আমি শুধু অপেরা মিনি ইউজ করি। আর ডেটা চার্জিংয়ের বিষয়ে যা বলতাছে- তাদেরকে আমি আগেই পরিষ্কার বলছি যে ফেসবুক জিরো ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করি নাই। কিন্তু উনারা মনে হয় আমার বাংলা কথা বুঝতে পারতেছে না। বলা ভাল, বুঝেও না বোঝার ভাণ কইরা ত্যানা প্যাঁচাইতেছে।

তাদের ত্যানা প্যাঁচানি নিচে হুবহু উল্লেখ করা হলো।


মেইল#৪ | তারিখ: ৩১.১০.১৩


Dear Mr. Samir,

Greetings from Grameenphone Ltd.!

Thank you once again for communicating with us. In reply to your email this is to inform you that we are authorized to communicate with our valued customer in English only. Please be informed that, on that time you are using Old Pay As You Go (P1) internet package. Old Pay As You Go is a pay-as-you-go internet pack both for Pre-paid and Postpaid customers. For every kilobyte (KB) of data browsed, subscribers are charged at BDT 0.02 (excluding VAT). In addition, we have already mentioned in our website that, Grameenphone strongly recommends its valued internet subscribers who use smart phones (e.g. Apple iPhones, Android handsets like Samsung Galaxy, HTC or Windows phones) to avoid using the internet Pay As You Go package considering the fact that these smart devices initiates internet sessions in the background to synchronize & update different applications. It is recommended that Smart phone users take the Minipack 25MB or Minipack 150MB or above based on their data need. As we are unable to provide usage details through email, which is why we recommended you on our earlier communication to obtain an Itemized bill for your concerned number so that you can get better clarification for your escalated issue. For this purpose you need to visit our Grameenphone Center and fill up an application form along with your valid signature that matched with your subscription copy. The charge for itemized bill is BDT 115 (with VAT) for last 30 days.

Thank you once again for your kind understanding and keeping trust on Grameenphone. Should you need any further assistance, please feel free to write us along with your contact number.



Best Regards
Iqbal Mahabub
Customer Service
Grameenphone Ltd.
______________________________________


হা হা হা লক্ষ্য করেন, কোন সুনির্দিষ্ট কারণ দেখাইতে না পাইরা সেই পুরনো ত্যানা প্যাঁচানি! তার ওপর নির্লজ্জভাবে আবারও সার্ভিস বেচার ধান্দা! সেই সাথে তথাকথিত 'কাস্টমার কেয়ারের' রোবটিক কথাবার্তা! পুরাই বিনোদন! =p~ =p~ =p~

৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সাইফ ভাই, আপনার এবং সকল গ্রাহকদের প্রতি সম্মান রেখে বলছি, আমি একদা গ্রামীনফোনে এমন একটি সেকশনে কাজ করতাম যেখানে এধরণের অভিযোগগুলোর টেকনিক্যাল ভেরিফিকেশন করতাম। খুব বেশী ডিটেইল বলছি না, প্রফেশনাল কারণেই, আমি এখন আর গ্রামীনফোনে নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখতাম, গ্রাহক বুঝতে পারেন না তিনি কোন প্যাকেজে আছেন।

ওপরের মেইলে কিন্তু ওরা বলেই দিয়েছে, আপনি P1 প্যাকেজে ছিলেন, সেটাই আপনার টাকাগুলো গায়েব হওয়ার মূল কারণ। আপনি টেকি হওয়া না হওয়ার সাথে আসলে সম্পর্ক নেই।

সিস্টেমের সমস্যার কারণেও অনেক সময় ভুল চার্জিং হয়ে থাকে আর সেটা ধরা পড়ার সাথে সাথে রিফান্ড করা হয়, তবে বেশ কিছু দিন পর, এখানে অনেক অনুমোদনের ব্যাপার থাকে।

যাহোক, আরো অনেক ব্যাপার আছে, সব বলা যাবে না। তবে এটুকু বলে রাখি, খুচরো যে অভিযোগগুলো থাকে, তার অধিকাংশই গ্রাহক এর প্যাকেজ না বোঝার কারণেই হয়ে থাকে।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

সাইফ সামির বলেছেন:

আমার এখানে প্যাকেজ না বোঝার তো কিছু নেই। P1 প্যাকেজ কি জিনিস সেটা আমি জানি এবং আমি যে P1 প্যাকেজে ছিলাম সেটাও আমার জানা আছে। কিন্তু পয়েন্টটা এখানে যে, আমি যদি কোন ডেটা ইউজই না করি আমাকে কেন চার্জিং করা হবে??? প্যাকেজে থাকলেই তো আর এমনি এমনি ডেটা চার্জ করে না। এখানে ১০ টাকা ১৫ টাকা না, ২২০ টাকার কথা হচ্ছে!

এমন না যে আমি এই প্রথম জিপি ইন্টারনেট প্যাকেজ ইউজ করছি। আমি ২০০৯ সাল থেকে জিপি নেট ইউজ করছি। আগে কখনও তো এই সমস্যা হয়নি, এখন হঠাৎ করে কেন হলো??? তাই বলছি সিস্টেমের সমস্যাই এই ভুল চার্জিংয়ের কারণ।


কিন্তু জিপি কোনভাবেই এটা স্বীকার করছে না।


বাই দ্য ওয়ে, আপনি একটা মজার কথা বলেছেন- 'ধরা পড়ার সাথে সাথে রিফান্ড করা হয়' ...আবার বলছেন, 'তবে বেশ কিছু দিন পর' !!! :P


তবে জিপি আজ পর্যন্ত কাউকে রিফান্ড করেছে বলে আমি অন্তত শুনিনি। :||

৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

রাহি বলেছেন: হা হা আপনার লেখার স্টাইল দারুণ! আর গ্রামীন ফোন নিয়ে এমন অভিযোগ অনেকেরই আছে।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

সাইফ সামির বলেছেন:

আপনি অন্তত খেয়াল করলেন!! ;) আপনার সেন্স অফ হিউমার এখনও অটুট আছে বোঝা যায়! :D

গ্রামীনফোন নিয়ে লোকের অভিযোগের শেষ নাই। :|

৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, একটা কথাই বলি, পৃথিবীতে অনেক কিছুই আপনার আমার সবার অজানা আছে। NDA এর ব্যাপারটা নিশ্চয় জানেন, তাই অনেক কিছুই বলতে পারছি না !

P1 প্যাকেজে থাকার পরও আপনার কেন ২২০ টাকা কেটেছে সেটা জানতে হলে আপনাকে আসলেই আইটেমাইজড বিল দেখতে হবে। কারণ, Call Data Record (CDR) আইনগতভাবেই জিপি ই-মেইলে আপনার সাথে শেয়ার করতে পারবে না।

রিফান্ড করার প্রক্রিয়াতে কেন সময় লাগে, সেটা বুঝতে হলে আপনাকে ঐ প্রসেসটাতে কাজ করতে হবে। ঐ যে বললাম, যতই টেকি হন, দুনিয়ার সব বিষয়েতো আপনি বা আমি কেউই বিশেষজ্ঞ না।

তবে জিপি আজ পর্যন্ত কাউকে রিফান্ড করেছে বলে আমি অন্তত শুনিনি।

আবারো বলি, দুনিয়ার কয়টা জিনিস আপনি বা আমি জানি?? তিন বছর কাজ করেছি ঐ জায়গাটায়, কোন গ্রাহক কত টাকা রিফান্ড পাবে, সেটার হিসেব এবং ভেরিফিকেশন যারা করত, তার মধ্যে একজন ছিলাম আমি। সুতরাং, আমি জানি জিপি বা অন্যান্য মোবাইল কোম্পানিগুলো ভুল চার্জিং এর ক্ষেত্রে টাকা ফেরত দেয় কি দেয় না। দুঃখিত, NDA এর কারণে অনেক কিছুই খোলাখুলি আলোচনা করা গেল না।

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

সাইফ সামির বলেছেন:

আপনি কি সত্যিই এখন আর গ্রামীণফোনে নেই? আপনার কথা শুনে কিন্তু সেটা মনে হচ্ছে না! ;)

ভাই, কেউ কিন্তু এখানে বিশেষজ্ঞ হওয়ার দাবি করছে না! আমার যে বাক্যটা বোল্ড করেছেন সেটা আরেকবার খেয়াল করে দেখুন- আমি বলেছি, "আমি অন্তত শুনিনি" ... তারমানে এই না যে, আমি 'করেনি' বলেছি। তারমানে এই যে, অন্য কেউ শুনে থাকতে পারে। :)

১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

তাসজিদ বলেছেন: গ্রামীন এক মহা চুর কোম্পানি

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:২৮

সাইফ সামির বলেছেন: =p~

১১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি এখন আর গ্রামীনফোনে নেই, তবে এই পৃথিবীর অন্য কোন মোবাইল কোম্পানিতেই আছি... ;) ;)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

সাইফ সামির বলেছেন:

আল্লাহ বাঁচিয়েছে... যাক পৃথিবীতেই আছেন! ভিন্নগ্রহে চলে যাননি! ;)

১২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরেকটি কথা বলে যাই, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি টেলিকমে এবং হয়ত শেষও করতে হবে এখানেই। গত ৯ বছর টেলিকম টেকনোলজির অনেকগুলো স্ট্রিমে কাজ করার সুবাদে পুরো বিজনেসটা এখন মোটামুটি বুঝতে পারি।

তাই, আমি যখনই মন্তব্য করবো, আপনার মনে হবে, আমি জিপিতে চাকরি করি... ভাল থাকবেন... ;)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:১৮

সাইফ সামির বলেছেন:

ভাই, আপনি যেহেতু পুরো টেলিকম বিজনেস বুঝে ফেলেছেন- একটা কাজ করেন, একটা নতুন ফোন কম্পানি খোলার উদ্যোগ নেন! যেটি জিপির মতো 'গলা কাটা' বিজনেস করবে না!

আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। :)

১৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৪৭

ম্যাভেরিক বলেছেন: এখানে ঠিক বোঝা যাচ্ছে না, এটি কি জিপির সিস্টেমের ভুল, নাকি আপনার কোথাও ভুল হয়েছে। আপনি আইটেমাইজড বিল চান। তাহলে ব্যাপারটি পরিষ্কার হবে।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:৩৪

সাইফ সামির বলেছেন:

আপনি আরও ১১৫/- খোয়াতে বলছেন? :( X((
আপনিও জিপির কেউ না তো? :|

ব্যাপারটি আমার তরফ থেকে শতভাগ পরিষ্কার করা হয়েছে। কিন্তু ওনারা সুনির্দিষ্ট কোন সদুত্তর দিতে পারেননি। সমস্ত টেকনিকাল তথ্য তাদের হাতে থাকার পরও তারা দায় এড়াতে আন্দাজে ঢিল ছোড়া টাইপ জবাব দিচ্ছি। যা মোটেও গ্রহণযোগ্য নয়। X((

১৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৩:৫১

ম্যাভেরিক বলেছেন: ১১৫ টাকা খোয়া যাবে কেন? আপনার কথা যদি সত্যি প্রমাণিত হয়, আপনি ১১৫ টাকা, কেটে যাওয়া টাকা, এবং এ বাবদ অন্যান্য খরচ, যদি হয়ে থাকে, সবই ফেরত পাবেন। সবচেয়ে বড় বিষয়, বিতর্কে আপনার বিজয় হবে, ভোক্তা হিসেবে আপনি একটি উদাহরণও সৃষ্টি করতে পারেন। অন্যথায় আপনার ব্যাপার আপনি পরিষ্কার করেছেন, জিপি করেছে তার ব্যাপার, কিন্তু আমাদের কাছে কোনোকিছুই পরিষ্কার হলো না। ভোক্তার আবেগ গুরুত্বসহকারে মূল্যায়ন করার দায়বদ্ধতা প্রতিষ্ঠানেরই।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

সাইফ সামির বলেছেন:

আপনি বলছেন আইটেমাইজড বিল নেওয়ার চার্জ ১১৫ টাকা ফেরত দিবে? রিয়্যালি? কিভাবে জানলেন? টাকাটা কি তবে তারা ডিপোজিট হিসেবে রাখে!!

হ্যাঁ, শেষ কথাটা ভালোই বলেছেন: "ভোক্তার আবেগ গুরুত্বসহকারে মূল্যায়ন করার দায়বদ্ধতা প্রতিষ্ঠানেরই।" কিন্তু আপনার কথাটা আমি একটু অল্টার করবো, ভোক্তার 'আবেগ' না বলে ভোক্তার 'অধিকার' বলবো।

বাধ্যবাধকতার জন্য প্রতিষ্ঠান জিপি যদি আমাকে আইটেমাইজড বিল মেইলে নাও দিতে পারে- এই ইনফরমেশনে তো তাদের অ্যাকসেস আছে, সেটা যাচাই করে তারা কেন বলছেন না- 'মি. সামির, আপনি এই সময় এতো মেগাবাইট ডেটা ইউজ করেছেন। তাই এই চার্জ কাটা হয়েছে। এ কথার স্বপক্ষে আমাদের কাছে প্রমাণ আছে।'

১৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আপনি যেহেতু পুরো টেলিকম বিজনেস বুঝে ফেলেছেন- একটা কাজ করেন, একটা নতুন ফোন কম্পানি খোলার উদ্যোগ নেন! যেটি জিপির মতো 'গলা কাটা' বিজনেস করবে না!

সেই সামর্থ্য থাকলে কি আর চাকরি করতাম?? ;) ;)

আর আপনি জাতীয় ভোক্তা অধিকার আইনে সংস্লিষ্ট অধিদপ্তরে অভিযোগ জানিয়ে মেইল করতে পারেন। ওরা এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কয়েক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে, আর আপনাকে নগদে ২৫% জরিমানার টাকা দিয়ে দিবে।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

সাইফ সামির বলেছেন: :)

... মেইল আইডিটা জানাবেন?

১৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ম্যাভেরিক বলেছেন: আপনি মন্তব্য ঠিকমতো না পড়েই উত্তর দিচ্ছেন। আমি বলেছি, আপনার কথা যদি সত্যি প্রমাণিত হয়...। অর্থাৎ এটি যদি আপনার ভুল না হয়ে জিপির সিস্টেমের ভুল হয়, তাহলে ফেরত পাবেন।

আবেগ শব্দটি ব্যবহার করেছি কারণ আদর্শ প্রতিষ্ঠানের নিকট তা অধিকারের চেয়েও গুরুত্বপূর্ণ। অধিকার তো আপনি আইনগতভাবেই দাবি করতে পারেন।

আপনার প্রথম মেইলেই তো তারা আপনাকে জবাব দিয়েছেন, "We regret to inform you that, we do not find any overcharging or unusual charges analyzing your recent charging details." সুতরাং বিশেষ সময়টিতে মেগাবাইটের হিসেব তারা পলিসি অনুযায়ী ইমেইলে আপনাকে না দিলে, আপনি যে সঠিক, ভুল করেননি, তা প্রমাণের একটিই উপায়: আইটেমাইজড বিল পর্যবেক্ষণ। আপনার নিজের মনে আপনি সঠিক, এছাড়া কিন্তু আপনার আর কোনো যুক্তি নেই আপাতত। এর জন্যই বলেছিলাম, ভোক্তার আবেগও যথাযথ মূল্যায়ন একটি শিল্প।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

সাইফ সামির বলেছেন:

আপনার কেন মনে হলো 'আমি মন্তব্য ঠিকমতো না পড়েই উত্তর' দিচ্ছি? আমি আপনার কাছে সহজভাবে জানতে চেয়েছি- আইটেমাইজড বিলের চার্জ নেয়ার পর [অভিযোগ যদি প্রমাণ হয়] সেই চার্জটা আসলেই ফেরত দিবে কিনা- এমন কোন সিস্টেম আছে কিনা? আমি জানতে চেয়েছি আপনি যেটা বললেন সেটার সোর্স কি? মানে আপনি কিভাবে জানলেন? জাস্ট প্রশ্ন ছিল, জেরা নয়।

কিন্তু আপনি ঠিকমতো না বুঝেই উত্তর দিলেন।

জিপি প্রথম মেইলে যা বলেছে সেটা আমি দ্বিতীয় মেইলেই জবাব দিয়েছি:

"জনাব, অতিরিক্ত চার্জিং হয়নি বলছেন কিন্তু চার্জ করার মতো ডেটা ইউজও তো হয়নি! এটা কেন বলছেন না? আপনি যেহেতু আমার 'চার্জিং ডিটেইলস' ডাবল চেক করেছেন বলছেন, নিশ্চয় এটাও দেখেছেন আমি কি পরিমাণ ডেটা ইউজ করেছি। ওখানে তো চার্জিংয়ের অতিরিক্ত বা অস্বাভাবিক কোন ডেটা ইউজের রেকর্ড নেই!"

এর বিপরীতে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি। এখানে মনে সঠিক হওয়ার ব্যাপার না, যুক্তি দিয়েই বলেছি কেন সঠিক।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:০১

আমি তুমি আমরা বলেছেন: গ্রামীন বাংলাদেশে ব্যবসা করতে এসে গ্রাহকের সাথে খালি ইংরেজীতে যোগাযোগ করতে অথোরাইজড- ফাজলামী নাকি? এরাই আবার ২১শে ফেব্রুয়ারী নিয়ে দুনিয়া কাপানো তিরিশ মিনিট বানায়। বদের হাড্ডী।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

সাইফ সামির বলেছেন:

আমারও একই কথা- ফাজলামো নাকি? একুশে ফেব্রুয়ারি নিয়ে, আমাদের ভাষা আন্দোলনের আবেগকে পুঁজি করে টিভিসি বানাবে আবার গ্রাহকদের সাথে যোগাযোগে ক্ষেত্রে শুধুই ইংরেজিতে অথরাইজড বলবে- পুরাই ডাবল স্ট্যান্ডার্ড!! অন্যদিকে বাংলিশ ভাষায় সার্ভিস এসএমএস ও বিজ্ঞাপন তো ঠিকই করতে পারে!! আসলেই বদের হাড্ডি! X(

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮

ত্রিভুজ বলেছেন: ভাই, গ্রামীন ফোন একবার আমার ৩০০ টাকা এভাবে নিয়ে গেছে... এদের স্মার্ট ফোন থিওরীর যন্ত্রনায় ফোনই অফ করে রেখেছিলাম, তারপরেও টাকা গায়েব। নতুন আরেক যন্ত্রনা হইতেসে আজগুবী একটা নাম্বার থেকে ফোন আসলো, ধরলাম আর বলে আমাদের এই সার্ভিস সেই সার্ভিস ১ চাপুন ২ চাপুন। আমি কিছুই চাপি নাই, একটু পরে বলে ধন্যবাদ। ব্যালেন্স চেক করে দেখি ৩০ টাকা গায়েব!

আর ইদানিং জিপিতে টাকাই ঢুকাই না... দেখা গেল ২০০ টাকা ঢুকিয়ে বাসায় আসতে আসতে ১০-১২ টাকা হাওয়া... ক্যামনে হাওয়া? কি বিষয় এর কোন জবাব নাই। একবার ৩০০ টাকা ঢুকিয়ে কোন কল না করে বসে ছিলাম, মাস শেষ হওয়ার আগেই ৩০০ গায়েব!

এরা একটাকা দুই টাকা করে কোটি কোটি মানুষের কাছ থেকে প্রতিদিনই কেটে নিয়ে যাচ্ছে, সবাই তো আর ব্যালেন্স চেক করে না। ধরেন দুই কোটি লোকের কাছ থেকে যদি ৫০ পয়সাও নেয়া হয় কয়জন টের পাবে? কিন্তু নগদে এক কোটি টাকা গায়েব!

আমি বাজি ধরে বলতে পারি গ্রামীন ফোন অসৎ উপায়ে মানুষের টাকা মারছে। ২০০১ থেকে জিপি ব্যবহার করি... ২০১২ তে এসে ঠিক করছি আর জিপি ব্যবহার করবো না। এখন শুধু ইনকামিং কল গ্রহণ করি, আউটগোয়িং এর জন্য বাংলালিঙ্ক। মোবাইলে টাকাও নাই, টাকা হারানোর ভয়ও নাই.. শুধুমাত্র ১০-১২ বছরের পুরানো সিম বলে নাম্বারটা পুরোপুরি বন্ধ করে দিতে পারছি না। সবাইকে যেদিন নাম্বারটা জানানো হয়ে যাবে সেদিন জিপির অফিসে গিয়ে ওদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ইউটিউবে ভিডিও আপ করে দেব।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

সাইফ সামির বলেছেন:

খাইছে! আপনার অভিযোগ তো আরও গুরুতর!!

কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না!

এদের বিরুদ্ধে সবার এক হয়ে আন্দোলনে নামা উচিত। উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা উচিত। এছাড়া অন্য কোন উপায় তো দেখছি না! এভাবে আর চলতে দেয়া যায় না।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

ম্যাভেরিক বলেছেন: @আমি তুমি আমরা,
ভাষার ব্যাপারে পর্যবেক্ষণটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশভিত্তিক সকল প্রতিষ্ঠানের নথিপত্র, বিক্রয় রশিদ মূলত বাংলায় হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান আমাদের প্রযুক্তিগত নানা সীমাবদ্ধতাও মনে রাখতে হবে। ইন্টারনেটে, ইমেইলে বাংলা লেখার এখনও প্রমিতীকরণ সম্ভব হয়নি, সর্বজনগ্রাহ্য কোনো কী-বোর্ডও নেই । অপারেটিং সিস্টেম, কী-বোর্ড, ফন্ট, সফটওয়্যার প্রভৃতির ভিন্নতার কারণে বাংলা লেখার আদানপ্রদান সাবলীল নয়, বর্ণবিভ্রাট খুবই স্বাভাবিক ঘটনা।

সুতরাং সরকারের শিক্ষা ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

সাইফ সামির বলেছেন:

বর্ণ-বিভ্রাট স্বাভাবিক ঘটনা... তবুও দেখুন আমরা ব্লগে, ফেসবুকে অহরহ বাংলা ব্যবহার করছি। ইমেইলে বাংলা লিখতে সমস্যা কোথায়? বাংলা ইউনিকোড ফন্ট এখন প্রায় সব পিসিতেই আছে. তাছাড়া সবার কাছে আদৃত অভ্র কী-বোর্ড তো আছেই। জিপির মতো কম্পানিগুলোর বাংলা লিখতে তাই খুব একটা কষ্ট হওয়ার কথা না। আর কষ্টের কথা যখন উঠলো... আমি নিজেই তো বাংলা টাইপিং পারি না, এমনকি ফোনেটিকও ব্যবহার করি না... স্রেফ ভার্চুয়াল কী-বোর্ড দিয়ে ইন্টারনেটেই লক্ষ লক্ষ শব্দ লিখেছি! তাই বলি সদিচ্ছাটাই আসল কথা।

২০| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

পাললিক মন বলেছেন: প্রথমেই বলব, ধৈর্য্য ধরে আপনি ফাইট চালিয়ে যান। যেহেতু তাদের ফ্রন্টলাইন স্টাফরা 'সন্তোষজনক'জবাব দিতে ব্যর্থ তাই এবার

১। ভোক্তা অধিকারে কমপ্লেইন লজ করুন http://www.dncrp.gov.bd/
২। ফল না পেলে, বিটিআরসিতে কম্প্লেইন করুন Click This Link

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

সাইফ সামির বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গত ৩ তারিখের পর থেকে কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে যাওয়ায় আর ব্লগেই আসা হয়নি, তাই এই বিলম্ব জবাব।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

গেন্দু মিয়া বলেছেন: আপনার বক্তব্যঃ "জনাব, অতিরিক্ত চার্জিং হয়নি বলছেন কিন্তু চার্জ করার মতো ডেটা ইউজও তো হয়নি! এটা কেন বলছেন না? আপনি যেহেতু আমার 'চার্জিং ডিটেইলস' ডাবল চেক করেছেন বলছেন, নিশ্চয় এটাও দেখেছেন আমি কি পরিমাণ ডেটা ইউজ করেছি। ওখানে তো চার্জিংয়ের অতিরিক্ত বা অস্বাভাবিক কোন ডেটা ইউজের রেকর্ড নেই!"

কিন্তু গ্রামীন তো স্বীকারই করছে না যে অতিরিক্ত ডাটা ইউজের রেকর্ড নেই। বরং তারা বলছে কোন ওভারচার্জ হয়নি। অর্থাৎ তাঁদের কাছে তথ্য (!) আছে যে ডাটা ইউজ হয়েছে।

আপনি বলছেন কোন ডাটা ব্যবহার হয়নি। এবং আপনি জানতে ইচ্ছুক ঐ টাকাটা ঠিক কী কারণে কাটা গেলো।

এখন সঠিক তথ্য জানার একমাত্র উপায় হচ্ছে (গ্রামীন বলছে) আপনাকে আইটেমাইজড বিল তুলতে হবে, অর্থাৎ আরো ১১৫ টাকা খরচ করতে হবে। এছাড়া আর কোন উপায় তো দেখছি না। ২২০ টাকার জন্য মামলা করাটা কি ফলপ্রসূ হবে?

সিদ্ধ্বান্ত কী নিলেন? আইটেমাইজড বিল নেবেন? ওদের কে ধরার একমাত্র উপায় তো মনে হচ্ছে আইটেমাইজড বিলটা তোলা, তাও আবার ৩০ দিন শেষ হবার আগেই। মানে যদি 'ভোক্তা অধিকার সংরক্ষন'-এর শরনাপন্ন হোনই, সেখানেও তো মনে হচ্ছে লাগবে - কারণ সেটাই কংক্রিট প্রমাণ যে আপনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া কথা কি ধোপে টিকবে?

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

সাইফ সামির বলেছেন:

গ্রামীণের কাছে ডেটা ইউজের কি তথ্য (!) আছে সেটা তো তারা একবারও বলছে না/বলতে পারছে না!!

এই ইনফরমেশনে তো তাদের অ্যাকসেস আছে, সেটা যাচাই করে তারা কেন বলছেন না- 'মি. সামির, আপনি এই সময় এতো মেগাবাইট ডেটা ইউজ করেছেন। তাই এই চার্জ কাটা হয়েছে। এ কথার স্বপক্ষে আমাদের কাছে প্রমাণ আছে।'???

তা না করে তারা লম্বা পথে কেন হাঁটাতে চায়!? X( X(

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

জনাব মাহাবুব বলেছেন: জনাব মাহাবুব লেখা দেইখা টাস্কি খাইছিলাম।
ও মোর খোদা মুই কি দোষ করলাম :-B :-B :#> :#>

গ্রামীণফোন সম্পর্কে শুনে থাকি- ডাকাত কম্পানি, কসাই কম্পানি। কথাগুলো মোটেও ভুল বলা হয় না X( X( X( X(( X(( X((

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

সাইফ সামির বলেছেন: =p~


এই তো, একটু আগেই আমাকে গ্রামীণফোন সম্পর্কে একজন বললো "চোর কম্পানি"। X(

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

বেনামী বলেছেন: ছাগলে মুখ দিলেও তো দেখি গাছ বাড়... :)

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

সাইফ সামির বলেছেন:

একটু ঝেড়ে কেশে খোলাখুলি বলেন যা বলবার চান।

২৪| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: তথ্য সমৃদ্ধ মুগ্ধ পাঠ

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সাইফ সামির বলেছেন: B:-) B:-) B:-)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

সাইফ সামির বলেছেন: মন্তব্যে মজা পেলাম =p~

২৫| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

এইচ আর খান বলেছেন: Valo likheshen. Ektu shikkha houwa dorkar eder.

লেখক বলেছেন:

ভাই, আপনি যেহেতু পুরো টেলিকম বিজনেস বুঝে ফেলেছেন- একটা কাজ করেন, একটা নতুন ফোন কম্পানি খোলার উদ্যোগ নেন! যেটি জিপির মতো 'গলা কাটা' বিজনেস করবে না
;)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

সাইফ সামির বলেছেন: :)

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:







২০০৫ সাল থেকে গ্রামীনফোনের সীম ব্যবহার করি। কলচার্জ সর্বদাই অন্য অপারেটরের থেকে বেশী, কিন্তু আমার নাম্বারটা খুব সুন্দর খুব ইউনিক তাই এখনো ব্যবহার করছি তা না হলে করতাম না।

তবে গ্রামীনফোনের উচিৎ আপনার মত যারা এ ধরণের সমস্যার স্বীকার তাদের যথাযথ সমাধান করা




আপনার অভিযোগের ভাষা অসাধারণ ও খুব পরিস্কার।





শুভেচ্ছা সতত।







আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.