নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

খালেদারে জামাত-শিবির ছাড়ার লাইগা প্যানপ্যানানি না কইরা আপনি নিজেই জামাত-শিবিররে নিষিদ্ধ করতাছেন না ক্যান? এতে সাপও মরত ল্যাঠাও চুকত। ১৬ কোটি জনগণ আপনারে পেয়ার-মহব্বত-ইশক কইরা দুইন্নার ক্ষমতা আঁচলে চাবির মত কইরা বাইন্ধা দিছে- আপনি চাইলেই তো কাজটা ওয়ান-টুতে কইরা ফেলতে পারেন। কিন্তু আপনি করেন না ক্যান? আপনার সমস্যাটা কোথায়? একজন আমআদমি হিসাবে আমি জানবার চাই।



আইন-আদালত-পুলিশ আপনার হাতে, সংসদ-সংবিধান-জনমত আপনার জিম্মায়- এই অবস্থায় জামাত-শিবির নিষিদ্ধ করা তো আপনার বাঁ হাতের কাজ।



আপনার ঘাটে বিস্তর চিকন বুদ্ধি আর সীমাহীন সুযোগ থাকার সত্ত্বেও এই কাজটা নিজে না কইরা ক্যান গৃহবন্দি খালেদা ও জেলবন্দি বিএনপিরে প্যানপ্যানাইতেছেন?



আপনার কি আসলেই ল্যাঠা চুকানোর ইচ্ছা আছে না আজীবন ত্যানা-ই প্যাচাইতে চান? (ত্যানা প্যাচানি শব্দটা না বুঝলে দলীয় দালাল ব্লগার/ফেসবুকারদের জিজ্ঞেস করতে পারেন।)



জামাত-শিবির নিষিদ্ধের ব্যাপারে আপনার/আ'লীগের/নৌকা সরকারের সদিচ্ছার বড়ই অভাব। আপনারা জাশির আগাটা কাটতে চান কিন্তু গোড়াটা রেখে দিতে চান। কারণ গোড়াটা পরে আপনাদের প্রয়োজন হতে পারে। যেমনটা প্রয়োজন হয়েছিল অতীতে। শুধু অতীতের কথা বলি কেন, এখনই তো আপনারা আওয়ামী নৌকায় জামাত নেতাদের ঠাঁই দেয়া শুরু করেছেন। ছি ছি ছি, আপনাদের নৌকায় উঠলে জামাত নেতাদের যেন দ্বিতীয়বার খতনা হয়ে যায়।



সমঝোতার অংশ হিসেবে আপনারা বিএনপিরে জামাত ছাড়ার শর্ত দেন, কিন্তু নিজেরা স্বৈরাচারী এরশাদরে জড়াইয়া ধইরা রাখতে চান- বলি এই ডাবল স্ট্যান্ডার্ডের পেছনে কারণ কি কপালি? আপনাদের কপাল কিভাবে খুলে সেটা তো ৫ তারিখের কলঙ্কের নির্বাচনে স্বচক্ষে দেখলাম। একই কপাল ছাড়া ৫ বছরে সম্পদ শতগুণ বৃদ্ধি পাওয়া যে সম্ভব না সেটা তো আমরা জানি-ই। খান, কপাল ফুলে কলাগাছ হোক। দেশটা তো আ'লীগেরই পৈত্রিক সম্পদ।





বিএনপি যদি জামাত ছাড়ে আপনারা এরশাদ/জাতীয় পার্টি ছাড়বেন তো?



বিএনপি যদি জামাত ছাড়ে আপনারা 'র'/ভারত ছাড়বেন তো?



বিএনপি যদি জামাত ছাড়ে আপনারা তরিকত-খেলাফত এগুলো ছাড়বেন তো?



বিএনপি যদি জামাত ছাড়ে আপনারা জীবনেও জামাতের সাথে আঁতাত করবেন না এই মর্মে হলফ নামা দিবেন কি?






বিএনপি জামাত ছাড়ুক সেটা বিএনপি-জামাত জোট সরকারের আমল থেকেই চেয়ে আসছি। স্বল্প মেয়াদে কিছু সুবিধা পেলেও দীর্ঘ মেয়াদে জামাত বিএনপির জন্য ক্ষতিকর এই কথা বিএনপি নেতা-কর্মীদের কানে অসংখ্যবার উচ্চারণ করেছি। বিএনপির মাথায় জামাত যে কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে, জামাত যে বিএনপির ক্ষতি করছে তা অসংখ্যবার বলেছি। কিন্তু বিএনপি সমর্থকরা বরাবরই আমাকে জবাব দিয়েছেন এই বলে যে, আজ যদি বিএনপি জামাতকে ছাড়ে তবে আগামীকাল জামাতকে আওয়ামী লীগ কোলে নিয়ে দোলা খেলবে। আমি বলতাম, 'নিলে নিক, এতে তো আ'লীগেরই ক্ষতি হবে। লোকজন ছিঃ ছিঃ করবে। আমার মনে হয় না, আ'লীগ এই লজ্জাজনক কাজ আবার করবে'। কিন্তু ৫ তারিখের ভোটার শূন্য জাল ভোটের কলঙ্কের নির্বাচনের পর নির্লজ্জ আওয়ামী চেহারাগুলোর গলাবাজি দেখে মনে হলো যে, কোন লজ্জাহীন ভণ্ডামির কাজ করা আওয়ামী লীগের জন্য কিছুতেই অসম্ভব কিছু না।



আপনারা বিএনপিকে জামাত ত্যাগ করতে বলবেন কিন্তু নিজেরা নিষিদ্ধ করবেন না ব্যাপারটা আলোচনার খাতিরে আপাতত মেনে নিলাম। কিন্তু বিএনপিকে জামাত-শিবিরের সঙ্গ ছাড়তে বলার সাথে সাথে আপনাদেরকে এটাও বলতে হবে- বিএনপি যদি জামাতের সঙ্গ ছাড়ে আমরাও এরশাদের জাতীয় পার্টিকে ছেড়ে দিব এবং বাংলাদেশ আওয়ামী লীগ কখনই কোন অবস্থাতেই জামাতের সঙ্গে হাত মেলাবে না, জামাতকে আশ্রয়-প্রশ্রয় দিবে না, ইতোমধ্যেই যারা জামাত থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে তাদেরকে বিতাড়িত করবে এবং আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে। বিএনপিকে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গ ছাড়তে হয়, আ'লীগ আর কখনও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করবে না বলে ঘোষণা দিতে হবে। তাছাড়া বিএনপিকে যখন ভাংচুর-জ্বালাও-পোড়াও-হরতাল-অবরোধ বন্ধ করতে বলবেন তখন আওয়ামী লীগ-ছাত্র লীগ-যুব লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ড-হত্যা-টেন্ডারবাজি, রিভার্স নাশকতা, জাল ভোট ও চোরা-গুপ্ত হিন্দু-বৌদ্ধ নির্যাতনও বন্ধ করতে বলবেন। সরকারী মদদের হরতাল-ধর্মঘট ও সরকার-প্রশাসনের অবরোধ অবরোধ নষ্টামি খেলাও বন্ধ করতে হবে। বিশেষত ছাত্র লীগকে লগি-বৈঠা, আগ্নেয়াস্ত্র, দা-চাপাতি, শিক্ষকের কলার এসব ধরার পরিবর্তে খাতা-কলম-বই ধরার ও শিক্ষকের পা ছুঁয়ে সালাম করার নির্দেশ দিবেন। (সবচেয়ে ভালো হয় যদি শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবকে ছাত্র লীগকে শিক্ষিত করার দায়িত্ব দেয়া হয়। 'শিক্ষার্থীদের আদব-কায়দা ও স্বভাব-চরিত্র' নামে একটি বই লিখে প্রতি বছর ১ জানুয়ারি ছাত্র লীগের মাঝে ফ্রি বিতরণ করলে খুব ভালো হবে।)



আপনি যদি শেখের বেটি হয়ে থাকেন, পারবেন এই কথাগুলো দ্ব্যর্থ হীন কণ্ঠে পরিপূর্ণ বিশ্বাসের সাথে দেশবাসীর সামনে উচ্চারণ করতে?



আমি আশা করি, আপনি যদি তেমনটা করেন ও বলেন তাহলে খালেদা জিয়া/বিএনপি বাধ্য হবে জামাত-শিবিরকে ত্যাগ করতে। এরপরও যদি তারা জামাত-শিবিরকে না ছাড়ে তবে জনগণের ঘৃণা ও ধিক্কার নিশ্চিতভাবে বিএনপির ওপরই বর্ষিত হবে।



কিন্তু আপনি যদি শুধু শর্ত দিতেই পছন্দ করেন, নিজে কোন শর্ত মানতে না চান তবে আপনার উচিত হবে জামাতকে নিজেই নিষিদ্ধ করে দেওয়া। কিন্তু আপনি যদি এটাও করতে না চান তবে আপনার উচিত নিঃশর্ত সংলাপে/সমঝোতায় যাওয়া, অন্যসব ইস্যুকে সরিয়ে আলোচনার টেবিলে নির্বাচনের প্রক্রিয়া ঠিক করা। কারণ আপনি খুব ভালো করেই জানেন, যে পরিস্থিতি আপনি সৃষ্টি করেছেন এ থেকে শান্তিপূর্ণ-সসম্মান পরিত্রাণের একটাই উপায়- শিগগির একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আপনার অধীনে তথা যে কোন দলীয় সরকার প্রধানের অধীনে বাংলাদেশে অচিরেই যে কোন নির্বাচন সফল হওয়া সম্ভব নয় তা গত ৫ই জানুয়ারিতেই আওয়ামী 'সিলেকশন কমিশনের' ভাই-ভাই ইলেকশনে প্রমাণ হয়ে গেছে। কিন্তু তারপরও যদি আপনি এই পাতানো নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে 'ডেমোক্রেটিক ডিক্টেটর' বা 'গণতান্ত্রিক স্বৈরাচার' হতে চান সে আপনার ইচ্ছা। বাংলাদেশ একজন মহিলা এরশাদ পাবে... এই আরকি।



আপনি বা আওয়ামী লীগ কেন জামাত-শিবিরকে ধ্বংস করতে চান কিন্তু নিষিদ্ধ করতে চান না সেটা আমি জানি। আপনি গাছটা রাখতে চান, কিন্তু গাছের পেকে পচে যাওয়া ফলগুলোকে পেড়ে ফেলতে চান যেন নতুন ফলগুলো প্রয়োজন হলে চেখে দেখতে পারেন। ঐ গাছের ছায়ায় থাকা মানুষগুলোকে একেবারে হারাতে চান না কারণ ঐ মানুষগুলোকে আগামীতে কোন এক ভোটের দিনে কাজে লাগাতে চান। আপনি যেখানে বিএনএফ সৃষ্টি করাতে পারেন সেখানে ড্রাই-ক্লিনিংয়ের পর জামাত-শিবিরকে স্বার্থে লাগাতে চাওয়াটা অস্বাভাবিক কিছু না।



আপনি বিএনপি জামাত-শিবির ছাড়ুক এটা চান কিন্তু জামাত-শিবিরকে নিষিদ্ধ করে এই সেপারেশনের কাজটা কেন অটোমেটিক করে দিতে চান না সেটা আমি জানি। আপনারা যুদ্ধাপরাধী জামাত নেতার ফাঁসি দিয়ে ইতোমধ্যে জামাতের শত্রু হয়ে গেছেন। এখন চাচ্ছেন বিএনপিও যেন জামাতের শত্রু হয়ে যায়। কারণ জামাতের রোষানল আপনারা একলা 'উপভোগ' করতে চান না। কিন্তু কৌতুকের ব্যাপার হলো লাভের গুঁড়টা শুধু একলা নিজেরাই খেতে চান। এ অবস্থায় বিএনপিকে জামাতের শত্রু বানানোর একটাই উপায়, বিএনপি কর্তৃক ১৮ দলীয় জোট থেকে জামাতকে বের করা। কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদেরকে ক্ষমতা থেকে হটানোর আগ পর্যন্ত বিএনপি জামাতকে ছাড়বে না। বলা ভালো, জামাত বিএনপিকে ছাড়বে না। এ ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হতো আপনারা যদি জামাত-শিবিরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার ব্যবস্থা করতেন। কিন্তু আপনারা সেটা করবেন না, কারণ এতে বিএনপির লাভ হয়ে যাবে। বিএনপি জামাত সমস্যা থেকে সহজে নাজাত পেয়ে যাবে। আপনারা তো এতো সহজে এটা করবেন না, আপনারা চান বিএনপি জামাত সমস্যাতেই জর্জরিত থাকুক। কারণ এতেই আপনাদের লাভ। আবেগী বাঙালির আবেগ নিয়ে ব্যবসা করতে লাভ, চেতনা নিয়ে কারবার করে নির্বাচনী বৈতরণী পার হতে লাভ, বিএনপিকে গালি দিতে লাভ, খোঁচা দিতে লাভ, নন্দঘোষ বানাতে লাভ, আমাদের মতো তরুণদেরকে - যারা মনেপ্রাণে যুদ্ধাপরাধীদের বিচার চায় - তাদেরকে নিয়ে খেলতে লাভ, দলে ভেড়াতে লাভ, কার্যসিদ্ধিতে লাভ, সাফায় গাওয়াতে লাভ, দালালি করাতে লাভ (৮ ফেব্রুয়ারি ২০১৩ থেকে গণজাগরণ মঞ্চে যেমনটা দেখা গেছে), শুধু লাভ আর লাভ। এমন লাভের হাঁড়ি কি আপনারা সহজে ভাঙতে চাইবেন?



আপনারা চাইলেই আজকের সংকট অনেক আগেই সমাধান করে ফেলতে পারতেন। কিন্তু আপনারা ইচ্ছে করে সেটা করেননি, প্রতিদিন সংকটকে নতুন করে ঘনীভূত করছেন। কারণ আপনাদের দীর্ঘ এজেন্ডা আছে, নিজস্ব স্বার্থের এজেন্ডা বাস্তবায়ন আছে, র' এর এজেন্ডা বাস্তবায়ন আছে। সাধে কি আর ভারত আপনাদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে ভালোবাসে? র' এর গোয়েন্দা সহায়তা কি এমনি এমনি পাচ্ছেন বলে বিশ্বাস করতে বলেন?



সবার উপর আছে আপনার/আপনাদের ক্ষমতা প্রেম। কারণ এমন এমন কিছু কাজ আপনারা করেছেন যে, ক্ষমতা ছাড়লে আপনাদের চড়া মাশুল দিতে হতে পারে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। তাই তো যতো বেশিদিন সম্ভব ক্ষমতা ধরে রাখতে চান। কেননা গদি বাঁচলেই পশ্চাৎদেশ বাঁচবে। হয়তো ক্ষমতায় থেকেই বৃদ্ধ হতে চান। গুরু পাপে লঘু দণ্ড দিয়ে গোলাম আজমের প্রতি যে 'মানবিকতা' দেখিয়েছেন তেমনি ধাঁচের ফিরতি 'মানবিকতা' হয়তো নিজেদের কপালেও দেখতে চাচ্ছেন। ভালো, আপনারা কপালি, আপনাদের কপাল ভালোই হবে। কপাল শুধু পোড়ে আমজনতার।



সব কথার শেষ কথা, নিজ উদ্যোগে জামাত-শিবির নিষিদ্ধ করুন। যতক্ষণ না আপনাকে যেমনটা বলেছি তেমনটা করছেন, ততোক্ষণ খালেদা/বিএনপির কানে জামাত-শিবির ছাড়ার প্যানপ্যানানি করে লাভ নেই। প্রতিদিন এই সব প্যানপ্যানানি শুনতে শুনতে ঘেন্না ধরে গেছে। নিজ উদ্যোগ কাজ সারেন। এটা আপনাদের জন্য অপারেশন ডাউলভাত। দয়া করে বলবেন না, এটা আদালতের কাজ, আইন তো নিজের গতিতে চলে। দয়া করে আর লোক হাসাবেন না। বাংলাদেশে আইন-আদালত কিভাবে চলে সবাই জানে। ৫ তারিখের নির্বাচন দেখে যে পরিমাণ হেসেছি এখনও হাসি হজম করতে পারিনি। কি একখান নির্বাচনই না করলেন! বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জার নির্বাচন! বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ভোটের নির্বাচন! বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জাল ভোটের নির্বাচন! বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ নির্বাচন! তারপরে ভোটের পরদিন সংবাদ সম্মেলনে কী হাসি! দেশ থেকে লজ্জা-শরম সব যেন উঠে গেছে! আপনার জায়গায় আমি হলে আত্ম-লজ্জায় সুইসাইড না করলেও অনন্ত সুদীর্ঘ সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যেতাম। কিন্তু আপনারা উলঙ্গকে নেংটি পরানোর মতো ভোটের দুদিন পর নির্বাচন কমিশনকে দিয়ে বলালেন ৪০ শতাংশ ভোট পড়েছে! আসলে পড়েছে ৪ শতাংশ। আপনারা BAL (Bangladesh Awami League) হতে পারেন, আমরা সাধারণ জনগণ আবাল (মূর্খ) না।



এরপরও যদি আইন-আদালতের দোহাই দেন তো বলবো, যুদ্ধাপরাধীদের বিচারকার্য নিয়ে একদম টেনশন নিয়েন না। আপনারা আইন-আদালতকে যদি এতোটাই শক্ত কাঠামোতে দাঁড় করিয়ে থাকেন তাহলে রায়গুলো পর্যায়ক্রমে নিয়মমাফিক কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এবার যদি আমতা আমতা করে বলেন- না, এটা করতে আমাদেরকেই লাগবে। তবে প্রশ্ন করব, পাঁচ বছর করেছেনটা কি? সম্পদ শত গুণ করতে ব্যস্ত ছিলেন? কেন যুদ্ধাপরাধীদের বিচারকার্যকে দীর্ঘায়ত করলেন? পাঁচ বছরে পুরো বিচারকার্য শেষ করাটা কি অসম্ভব ছিল? নাকি নির্বাচনকালে মুলা হিসেবে ঝুলিয়ে রাখার জন্য এটা ছিল একটা রাজনৈতিক ধান্দা। তিক্ত হলেও আমরা জানি শেষোক্তটাই সত্য। আপনারা কতোটা দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতি সেটা হারে হারে টের পেয়ে গেছে। গত কয়েক মাসে দেশ রসাতলে গেছে তবুও আপনি আপনার জেদটা ধরে রেখেছেন। যেন দেশটা শুধু আপনার বাবারই। আপনার কারণেই এতো ক্ষতি, এতো অপমৃত্যু। সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকলে, জননেত্রী হয়ে থাকলে আপনি অনেক আগেই জনগণের দুঃখ-দুর্ভোগ-দুর্দশা উপলব্ধি করে ক্ষমতার মোহ ত্যাগ করতেন। জাতি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতো। কিন্তু ইতিহাস জানে, ডিক্টেটররা এটা বুঝেও বোঝে না বলেই তারা ডিক্টেটর।



আজ আপনি করলেন কি? জনগণের সামনে একটা অদ্ভুত প্রশ্ন হাজির করলেন: যুদ্ধাপরাধীদের বিচার চান নাকি গণতন্ত্র?



দুটোকে দুহাতে রেখে একটা বেছে নিতে বললেন।



জনগণকে একটা অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি দাঁড় করালেন। জনগণকে দুভাগ করে ফেললেন। অথচ কোন একক ভাগই সঠিক নয়। জনগণ যুদ্ধাপরাধীদের বিচার যেমন চায় গণতন্ত্রও চায়। জনগণ গণতন্ত্র যেমন চায় যুদ্ধাপরাধীদের বিচারও চায়। দুটোকে মুখোমুখি করানোর মানে কি?



আপনি কি বলতে চান, যুদ্ধাপরাধীদের বিচার হলে গণতন্ত্র না হলেও চলবে? আর মানুষ যদি গণতন্ত্র চায় তবে যুদ্ধাপরাধীদের বিচার হবে না?



আপনারা বলতে চাইলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর দেখতে চাইলে আ'লীগকে ক্ষমতায় থাকতে হবে। তার মানে যুদ্ধাপরাধীদের বিচার আপনাদের ক্ষমতায় থাকার একটা ইস্যু মাত্র? আপনাদের কাছে এটা স্রেফ নির্বাচনী ইস্যু যদি না হতো বিষয়টাকে শুরু থেকেই আরও সিরিয়াসলি নিয়ে আরও আগেই সমাধান করে ফেলা যেত। আর আপনারা গণতন্ত্রের উপর আস্থা হারাচ্ছেন কেন? গণতন্ত্রের কারণেই তো আপনারা এলেন, গণতন্ত্রের কারণেই যুদ্ধাপরাধীদের বিচার হলো। এখন গণতন্ত্রের প্রাণ জনগণ যদি মনে করে আপনাদের ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়ত করা/ঝুলিয়ে রাখা কাজটা শেষ করতে আপনাদেরকেই লাগবে তবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আপনাদেরকে আবার নির্বাচিত করে আনবে। কিন্তু কি কারণে জানি না জনগণের ওপর আপনাদের আস্থা নেই। আপনারা জোরজবরদস্তি করে স্বৈরাচারী কায়দায় থেকে গেলেন। দেশটাকে বানালেন আওয়ামী মুল্লুক। জনগণকে জনগণের ক্ষমতা থেকে বঞ্চিত করলেন। জনগণ যদি অন্য কাওকে ক্ষমতায় আনতো, তারা যদি যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা নিয়ে টালবাহানা করতো তবে জনগণকেই নিয়ে না হয় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। এটাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আপনারা জোর যার মুল্লুক তার কারবার শুরু করলেন।



আচ্ছা, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করাই যদি এই পাতানো নির্বাচন দিয়ে আপনাদের ক্ষমতা আঁকরে থাকার কারণ- তাহলে বলুন তো এই রায়গুলো কার্যকর করতে আপনারা আর কত দিন সময় নিবেন? তিন মাস? চার মাস? এর পর কি ক্ষমতা ছেড়ে সর্বদলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন নাকি যুদ্ধাপরাধীদের বিচার টেনেটুনে আরও ৫ বছর নিয়ে যাবেন? ততদিন কি বাংলাদেশ আর 'বাংলাদেশ' থাকবে? একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু যুদ্ধাপরাধীর বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার কাজটি করতে গিয়ে আর কতো নাটক করবেন? অজস্র অপরাধের জন্ম দিবেন? আর কতো কলঙ্কের কালিতে লেপন করবেন বাংলাদেশের নাম? রায়গুলো দ্রুত কার্যকর করে জাতিকে দয়া করে আপনাদের নোংরা পলিটিক্স খেলা থেকে মুক্তি দিন।



আর হ্যাঁ, সবকিছুকে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ইস্যু বানিয়ে ফেলবেন না। এটা আপনাদের মজ্জাগত খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। সবই অবশ্য আপনাদের পূর্ব পরিকল্পনা। আপনারা এই বিচারকার্যকে অতি চাতুর্যের সাথে এমন টাইমিংয়ে ফেলেছেন যেন বিরোধীদের তত্ত্বাবধায়ক/নিরপেক্ষ সরকারের আন্দোলনকে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের আন্দোলন বলে অপপ্রচার করতে পারেন। এই অপপ্রচারের মাধ্যমে জামাতিদের যুদ্ধাপরাধী নেতাদের জন্য মাতম-তাণ্ডব-নাশকতা আর বিএনপির নিরপেক্ষ সরকারের আন্দোলনের পার্থক্য একাকার করে দিয়েছেন। (তারা আওয়ামী বিরোধী জোট বটে কিন্তু সব বিষয়ে একজোট না- এটা আপনারা ভালো করেই জানেন) আপনাদের এমন রাজনৈতিক দুষ্ট বুদ্ধির নিন্দা করতেই হয়। কারণ আপনারা জাতির স্পর্শকাতর ইস্যুগুলোকে তামাশা বানিয়ে ফেলেছেন। আওয়ামী লীগপ্রেমী কট্টর সমর্থকরা ছাড়া দেশপ্রেমিক সাধারণ সমর্থকরাও এ কথাগুলোতে একমত হবেন জানি।



পরিশেষে বলছি, জনগণকে শান্তিতে থাকতে দিন, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিন। জোরজবরদস্তি ক্ষমতা ধরে রাখা থেকে শিগগির আপনাদের বিদায়ই বর্তমানে শান্তির সবচেয়ে সহজ পথ। দয়া করে আর জ্বালাবেন না, পোড়াবেন না। অঙ্গার হয়েই আছি। আর হ্যাঁ, আপনার কাছে এই খোলা চিঠি লেখার 'অপরাধে' আমার পেছনে সারমেয় বা টিকটিকি লেলিয়ে দিবেন না প্লিজ। আমি আমজনতার লোক। এই চিঠি আমজনতার পক্ষ থেকে লেখা খোলা চিঠি।



_______

সাইফ সামির



এই চিঠির লিংক: w.saifsamir.com/open-letter-to-awami-league-prime-minister-sheikh-hasina

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

মাজহারুল হুসাইন বলেছেন: পেলাস +

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: POSt Sticky kora hok ....please ...

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

সাইফ সামির বলেছেন:

এখানে তো জানাপার নাম বা স্তুতি কোনটাই নাই- পোস্ট স্টিকি হবে কেন? :P

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার থেকে বার বার আলোচনায় ডাকা হলেও, বেহায়া বিএনপি জামাত এর অনুমতি ছাড়া একপাও নড়েনি, জামাত নির্বাচনে নিষিদ্ধ।
ব্যাপক সহিংসতা চালিয়ে আওয়ামীলিগকে বিধ্বস্ত ও কোনঠাসা না করা পর্যন্ত জামাত বিএনপিকে নির্বাচনে যেতে দিবে না,
হাসিনা সরকার থেকে সরে গেলেও না।
জামাত প্রয়জনে ৩ বছর অপেক্ষা করবে।
শান্তিপুর্ন নির্বাচনে জামাত-বিম্পির কোন সম্ভাবনা নেই।
কারন নর্মাল শান্তিপুর্ন নির্বাচনে গেলে জামাতের রাজনৈতিক মৃত্যু হবে।
সুধু মাত্র এই কারনেই জামাত বিএনপিকে আলোচনা থেকে সরিয়ে রেখেছে।

আগামি ৩ বছরেও বিএনপি আলোচনা বা নির্বাচনে আসবে না। জামাত আসতে দিবে না।
Click This Link

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

সাইফ সামির বলেছেন:

জামাত নির্বাচনে নিষিদ্ধ কিন্তু রাজনৈতিক দল হিসাবে না।

সরকার একদিকে আলোচনার ডাক দেয় অন্যদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকায়। আলোচনা মনে হয় তারা রিমান্ডে নিয়ে সারতে চায়।

আওয়ামী লীগ সরকারী ক্ষমতাবলে খুব চাঙ্গা আছে, বিধ্বস্ত ও কোণঠাসা হয়ে আছে বিএনপি।

ভুল। নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি-জামাত উন্মুখ হয়ে আছে। ওটাই ক্ষমতায় যাওয়ার জন্য তাদের একমাত্র পথ।

হাসিনা সরকার থেকে বিদায় নিলে পরিস্থিতি আমূল বদলে যাবে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

অন্য কথা বলেছেন: হমম, যুক্তি আছে । কথাগুলো অনেকের এন্ট্যানায় নাও ধরতে পারে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

সাইফ সামির বলেছেন:

কারণ এন্টেনাগুলো দলকানা হয়ে ভোঁতা হয়ে গেছে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আপনার বকবকতো ভালই লাগলো।
পোষ্টে +

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

সাইফ সামির বলেছেন:

আপনার উপমা তো উপযুক্ত হলো না। একটু খেয়াল করে কমপ্লিমেন্ট করলে ভালো হয়।

ধন্যবাদ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

গ্রাম্যবালক বলেছেন: ধরে নিলাম বিএনপি জামাতের সঙ্গ ছেড়ে দিল। আইনগত ভাবে জামাত নিষিদ্ধ করা হল।

কিন্তু জামাতের কয়েক কোটি সাপোর্টার কি বংগোসাগরে ঝাপ দিবে নাকি তারা বাংলাদেশেই থাকবে?? নাকি তাদের নাগরিকত্ত বাতিল হবে??
উল্লেখ্যঃ এই জামাতেরা জন্মগত ভাবেই বাংলাদেশের নাগরিক।।

মাথা মোটা আওয়ামিলিগার দের মতামত জানতে চাই।।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

সাইফ সামির বলেছেন:

মাথা মোটা আওয়ামী লীগাররা কী বলবেন জানি না, তবে আমি বলবো দেশের ৩% ব্রেন ওয়াশড জামাত সাপোর্টারদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে।

তাছাড়া, ভারতপন্থীরা ভারতে আর পাকিস্তানপন্থীরা পাকিস্তানে চলে গেলেই ভালো হয়।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

শাওন১৯৮২ বলেছেন: পোসট টা +++++

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

তাজুল_ইসলাম বলেছেন: +++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

রাজীব বলেছেন: একটি জিনিস কি লক্ষ্য করেছেন, বড় দুটি দল সংগ দোষে নষ্ট হচ্ছে। বিএনপি যেমন জামায়াত(রাজাকার) চরিত্রের হয়ে যাচ্ছে। লীগ তেমন এরশাদ (সৈরাচার) চরিত্রের হয়ে যাচ্ছে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

সাইফ সামির বলেছেন:

একেই বলে অসৎ সঙ্গ দোষে সর্বনাশ। জামাতপন্থী বিএনপি সমর্থক ও জাতীয় পার্টিপন্থী আওয়ামী সমর্থক বাড়ছে/হয়ে যাচ্ছে।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

সাইলেন্স বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

স্পেলবাইন্ডার বলেছেন: দেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির জন্য শুধুমাত্র একজন ব্যক্তি। আর সারা দেশের ষোল কোটি মানুষকে পাগল না বানিয়ে ছাড়বে না মনে হয়...

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

সাইফ সামির বলেছেন: :(

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

বাংলার হাসান বলেছেন: ++++++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.