নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

"মালাউনকে মালাউন না ডেকে কি কদমবুচি করবো?"

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

নিজ ধর্ম বাদে অন্য ধর্মের অনুসারীদেরকে সমষ্টিগতভাবে বোঝাতে 'বিধর্মী' শব্দটি ব্যবহার করতে পারেন। কিন্তু 'সংখ্যালঘু' শব্দটি না বলে হিন্দুদেরকে হিন্দু, বৌদ্ধদেরকে বৌদ্ধ, খ্রিষ্টানদেরকে খ্রিষ্টান ও মুসলিমদেরকে মুসলিমই বলা উচিত। কেননা সব ধর্মের লোকেরাই কোন না কোন দেশে সংখ্যায় লঘু। সংখ্যালঘু শব্দটি সেসব জনগোষ্ঠীর জন্য অপমানজনক।

অন্যদিকে 'অমুসলিম' শব্দটির প্রতি আমার যৌক্তিক আপত্তি আছে। আমার ধর্ম পরিচয় দিয়ে কেন আমি অন্যের পরিচয় বিবরণ করবো? কেউ যদি আমাকে অহিন্দু-অবৌদ্ধ-অখ্রিষ্টান বলে সেটা শুনতে কি আমার বিন্দুমাত্র ভালো লাগবে? নিজের যা ভালো লাগবে না তা অন্যকে কেন বলবো? কিভাবে বলবো?

আর যেসব মুসলমান ভিন্ন সম্প্রদায়ের লোককে 'মালাউন' বলে গালি দিয়ে মজা নিয়ে থাকেন তাদের বলবো, নবীজি কখনও এভাবে কাওকে 'মালাউন' বলে গালি দিয়েছিলেন নাকি কখনও আমাদেরকে গালি দিতে নির্দেশ দিয়েছিলেন? জবাব দিন!

কেউ হয়তো বলতে আসবেন, 'ওরা অনেকেই প্রচণ্ড মুসলিম বিদ্বেষী। তারা তো আমাদেরকে গালি তো দেয়ই, বিভিন্ন দেশে দেশে পদে পদে লাঞ্ছিত করে, অত্যাচার করে, বিতাড়িত করে, এমনকি আমাদের ঐতিহ্যবাহী মসজিদও ভেঙে দেয়! আমরা তাদেরকে সামান্য গালি দিতে পারব না? আপনি কি মুসলমান নন? একজন সাচ্চা মুসলমান হলে একথা বলতে পারতেন না। মালাউনকে মালাউন না ডেকে কি কদমবুচি করবো?'

ভাই, এটাই হলো আপনার ইসলাম বোঝার সমস্যা। আপনি নিজে গবেষণা করে কখনও ইসলাম বুঝতে যান নাই, আপনাকে যা বোঝানো হয়েছে আপনি তা সমঝে চলছেন। কে বুঝিয়েছে আপনাকে ইসলাম? আপনি আল-কায়েদার মতো, তালেবানদের মতো, জেএমবির মতো করে ইসলামকে বুঝছেন? কার আদেশ মানবেন আপনি- মহানবী (সাঃ) নাকি ইসলামের অপব্যাখ্যাদানকারী নেতাদের? নবী তো বিধর্মীদের গালি দিতে স্পষ্টভাবে নিষেধ করেছেন! তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে বলেছেন।

ইসলামের যে সহিঞ্চুতার শিক্ষা- এই আসল শিক্ষা থেকে কেন নিজেকে বঞ্চিত করে রেখেছেন? প্রতিহিংসার পথ বর্জন করুন। শান্তির পথে আসুন।

আর একটি কথা, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু একই ঘটনা নয়। ইসলামের অপব্যাখ্যাদানকারীদের মতো কিছু সুশীল সুবিধাবাদী সবসময় ওঁত পেতে থাকে এমন একটি পরিস্থিতির জন্য যেখানে তারা ধ্রুম্রজাল সৃষ্টি করে রাজনৈতিক প্রতিহিংসাকে সাম্প্রদায়িক হামলা বলে অপপ্রচার চালাতে পারে। এদের মধ্যে দুটি স্তর। এক স্তর ঠিক সেই ক্ষতিটাই করছে যে ক্ষতিটা 'ইসলাম রক্ষার' নাকে আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলো করছে। আরেক স্তরের মধ্যে বেশিরভাগই তরুণ বয়সী প্রো-সুশীল। এদের সুশীল গুরুরা যদি বলে চিলে কান নিয়ে গেছে, তারাও হৈ হৈ করে ওঠে - 'চিলে কান নিয়ে গেছে গো! চিলে কান নিয়ে গেছে!'

এই দুই গ্রুপ থেকেই সাবধান থাকতে হবে। তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে প্রকৃত সত্য উদঘাটন করে সত্য কথাটা বলতে বাধ্য করতে হবে।
_______

সাইফ সামির ব্লগ থেকে আরও: আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৬

হাতীর ডিম বলেছেন: সংখ্যালঘু বলতে এখন শুধু রাজাকার বুঝি
আর মালাউন বলতে জামাত-শিবির :-0

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৪

সাইফ সামির বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.