নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম খুন

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৫





আমি তাকে মেরেই ফেললাম। ওটা একটা গেরিলা ছুরি ছিল।

তার ফ্ল্যাটে যখন উঠছিলাম পাঞ্জাবির হাতার ভেতরে লুকিয়ে রেখেছিলাম।

ইন্টারকমেই সে জেনেছিল আমি আসছি।



কলিং বেল টিপতেই দরজা খুলে দিল

আমার হাত দুটো পেছনে ক্রস করা। ছুরির বাটটা উল্টো করে ধরা আছে।

সে আমার দিকে তাকিয়ে হাসলো। অভ্যর্থনাসূচক।



আমি ফিরতি হাসতে পারলাম না।

দু সেকেন্ড পরে যাকে খুন করবো তার দিকে তাকিয়ে হাসাটা আমার কাছে নির্দয় মনে হলো।

খুনের চেয়ে ভণিতার হাসি সত্যিই নির্দয়।



সে ভেতরে আসতে বললো। আমি তিন পা এগিয়ে গেলাম।

হঠাৎ আমাকে সে জড়িয়ে ধরলো। কান্না জড়িত কণ্ঠে বললো, 'আমাকে মাফ করে দাও! আমাকে মাফ করে দাও!

আমি আমার ভুল বুঝতে পেরেছি- আমাকে ক্ষমা করে দাও! ক্ষমা করে দাও জানের চেয়ে প্রিয়!'



আপনি যাকে খুন করতে যাবেন সে যদি আপনার কাছে ক্ষমা চায় তবে কি করা উচিত?

আমি বিরক্ত অনুভব করলাম- আমার দু হাত দুদিকে ছড়িয়ে আলিঙ্গন ছাড়ালাম।

এরই মধ্যে ছুরিটা পজিশনে চলে গেছে। আমি এক পা পিছিয়ে সজোরে চালিয়ে দিলাম তার 'হৃদয়' বরাবর।

ডানে-বামে কয়েকবার ঘুরালাম, তারপর উপরে তুলে নিচের দিকে ঝটকা টান দিয়ে বের করে নিলাম ।



একটা অস্ফুট শব্দ করেছিল সে, চোখজোড়া আমার দিকে বিস্ফোরিত হয়ে তাকিয়ে ছিল।

কণ্ঠ নয়, চোখই যেন চিৎকার করছে। কী সুন্দর চোখ, অথচ আর মোহিত করতে পারলো না।

পড়ে যাওয়ার আগে আমার দিকে হাত বাড়াতে চেয়েছিল। আমি বলেছিলাম, জানের বিনিময়ে ক্ষমা করে দিলাম।



এরপর আমার হাঁটু জোড়া ভেঙ্গে পড়লো। লাল রঙা ছুরি হাতের শরীরটার ভার হয়তো আর সহ্য করতে পারছিল না।

আমার চোখ মৃত্যুপথযাত্রীর জন্য অশ্রু বিসর্জন করার প্রয়োজন বোধ করলো। শেষবারের মতো তার হাতটা ধরলাম।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্দান্ত কবিতা +++++++

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ কান্ডারি!

২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

তুষার মানব বলেছেন: পেলাচ লন

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৪

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ তুষার!

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

আমার অভিধান বলেছেন: ভালো লিখেছেন

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

সাইফ সামির বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ সুমন।

৫| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: আসলেই দূর্দান্ত এবং চমৎকার সুন্দর ভয়ংকর্।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

সাইফ সামির বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা মৃদুল!

৬| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সানজিদা আয়েশা সিফা বলেছেন: এক কথায় দারুণ !

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ সানজিদা!

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

এমএম মিন্টু বলেছেন: ভাল লাগলো +++++

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৬

সাইফ সামির বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুধু সুন্দর বললে ভুল হবে -- দুর্দান্ত ভয়ংকর সুন্দর -------

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ লাইলী!

৯| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: যে সময়টা কিংবা প্রেক্ষাপট নিয়ে কবিতাটা লিখেছেন.. ভিন্ন এবং অসাধারন।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১

সাইফ সামির বলেছেন: মূল্যায়নের জন্য আন্তরিক ধন্যবাদ!

১০| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভয়াবহ কবিতা!!! এমন কবিতার দরকার আছে।

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ!! :)

১১| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

ডি মুন বলেছেন: আমার চোখ মৃত্যুপথযাত্রীর জন্য অশ্রু বিসর্জন করার প্রয়োজন বোধ করলো। শেষবারের মতো তার হাতটা ধরলাম।

আমি তাকে মেরেই ফেললাম। ওটা একটা গেরিলা ছুরি ছিল।



শেষলাইন পড়ার পর আবার প্রথম লাইন পড়লাম। সুন্দর বৃত্তাকার কবিতা।

শুভেচ্ছা জানবেন সাইফ ভাই

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

সাইফ সামির বলেছেন:

এভাবে কেউ একজন কবিতাটি পড়ে রস আস্বাদন করেছে দেখে ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ও শুভ কামনা প্রিয় ডি মুন।

১২| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: খুনের চেয়ে ভণিতার হাসি সত্যিই নির্দয়

দারুণ.....!!


অসাধারণ লাগল পুরোটাই.... :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ আফসানা! :)

১৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

ফা হিম বলেছেন: এভাবেই বুঝি খুন করে ওই পাষন্ডরা!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

সাইফ সামির বলেছেন:

কি জানি!! তবে কবিতার খুনিটি হয়তো নিজেই অসংখ্যবার 'খুন' হয়েছিল ভিকটিমের দ্বারা।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৫

মামুন ইসলাম বলেছেন: লেখার কথা মালা সুন্দর হয়েছে ।

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০

কালের সময় বলেছেন: এরপর আমার হাঁটু জোড়া ভেঙ্গে পড়লো। লাল রঙা ছুরি হাতের শরীরটার ভার হয়তো আর সহ্য করতে পারছিল না।
আমার চোখ মৃত্যুপথযাত্রীর জন্য অশ্রু বিসর্জন করার প্রয়োজন বোধ করলো। শেষবারের মতো তার হাতটা ধরলাম

অসম্ভব ভালো হয়েছে ।
শুভ কামনা থাকলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

সাইফ সামির বলেছেন:

অসংখ্য ধন্যবাদ! আপনার জন্যও শুভ কামনা।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

অভিমানী স্বপ্ন বলেছেন: ভালো লাগলো .......... :)

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৬

সাইফ সামির বলেছেন:

ধন্যবাদ অভিমানী স্বপ্ন! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.