নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

ব্লগ বনাম ফেসবুক: ৭টি মৌলিক পার্থক্য

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

এখনও আমি ব্লগেই সবচেয়ে বেশি স্বস্তি বোধ করি। ফেসবুককে সার্কাস আর ব্লগকে থিয়েটার মনে হয়। (১)

ফেসবুকে একটু কঠিন কিছু লিখলে পরে নিজেকে বোকা বোকা লাগে। আর ব্লগে যে কোন কিছু নিয়ে স্বাচ্ছন্দ্যে লেখা যায়। (২)

ফেসবুকের পাঠকরা অস্থির, মনোনিবেশ করতে চায় না। ব্লগের পাঠকরা এখনও শাণিত, চিন্তাশীল। (৩)

ফেসবুকে লেখা মাঝে মাঝে উলোবনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যায়। আর ব্লগে লেখা স্বর্ণ ভাণ্ডারের সমৃদ্ধি। (৪)

ফেসবুক কখনও ব্লগের যোগ্য বিকল্প নয়। ব্লগ ফেসবুকের মতো সর্বসাধারণের জন্য নয়। (৫)

ফেসবুকে টিকে থাকা আর ব্লগে টিকে থাকা সমকক্ষ নয়। ফেসবুক গ্রিন হাউজ, ব্লগ আমাজন। (৬)

ফেসবুক দুর্বলদের নিরাপদ শক্ত আশ্রম। ব্লগ অগ্রগামীদের চ্যালেঞ্জিং চারণভূমি। (৭)

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

এম ই জাভেদ বলেছেন: অল্প কথায় দারুন তুলনামুলক চিত্র ফুটে উঠেছে। ভেবে হাসি পায় ফেসবুকের জনপ্রিয়তার খোঁড়া অজুহাত তুলে যখন নামিদামি ব্লগ বন্ধ হয়ে যায় :!> :!>

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

মামুন রশিদ বলেছেন: ফেসবুক গ্রিন হাউজ, ব্লগ আমাজন।


আপনার অবজারবেশনের সবগুলো পয়েন্টে একমত ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: পুরো সহমত।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বন্ধুতালিকা আর অনুসারিত তালিকার মাঝের পার্থক্যটার মৌলিক দিকগুলো বিবেচনা করলেই যথেষ্ট !
পয়েন্ট গুলোতে সহমত !

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

আবু শাকিল বলেছেন: ব্লগে রুচিশীল এবং সৃজনশীল মানুষের খোঁজ সহজে পাওয়া যায়।
ফেসবুকে অনেক গরু ছাগল খোজার পর বোঝতে পারি তিনি রুচিশীল এবং সৃজনশীল =p~ =p~


পয়েন্ট সহমত ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: সহমত।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

কাজী রায়হান বলেছেন: ভাল বলেছেন। তিন নাম্বারের জন্য বিশেষকরে

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: আড্ডাবাজী দৈনন্দিন খবরাখবর ফটো আপলোড চেকইন এসবের জন্য ফেসবুক ভালো কিন্তু লেখালেখি কিছু চিন্তার প্রকাশ আলোচনা এসবের জন্য আমি অন্তত ব্লগকেই প্রাধান্য দেই।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৩

আমি তুমি আমরা বলেছেন: শেষ পয়েন্টটার সাথে একমত।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

খাটাস বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: বন্ধুতালিকা আর অনুসারিত তালিকার মাঝের পার্থক্যটার মৌলিক দিকগুলো বিবেচনা করলেই যথেষ্ট !
পয়েন্ট গুলোতে সহমত !

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ফেসবুক দুর্বলদের এবং বেশীরভাগ ক্ষেত্রেই ফাইজলামির জায়গা

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২

জয় অপূর্ব বলেছেন: ব্লগে আর যাই থাক না কেন অন্তত এড মি আর রেডিও মুন্না নাই...
এ দুইটাই ব্লগ আর ফেসবুকের পার্থক্য নির্দেশ করে।

সম্পূর্ণ সহমত... :)

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫২

অপু তানভীর বলেছেন: চমৎকার !

সব গুলোর সাথে একমত !

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০০

বিডি আইডল বলেছেন: এ কারণেই ব্লগের আমাজন থেকে সব তথাকথিত প্রতিথযশা ব্লগাররা সব ফেসবুকে চলে গেছে!

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১১

আলম দীপ্র বলেছেন: দারুন বললেন তো ! সহমত ।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

ইছামতির তী্রে বলেছেন: এই পেজ সেই পেজ়ে লাইক দিয়ে ফেসবুক এখন আর নিজের বলে মনে হয় না। আমি ফেসবুক ব্যবহার প্রায় বাদই দিয়েছি।

যাইহোক, আপনার সবগুলো পয়েন্ট খুবই যুক্তিযুক্ত। তবু দুটোর আলাদা আবেদন আছে; আছে ভিন্ন রুচি বা পছন্দের মানুষও। বিডি আইডল ভাইয়ের সাথে আমিও একমত। অনেক নামকরা ব্লগার আর দেখি না ইদানিং। উনারা হয়ত অন্য কোথাও চলে গেছেন। তবু আটাকাবে না কিছুই। নতুন সূর্য এসে নতুন দিনের শুরু করবে।

ও হ্যা, আমি কিন্তু ব্লগকেই (সামু) বেশী ভালবাসি।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: ব্লগে মডু নামে এক বিরক্তিকর ক্যারেক্টার আছে, যে কিনা কোন কারণ না দেখিয়েই যখন খুশী তখন ব্যান মেরে দিতে পারে, কিন্তু ফেসবুকে নিজেই মডু - অন্য কেউ ব্লক করতে পারে। কিন্তু আমার কথা আমি যখন খুশী তখন বলতে পারি।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালো বলেছেন।

সহমত।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

ইমিনা বলেছেন: মনের মতো একটা কথা বলেছেন - " ফেসবুক গ্রিন হাউজ, ব্লগ আমাজন"।
অবশ্য সবগুলো পার্থক্যই যুক্তিসঙগত এবং অসম্ভব রকম সত্য। নিজের মনে ফেবু এবং ব্লগের অনেক পার্থক্য টেনেছি কিন্তু অল্প অল্প কথায় এতো গভীরতা নিয়ে ভাবতে পারি নি।

এমন মৌলিক অবস্থানটা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ :)

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

সুফিয়া বলেছেন: অনেক চিন্তা প্রসুত একটি লেখা যা চরমভাবে সত্য। বিশেষ করে ৩ নম্বরটাকে কোনভাবেই পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

যমুনার চোরাবালি বলেছেন: দারুন লিখেছেন। শুভেচ্ছা।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: ব্লগ আর ফেসবুক এর তুলনা করা সঠিক কি না আমি জানি না । আমার অনেক আত্মীয়স্বজন বন্ধু বান্ধব আছে যারা ব্লগিং করে না । ইভেন অনেকের ব্লগিং সম্পর্কে জানেই না। অনেক অনেক আত্বীয় বন্ধু যারা বিদেশে থাকে তাদের বাংলা ফন্ট নেই, সুতরাং তাদের লিঙ্ক দিলেও পড়তে পারে না। ব্লগার ছাড়া অন্যান্যদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুকের অনেক প্রয়োজনীয়তা আছে । আমি অন্তত তাই মনে করি । সকাল বেলা ঘুম থেকে উঠেই ছেলেকে ইন বক্সে একটা খোচা দেই । কি কি ছবি দিল দেখি । ওতো ব্লগে আসেই না :(
সুতরাং .।।
আর ব্লগে আসে ভারী ভারী কথা আর ফেবুতে টুকটাক । কারো সাথে কারো তুলনা চলে বলে মনে হয়না আমার ।
+

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আহারে... আগে কি সুন্দর দিন কাটাইতাম..... এই ব্লগে :(
...........

তবেিএটা ঠিক যে যতই ফেসবুক ফেসবুক করি... সেই ব্লগের স্বাদ কখনোই ফেসবুকে পাওয়া সম্ভব নয়।

...........
অনেক অনেক মিস করি সেই সব দিনগুলি।
সে জন্য প্রতিদিন একবার হলেও লগিন করি এখানে।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

জামান শেখ বলেছেন: এক কথায় দারুন ধরেছেন পার্থক্যগুলো!

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০১

রাতুলবিডি৫ বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: ব্লগে মডু নামে এক বিরক্তিকর ক্যারেক্টার আছে, যে কিনা কোন কারণ না দেখিয়েই যখন খুশী তখন ব্যান মেরে দিতে পারে, কিন্তু ফেসবুকে নিজেই মডু - অন্য কেউ ব্লক করতে পারে। কিন্তু আমার কথা আমি যখন খুশী তখন বলতে পারি।

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন বলেছেন। সহমত জানাই।

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পার্থক্যধর্মী পোষ্ট । পিলাচ । :)

২৮| ০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৫:১৫

সাদরিল বলেছেন: পোস্ট ফেভারিটে।আমার বর্তমান গবেষণার জন্য দরকার।

২৯| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্টের সাথে একাত্মতা ঘোষণা করছি।




ফেসবুক কখনই ব্লগের বিকল্প হতে পারে না। কোনভাবেই না।

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

একলা ফড়িং বলেছেন: সম্পূর্ণ একমত!


প্লাস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.