নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরার সামনে আমার প্রথম অভিনয় করার অভিজ্ঞতা

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০০



অভিনয় করাটা সহজ কর্ম না। যদিও আমরা সহজেই বলে ফেলি- অমুকের অভিনয় ভালো হয় নাই... আরও ভালো করতে পারতো... ইত্যাদি। নিজে কি কখনও অভিনয় করে দেখেছি?

আজ আমি একটু করে দেখলাম। আমি তো প্রফেশনাল না, তবুও এক প্রফেশনালের মুখে 'জোশ' হয়েছে বলে মন্তব্য শুনলাম। স্ক্রিপ্ট পড়ার সময় পেয়েছিলাম মাত্র পনের মিনিট। এটাই ছিল আমার প্রথম অন-ক্যামেরা অ্যাক্টিং। নিজেকে একটু বাজাতে চেয়েছিলাম। আত্মবিশ্বাসের বারুদে আগুন ধরাতে চেয়েছিলাম।

উইদাউট অ্যানি রিহার্সাল যতোটুকু করেছি তাতে নিজের ওপর মোটামুটি সন্তুষ্ট বলা চলে। অভিনয়ে প্রফেশনাল না হলেও চলচ্চিত্র সমালোচনা করার অভিজ্ঞতার আলোকে ঠিকই বুঝেছি কোনটা সঠিক আর কোনটা বেঠিক করেছি।

স্টেজ ফ্রাইট বা ক্যামেরা ভীতি ছিল না এতোটুকুও। ইন দ্যা মোমেন্টেই ছিলাম। কনফিডেন্সের অভাব ছিল না। ইমাজিনেশ পাওয়ারও কাজে লাগিয়েছি তাৎক্ষণিক। কিন্তু যেটা খুব মিস করেছি তা হলো রিহার্সালের অভাব। অর্থাৎ আমি খুব বুঝতে পারছিলাম, যদি রিহার্সাল করতে পারতাম তবে আরও ভালো হতো।

অভিনেতা নতুন হোক আর পুরাতন, রিহার্সালের উপরে কিছু নাই। ঠিক এই কারণেই, যথেষ্ট রিহার্সাল করেন না বলে অনেক ভালো বা স্টার অভিনেতার অভিনয়ও মাঝেমাঝে ভালো হয় না। আত্মবিশ্বাসই পর্যাপ্ত নয়, পর্যাপ্ত অনুশীলনই পারবে আপনার অভিনয় দক্ষতাকে পারফেক্ট করতে। অনুশীলনের অভাব সহজেই ধরে ফেলা যায়। তাই তো আমরা অভিনেতা না হয়েও অমুকের অভিনয় ভালো হয় নাই, আরও ভালো করতে পারতো... ইত্যাদি মন্তব্য অনায়াসে করতে পারি। আর যিনি ভালো অভিনেতা হতে চান, তাকে নিজের অভিনয় শক্তি সম্পর্কে যেমন জ্ঞান রাখতে হবে তেমনি নিজের ছোট-বড় দোষ-ত্রুটিগুলোও অনুধাবন করে কাজ করতে হবে। এই হলো ক্যামেরার সামনে আমার প্রথম অভিনয় করার অভিজ্ঞতা ও তা থেকে প্রাপ্ত শিক্ষা।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

আবু শাকিল বলেছেন: শুভ কামনা এবং শুভেচ্ছা জানবেন।


অভিনয়ে প্রাপ্ত শিক্ষা কাজে লাগবে।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

সাইফ সামির বলেছেন:

অভিনন্দন আবু শাকিল!
আপনার মন্তব্যটি ছিল আমার ব্লগের ৭০০০তম মন্তব্য! :)


ধন্যবাদ আপনাকে। :)

২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

লেখোয়াড় বলেছেন:
ভাল করসেন।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

সাইফ সামির বলেছেন: চেষ্টা করেছি :)

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা ।
কিসে অভিনয় করলেন সেটা পরিষ্কার হল না । রিলিজ হলে জানিয়েন :)
শুভেচ্ছা অনেক :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

সাইফ সামির বলেছেন:

পরিষ্কার করে বলতে চেয়েছিলাম, কিন্তু অনিবার্য কারণে পারা গেল না; হয়তোবা অন্য কখনও। ;)

অনেক ধন্যবাদ! :)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

বোকামানুষ বলেছেন: অপূর্ণ রায়হান বলেছেন: শুভকামনা ।
কিসে অভিনয় করলেন সেটা পরিষ্কার হল না । রিলিজ হলে জানিয়েন :)
শুভেচ্ছা অনেক :)

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ বন্ধু! :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৭

মহান অতন্দ্র বলেছেন: রিলিজ হলে জানিয়েন । শুভ কামনা ভ্রাতা ।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

সাইফ সামির বলেছেন:

রিলিজ হওয়ার মতো যদি কিছু হয়, তবেই... ;)

৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: রিলিজ হলে খবর চাই ------- শুভকামনা

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

সাইফ সামির বলেছেন:

এমনিতেই যথেষ্ট লজ্জিত আছি, আর লজ্জা পেতে চাই না! ;)

৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

আমি তুমি আমরা বলেছেন: কিসে অভিনয় করলেন? নাটক নাকি সিনেমায়?

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

সাইফ সামির বলেছেন:

ভবিষ্যতে উল্লেখযোগ্য কিছু হলে ইনশাল্লাহ জানাবো! ;) :)

১০| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ওকে :)

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

সাইফ সামির বলেছেন: :)

১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন ।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ :)

১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

ডি মুন বলেছেন: আত্মবিশ্বাসই পর্যাপ্ত নয়, পর্যাপ্ত অনুশীলনই পারবে আপনার অভিনয় দক্ষতাকে পারফেক্ট করতে।


একসময় মঞ্চ নাটকে অভিনয় করতাম, তাই উপরের কথাটা যে কতটা সত্যি তা জানি। অনুশীলনের উপরে কিছু নাই।

শুভেচ্ছা রইলো সাইফ সামির ভাই

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

সাইফ সামির বলেছেন:

মঞ্চে অভিনয় দারুণ ব্যাপার;- এখানে পর্যাপ্ত আত্মবিশ্বাস আর প্রচুর অনুশীলনের সাথে দরকার আত্মসম্মোহন শক্তির;- তবেই একজন অভিনেতা/অভিনেত্রী হতে পারেন মঞ্চের রাজা/রাণী।

ধন্যবাদ প্রিয় ডি মুন।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

সাইফ সামির বলেছেন: হুম! হুম! :)

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

তাসজিদ বলেছেন: এগিয়ে যান, সামির ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.