নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

লেখক-পাঠক সম্পর্ক যেমন অথবা যেমন হওয়া উচিত [৫০০তম পোস্ট]

২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:১৫



কখন কোথায় কোন ভাষায় লেখকের মর্মপীড়া ও ক্ষোভ প্রকাশ পায় তা বোঝার সাধ্য সব পাঠকের নেই, হবেও না কখনও, আশাও করেন না সম্মানিত লেখক। লেখকের শেষ আশ্রয় শেষ পর্যন্ত তাঁর নিজের কাছেই। এই তথ্য লেখক অনুধাবন করেন প্রথম কলম চালানোর পরেই। লেখকরা আত্মনির্ভরশীল।

পাঠকদের প্রশংসা তাদের ব্যক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ। তপস্বী জ্ঞান অর্জন করেন প্রকৃতি থেকে, পাঠক নির্ভরশীল লেখকের ওপর। লেখকরা তপস্বী। প্রথমে তাঁরা নিজের ক্ষুদ্র অস্তিত্বের স্বরূপ সন্ধান করেন, এরপর নিজেকে আবিষ্কার করেন বৃহৎ অস্তিত্বের সাথে। বৃহৎকে নিজের অস্তিত্বে ধারণ করে প্রতিনিধিত্ব করেন পাঠকদের কাছে। পাঠকদের সাহায্য করেন আপন স্বরূপ সন্ধানে। পাঠক কতদূর যেতে পারবেন, নিজেই তপস্বী হয়ে উঠতে পারবে কিনা- তা লেখকের পাঠ দান ও পাঠকের পাঠ গ্রহণ দুইয়ের ওপরই সমনির্ভরশীল।

লেখকরা সবচেয়ে বড় আবিষ্কারক, সবচেয়ে বড় উদ্ভাবক। তাঁরা নিত্য নতুন জ্ঞান আবিষ্কার করেন, উদ্ভাবন করেন; আর বিনা লাভের আশায় ছড়িয়ে দেন সবার মাঝে। আপনি যদি জীবনে কারও কাছে কৃতজ্ঞ থাকতে চান তবে একজন ভালো লেখকের কাছে কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করবেন না।

কিন্তু এমন হয়েছে এবং হতেই থাকবে- সময়ের চেয়ে এগিয়ে থাকা প্রতিভাবানরা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অবাঞ্ছিত হয়েছেন আপন আপন কালে। এতে ভেঙ্গে পড়ার কিছু নেই।

যারা নতুন কিছু প্রথম বলেছিলেন, তাঁদের অনেককেই পাগল বলেছিল সমসাময়িকরা। অবজ্ঞা করেছিল। বিতাড়িত করেছিল রাষ্ট্র, ধর্ম, সমাজ থেকে। বন্দি করেছিল, বিষ প্রয়োগে খুন করেছিল। অথচ দেখুন, আজ তাঁরাই পাঠ্যপুস্তকে আরাধ্য। আর যারা সংবর্ধিত হয়েছিলেন মিথ্যামিথ্যি, তারা এখন উইপোকার উদরে।

তাই যদি বড় কিছু হতে চান, যদি আত্মবিশ্বাস থাকে বড় কেউ হওয়ার, তবে সমসাময়িক- যাদের ভেতরে আছেন অল্পজ্ঞানী ও হিংসুক- তাদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকুন; নিজেকে সর্বদা উজ্জীবিত রাখুন আত্মপ্রেরণায়। আজ হোক, কাল হোক, সাফল্য আসবেই।

মহান লেখক হওয়ার পূর্বশর্ত হলো পাঠক-বিরোধী হওয়া। পাঠককে ভালবেসে লেখা মানেই আপন পায়ে কুড়াল চালানো। লেখক পাঠকের ওপর গোস্বা করবেন, পাঠক লেখককে ভালবাসবেন এটাই নিয়ম। পাঠকের মনোরঞ্জন নয়, পাঠকের হৃদয়ে-মগজে খঞ্জর চালানোই হওয়া উচিত লেখকের সাধনা।

পাঠকরা লেখককে লেখক বানান না, লেখকদের অস্তিত্ব আছে বলেই 'পাঠক' তকমা পেয়েছেন পাঠকরা। সৃষ্টিকর্তা স্রষ্টাই থাকেন, গুণগ্রাহী না থাকলেও।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:২৪

জেন রসি বলেছেন: যারা নতুন কিছু প্রথম বলেছিলেন, তাঁদের অনেককেই পাগল বলেছিল সমসাময়িকরা। অবজ্ঞা করেছিল। বিতাড়িত করেছিল রাষ্ট্র, ধর্ম, সমাজ থেকে। বন্দি করেছিল, বিষ প্রয়োগে খুন করেছিল। অথচ দেখুন, আজ তাঁরাই পাঠ্যপুস্তকে আরাধ্য। আর যারা সংবর্ধিত হয়েছিলেন মিথ্যামিথ্যি, তারা এখন উইপোকার উদরে।

চমৎকার বলেছেন।দমন পীড়ন করে কখনও প্রগতির চাকাকে অবরুদ্ধ রাখা যায় না।

২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:১৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ জেন রসি।

২| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


"কখন কোথায় কোন ভাষায় লেখকের মর্মপীড়া ও ক্ষোভ প্রকাশ পায় তা বোঝার সাধ্য সব পাঠকের নেই, হবেও না কখনও, আশাও করেন না সম্মানিত লেখক। "

-লেখাকের বিশ্রী মনোভাব!

২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:১৫

সাইফ সামির বলেছেন: হাহাহা তাই?

এই যে দেখুন আপনি লেখকের মর্মপীড়া বুঝতে পারলেন না!

৩| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ টিপসতো! +++


৫০০ তম পোষ্টে অভিনন্দন!

২৬ শে মে, ২০১৫ বিকাল ৫:১৬

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু!

৪| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আত্মতুষ্টি এখানে মূখ্য। তবে যদি বানিজ্যিক সফলতার কথা বিবেচনায় আনা হয়, পাঠকের মনোরঞ্জন করাটাই একজন লেখকের জন্য পেশাদারিত্ব হয়ে ওঠে। তবে সেই ক্ষেত্রে আত্মার প্রতি অবিচার করা হয়।

তবে, বর্তমান কালে টাকায় প্রচার-প্রচারণা বাড়ে। কী লেখা হলো সেটা বড় কথা নয়, বিলবোর্ডের মাধ্যমেই দৃষ্টি আকর্ষণ করা হয়।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১২

সাইফ সামির বলেছেন: :)

৫| ২৪ শে মে, ২০১৫ রাত ৮:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন ৫০০তম পোস্টের।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ!

৬| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: হুম.।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩

সাইফ সামির বলেছেন: :)

৭| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:৪০

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ৫০০ তম পোষ্টে অভিনন্দন! !:#P :#)

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ! :)

৮| ২৪ শে মে, ২০১৫ রাত ১০:৫৩

সকাল রয় বলেছেন: পাঠক ছাড়া লেখক বাঁচতে পারে না।
তাই পাঠক লেখক দুজনকেই হতে হয় বন্ধুর মতো তবেই না একসাথে পথ চলা যায়

______________________________________________

শুভ কামনা ৫০০ তম পোস্টের জন্য।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

সাইফ সামির বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ। :)

৯| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৩৮

জনাব কয়েদী বলেছেন: ৫০০ পোষ্ট করে ফেলেছেন?

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭

সাইফ সামির বলেছেন: তাই তো মনে হচ্ছে! ;)

১০| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন কিন্তু পাঠক-বিরোধী হওয়া, এটা সম্পূর্ণ মেনে নিতে পারলাম না। পাঠকরা কি চান সেটার দিকে বেশী গুরুত্ব দেবার দরকার নেই, তবে তাদের মনে কথা কিংবা তাদের সাথে আলোচনা করা যেতে পারে। কারণ যে লেখক, তিনি লিখবেন'ই। লেখাটা তার নেশা। কিন্তু পাঠক ছাড়া আর কে লেখা পড়বে? আজ পর্যন্ত যারা লেখক হয়েছে, তাঁদের সবার পাঠক ছিল, আছে এবং থাকবে। সেটা জীবিত আর মৃত, যে কালেই হোক না কেন?

৫০০তম পোষ্টের অভিনন্দন এবং লেখায় ভালো লাগা রইলো।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

সাইফ সামির বলেছেন: অভিনন্দনের জন্য অশেষ ধন্যবাদ। :)

১১| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:১৮

ধুম্রজ্বাল বলেছেন: চমৎকার লেখনী।
নিজের মনের ক্ষুধা থেকে লেখা আসে। পাঠক কে সন্তুষ্ট করার জন্য নয়।

৫০০তম পোষ্টের অভিনন্দন

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধুম্রজ্বাল! :)

১২| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:২৮

তুষার কাব্য বলেছেন: লেখকের সাথে পাঠকের একটা সম্পর্ক স্থাপন খুব জরুরী । এতে করে লেখকের কাজ টা সহজ হয়ে যায় আবার না হলেও যে খুব সমস্যা তাও নয় । একজন লেখক তার মনের আনন্দে লিখে যাবেন এটাই সত্যি।

৫০০ তম পোষ্টে অভিনন্দন!

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

সাইফ সামির বলেছেন: অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ! :)

১৩| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এহসান সাবির বলেছেন: অভিনন্দন রইল।

শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.