নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফ সামির (Saif Samir), প্রাগৈতিহাসিক যুগের ব্লগার। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। পড়ে দেখুন পুরনো দিনের লেখা! যোগাযোগের ঠিকানা: www.facebook.com/saifsamir

সাইফ সামির

মুভি ক্রিটিক ব্লগ

সাইফ সামির › বিস্তারিত পোস্টঃ

তোমাদের ফিরে চাই

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭



যখন তোকে খুব ভালবাসি
দেশে কোন অশান্তি থাকে না
কোন খুন-খারাবি গুম-শুম ক্রসফায়ার
কিচ্ছু থাকেনা; প্রশাসন এতোই স্বচ্ছ নীল
মনে হয় সেইন্ট মার্টিনের তীর থেকে সাগর দেখছি।

তুই যখন পাশে বসিস
হাতটি ধরে, গা ঘেঁষে; ইচ্ছে করে
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা মানপত্র লিখি:
দেশজননী, তুমি ধন্য
একটা নিরাপদ পার্ক দিয়েছ
তোমার দুষ্টুদের প্রেম করার জন্য।

খুব বেশি, যেদিন আমরা ভালবাসি
পত্রিকায় কোন খারাপ খবর
প্রকাশ হয় না, কেউ জলে ভাসে না
আরজেরা সুন্দর করে বাংলা বলে
দলনিরপেক্ষ স্ট্যাটাস দেখি ফেসবুকে।

আমাদের ভালবাসায় স্বয়ং বেরসিক
হাইকোর্টের ভাষা হয় কাব্যময়
আমরা ভালো থাকলে সবকিছু ভালো থাকে
রাষ্ট্রপতি প্রদান করেন 'জাতীয় জুটি' সম্মাননা
এমনকি উটমানবরা বালিতে মুখ গুঁজে রাখেন না।

ইদানীং আমাদের প্রেম ফর্মে নেই
দেশের পারফর্মেন্স হচ্ছে খুব বাজে
শাহবাগে সভা বসে 'তোমরা ফিরে এসো'
আমরা খুঁজে পাই না আমাদেরকেই
তোমাদের চাপিয়ে দেওয়া বাস্তবতায়
আমাদের মধুচন্দ্রিমা অমাবস্যা হয়ে গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১

রাগিব নিযাম বলেছেন: কবিতা খুব ভালো জিনিস। কিন্তু হজম হয় না।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

সাইফ সামির বলেছেন: কবিতা খাদ্য না, হজম না হওয়ারই জিনিস ;)

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: এমন হলে তো খুব ভালো হতো !! ;)

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৯

সাইফ সামির বলেছেন: হ্যাঁ, ফর্মে থাকাকালীন আউটপুটটা স্বপ্নিল! :)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

এহসান সাবির বলেছেন: ভালো লাগল।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

সাইফ সামির বলেছেন: ধন্যবাদ সাবির।

৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার মধ্যে ভিন্নতা আছে। +++

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১

সাইফ সামির বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

চটপট ক বলেছেন: তুই যখন পাশে বসিস
হাতটি ধরে, গা ঘেঁষে; ইচ্ছে করে
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা মানপত্র লিখি:
দেশজননী, তুমি ধন্য
একটা নিরাপদ পার্ক দিয়েছ
তোমার দুষ্টুদের প্রেম করার জন্য।

আহাহাহা :D

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

সাইফ সামির বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.