নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমিন আকতার

শারমিন আক্‌তার

জ্ঞান অর্জনের জন্য ছুটে চলা অবিরাম .....

শারমিন আক্‌তার › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রতীক্ষা

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

প্রতীক্ষা

শারমিন আক্‌তার



ভালবাসি তোমাকে,

কখনও বুঝিনি আগে ।

কখনও ভাবিনি;

আমার রক্তকণায়,

আমার হৃদয়ের স্পন্দনে

অনুভূত হবে তুমি ।



হায় !

এত বুঝেছি বহু পরে;

যখন তুমি ফিরে গেলে

কোন এক কষ্ট,

ক্ষোভ বুকে চেপে ।



বহু বার চেয়েছি ,

“তুমি ফিরে এসো ।”

কিন্তু একবারও;

একবারও মুখ ফুঁটে,

তোমার চোখে চোখ রেখে

বলতে পারিনি;

ফিরে এসো ।

কোন এক চাঁপা অভিমান

আমার কন্ঠ স্তব্ধ করে দিয়েছিল ।



অমি বাকরুদ্ধ হয়ে

তোমার পথ পানে চেয়ে থাকি ।

নির্বাক দৃষ্টি পাগল হয়ে

খুঁজে ফেরে তোমাকে ।



তুমি ফিরে এসো ।

তোমার মাথার চিরুনী,

হতের চুড়ি, চোখের কাজল,

ঠোঁটের লিপিস্টিক;

তোমার করে নাও ।



কি এক ব্যথায় ক্ষণে ক্ষণে

বুকটা মোঁচড় দিয়ে উঠে ।

কেউ জানেনা ;

আমার উচ্ছ্বাস,

আমার হাসির অন্তরালে

কোন কষ্টের শ্রাবণ বয়ে যায় ।



তুমি হয়তো নতুন স্বপ্ন

বুনতে শরু করেছো ।

কিন্তু আমি

আমি আজও ঠিক

সেখানেই দাড়িয়ে আছি;

হয়তো তোমারই প্রত্যাশায়,

তুমি আসবে....।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

মোজাম্মেল প্রধান বলেছেন: ভালো লাগলো। আরো বেশি বেশি পোস্ট চাই।

২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শারমিন আক্‌তার বলেছেন: আমার জন্য সবাই দোয়া করবেন

৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শারমিন আক্‌তার বলেছেন: মোজাম্মেল প্রধান ভাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.