নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমিন আকতার

শারমিন আক্‌তার

জ্ঞান অর্জনের জন্য ছুটে চলা অবিরাম .....

শারমিন আক্‌তার › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অনুভব

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১০

অনুভব

শারমিন আক্‌তার



নিষন্ন পাখির নীড়ে নিমগ্ন কেউ;

কিভাবে, কখন যেন

বিলীন হয়ে গেছে সূরের মূর্ছনায়।



চিত্রল প্রজাপতির ডানায় ভর করে

এক খন্ড সফেদ মেঘ ছুঁয়ে দেয়,

সুপ্ত বৃষ্টির অনুপম স্পর্শ।



তোমার ভাষার ত্বীক্ষ ছোরা;

প্রতিটি রক্তকণায় ছড়িয়ে দেয়,

দীপ্ত স্বত্মার স্পন্দন।



অনবরত বৃক্ষের গান;

শিরা-উপশিরায় ধ্বনিত করে

প্রত্যাশিত জীবনের জয়গান।



আবর্তিত তৃণলতার শাখে,

আকাশের ঐ তাঁরার ভাঁজে,

অসহায় খুঁজে পায়, মমতার আশ্রয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

আফসার নিজাম বলেছেন: মল্লিক ভাইয়ের বইয়ের নাম

নিষন্ন পাখির নীড়ে

চিত্রল প্রজাপতির

এবঙ

মেঘের পালকি

আমারা দেয়া নাম

২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

শারমিন আক্‌তার বলেছেন: নিষন্ন পাখির নীড়,চিত্রল প্রজাপতি,
তোমার ভাষার ত্বীক্ষ ছোরা,
অনবরত বৃক্ষের গান;
আবর্তিত তৃণলতা;এই পাঁচটি মতিউর রহমান মল্লিকের কাব্যগ্রন্থের নাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.