নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমিন আকতার

শারমিন আক্‌তার

জ্ঞান অর্জনের জন্য ছুটে চলা অবিরাম .....

শারমিন আক্‌তার › বিস্তারিত পোস্টঃ

কবিতা: উদীয়মান এক কবির জন্য

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

উদীয়মান এক কবির জন্য

মোঃ মামুনুর রশিদ

(বিষয়বস্তুঃ কবি ও সাহিতিক শারমিন আক্‌তারের শৈশোব-কৈশোরকাল)



উদীয়মান এক কবির জন্য

হৃদয় নিংড়ানো শুভ কামনা

ভালবাসা এবং

সেই সাথে একরাশ সমবেদনা ।



একটি সূর্যের উদয়ন হয়

বর্ণিল রংয়ের ফাঁক দিয়ে ,

একটি ফুল তার রঙিন পাপড়ীর রং ছড়ায়

নয়নাভিরাম কুঁড়ির শাখায় বসে ।

বেঁচে থাকার সমস্ত অয়োজন আনুকূল্য নিয়ে

মাছেরা পানিতে ছুটোছুটি করে,

বাতাসে নির্ভরতার অবলম্বন নিয়ে

শুন্যে ডানা মেলে দেয় পাখিরা ।

শারদীয় সন্ধ্যায় দক্ষীণা সমীরণ সংগম

কিংবা আকাশের পূর্ণ চাঁদের সাথে

মিতালীয় নেশায়

শিউলীরা মেলে ধরে তার

মোহময়ী রূপ ।

রজনীর জিয়ন পরশে

রজনীগন্ধা উগরে দেয়

তার গন্ধ ভালবাসা,

নিশি বান্ধবের উন্মাতাল আহবানে

হাসনাহেনা ঢেলে দেয়

তার প্রেমময় সূধা

মদিরাময় সুবাস ।



এভাবে প্রকৃতির সব সৌন্দর্য্য বুঝি

তার প্রকাশে পায় আনুকুল্য,

পারিপার্শ্বিকতার সবান্ধব সাহচর্যে

সে হয়ে উঠে গতিময় বাড়ন্ত ।

প্রতিবেশের উৎসাহে সে ছড়ায়

রূপ,রস,গন্ধ আর সৌন্দর্য্যের কবিতা ।



কিন্তু আমার সমবেদনার কবি

নিদারুন প্রতিকূলতার সাথে তার

সুগভীর সহবাস ।

আশৈশব গদ্যের খাঁচায় আবদ্ধ থেকে

খরস্রোতা তরঙ্গের বিপরীতে

সাঁতার কেঁটে,

কবিতার পাখিকে

শিকল পরানো তার স্বপ্নসাধ ।

কামারের হাফরের মুখে

গলে যাওয়া এক খন্ড লোহা

অবশেষে একটি হাতিয়ার কিংবা

অন্য কোন নির্মাণ হবার

যেমন স্বপ্ন দেখে ।



নিন্দিত কালি দিয়ে

নন্দিত সৃষ্টির সাধনায়

কাঁচামাল সংগ্রহ করতে হয় তাকে

চারিদিকে ঘিরে থাকা

নিরাশার আঁধার থেকে ।

তথ্য উপাত্ত তাকে নিতে হয়

হতাশা আর না পাওয়ার

আহাজারি থেকে ।

কৈশোরের রঙিন স্বপ্নগুলোর অপূর্ণতা

তার কবিতা লিখার উদ্দীপনা ।

উত্তপ্ত বালুকাতে খই ফোঁটার গতিতে

বেদনার উত্তাপে কবির শব্দরা সৃষ্টি হয় ।

কান্নার গমক কিংবা

বোবা হয়ে যাওয়া কষ্টে

কবি খুঁজে ফেরে কবিতা লিখার আবেগ ।

তাই তো উদীয়মান এ কবির কলমে

প্রেম,রোমাঞ্চ,আবেগ কিংবা

কামনাময় স্বপ্নের বিপরীতে

গুমোট বাঁধা বেদনাগুলো

কালি হয়ে ঝরে ।



আমার সমবেদনার কবি

আমাকে তার কবিতার

একজন নির্দেশক হতে বলে ।

কিন্তু আমার সে যোগ্যতা কোথায়

যে আমি তার কবিতার মাস্টারী করবো ?



বড় জোর আমি তার কবিতার

একজন গুনমুগ্ধ পাঠক হতে পারি,

হতে পারি স্বঘোষিত সমালোচক

এবং যোগ্যতার সবটুকু প্রমাণ দিয়ে

হতে পারি এক অকৃত্তিম ভক্ত ।

ভক্ত তার কবিতার ও তার ।



পরিমিত সৌন্দর্যেযর

উদীয়মান এ কবির কলমের আঁচড়ে

সৃষ্টি হোক আরও বিপুল সমাহার

এ কামনা করি ।

নিকষ কাল আঁধারের বুক চিরে

এক ফালি আলোর পরশে

আলোকিত হোক কবির জীবন ।

হৃদয় থেকে উৎসারিত দরদ নিয়ে

কামনা করি-

উদীয়মান এ কবি যেন

পরিণতির পূর্ণতায় অবগাহন করে ।



কাব্যগ্রন্থঃ প্রেরণা হও হে সুন্দর

পৃষ্ঠাঃ ২০-২৪

প্রকাশকালঃ অমর একুশে বইমেলা-২০০৪

প্রকাশনাঃ সালাহউদ্দিন বইঘর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.