নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিগত বছর গুলোর চাইতে এখন সামুতে স্যাম্পিং/ফ্রট বেড়ে গেছে দ্বি-গুন !!

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৪





২০১১ সাল থেকে আমি একজন নিয়মিত পাঠক সামুতে। যদিও আমি তেমন লেখা লিখি করি না। ইদানিং শুরু করেছি, সেটা হিউজ পরিমানে সময় হাতে রয়েছে তাই। বিগত বেশ কিছু দিন ধরে সামুতে পোষ্ট গুলো পড়তে গিয়ে অনেক বিভ্রান্তির ভিতর পড়তে হচ্ছে।



১-



কিছুক্ষন আগে দেখলাম আমাদের সামু এর এক ব্লগার ভাই লিখেছেন - প্রধান মন্ত্রি ক্ষমতা ছাড়তে রাজি । যদি পারিবারিক নিরাপত্তা দেওয়া হয়। তো ওনার ব্লগ ঘুরে বুঝলাম যে তিনি বেশি দিন ব্লগ লিখছেন না। নভেম্বর থেকে শুরু করেছেন ব্লগ লেখা। আর প্রতিটা লেখায় ভিত্তি হিন সরকার বিরোধি লেখা। ২ জন কমেন্ট করার পর পরই পোষ্টটা মুছে ফেলেছেন।



২-



কিছুদিন আগে ইন্ডিয়ান ভিসা এর টোকেনের কাজ চলা কালিন দেখেছি কিছু ব্লগার পোষ্ট দিতেন- ইর্মাজেন্সি ইন্ডিয়ান ভিসা ডেলিভারি দেওয়া হয় যোগাযোগ করুণ...............



মাঝে মাঝে দেখি কেউ কেউ নিজের ব্লগের পচারণায় নামে। যেটা আমার কাছে পার্সনালি খুব বিরক্তিকর লাগে।

আবার মাঝে মাঝে কিছু বেতন ভুক্ত ব্লগার আছেন যারা এক তরফা সরকার বিরোধি অথবা সরকারি র্কমচারি হয়ে পোষ্ট করেন।

ব্লগে সুন্দর কিছু রাজনৈতিক পোষ্ট আশা করা যেতে পারে কিন্তু একদলের হয়ে অন্য দলকে পচানোর মানে হয় না কোন।



সামুতে স্প্যাপিং বা ফ্রট রোধের জন্য কিছু নিতিমালা পরির্বতনও করা হয়েছে। নতুন ব্লগার রা ১২ দিন পর মন্তব্য ও প্রথম পাতায় লেখার সুযোগ পাবে।



কিন্তু এখন যারা আসলেই স্যাম্পিং এর উদ্দেশ্যে সামুতে পোষ্ট করে এরা করে কি - পর পর ৫-৬ টা নতুন ব্লগ নিবন্ধন করে ফেলে রাখে। এবার যেই ১২ দিন পার হয় ওমনি শুরু করে পোষ্ট ফ্রটিং। একটা ব্লগ ব্যান্ড করা হলে অন্য ব্লগতো আছেই। সো এদের মাথায় কোন টেনশন থাকে না।

চলতেই থাকে এভাবে নতুন নতুন নিবন্ধন





অনেকে মনে করতে পারেন রেজিট্রেশনের সময় ফোন নাম্বার ভেরিফাই দিলে হয়তো কিছুটা কাজে আসবে। তাদের এই ধারনাটা একেবারেই ভুল। ফোন নাম্বার ভেরিফাইতো ফেসবুকও করেছে কিন্তু ফেক আইডির সংখ্যা কি কমেছে ? মুল কথা হলো অনলাইনে অনেক ওয়েব সাইট আছে, এসব সাইটে অনলাইন ভেরিফাই করা হয়। এখানে হাজার হাজার নাম্বার পাওয়া যাই, যে গুলো যে কোন সাইটে ভেরিফাই করার জন্য হাজার হাজার মানুষ ইউজ করে। সো ইচ্ছা থকলে আপনি সামু তে এক সাথে ওরকম হাজার দশেক ব্লগ ভেরিফাই করতে পারবেন।





এভাবে চলতে থাকলে বাংলাদেশের সব থেকে জন প্রিয় ও বড় ব্লগিং প্লাটর্ফমের সামুর পরিবেশ নষ্ট হবে এবং হচ্ছে। নতুন কিছু নিতিমালা গ্রহন করা উচিৎ। বাংলাদেশের বড় টেকনলজি ব্লগ যেমন টেকটিউনস নতুন নিবন্ধন বন্ধ করে দিয়েছে, এরকোম একটা সিধান্ত সামু নিলেও খারাপ হয় না। অন্তত সুষ্ঠ ব্লগিং + সুন্দর লেখাতো পড়তে পারবো।অনেকে ভাবতে পারেন নতুন ব্লগ নিবন্ধন বন্ধ রাখলে ব্লগের জনপ্রিয়তা নষ্ট হবে। কখনই না। টেকটিউনস ব্লগের কথায় চিন্তা করুণ, নিবন্ধন বন্ধ হয়েছে প্রায় ২ বছরের বেশি হতে আসলো। কিন্তু জনপ্রিয়তা কি কমেছে ? বড়ং বেড়েছে ৩ গুন। কারণ কি জানেন ? মুল কারণ হলো=

১- আজে বাজে পোষ্ট অফ হয়েছে।

২- পোষ্ট করার সময় ব্লগার রা ভাবে যে আমি কি লিখছি কেনো লিখছি।

৩- পাঠকরাও এখন ১০০% সন্তুষ্ট। কারণ ফালতু পোষ্ট পড়তে হয় না এখন। পোষ্টগুলো + থাকে সবসময় ।



বিঃদ্রঃ এটা আমার চিন্তা ভাবনা। আমি বলছি না আমিই ঠিক। আমারও ভুল ধারণা থাকতে পারে। :)





ভালো কিছু লেখা পড়ার জন্য সকালে ঘুম থেকে উঠে বাথরুমে না গিয়ে আগে বসি ল্যাপটপ নিয়ে। প্রতিদিন ভাবি আজ হয়তো নতু কিছু জানবো আপনাদের কাছ থেকে। কিন্তু দেখি সব.................................

রাত ৩-৪ টা র্পযন্ত বসে থাকি নতুন কোন স্বাদ এর আশায়, কিন্তু এখন ব্যতিক্রম ,,,,,,,,,,,,,,,,,,,,,



আশা করি আমাদের প্রিয় ব্লগে সুষ্ঠ পরিবেশের জন্য খুব দ্রুত একটা পদক্ষেপ নিবে সামু এর এডমিন প্যনেলেরা :)



সুস্থ ব্লগিং চাই। ভালো ভালো লেখা চাই। আমার কথা খারাপ লাগলে ক্ষমা চখে দেখবেন। ধন্যবাদ। শুভ কামনা রইলো !!!!!!

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: সৃজনশীল ব্লগারের পদচারণা যখন ব্লগে কমে যায়, তখন অসুস্থ ব্লগারের পদচারণা ব্লগে বেশী বেশী চোখে পড়ে। ব্লগে সময় দিন ঠিক মতো, মন্তব্য প্রতিমন্তব্যে সরব থাকুন, দেখবেন অসুস্থ ব্লগাররা এমনিতেই ব্লগ ছেড়ে চলে যাবে কিংবা তাদের পদচারণা কমে আসবে।
কর্তৃপক্ষও ব্যাপারটা নিয়ে ভেবে দেখতে পারেন।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

সুপ্ত আহমেদ বলেছেন: হুম পেচ গোচ মন্তব্য করলেই এরা পোষ্ট মুছে ফেলে ;)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্মিয় ও রাজনৈতিক আবর্জনা ছড়ানো সংগবদ্ধ কিছু গ্রুপের এজেন্টরা এইসব করছে।
এরা সাধারনত অন্যের ব্লগ পড়ে না, কমেন্ট করা তো দুরের কথা।

ভাল ব্লগাররা সাধারনত অন্যদের লেখা পড়ে, এরা পক্ষপাতদুষ্ট লেখা লিখলেও লেখা ভাল হয়, এদের লেখায় অনেক ইনফো, ডিটেইল থাকে। সামুর উচিত এদেরজন্য আলাদা গোপন রেটিং করা।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

সুপ্ত আহমেদ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। আর সহজে নিবন্ধণ্টা বাতিল করলে ভালো হয় আমি মনে করি ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯

নিলু বলেছেন: আসল কথা , লেখার জন্যই লেখা লেখি , তাই ব্লগ বা লেখার প্লাটফর্ম , এখন যা দেখা যাচ্ছে তা আবোল / তাবোল , তাই বিদ্রোহী বাঙালির , মন্তব্য যতউপযুক্ত ।তবে , ভালো লেখার প্লাটফর্ম তৈরি করতে হলে , প্রয়োজন লেখালেখির মানসিকতার সম্পাদক ।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

সুপ্ত আহমেদ বলেছেন: লেখা লিখি করার জন্য ব্লগ বাট যুক্তুবিহিন কথা লেখার মানেই হয় না। যাই হোক খারাপ বলেন নি।। ধন্যবাদ ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার লেখা এবং মন্তব্যকারীদের মন্তব্যের সাথে একমত শুধু আপনার একটা পয়েন্ট ছাড়া। যেমন

১. রেজিষ্ট্রেশণ বন্ধ করা কোন সমাধান হতে পারে না, এমন হতে পারে ফ্যাক আইডি রোধ করার জন্য মেবাইলে মেসেজ সেন্ড করে এ্যাকাউন্ট হোল্ডারকে যাচাই করা।

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

সুপ্ত আহমেদ বলেছেন: ভাইয়া, যে একাধিক একাউন্ট খুলতে পারে সে একাধিক মোবাইল নাম্বার দিয়ে ভেফাইও করতে পারে, আর অনলাইনে ভেরিফাইয়ের জন্য হাজার হাজার নাম্বার রয়েছে বিভিন্ন ভেরিফাই সাইটে।

নতুন নিবন্ধন বন্ধ হলে সুবিধা হবে ব্লগারা কোন স্যাম্পিং করতে পারবে না ভয় থাকবে যে ব্লগ ব্যান্ড করলে তো নতুন ব্লগ আর পাওয়া যাবে না। তারপর পোষ্ট দিলেও ভেবে চিনতে সুন্দর পোষ্ট দিবে।

টেকটিউন্স , মুক্তকামনা তে দেখুন এই ব্লগ গুলো তাদের নতুন নিবন্ধন বন্ধ করে রেখেছে। মুক্তকামনাতে আপনি মন্তব্য করে করে নিজের প্রফাইল আপডেট করতে পারবেন । আপডেট হলে তারপর আপনি ব্লগ লেখার সুযোগ পাবেন।

আমি এই যুক্তিতে আমার পয়েন্টটা প্রকাশ করেছি। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। :)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: সুস্থ ব্লগিং চাই। ভালো ভালো লেখা চাই।


আর.....................

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

সুপ্ত আহমেদ বলেছেন: ধন্যবাদ। সহ মত পোষনের জন্য।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

এমএম মিন্টু বলেছেন: সুস্থ ব্লগিং চাই। ভালো ভালো লেখা চাই।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক বছর এখানে আছি বলে বলছি এটা সব সময়ই ছিল। সোসাইটির দিকে তাকালে অসুস্থতার পরিমাণ বেশি। এখানে ব্যতিক্রম হবে কেন। নিজের বাড়িটা পরিচ্ছন্ন হোক, ভাল মানুষকে সমর্থন ও মন্তব্য দিয়ে স্বীকৃতি দেয়া হোক, পরিস্থিতি ইম্প্রুভ হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

সুপ্ত আহমেদ বলেছেন: ধন্যবাদ । সার্মথন দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.