নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারতেই হবে !

সুপ্ত আহমেদ

পজেটিভ কিছু ভাবনা সব সময় থেকেই যাই মনে । ভাবনা গুলোর যেন ডানা মেলা শেষ হয় না ।

সুপ্ত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা Expensive ১০ টি বাইক। মাথা নষ্ট ম্যান :P মটর সাইকেল ভালো লাগে না তাঁরা আইসেন না এই দিকে X(

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

বাইক বা মটর-সাইকেল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। বাইক মানেই আমার মাথা খারাপ। ইভেন মনে মনে একটা আশা পুষে রেখেছি যে, আমি বাইক কালেকশন করবো এবং মাহেদ্র সিং ধনিকেউ হারিয়ে দিবো। B-) আরে ভাই যদি দেখি কিনতে পারছি না তো ইন্টার নেট থেকে বাইকের পিক ডাউনলোড করে ধনির কালেকশনের রের্কড ভাঙ্গব :P



দেখে নেয় " 10 Most Expensive Bikes in The World "

যে বাইক গুলো দেখবেন এগুলো সাধারণ মানুষের জন্য না, এগুলো বিশ্বের বিলিওনারদের জন্য। অল্রেডি এগুলো তাদের দখলেই আছে। এক্সট্রা সেলের মত বাইক আর একটাও নাই। সব গুলোই এখন সংগ্রহে চলে গেছে আলালের ঘরের দুলাল দের কাছে । :((:((:((

বাইক গুলো যেমন স্পিডে, সাউন্ডে সেরা তেমনি দামের দিক থেকেও সেরা। B-)



১০- Neiman Marcus Limited Edition Fighter মুল্যঃ $ 110,000



বাইকটির ডিজাইন করেছিলো- Confederate Motor Co. কিছু কাষ্টম ডিজাইনের কেটাগরিতেও পড়ে বাইকটা। প্রথম সপ্তাহেই বাইকটি সেল আউট হয়ে যায়।









৯- Coventry Eagle মুল্যঃ $ 120,000

বাইকটি অনেক পুরো বাইকের ভিতর একটা। যাকে কিনা সোনার সাথে তুলোনা করা হয়। ক্লাসিকাল রাইডারদের মতে "OLD is GOLD"







৮- Harley Davidson Rocker মুল্যঃ $ 130,000



রেচিং এর জন্য ভালো পার্ফামেন্স। র্জামানি কম্পানি - হাউজ অফ থান্ডারের তৈরি বাইকটি। বাইক টিতে ৩৭ ডিগ্রি ফন্ট রেয়ার যা টায়ারের খুবিই কাছে। এখন র্পযন্ত অন্য কোন বাইকে ৩৭ ডিগ্রি ফন্ট রেয়ার নেই।









৭- Hildebrand Wolfmüller মুল্যঃ $ 150,000



Hildebrand Wolfmüller হলো বিশ্বের প্রথম বানিজ্যিক মটর সাইকেল বা বাইক । তাহলে ভাবুন দাম এতো না হয়ে পারে? এই বাইক এখন ব্যক্তিগত সগ্রহের তালিকা ভুক্ত একটি মোটর সাইকেল বা বাইক। দুই সিলিন্ডার বিশিষ্ট ফোর র্স্টক ইঞ্জিন।









৬- Hub less Harley Davidson মুল্যঃ $ 155,000



বাইকটি ল্মবা ডাম্পারের জন্য এর লুকটা অসাধারণ। দেখতে অনেকটা ধনুকের মত তাই নজর কেড়েছে খুব তাড়াতাড়ি সবার।











৫- Ecosse FE Ti XX মুল্যঃ $ 300,000



আমার প্রিয় বাইক এটা। কাষ্টম ডিজাইনে এর চেয়ে সুন্দর বাইক হয় না আমার মনে হয়। বাইকটি টাইটেনিয়াম সিরিজের অর্ন্তভুক্ত।এল্যুমেনিয়াম ইঞ্জিনের প্রথম গতিশীল বাইক বলা হয় এটাকে। ঘন্টায় ২২৫ মাইল । যা এখন র্পযন্ত সেরা স্পিডের বাইক। মনে রাখবেন ২২৫ মাইল কিন্তু কিঃমিঃ না। সো ফারকটা বুঝুন । :P











৪- The legendary British classic black মুল্যঃ $ 400,000



এন্টিক বাইকের জন্য বিখ্যাত বাইকটি। এটা ব্রিটিসদের তৈরি বাইক। ২ সিলিন্ডার যুক্ত ২৫০ সিসি কিন্তু স্পিডে ভালো পার্ফমেন্স না। এন্টিক বাইক বলে এতো প্রাইস।









৩- Gold Plated Custom Chopper মুল্যঃ $ 500,000



বাংলাদেশি রোডে এই বাইক চলবে কিনা আমার সন্দেহ :P কাষ্টম বাইক প্রেমিদের সেরা তালিকায় আছে এই গাড়িটি।









২- Ultra Rare Porcupine মুল্যঃ $ 750,000



এটি একটি উনিক বাইক। এজন্য এর অবস্থান যাদুঘরে ।

Ultra Rare Porcupine বাইকটি ২য় বিশ্ব যুদ্ধের সময়ের প্রযুক্তির বাইক। এ জন্য এর প্রাইসটাও হাই ।







১- $ 1 million Harley-Davidson মুল্যঃ নাম দেখেই বুঝুন :P



কি আর বলবো এটাকে নিয়ে? এর পিক দেখলে আমার রাতের ঘুম হারাম। ৬ সিলিন্ডার বিশিষ্ট বাইক । স্পিড ? থাক আর বললাম না ভাই । বাইক্টির ডিজাইন করেছেন- Jack Armstrong । বাইকটি যদিও নতুন গত বছরের তবুও অনেকে এটাকে এন্ট্যিকের সাথে তুলোনা করেন।









চুপি চুপি একটা কথাঃ অনন্ত জলিল নাকি $ 1 million Harley-Davidson দিয়ে মোষ্ট ওয়েল্কাম ৩ এর শুটিং শুরু করছে ??? ঘটনা কি সত্যি ???



ধন্যবাদ :) ;)



সুত্রঃ ওয়ান্ডার লিষ্ট ও টপটেনলিষ্ট ডট কম ও জিগহুইসেল ।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ইন্টারেস্টিং একটা ফিচার। ভালো লাগল।

তবে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি, ইতিপূর্বে আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করা হয়েছিল, এই ধরনের ফিচার পোষ্ট লিখলে, আপনি পোষ্ট এ উল্লেখিত তথ্য সংক্রান্ত কিছু রেফারেন্স দিবেন।

এই ধরনের তথ্য সংগ্রহ করতে হলে আমাদেরকে অবশ্যই কোন না কোন ওয়েবসাইট অথবা অন্য কোন সোর্স ব্যবহার করতে হয়। তাই তথ্যঋণ হিসেবে সেই সাইটের নাম উল্লেখ্য করে দেয়াটা একটি সাধারন প্রক্রিয়া। আশা করি ব্যাপারটি সামনে থেকে পোষ্ট দেয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নিবেন।

ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

সুপ্ত আহমেদ বলেছেন: আপডেট করে দিছি । ;)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

উড়োজাহাজ বলেছেন: এমাউন্টা কি আসলেই ডলারে না টাকায়?

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

সুপ্ত আহমেদ বলেছেন: $ = কি টাকা বলেন আপনারা ? ;) আমি তো ডলার $ লিখেই দিছি । ধন্যবাদ ভাই ;)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: এগুলো কী বাইক না অন্য কিছু? B:-) মাথা পুরাই নষ্ট হওয়ার উপল্রম হইছে। :(

স্বপ্নেও কল্পনা করা সম্ভব না এই সব বাইকের কথা। ভিন্ন স্বাদের পোস্ট। ভালো লাগলো সুপ্ত।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

সুপ্ত আহমেদ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ !!! ;) ;)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

জনাব মাহাবুব বলেছেন: কি দেখাইলেন পুরাই মাথা নষ্ট B-) B-)

খালি দেইখাই যাতে হইবো কিনবার পারতাম না। :( :(

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

সুপ্ত আহমেদ বলেছেন: পারবেন পারবেন , হোপ লেস হলে তো হবে না ভাই ।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

যোগী বলেছেন:
৭ নাম্বারটা কেনার চাইতে বাইসাইকেল কেনা অনেক ভালো।
বাট হার্লে ডেভিডসন চালাইতে মুঞ্চায়।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

সুপ্ত আহমেদ বলেছেন: তা ঠিক কিন্তু দাম তো কম না ওটার তারপরও ;)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

চাদের জোসনা বলেছেন: দিলেন তো মেজাজটা খারা্প কইরা? আমি কিনবার চাইছিলাম মাগার ছবি দেইখ্যা মনে হইতাছে এগুলোর চায়া আমগো গেরামের রহীমের বাশের বানানো ছাইকেল ভাল। তবুও ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

সুপ্ত আহমেদ বলেছেন: বাঁশের সাইকেল চালানোর জন্য শুভ কামনা রইলো ;)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

ডি মুন বলেছেন:
+++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

সুপ্ত আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

আলাপচারী বলেছেন: পাঠায়া দ্যান তো একটা। তাড়াতাড়ি।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

পুরাই মাথা নস্ট!!!!

এত্ত টাকা আমি কিনতাম না। :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

মহান অতন্দ্র বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.